14/10/2025
উপমহাদেশের অবিসংবাদিত ইসলাম প্রচারক, বিশ্ব শান্তির মহাসাধক, তাপসকুল শিরোমনি, শাহানশাহে তরিকত, পীরানে পীর, জামানায়ে একতা, মুজাদ্দেদে জামান হযরত মাওলানা শাহ্ সূফী খাজা মুহাম্মদ ইউনুছ আলী এনায়েতপুরী নকশেবন্দী মুজাদ্দেদী (রহ:) ছাহেবের কনিষ্ঠ সাহেবজাদা, তরিকতের মহাজ্ঞানী, বুলবুলে খাজা, আশেকান-জাকেরানদের মহামান্য দয়াল ছোট হুজুর আলহাজ্ব হযরত মৌলানা শাহ্ সূফী খাজা আব্দুল কুদ্দুস (রহ:)।
তিনি বাংলা ১৩৪৫ সন, কার্তিক মাস মোতাবেক ৬ শাওয়াল, রোজ মঙ্গলবার সকাল ৭টায় খাজা হুজুরের ঔরশে, পূণ্যবতী আবেদা জাহেরা হযরত মাজিদা-তুন-নিসা (রহ:)'র কোল আলোকিত করে ধরাধামে তাশরীফ আনয়ন করেন। তিনি খাজা হুজুরের সর্বকনিষ্ঠ পুত্র ও আদরের দুলাল। তিনি একাধারে সু-সাহিত্যিক, কবি এবং শরীয়ত তরিকতের জ্ঞানে জ্ঞানী একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। শরীয়ত ও তাসাউফ এবং খাজা হুজুরের পারিবারিক ইতিহাস এবং জীবনী সম্পর্কে তিনি বেশ কয়েকটি কিতাব রচনা করে জ্ঞান অন্বেষণকারীদের সমৃদ্ধ করেছেন। বিশেষ করে "শতাব্দীর মুজাদ্দিদ" গ্রন্থটি খাজা হুজুরের সূফী দর্শন সম্পর্কে একটি মূল্যবান সংযোজন। হযরত খাজা শাহ্ এনায়েতপুরী (রহ:)-এর জীবনী ও ইতিহাস সম্পর্কিত "খাজা চরিত" তাঁর রচিত সর্বশেষ কাব্যগ্রন্থ। গ্রন্থটির লেখনী, ভাব-ভাষা এবং ছন্দ অসাধারণ। তাঁর লেখায় বহুমুখী প্রতিভার স্ফুরণ এবং ইলমের ছাপ স্পষ্ট। তিনি খাজা হুজুরের যেমনি একজন জেসমানি আওলাদ তেমনি খাজা হুজুরের নেছবত তথা তরিকত তাসাউফের একজন একনিষ্ঠ খাদেম ছিলেন। তাঁর খেদমতে এই নেসবতের জাকেরান আশেকান যেমনি ভাবে আত্মিক ও ইলমি ভাবে সমৃদ্ধ হয়েছে তেমনি জ্ঞান পিপাসুদের কাছে তা এক অনন্য মাত্রার সংযোজন ঘটিয়েছে।
দ্বীন ও মাজহাবের খেদমত আঞ্জামের পাশাপাশি কর্মজীবনে তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, ঢাকা স্টক এক্সচেঞ্জের সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।
খাজা হুজুরের আদরের দুলাল, জাকেরানদের
ছোট হুজুর আলহাজ্ব হযরত মৌলানা শাহ্ সূফী খাজা আব্দুল কুদ্দুস (রহঃ) ১৮ অক্টোবর ২০২৪ ঈশায়ী, ২রা কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ মোতাবেক ১৪ রবিউস সানী ১৪৪৬ হিজরি, রোজ শুক্রবার ৬.৪৫ মিনিটে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এ মহান তাসাউফ গবেষক, সু-সাহিত্যিক উনার সম্মানিত পীর ও পিতা, জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা শাহ্ সূফী খাজা মুহাম্মদ ইউনুছ আলী এনায়েতপুরী (রহ:) এবং সম্মানিত আম্মাজান পূণ্যবতী আবেদা জাহেরা হযরত মাজিদা-তুন-নিসা (রহ:)'র পবিত্র মাজার শরীফ কমপ্লেক্স বিশ্ব শান্তি মঞ্জিল, এনায়েতপুর পাক দরবার শরীফ, সিরাজগঞ্জ এ চিরনিদ্রায় শায়িত আছেন।
মওলায়ে কারীম জান্নাতে উনার মাক্বাম বুলন্দ করুন, উনার উপর আবাদুল আবাদতক (অনন্তকাল) রহমতের বারি বর্ষণ করুন, উনার রূহানী ফয়ুজাত আমাদের নসীব করুন। আমিন।।