Jakir Travels

Jakir  Travels আমাদের ভিডিও যদি ভাল লাগে সবাই প্লিজ একটা লাইক দিয়েন

18/06/2025

আল্লাহ্ তুমি ইরানকে এমন শক্তি দাও,যেন ইজরায়েলের নাম নিশানা মুছে দেয়...

 #একজন মাদ্রাসা ছাত্রের ডিজাইন করা টাকার নোট। #
02/06/2025

#একজন মাদ্রাসা ছাত্রের ডিজাইন করা টাকার নোট। #

শ্রমিকের সম্মান রক্ষা করা আমাদের সকলের মানবিক দায়িত্ব এবং কর্তব্য। MD JAKiR
30/04/2025

শ্রমিকের সম্মান রক্ষা করা আমাদের সকলের মানবিক দায়িত্ব এবং কর্তব্য। MD JAKiR

"পুরুষ মানুষ সহজে কাঁদে না... কারণ পুরুষের চোখে জল মানায় না... জন্মের পর তাদের মাথায় ঢুকিয়ে দেয়া হয় যতো কষ্টই হোক তোমার ...
31/01/2025

"পুরুষ মানুষ সহজে কাঁদে না... কারণ পুরুষের চোখে জল মানায় না... জন্মের পর তাদের মাথায় ঢুকিয়ে দেয়া হয় যতো কষ্টই হোক তোমার চোখে জল আনা যাবে না !!
নারীরা হুটহাট কেঁদে উঠতে পারে... নারীরা রাগে কাঁদে, অভিমানে কাঁদে, কষ্টেও কাঁদে... কিন্তু পুরুষ কখনো অভিমান কিংবা রাগে কাঁদে না... নারীর চোখের জলে ছলনা থাকলেও পুরুষের চোখের জলে কোনো ছলনা নেই !!
তবুও যদি কোনো পুরুষ কাঁদে তবে বুঝতে হবে সে বড় কষ্টটাই পেয়েছে এবং সে আসলেই কাঁদতেছে... পুরুষ কান্নার অভিনয় করতে পারে না... পুরুষের কান্নার দৃশ্য ভয়াবহ... পুরুষের কান্নার কারণ তীব্রতর হয় !!
তবুও পুরুষেরা কাঁদে... পুরুষ কাঁদে চারদেয়ালের আড়ালে... পুরুষ কাঁদে বারবার ইন্টার্ভিউ বোর্ডে ব্যর্থ হয়ে সার্টিফিকেটের দিকে তাকিয়ে... পুরুষেরা কাঁদে সংসারের চাহিদা না মেটাতে পেরে... পুরুষেরা কাঁদে বাবা-মায়ের চাহিদা পূরণ করতে না পেরে... পুরুষেরা কাঁদে প্রেমিকা হারালে !!
পুরুষ মানুষ নিজের জন্য যতটা না কেঁদেছে তার চেয়েও বেশি কেঁদেছে অন্য কারোর মন রক্ষার জন্য... পরিবার, বাবা মা, ছেলেমেয়ে কিংবা প্রেমিকার আবদার পূরণ করার জন্যও পুরুষের চোখের জল মাটিতে ফেলতে হয় যা অনেক প্রেমিকাই জানেনা !!
ইতিহাস বলে যে নারী ইচ্ছাকৃতভাবে পুরুষের চোখের জলের কারণ হয়েছে সেই নারী জীবনে খুব একটা সুখী হতে পারেনি... এটা নয় কোনো পুরুষের অভিসাপ, এটা পুরুষের চোখের জলের কারণ আর দীর্ঘশ্বাস !!
নারীরা বেঁচে থাকে বাবা কিংবা স্বামীর উপর ভরসা করে... আর সেই নারীর জন্যই যদি কোনো পুরুষের কাঁদতে হয় তাহলে সেটা সেই নারীর জন্যই অমঙ্গল... পুরুষের চোখের জল বিফলে যায় না, প্রকৃতিই তার প্রতিদান দেয় !!
তবুও পুরুষেরা বীর... দিনশেষে একটা পরিবার, বাবা মা কিংবা একটা নারীর বেঁচে থাকার শক্তি... পুরুষকে কাঁদিয়ে যে নারী জীবনে বড় হতে চেয়েছে তার সারাজীবন ভাঙতে ভাঙতে গেছে... কারণ একটা
নারীর জীবনে স্রষ্টার পরেই একজন পুরুষের স্থান !!"

সংগীত

আমার কেউ একজন থাকুক!আমায় একটুখানি বুঝুক। হাজারো মানুষের ভিড়ে হারিয়ে গেলে হন্ন্য হয়ে খুঁজুক। আমার কেউ একজন থাকুক!যে আম...
27/01/2025

আমার কেউ একজন থাকুক!
আমায় একটুখানি বুঝুক।
হাজারো মানুষের ভিড়ে হারিয়ে গেলে
হন্ন্য হয়ে খুঁজুক।

আমার কেউ একজন থাকুক!
যে আমাকে বুঝবে,বোঝাবে,ভুল পথে গেলে শাসন করবে।
দুষ্টু মিষ্টি ঝগড়া করবে,কিন্তু কখনো ছেড়ে যাবে না।

আমার কেউ একজন থাকুক!
যে আমাকে বিশ্বাস করবে,সম্মান করবে, গুরুত্ব দিবে,আমার যত্ন নিবে,অনেক বেশি ভালোবাসবে।

আমার কেউ একজন থাকুক!
যে কখনো আমার বিশ্বাস ভাঙ্গবেনা,
যাকে মুক্ত পাখির মত উড়তে দিলেও
অন‍্য ডালে বাসা বাঁধবে না।

আমার কেউ একজন থাকুক!
যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা য়ায় ।
যার উপরে ভরসা করা যায়‌।
যার কাছে মন খুলে সব কিছু শেয়ার করা যায়!

আমার কেউ একজন থাকুক!
তবে সে শুধু আমার থাকুক।

পান পাতার টোটকা শিখে রাখুন রাতে বিছানায় মেশিন টানা ২ ঘণ্টা শক্ত থাকবে রস পড়বে না খাওয়ার নিয়ম -:একটা পান নিবেন ২ টোকর...
19/01/2025

পান পাতার টোটকা শিখে রাখুন রাতে বিছানায় মেশিন টানা ২ ঘণ্টা শক্ত থাকবে রস পড়বে না
খাওয়ার নিয়ম -:একটা পান নিবেন ২ টোকরাহাতিসুর গাছের শিকড় এক চামুচ মধু বাদাম কিসমিস রসুন দিয়ে চিবিয়ে খাবেন রাতে হালকা বড়া পেটে খাওয়ার সাথে সাথে রেজাল্ট ইনশাআল্লাহ

08/12/2024

অনুধর্ব-১৯ এশিয়া কাপের ফাইনাল ম্যাচে ভারতের অনুধর্ব-১৯ দলকে ৫৯ রানে হারিয়ে চ্যাম্পিয়ান হলো বাংলাদেশ অনুধর্ব-১৯ দলের যুবারা।ভারত কে সুন্দর ভাবে ভরে দেওয়ার জন্য বাংলাদেশের যুবাদের অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন।

 # #অ-১৯ এশিয়া কাপের ফাইনালে আগামীকাল সকাল ১১ টায় ইন্ডিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের যুবারা শুভকামনা রইল ইয়াং টা...
07/12/2024

# #অ-১৯ এশিয়া কাপের ফাইনালে আগামীকাল সকাল ১১ টায় ইন্ডিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের যুবারা শুভকামনা রইল ইয়াং টাইগার্সদের জন্য। 🇧🇩❤️

#বাংলাদেশ_ক্রিকেট_আমাদের_গর্ব_ও_অহংকার@

04/12/2024

#স্বামী-স্ত্রীর সম্পর্ক কেমন হওয়া উচিৎ? কোরআন কি বলে? Jakir Travels

18/10/2023

নিষ্পাপ হয়ে এসেছিলাম পাপী হয়ে যাবো,
ভাবিনি এই পৃথিবীতে এতো কষ্ট পাবো ।
বন্ধু বলো বান্ধব বলো কেউই আপন নয়,
ক্ষনিকের এই পৃথিবীতে সবই অভিনয়!!

বাংলাদেশের টাকা হারালো নিজের সংস্কৃতি,আমরা হারালাম পুরানো শৈশব!কতই না সুন্দর ছিলো টাকা গুলো।
17/10/2023

বাংলাদেশের টাকা হারালো নিজের সংস্কৃতি,
আমরা হারালাম পুরানো শৈশব!
কতই না সুন্দর ছিলো টাকা গুলো।

10/09/2023

দুনিয়াতে মানুষ বড়ই স্বার্থপর

Address

Jamalpur Sadar Upazila

Alerts

Be the first to know and let us send you an email when Jakir Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share