13/09/2023
বিয়ে করবেন, ঘর বাঁধবেন, একসাথে চাঁদ দেখবেন, বারান্দায় বসে কফি খাবেন......এই তো নাকি?
আহ কত স্বপ্ন তাদের!
এতো স্বপ্ন বোনার আগে একবারও কি ভেবেছেন, যার সাথে ঘুরে বেড়াচ্ছেন বা যাকে নিয়ে সংসার পাতবেন সে কতটুকু আপনার যোগ্য?সে মানুষ নাকি অমানুষ?শান্তির দূত নাকি জাহান্নামের আঁচ?
সাময়িক ভালো লাগা, কখনোবা পারিবারিক চাপ, কখনো কখনো বন্ধু বান্ধবের মজা মাস্তির পাল্লায় পড়ে ভুল মানুষকে নিয়ে সংসার পেতে নিজের জীবনকে জাহান্নাম করছেন কি না তা নিরবে একটু ভেবে দেখুন।
একজন সুপাত্রে যখন কন্যাদান হয় , তখন সে কন্যার পিতামাতা অন্তত মেয়ের চেহারা-মানসিক অবস্থা দেখে বুঝতে পারেন, মেয়েটা কেমন আছে। সেইসাথে, মানসিক স্থিরতা, self care, personality development সবকিছুই নির্ভর করে একজন সঠিক মানুষের সাথে থাকার মাধ্যমে।
তাই, যে আপনার যোগ্য না বা যার সাথে আপনি comfortable না তাকে নিয়ে এতো দূর যাত্রার দুঃসাহস করে নিজের ক্ষতি ডেকে আনবেন না।
আমার এই পোস্ট আইডিতে থাকা অনুজদের জন্য এবং যারা নিজ জীবনে অল্প অল্প করে ক্ষয় হচ্ছেন ভুল সঙ্গীর কারণে, শুধুমাত্র তাদের জন্য।
#নিচের ছবিগুলো কানিজ ফাতেমা নামক এক তরুণীর। খেয়ালের বশে একপ্রকার মোহ থেকেই হয়ত ২০২০সালে বিয়ে করেছেন এক চরিত্রহীন ও মাদকাসক্ত তরুণকে।বিয়ে করে এক সন্তানের মা হয়েছেন।এই ৩ বছরে বদলে গেছে ফাতেমার জীবনের প্রেক্ষাপট, চেহারার গঠন, শারীরিক অবস্থা, বেশভূষা। মানসিকভাবে বর্তমানে সে বিধ্বস্ত। স্বামীর অত্যাচার, সাংসারিক কলহে তরুণ জীবন এখন দিশেহারা.......
#এটাই কি কাম্য? তাই, সচেতন হতে হবে জীবনসঙ্গী নির্বাচনে, এবং সামনের পথ যদি আসলেই কলহপূর্ণ মনেহয় তবে নিজ নিজ সমঝোতায় সম্পর্কের শেষটা সুন্দর করে নিতে হবে।
ধ্বংস হওয়া থেকে সঠিক সময়ে বিদায় নেয়া শ্রেয়।তাই নয় কি?
আহ মানবতা আজকে নাই বললে চলে,