Vlogginghub Nature

Vlogginghub Nature Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Vlogginghub Nature, Digital creator, Madarganj, Jamalpur Sadar Upazila.

Vlogginghub Nature" একটি পেইজ এখানে আমরা আপনাদের নিয়ে আনছি বিভিন্ন মজার ও ফোটো, মেম, ভিডিও, মেসেজ, ও বিভিন্ন মজার কনটেন্ট,তাই কনটেন্ট সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

10/05/2025

তৃতীয় বিশ্বযু**ও লাগতে যাচ্ছে কিন্তু হসচ'২০ ব্যাচ এখনো ভার্সিটি পার করতে পারে নাই।🙂

01/05/2025

চোখের শান্তি 🥰

এখন এটা সত্যিই ইসরাঈলে পরিণত হচ্ছে..!আলহামদুলিল্লাহ, আল্লাহই সর্বোত্তম পরিকল্পনাকারী।Now it’s really turns into Isra'hel...
01/05/2025

এখন এটা সত্যিই ইসরাঈলে পরিণত হচ্ছে..!
আলহামদুলিল্লাহ, আল্লাহই সর্বোত্তম পরিকল্পনাকারী।

Now it’s really turns into Isra'hell..!
Alhamdulillah, Allah is the best planner.

14/04/2025

অবিবাহিত সকলকে জানাই,
আবারও No-বৌ বর্ষের শুভেচ্ছা...🙂

09/04/2025

চারদিকে শুধু লয়াল মানুষ, আমার মতো চি/টার আজকাল দেখাই যায়না :')

আগে থেকে পোস্ট করে রাখলাম ভুল যেন না হয়।😋
26/03/2025

আগে থেকে পোস্ট করে রাখলাম ভুল যেন না হয়।😋

শহীদে শহীদে জনপদ শেষ~গাজা উপত্যকায় পবিত্র রমজান মাসে চলছে বর্বরোচিত গণহত্যা। প্রতিটা রমজানেই এমন নৃংশসতার শিকার হয় এই মজ...
19/03/2025

শহীদে শহীদে জনপদ শেষ~

গাজা উপত্যকায় পবিত্র রমজান মাসে চলছে বর্বরোচিত গণহত্যা। প্রতিটা রমজানেই এমন নৃংশসতার শিকার হয় এই মজলুম জনপদ। আল্লাহ্‌ যেন আমাদের বর্বর ইসরায়েলী সন্ত্রাসীদের শেষ পরিণতি টা দেখায়।

আমাদের ক্রিকেট দলের অনেকেই অজু ছাড়া ব্যাট ধরে না । সবাই মোটামুটি ইসলামিক ধ্যান ধারণার , মাঠে তারা দলবেঁধে নামাজ পড়ে , সে...
19/03/2025

আমাদের ক্রিকেট দলের অনেকেই অজু ছাড়া ব্যাট ধরে না । সবাই মোটামুটি ইসলামিক ধ্যান ধারণার , মাঠে তারা দলবেঁধে নামাজ পড়ে , সে ছবি ফেসবুকে আপলোড হয় । তারা বাহবা পায় ।

কিন্তু তাদের ডিনার পার্টিতে আবার কোকাকোলা ছাড়া অন্য ড্রিংকস চলেও না ।

যাই বলেন, কোকাকোলার একটা আলাদা ব্যান্ড ভ্যালু আছে । আলাদা স্বাদ আছে ।

" শুধু খেলোয়াড়রা না , অনেক মুসলিমকেই এই ড্রিংকসের স্বাদের কাছে হার মানতে হয় । একদম বোতল ভর্তি প্যালেস্টাইনের মুসলিমদের তাজা র*ক্তের স্বাদই আলাদা ! "
©

মুসলিম ৭৫% বা তারও বেশী মাস্টার্স পাশ মেয়ে বিয়েহীন।জব পাবার আগে তারা বিয়ে করতে আগ্রহী না। ক্যারিয়ার গড়তে গিয়ে এরা এমন এক...
16/03/2025

মুসলিম ৭৫% বা তারও বেশী মাস্টার্স পাশ মেয়ে বিয়েহীন।জব পাবার আগে তারা বিয়ে করতে আগ্রহী না।

ক্যারিয়ার গড়তে গিয়ে এরা এমন এক সংকট তৈরী করেছে যে। আগামী ৫ বছরে লাখ লাখ মেয়ে বিয়েহীন থাকবে৷

আর মানানসই পাত্রস্থ করতে না পেরে। আর মস্তিষ্ক বিগড়ে যাবার কারণে। এদের অধিকাংশ দাম্পত্য জীবনে বিষাক্ত থেকে যাবে।

তাদের যৌবনের চাহিদা, আবেগ,ভালোবাসা হারানোর ফলে। স্বামীর মন জয় করার পরিবর্তে স্বামীর প্রতিদ্বন্দ্বী হয়েই সংসারে দরকষাকষি করবে৷

আর স্বামীও তাদের মাঝে আনুগত্য, কোমলত্ব,নারীত্ব না পেয়ে অসহ্য হয়ে উঠবে। তখন এই সংসার টিকানো অসম্ভব। কারণ তার স্ত্রী টা ৩০ টা বছর পুরুষের ফিতরাতে টেক্কা দিয়ে সে নিজেই পুরুষে বিবর্তিত হয়ে গেছে। তার আস্ত দেহটাই নারীর বৈশিষ্ট্য হলেও। সে মানসিক ভাবে পুরুষ।

স্বামী তাকে দৈহিক ভাবে নারী পেলেও সে মানসিকভাবে পুরুষ। আর পুরুষের মতোই তার স্ত্রী অনুভূতিহীন। সে স্বামীকে প্রেমের জগতে নয়, ভোগবাদের জগতেই দেখতে চায়।

আল্লাহর ক,স,ম করে বলছি, এমন একটা দিন আসতে যাচ্ছে। মেয়েরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে যৌবন থেকে যেমন বঞ্চিত হবে। বঞ্চিত হবে সংসার থেকেও। বঞ্চিত হবে আখিরাতের মুক্তি থেকেও।

এরা একটা পর্যায়ে ক,ট্টর নারীবাদী হয়েই দুনিয়া ত্যাগ করবে। আর এই পুঁজিবাদী সমাজের আড়ালেই দা''জ্জা'''ল তার সিংহভাগ নারী অনুসারী তৈরী করতে সক্ষম হয়েছে।

এই ভোগান্তি অভিভাবক দুনিয়াতে যেমন পাবে। আখিরাতেও লাঞ্চিত হয়ে জা''হা''ন্না''মে যাবে৷
এটাই শেষ জামানার ভ,য়াবহ অন্ধকারের ফি'''তনা৷

ভাইজান আপনি মানেন আর না মানেন এটাই বাস্তবতা।

সংগৃহীত

Address

Madarganj
Jamalpur Sadar Upazila

Telephone

+8801855264936

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vlogginghub Nature posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Vlogginghub Nature:

Share