
10/09/2024
আপনার রিযিক নির্ধারিত! অন্যের ভালো দেখে অসহ্য লাগলে দ্রুত তার ভালোর জন্য দুআ করুন, এতে ফেরেশতারাও আপনার জন্য একই দুআ করবে।
মনে রাখবেন আপনার রিযিক ঠিকই আপনাকে খুঁজে নিবে, দুনিয়ার সকল মানুষ একত্রিত হয়ে গেলেও তা আপনার থেকে ছিনিয়ে নিতে পারবে না, ইন শা আল্লাহ।