Madarganj Helpline

Madarganj Helpline মাদারগঞ্জের গরীব,অসহায় মানুষদের পাশে আছি।

প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকা অনশনে 😝জামালপুর জেলা ,মেলান্দহ উপজেলার ✍️৭নং চর বানিপাকুরিয়া ইউনিয়নের শিহুরী মধ্য...
12/05/2025

প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকা অনশনে 😝
জামালপুর জেলা ,মেলান্দহ উপজেলার ✍️
৭নং চর বানিপাকুরিয়া ইউনিয়নের শিহুরী মধ্যপাড়া 🙆
( বড় পুকুর পাড়) এলাকায়
পিতা: আনোয়ার হোসেন
ছেলে : সাগর ,বাড়ীতে বর্তমান মেয়ে অনশন ।
জানা যায়, মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়নের থুরিটংকী পাড়া
পিতা: মোখলেছুর রহমান
মেয়ে : মীম আক্তার, হাজরাবাড়ী সিরাজুল হক কলেজের এইচএসসি ২য় বর্ষে অধ্যয়নরত রয়েছে।
দীর্ঘদিন রিলেশন থাকার কারণে ছেলের বাড়িতে এসে অনশন।

12/05/2025

আমি সাগর কে ভালোবাসি সাগর কে সারাজীবনের জন্য চাই ,
বিয়ের দাবিতে জামালপুরের মেলান্দহে সাগরের বাড়িতে অনশন 😌

10/05/2025

I got 100 reactions and comments on one of my posts last week! Thanks everyone for your support! 🎉

মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন এডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মি...
10/05/2025

মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন এডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান রতন।

05/05/2025

মাদারগঞ্জ হেল্পলাইন/Madarganj Helpline ব্যতীত আমাদের দ্বিতীয় কোনো ফেসবুক গ্রুপ নেই। আমাদের গ্রুপের নাম ব্যবহার করে আজকাল অনেকেই গ্রুপ খুলতেছে। তাই বিভ্রান্ত না হয়ে এবং নিজেকে বিভ্রান্তি থেকে দূরে রাখতে, আমাদের গ্রুপের নাম ব্যবহার করা অন্যান্য গ্রুপ থেকে লিভ নিয়ে, ৩২ হাজার মেম্বার সম্বলিত এই গ্রুপের সাথে থাকুন।

আমাদের পেইজ লিংক: https://www.facebook.com/share/15qMxh8KVz/

#বিশেষ_দ্রষ্টব্য: যারা বিভ্রান্ত হয়ে আমাদের ইনবক্সে নক করতেছেন, তাদের বিভ্রান্তি দূর করতেই মূলত এই পোস্ট করা।

ধন্যবাদ সবাইকে
মাদারগঞ্জ হেল্পলাইন
পরিবারের সাথে থাকার জন্য।

04/05/2025

ভালো লাগলে বেশি বেশি লাইক,কমেন্ট, শেয়ার করুন,,,

02/05/2025

নদীমাতৃক বাংলাদেশ,,,,

02/05/2025

জেনে নিন!
১. ChatGPT – যেকোনো লেখা বা প্রশ্নের উত্তর দিতে পারে।
২. Canva AI – ডিজাইন তৈরি ও কনটেন্ট সাজাতে AI সহায়তা।
৩. Pictory – লেখা থেকে অটো ভিডিও তৈরি করে।
৪. Copy.ai – মার্কেটিং কপিরাইটিং বা ব্লগ লেখে।
৫. Jasper AI – ব্লগ, বিজ্ঞাপন, ইমেইল লেখায় সাহায্য করে।
৬. Grammarly – ইংরেজি লেখার ভুল ধরিয়ে সংশোধন করে।
৭. Quillbot – লেখাকে রি-রাইট বা প্যারাফ্রেজ করে।
৮. Synthesia – AI এভাটার দিয়ে ভিডিও বানায়।
৯. Looka – লোগো ও ব্র্যান্ড ডিজাইন করে।
১০. Remove.bg – ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এক ক্লিকে।
১১. Leonardo AI – কল্পনাশক্তির ইমেজ ডিজাইন করে।
১২. Durable – কয়েক সেকেন্ডে ওয়েবসাইট তৈরি করে।
১৩. SlidesAI – লেখা থেকে অটো স্লাইড প্রেজেন্টেশন বানায়।
১৪. Runway ML – ভিডিও এডিটিং ও AI ভিজ্যুয়াল এফেক্টে সাহায্য করে।
১৫. Tome – স্টোরি-বেইজড প্রেজেন্টেশন তৈরি করে।
১৬. Notion AI – নোট নেয়া, টাস্ক ম্যানেজমেন্ট ও লেখায় সাহায্য করে।
১৭. Krisp – কলের ব্যাকগ্রাউন্ড নোইজ রিমুভ করে।
১৮. Cleanup.pictures – ছবির অবাঞ্চিত জিনিস মুছে ফেলে।
১৯. Replika – AI ভার্চুয়াল বন্ধু বা চ্যাট সঙ্গী।
২০. Soundraw – AI দিয়ে অরিজিনাল মিউজিক তৈরি করে।
২১. Beatoven – ভিডিও/পডকাস্টের জন্য মিউজিক তৈরি করে।
২২. Voicemod – ভয়েস চেঞ্জ বা ভয়েস ইফেক্টে ইউজ হয়।
২৩. Lumen5 – ব্লগ থেকে ভিডিও কনভার্ট করে।
২৪. Descript – ভিডিও এডিট করে টেক্সট দিয়ে।
২৫. Kaiber – AI দিয়ে ভিডিও অ্যানিমেশন বানায়।
২৬. AutoDraw – হ্যান্ড-ড্রয়িংকে পারফেক্ট ডিজাইনে রূপ দেয়।
২৭. ElevenLabs – রিয়েলিস্টিক ভয়েস জেনারেশন করে।
২৮. Heygen – AI স্পোকেন ভিডিও বানায় ফেস ও ভয়েস দিয়ে।
২৯. Writesonic – কনটেন্ট রাইটিং ও কপি তৈরি করে।
৩০. Play.ht – ব্লগ বা লেখাকে ভয়েসে পরিণত করে।
৩১. Papercup – ভিডিওর ভয়েস অন্য ভাষায় ডাব করে।
৩২. AI Dungeon – ইন্টার‍্যাকটিভ গল্প বানায়।
৩৩. TTSMaker – লেখা থেকে স্পিচ জেনারেট করে।
৩৪. Magic Eraser – ছবির অবজেক্ট সরিয়ে ক্লিন ব্যাকগ্রাউন্ড দেয়।
৩৫. Designs.ai – লোগো, ভিডিও, অডিও সব তৈরি করতে পারে।
৩৬. Midjourney – কমান্ড থেকে ইমেজ তৈরি করে।
৩৭. TinyWow – ডকুমেন্ট, ভিডিও, পিডিএফ টুলস ফ্রি অফার করে।
৩৮. ChatPDF – যেকোনো PDF পড়ে আপনাকে সারাংশ দেয়।
৩৯. Scalenut – SEO কনটেন্ট ও ব্লগ প্ল্যান করে।
৪০. INK – SEO, রাইটিং, মার্কেটিং একসাথে করে।
৪১. DeepL – প্রোফেশনাল লেভেলের ট্রান্সলেশন দেয়।
৪২. OpenArt – AI আর্ট ও ইমেজ তৈরি করে।
৪৩. NameSnack – AI দিয়ে বিজনেস নাম সাজেস্ট করে।
৪৪. Tidio – AI চ্যাটবট তৈরি করে ওয়েবসাইটের জন্য।
৪৫. FormX.ai – স্ক্যান করা ডকুমেন্ট থেকে ডেটা এক্সট্রাক্ট করে।
৪৬. Murf.ai – প্রফেশনাল ভয়েসওভার তৈরি করে।
৪৭. Zyro AI Writer – ওয়েবসাইট বা কনটেন্ট লেখায় ব্যবহার হয়।
৪৮. Hugging Face – বিভিন্ন ধরনের NLP ও AI টুলস হোস্ট করে।
৪৯. Adobe Firefly – AI দিয়ে ইমেজ ও ডিজাইন তৈরি করে।
৫০. Illustroke – লেখা থেকে SVG ইলাস্ট্রেশন তৈরি করে।

এই টুলগুলো ব্যবহার করে আপনি আপনার কাজের গতি যেমন বাড়াতে পারবেন, তেমনি সময় এবং খরচও বাঁচাতে পারবেন।

বিস্তারিত কমেন্ট বক্সে,,,,
02/05/2025

বিস্তারিত কমেন্ট বক্সে,,,,

02/05/2025

জায়গাটির লোকেশন জানলে কমেন্ট বক্সে বলে যান,,,

জামালপুর ডিবি-১ এর অভিযানে ৫৮,০০০টি (আটান্ন হাজার) সরকারি রাজস্ব আয়ের জা'ল ব্যান্ডরোল ও সিএনজি সহ ০২ জন আ'ট'ক।সোর্স: জেল...
02/05/2025

জামালপুর ডিবি-১ এর অভিযানে ৫৮,০০০টি (আটান্ন হাজার) সরকারি রাজস্ব আয়ের জা'ল ব্যান্ডরোল ও সিএনজি সহ ০২ জন আ'ট'ক।

সোর্স: জেলা গোয়েন্দা শাখা জামালপুর

05/01/2025

বিশেষ লাইভে যুক্ত আছেন বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম (বীর বিক্রম)

Address

Jamalpur
Jamalpur Sadar Upazila
2041

Telephone

+8801795656671

Website

Alerts

Be the first to know and let us send you an email when Madarganj Helpline posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Madarganj Helpline:

Share

Category