Abu Huryra Suaib

Abu Huryra Suaib Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Abu Huryra Suaib, Media, Darussalam, Jamalpur Sadar Upazila.

08/04/2025
কমার্স ডিপার্টমেন্টের কয়েকজন ছাত্র ট্রেনে চড়ে কোথাও যাচ্ছিল এবং মার্কেটিং নিয়ে আলোচনা করছিল। একজন বয়স্ক ভদ্রলোক তাদের...
31/03/2025

কমার্স ডিপার্টমেন্টের কয়েকজন ছাত্র ট্রেনে চড়ে কোথাও যাচ্ছিল এবং মার্কেটিং নিয়ে আলোচনা করছিল। একজন বয়স্ক ভদ্রলোক তাদের আলোচনা মন দিয়ে শুনছিলেন আর মুচকি মুচকি হাসছিলেন।

হঠাৎ ভদ্রলোকটি ছাত্রদেরকে বললেন, আমি কি মার্কেটিং বিষয়টি সহজ দুএকটি কথায় ব্যাখ্যা করতে পারি?

ছাত্ররা কৌতূহলী হয়ে তার দিকে তাকাল।

ভদ্রলোক বলতে শুরু করলেন, মনে করো তুমি কোনো বিয়ে বাড়ীতে দাওয়াত খেতে গিয়েছ। তো সেখানে গিয়ে এক অসামান্য সুন্দরী মেয়ের দেখা পেলে।

তুমি তার কাছে গিয়ে বললে, "আমি উচ্চশিক্ষিত এবং ধনী। তুমি কি আমায় বিয়ে করবে?" এটাকে বলে সরাসরি বিপণন (ডাইরেক্ট মার্কেটিং)।

তোমার বন্ধু তার কাছে গিয়ে তোমাকে দেখিয়ে বলল, "ও উচ্চশিক্ষিত এবং ধনী। তুমি কি ওকে বিয়ে করবে?" এটাকে বলে বিজ্ঞাপন।

মেয়েটি নিজেই তোমার কাছে এগিয়ে এসে বলল, 'আপনি উচ্চশিক্ষিত এবং ধনী। আপনি কি আমায় বিয়ে করবেন?' এটাকে বলে ব্র্যান্ড ভ্যালু।

তুমি বিয়ের প্রস্তাব দেবার পর মেয়েটি জানাল যে, সে বিবাহিতা। এটাকে বলে চাহিদা ও জোগানের ফারাক (ডিম্যান্ড সাপ্লাই গ্যাপ)।

তুমি মেয়েটির কাছে গিয়ে কিছু বলার আগেই আরেকজন তাকে বিয়ের প্রস্তাব দিল এবং মেয়েটি সম্মত হয়ে তার সাথে চলে গেল। এটাকে বলে প্রতিযোগিতা (কম্পিটিশন)।

মেয়েটি তোমার বিয়ের প্রস্তাব গ্রহণ করল এবং বছর ঘুরতেই তোমাদের একটি সন্তান হলো। একে বলে প্রোডাকশন (উৎপাদন)।

তুমি মেয়েটিকে বিয়ের অফার দেবার সাথে সাথে সে তোমার গালে ঠাস করে একটা চড় মারল। এটাকে বলে উপভোক্তার প্রতিক্রিয়া (কাস্টমার্স ফিডব্যাক)।

তুমি যখন মেয়েটিকে বিয়ের প্রস্তাব দিলে সেই সময় তোমার স্ত্রী এসে উপস্থিত হল। এটাকে বলে নতুন ব্যবসাক্ষেত্রে প্রবেশ করার ঝুঁকি (রিস্ক অফ এন্টারিং নিউ মার্কেট)।"

ছাত্রদের আক্কেলগুড়ুম!

31/03/2025

ঈদ মোবারক

31/03/2025

উৎসবের দিনে কারোর মন খারাপ না হোক। কেউ একলা না থাক। কারোর চোখ না ভিজুক ঈদ মোবারাক!

বর্তমান মুসলিমরা বিশেষ করে বাংলাদেশের। দুটা বিষয়ে প্রতারিত ও ধোঁকার শিকার। এক. শিয়া দ্বারা।দুই. এরদোয়ান।আপনি কি জানেন মি...
21/03/2025

বর্তমান মুসলিমরা বিশেষ করে বাংলাদেশের। দুটা বিষয়ে প্রতারিত ও ধোঁকার শিকার।
এক. শিয়া দ্বারা।
দুই. এরদোয়ান।
আপনি কি জানেন মিডিয়ায় এসব বয়ান আই ওয়াশ!তুরষ্ক ন্যাটোর অন্তভূক্ত একটি দেশ।সে আমেরিকার ফাঁদে যুক্ত।একটি বালুকণাও সে ইজরায়েল এর দিকে মারবে না।কারণ ইসরায়েল মধ্যপ্রাচ্যের মার্কিন যুক্তরাষ্ট্রের দুটি মূল প্রধান ন্যাটো জোটের অন্যতম।
আজ পর্যন্ত এরদোয়ান কোন পদক্ষেপ গ্রহণ করেছে?
বরং সে জোর চাপাবাজী করার পাশাপাশি তলে তলে ই+সরাইল এর সাথে কোন প্রকার সম্পর্ক মজবুত করেছে।

আরেকটি হল সুন্নীদের প্রধান শত্রু শীয়ারা। চলমান সংঘাত এই ইরানই ঘটিয়েছে। এরপর আজ পর্যন্ত একটা পাথর পর্যন্ত ছুড়ে নাই। বরং হামাস নেতা ইসমাঈল হানিয়া কে ডেকে নিয়ে হত্যা করেছে।
আপনি দেখুন মিডিয়া এখন শীয়া আর আমেরিকার বাক যুদ্ধের কথা প্রচার করছে।কিন্ত বাস্তবে দেখুন।একটি কণাও মারে নি।

এটা এবার ই প্রথম এমন নয়।এগুলো আমেরিকার মিত্রদেশ।যখন বিশ্বের মুসলিমদের উপর হামলা করা হয়।তখন মিডিয়া এই দুই মূলাকে ঝুলিয়ে দেয়।আর বিপরীতে আরব শাসকদের বিরুদ্ধে লেলিয়ে দেয়।

বাস্তবতা হলো আমরা স্বীকার করি আরব শাসকদের প্রতি ক্ষোভের কারণ আছে।কিন্ত বাস্তবতা অনেক কঠিন।এখানে মুসলিম দেশ গুলোর শত্রু এসব দেশ গুলোই।বাহরাইন সহ কিছু দেশ ইজরায়েল এর সাথে মিত্রতা করেছে।

এখানে মুসলিমদের আগে শত্রু চিনতে হবে।যদি কখনো বিজয় আসেই তবে সেটা আরব শাসকদের দিয়েই সম্ভব।চাপা দিয়ে নয়।যুদ্ধ বিরতি এমনি এমনি হয় নি।এসব চাপাবাজদের কারণে হয় নি।আরব শাসকদের মাধ্যমেই হয়েছিলো।আবারো হলে তাদের মাধ্যমেই হবে।

ন্যাটোর সদস্য থেকে হেন করেঙ্গা তেন করেঙ্গা এগুলো বেফাস ধোঁকা ব্যাতিত আর কিছুই নয়।

20/03/2025

اللهم أعن أهل فلسطين وكن معهم في محنتهم واجعلهم من المنتصرين على أعدائهم.

আমার নতুন রাইজিং ফ্যানেদের জন্য অনেক ধন্যবাদ! হুজ্জাতুল ইসলাম ফাউন্ডেশন
19/12/2024

আমার নতুন রাইজিং ফ্যানেদের জন্য অনেক ধন্যবাদ! হুজ্জাতুল ইসলাম ফাউন্ডেশন

12/12/2024

টঙ্গী ইজতেমার ময়দান নিয়ে সমস্যা এজন্য আমরা ডাইরেক্ট একশনে নেমেছি

21/12/2023

আমার নতুন ফলোয়ারদের স্বাগত জানাই! আপনাদের ফলোয়ার হিসাবে পেয়ে আমি খুবই খুশি! Atiq Rahman, দারুল উলূম পরিবার, হক সাহেব চাকরি

Address

Darussalam
Jamalpur Sadar Upazila
SUAIBABU

Telephone

+8801708724442

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abu Huryra Suaib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category