24/08/2025
আসসালামু আলাইকুম। প্রতারনা করার জন্য এক বাটপারের আইডি চে-পে দেওয়া হলো।
বেশ কদিন আগে সে আমাদের কাছে তার পেজের মনিটাইজেশন লিমিট এর কাজ নিয়ে আসে। সে জানায় সে সিলেটে থাকে ও বর্তমানে আনসারে চাকরি করে। বিশেষত আমরা কাজের পর টাকা নিয়ে থাকি। তার কাছে আমরা এনআইডির পিক চাইলে সে আমাদের ভুয়া এনআইডি দেয়। সেটা আমাদের এডমিন না বুঝে তখন কাজ নেয়।
পরবর্তী তে কাজ হওয়ার পর সে টাকা না দিয়ে উল্টো আমাদের হুমকি দিয়ে ব্লক করে দেয়। আমরা বারংবার তার সাথে যোগাযোগ করার চেষ্টা করলে সে জানায় আমরা নাকি তাকে হয়রানি করতেছি। সে আনসারে চাকরি করে ভুশা এনআইডি কোথায় পায়? সে তার পেশাকে নিজের বাটপারির স্বার্থে ব্যবহার করেছে। এতে আনসার এর ভাবমূর্তি অনেকটাই ক্ষুণ হয়েছে বলে আমরা মনে করি। তাই বাধ্য হয়ে তার প্রোফাইল ও পেজ উভয়ই ডিজেবল করে দেওয়া হলো।
বাটপারি করার আগে ২য় ভেবে নিবেন।