CyberLock Experts

CyberLock Experts ✅ Hacked Account Recovery
✅ Hacked Page Recovery
✅ Complete Cyber Issue Solutions🇧🇩
(1)

আসসালামু আলাইকুম আজ দেখাবোহুজুর এর বেশ ধরে থাকা আরো এক বাটপার।  পেজের কাজ করিয়ে ব্লক করে দিয়েছে। আমরা কাজের পর টাকা নিয়ে...
24/08/2025

আসসালামু আলাইকুম আজ দেখাবো
হুজুর এর বেশ ধরে থাকা আরো এক বাটপার। পেজের কাজ করিয়ে ব্লক করে দিয়েছে। আমরা কাজের পর টাকা নিয়ে থাকি যেন জনসাধারণ এর বিশ্বাস থাকে আমাদের উপর।
এখন যখন আমাদের বিশ্বাস নিয়া আপনারা খেললেন তখন খুব শিগগিরই নোটিফিকেশন পাবেন

বাটপারে আইডি লিংক: M.H. Hasan Mozumdar
ওরে আপডেট দিবো

আসসালামু আলাইকুম। প্রতারনা করার জন্য এক বাটপারের আইডি চে-পে দেওয়া হলো। বেশ কদিন আগে সে আমাদের কাছে তার পেজের মনিটাইজেশন ...
24/08/2025

আসসালামু আলাইকুম। প্রতারনা করার জন্য এক বাটপারের আইডি চে-পে দেওয়া হলো।
বেশ কদিন আগে সে আমাদের কাছে তার পেজের মনিটাইজেশন লিমিট এর কাজ নিয়ে আসে। সে জানায় সে সিলেটে থাকে ও বর্তমানে আনসারে চাকরি করে। বিশেষত আমরা কাজের পর টাকা নিয়ে থাকি। তার কাছে আমরা এনআইডির পিক চাইলে সে আমাদের ভুয়া এনআইডি দেয়। সেটা আমাদের এডমিন না বুঝে তখন কাজ নেয়।
পরবর্তী তে কাজ হওয়ার পর সে টাকা না দিয়ে উল্টো আমাদের হুমকি দিয়ে ব্লক করে দেয়। আমরা বারংবার তার সাথে যোগাযোগ করার চেষ্টা করলে সে জানায় আমরা নাকি তাকে হয়রানি করতেছি। সে আনসারে চাকরি করে ভুশা এনআইডি কোথায় পায়? সে তার পেশাকে নিজের বাটপারির স্বার্থে ব্যবহার করেছে। এতে আনসার এর ভাবমূর্তি অনেকটাই ক্ষুণ হয়েছে বলে আমরা মনে করি। তাই বাধ্য হয়ে তার প্রোফাইল ও পেজ উভয়ই ডিজেবল করে দেওয়া হলো।

বাটপারি করার আগে ২য় ভেবে নিবেন।

আরো একজন ভাই এর Monetization Limited সমস্যা সমাধান করে দেওয়া হলো 👇  সোশ্যাল মিডিয়া যে কোন সমস্যার জন্য ইনবক্স করে পারে...
11/08/2025

আরো একজন ভাই এর Monetization Limited সমস্যা সমাধান করে দেওয়া হলো 👇 সোশ্যাল মিডিয়া যে কোন সমস্যার জন্য ইনবক্স করে পারেন👇💯🥰

Payout restricted সমস্যাটি সমাধান করে দেওয়া হলো এমন সমস্যা থাকলে ইনবক্স এ মেসেজ দিন ধন্যবাদ🥰
09/08/2025

Payout restricted সমস্যাটি সমাধান করে দেওয়া হলো এমন সমস্যা থাকলে ইনবক্স এ মেসেজ দিন ধন্যবাদ🥰

🎉🎉 আগে কাজ -- পরে টাকা !ছবিতে দেওয়া সমস্যাটি হলে সরাসরি কল দিবেন 📞আলহামদুলিল্লাহ সফলভাবে আরও একটি মনিটাইজেশন লিমিটেড সমস...
06/08/2025

🎉🎉 আগে কাজ -- পরে টাকা !
ছবিতে দেওয়া সমস্যাটি হলে সরাসরি কল দিবেন 📞
আলহামদুলিল্লাহ সফলভাবে আরও একটি মনিটাইজেশন লিমিটেড সমস্যা সমাধান করা হলো। 🎉🎉
ফেসবুকের যেকোন সমস্যার জন্য যোগাযোগ করুন 01616975440
অথবা https://www.facebook.com/Shamim19p একাউন্ট এ মেসেজ দিন।
আমাদের সার্ভিস সমূহ
📈 ফেসবুক মনিটাইজেশন লিমিটেড সমস্যা সমাধান
📢 ফেসবুক আইডি বা পেজ ব্লু ভেরিফাই
💳 ফেসবুক পে-আউট সেটাপ ও ট্যাক্স আপডেট
🔐 হ্যাক হওয়া পেজ রিকভার করা
🆕 নতুন পেজ খুলে প্রফেশনাল ভাবে সেটআপ করা
🛡️ ফেসবুক আইডি পেজের সিকিউরিটি নিশ্চিত করা
💳 ফেসবুক পে-আউট সমস্যা সমাধান
✅ রাইটস ম্যানেজার আপ্প্রুভ করা
এছাড়াও একটি পেজ খুলে কিভাবে ইনকাম করবেন সম্পূর্ণ জিরো থেকে হিরো গাইড!
🎉🎉.

আরো একটি পেজের মনিটাইজেশন লিমিট সমস্যা ঠিক করে দেওয়া হলো।  এমন সমস্যা থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন✅
03/08/2025

আরো একটি পেজের মনিটাইজেশন লিমিট সমস্যা ঠিক করে দেওয়া হলো।
এমন সমস্যা থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন✅

এইরকম সমস্যা থাকলে সমাধান করে দেওয়া যাবে সরাসরি ইনবক্সে নক করুন ✅
01/08/2025

এইরকম সমস্যা থাকলে সমাধান করে দেওয়া যাবে সরাসরি ইনবক্সে নক করুন ✅

এইরকম সমস্যা থাকলে সমাধান করে দেওয়া যাবে সরাসরি ইনবক্সে নক করুন ✅
31/07/2025

এইরকম সমস্যা থাকলে সমাধান করে দেওয়া যাবে সরাসরি ইনবক্সে নক করুন ✅

ফেসবুক নতুন আপডেট Passkey. নতুন এক ফিচার চালু করেছে মেটা। অনেকেই ফেসবুকের পাসওয়ার্ড মনে রাখতে পারে না। তাদের জন্য passke...
30/06/2025

ফেসবুক নতুন আপডেট Passkey.

নতুন এক ফিচার চালু করেছে মেটা।
অনেকেই ফেসবুকের পাসওয়ার্ড মনে রাখতে পারে না।
তাদের জন্য passkey ফিচার টা হবে চমকপ্রদক।
বায়োমেট্রিক সেট করে লগইন করা যাবে ফেসবুক।
আশা করি এ ফিচার ইউজার এর সিকিউরিটি আর বৃদ্ধি করবে।

Another verified done If you need then dm Mohammad Rana
04/07/2024

Another verified done
If you need then dm Mohammad Rana

Address

Sadar Upazila
Jamalpur Sadar Upazila

Alerts

Be the first to know and let us send you an email when CyberLock Experts posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share