
19/09/2025
থাইল্যান্ড সফরটা আমার জন্য অনেক সুন্দর ও স্মরণীয় হয়ে উঠেছে আমার ছোট ভাই পাপ্পু’র আন্তরিক আতিথিয়েতা আর ভালোবাসার জন্য।
বিদেশের মাটিতে থেকেও ও যেভাবে আপন করে নিয়েছে, প্রতিটি মুহূর্তকে সহজ ও আনন্দময় করে তুলেছে – তার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। 🙏
পাপ্পু, তোমার হাসিমুখ, যত্ন আর আতিথিয়েতা আমার এই ভ্রমণকে আরও বিশেষ করে দিয়েছে। আল্লাহ তোমাকে সুস্থ ও সুখী রাখুক সবসময়..❤️