Freelancer jony

Freelancer jony Expert digital marketer
(1)

প্রিয় উদ্যোক্তা ভাই ও বোনেরা:আসসালামু আলাইকুম :সঠিক পদ্বতিতে Boost / Promote করে ব্যবসার /প্রতিষ্ঠানের সেল বাড়ান ৩ গুণ।...
01/12/2024

প্রিয় উদ্যোক্তা ভাই ও বোনেরা:
আসসালামু আলাইকুম :

সঠিক পদ্বতিতে Boost / Promote করে ব্যবসার /প্রতিষ্ঠানের সেল বাড়ান ৩ গুণ। এবং পেজের প্রচার করুন।

প্যাকেজ সমূহ ->
সর্বনিম্ন ৫ ডলার বুষ্ট বা প্রোমোট করতে পারবেন ৷৷
⭕️কাস্টমস প্যাকেজ। (আপনার সুবিধামত বাজেট সাজান)
👉ফেইসবুক পেইজ এ লাইক বাড়ানোর জন্য Page Promote________
অথবা Post Boost করার জন্য আমি আছি আপনার পাশে।

👉ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আপনার ব্যবসাকে বৃদ্ধি করুন!
💰 ফেসবুক পেজ প্রমোট বা পোস্ট বুস্ট করুন একদম কম খরচে।
_______________________________________
💠সততাই ব্যবসায়ের মূলধন💠___________________________________

✅ পেজ প্রমোট বা পোস্ট বুস্টের সুবিধাঃ
👉 টার্গেট কাস্টমারকে বিজ্ঞাপন দেখানোর সুবিধা।
👉 লোকেশন অনুসারে বিজ্ঞাপন দেখানোর সুবিধা।
👉 বয়স, লিঙ্গ, ক্যাটাগরি সিলেক্ট করে বিজ্ঞাপন দেখানোর সুবিধা।
👉 অল্প সময়ে অধিক মানুষের কাছে আপনার বিজ্ঞাপন পৌঁছানোর সুবিধা।
👉 কতজন মানুষ আপনার বিজ্ঞাপনটি দেখলো তা সরাসরি দেখার সুযোগ।
👉 বিজ্ঞাপন শেষে বিজ্ঞাপন রিপোর্ট দেখার সুবিধা।
👉 ইনস্ট্যান্ট সাপোর্ট।_______________________________
👉বর্তমানে Online বা Facebook ব্যবসার প্রচারের একটি অন্যতম কার্যকরী মাধ্যম। তাই আপনার page টি হতে পারে আপনার ব্যবসায়িক সফলতার সিঁড়ি।
ফেসবুক এর মাধ্যমে একই সাথে যেমন টার্গেট লোকের কাছে পাঠানো যায় তেমনি নতুন ক্রেতাকে খুজে নেয়া যায় ।

ফেসবুক বুষ্ট নিয়ে যেকোন মতামত এবং সমস্যা থাকলে জানাতে পারেন। আর যাদের ব্যক্তিগত কার্ড না থাকায় বিজ্ঞাপন দিতে পারছেন না তারা আমার সাথে যোগাযোগ করুন। রিয়েল ডলারে বুষ্ট করে দিবো ইনশাআল্লাহ
হোয়াটসঅ্যাপ +8801306348440

“সিজদায় সব সম্ভব”কখনো যদি মনে হয় তোমাকে দিয়ে কিছু হবে না৷ মনকে বলে দিয়ো, তুমি এমন রব'এর ইবাদত করো, যার কাছে তোমাকে দিয়ে ...
01/10/2024

“সিজদায় সব সম্ভব”
কখনো যদি মনে হয় তোমাকে দিয়ে কিছু হবে না৷ মনকে বলে দিয়ো, তুমি এমন রব'এর ইবাদত করো, যার কাছে তোমাকে দিয়ে কাজটা করিয়ে নেওয়া অসম্ভব কিছু না। তোমার তো দরকার কেবল, তাঁর নিকটে সিজদায় পড়ে কাঁদবার!🤲💗

23/08/2024

⭐️ফেরাউন এবং নমরুদের পতনের পর প্রায় ৪০ দিন যাবত বৃষ্টি হয়েছিল। তারপর সমস্ত মাটি উর্বর হয় এবং যতটুকু ক্ষয়ক্ষতি যা হয়েছিল, তাহা উসল হয়ে যায় । তাই টেনশন কইরেন না ( সামনে ভালো কিছু আসছে ) ⭐️
ইনশাআল্লাহ।

♦️ ধেয়ে আসছে গজওয়াতুল হিন্দ❗''''''''''''''''''''''''''''''''''''''’'''''''''''''''''''''🔰 পৃথিবীতে সবচেয়ে বড় যে ধর্মযুদ্...
21/08/2024

♦️ ধেয়ে আসছে গজওয়াতুল হিন্দ❗
''''''''''''''''''''''''''''''''''''''’'''''''''''''''''''''
🔰 পৃথিবীতে সবচেয়ে বড় যে ধর্মযুদ্ধ হবে সেটাই হল “গাজওয়ায়ে হিন্দ” তথা হিন্দুস্থান ভারতের বিরুদ্ধে মুসলমান উম্মাহদের যুদ্ধ। এই সম্মানিত যুদ্ধে নিশ্চিত মুসলমান উম্মাহরা বিজয় লাভ করবেন। সুবহানআল্লাহ.!
🔹 কিন্তু এই সম্মানিত যুদ্ধে এক তৃতীয়াংশ মুসলমান শাহাদাত বরন করবেন এবং শেষাংশ যুদ্ধ শেষ করে বিজয় লাভ করবেন। সুবহানাল্লআহ.!
যারা এই সম্মানিত যুদ্ধে শাহাদাত বরন করবেন উনারা নিশ্চিত জান্নাতবাসী হবেন। সুবহানআল্লাহ.! এবং যেসব মুসলমানগন এই সম্মানিত যুদ্ধে বিজয়ী হয়ে গাজী হয়ে ফিরবেন উনারা ঈমান নিয়ে মৃত্যুবরন করে জান্নাতবাসী হবেন। সুবহানআল্লাহ.!
• আবার এই সম্মানিত যুদ্ধ থেকে যেসব নামধারী মুসলমানরা পালিয়ে যাবে তারা বেইমান হয়ে মৃত্যুবরন করবে। নাউজুবিল্লাহ!
• পবিত্র হাদিস শরীফে গাজওয়াতুল হিন্দ সম্পর্কে বলা হয়েছে, এটা হবে কাফির মুশরিকদের সাথে মুসলমানদের পৃথিবীর ভিতর বৃহত্তম জি”হ|দ/যুদ্ধ। এই যুদ্ধে হিন্দুস্তানের মোট মুসলিমদের এক তৃতীয়াংশই শহীদ হবে, আরেক অংশ পালিয়ে যাবে আর শেষ অংশ জি”হ|দ চালিয়ে যাবে।
মুসলমানদের নিশ্চিত জয় হবে কিন্তু এটা এতোটাই ভয়াবহ যে হয়তো অল্প কিছু সংখ্যক মুসলিমই বেঁচে থাকবেন বিজয়ের খোশ আমদেদ করার জন্য।
• অন্য বর্ণনায় আছে, গাজওয়াতুল হিন্দ হিন্দুস্তানের (চুড়ান্ত) যুদ্ধ। রাসুল (ﷺ) একদিন পুর্ব দিকে তাকিয়ে বড় বড় নিশ্বাস নিচ্ছিলেন, এমন সময় এক সাহাবি রাসুল (ﷺ) কে জিজ্ঞেস করলেন, “ইয়া রাসুলুল্লাহ (ﷺ) আপনি এমন করছেন কেন!”
🔹 রাসুল (ﷺ) বললেন, “আমি পুর্ব দিকে বিজয়ের গন্ধ পাচ্ছি।” সাহাবায়ে কেরাম রাদিআল্লাহু তাআ’লা আনহুম উনারা জিজ্ঞেস করলেন ইয়া রাসুলুল্লাহ(ﷺ) আপনি কিসের বিজয়ের গন্ধ পাচ্ছেন? রাসুল (ﷺ) বললেন, পুর্ব দিকে মুসলিম ও মুশরিকদের (যারা মুর্তিপুজা করেন) সাথে যুদ্ধ শুরু হবে। যুদ্ধটা হবে অসম। মুসলিম সেনাবাহিনী থাকবে সংখ্যায় সীমিত, কিন্তু মুশরিক সেনাবিহিনী থাকবে সংখ্যায় অধিক।
ঐ যুদ্ধে মুসলিমরা এত বেশি মারা যাবে যে রক্তে মুসলিমদের পায়ের টাকুনি পর্যন্ত ডুবে ।
• রসুলুল্লাহ (ﷺ) বলেন, এই যুদ্ধ বদর যুদ্ধের সমতুল্য!(সুবহানাল্লাহ)
🤲 হে আল্লাহ এই জিহাদে আমাকে কবুল করুন, বাচিয়ে রাখুন"।

collected:

আপনারা যারা আপনাদের প্রতিষ্ঠান, ব্লগ  বা ব্যাবসার জন্য ফেইসবুক পেজ তৈরি করতে চান? কিন্তু কিভাবে তৈরি করবেন বুজতে পারসেন ...
15/08/2024

আপনারা যারা আপনাদের প্রতিষ্ঠান, ব্লগ বা ব্যাবসার জন্য ফেইসবুক পেজ তৈরি করতে চান? কিন্তু কিভাবে তৈরি করবেন বুজতে পারসেন না।

অথবা.

আপনার একটি ফেসবুক বিজনেস পেজ আছে কিন্তু কিভাবে সেটআপ করতে হয় তা আপনি ভালভাবে জানেন না।

অথবা
আপনার বিজনেস পেজে কোন:

👉 লাইক নেই
👉 ফলোয়ারস নেই
👉 রিচ নেই
👉 সেলস নেই

তাহলে আপনার করণীয় কি?

চিন্তার কোন কারণ নেই !

আমি এবং আমার দক্ষ মার্কেটিং টিম আছে আপনার পাশে.

একটি প্রফেশনাল বিজনেস পেজ সেটাপ এবং ফেসবুক এডসের মাধ্যমে আপনার সেবা /পণ্যের বিক্রয় বৃদ্ধিতে তিন গুণ সহায়তা করবে
আপনার ব্যবসার পণ্যের বিক্রয় বাড়ানোর জন্য কিছু নতুন বিপণন টিপস রয়েছে, আপনি চাইলে আমার টিপস ব্যবহার করে আপনার ব্যবসার বিক্রয় 3x/4x শতাংশ বৃদ্ধি করতে পারেন

আমার সার্ভিসঃ-
✔️ ফেসবুক বিজনেস পেজ তৈরি
✔️ প্রফেশনাল লোগো ও কভার তৈরি
✔️ ফেসবুক লাইক/ ফলোয়ার/ সেল বৃদ্ধির জন্য অ্যাড ক্যাম্পেইন
✔️ ফেসবুক পোস্ট বুস্ট
✔️ ফেসবুক ভিডিও বুস্ট
✔️ অটোমেটিক মেসেজ সেটিং
✔️ মেসেজ বাটন( মেসেন্জার/ হোয়াটসএপ)
✔️ এসইও ফ্রেন্ডলি পেজ তৈরি করা ।
✔️ অন্যান্য সোশাল মিডিয়া সংযুক্ত
✔️ প্রয়োজন অনুযায়ী 24/7 সার্পোটসমূহ
✔️ ইউটিউব চ্যানেল সেটআপ এবং অপটিমাইজড
বিস্তারিত জানতে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন : +8801306348440

13/08/2024

সরকারি চাকরি থেকে অবৈধ উপার্জন বন্ধ হয়ে গেলে অধিকাংশ গ্রাজুয়েটরা পরীক্ষাই দিবেনা।
তখন অন্যান্য পেশার সাথে ফ্রিল্যান্সিং তথা আইটি স্কিলের ডিমান্ড বুঝবে।

13/08/2024

স্বাধীনতার পর এই প্রথম ব্যাচ। অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং স্পেশাল ব্যাচে ভর্তি চলছে। আগ্রহীরা ইনবক্স করুন।
বিঃ দ্রঃ কোর্স ফী একদম হাতের নাগালে। অবসর সময়কে কাজে লাগিয়ে,ক্যারিয়ার গড়ার সুবর্ণ সুযোগ। তাই দেরি না করে এখনই এডমিশন কনফার্ম করুন।

14/07/2024

খুবই স্পেশাল হতে যাচ্ছে নতুনদের জন্য Freelancer Ashik স্যারের 21 তম প্রো ব্যাচটি। যাদের কোনো ধারণা বা অভিজ্ঞতা নেই তারা-ও কোর্স করতে পারবে।বিস্তারিত জানতে ইনবক্স করুন। স্যারের প্রতিনিধি হয়ে বিস্তারিত জানাব।

" মা " পৃথিবীর সেরা ঔষধ।
07/06/2024

" মা " পৃথিবীর সেরা ঔষধ।

রিজিক নিয়ে দুটি কথা : যে কবুতর মালিকের অনুগত্য করে, তাকে মালিক অনেক যত্ন করে করে খাদ্যগুলো খাওয়ায়।আর যে কবুতর মালিকের ...
06/06/2024

রিজিক নিয়ে দুটি কথা :
যে কবুতর মালিকের অনুগত্য করে, তাকে মালিক অনেক যত্ন করে করে খাদ্যগুলো খাওয়ায়।

আর যে কবুতর মালিকের কথা শোনে না, সে সারাদিন বিভিন্ন বাড়ির ছাদে ছাদে উড়ে উড়ে খাদ্য সংগ্রহ করে। তার জন্য রিজিক সংগ্রহ করা অনেক কষ্টের হয়ে যায়।

ঠিক এভাবেই

আমরাও যদি আল্লাহর আনুগত্য করি আমাদের জন্য রিজিক এমন সহজ হয়ে যাবে।

আল্লাহ আমাদের রিজিকে বারাকা দান করুক।

আমিন

21/05/2024

মহান আল্লাহ্ তায়ালা বলেন -👇
"তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না, আর জেনে শুনে সত্যকে গোপন করো না।"
(সূরা আল্ বাক্করা- ৪২)

Address

Jamalpur
Jamalpur Sadar Upazila
2000

Alerts

Be the first to know and let us send you an email when Freelancer jony posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Freelancer jony:

Share