কৃষ্ণচূড়া

কৃষ্ণচূড়া Assalamu-Oylaikum,This is shuvra.Welcome to my page কৃষ্ণচূড়া. This page is not only min.
(2)

17/05/2024

আমায় আগলে রাখো!
ঠিক যেভাবে বুকের ভেতর আগলে রাখে ঝিনুক তার মুক্তাকে। যেভাবে যত্নে রাখে তার বুকের তিল,জন্ম দাগ,অনুভূতি 😔😥।

20/04/2024

আসসালামু আলাইকুম
কেমন আছেন আপনারা।

ভুমিকম্প হয়ে ছিল বুক পাজরে! তুমি বুঝতে পারো নি। আসলে তুমি প্রেমে পড়েছিলে! কখনো ভালোবাসনি!!
07/04/2024

ভুমিকম্প হয়ে ছিল বুক পাজরে!
তুমি বুঝতে পারো নি।
আসলে তুমি প্রেমে পড়েছিলে!
কখনো ভালোবাসনি!!

তুমি আমার অনেক শখের খুঁজে পাওয়া নীল 'প্রজাপতি' হাজার বছর তাকিয়ে থাকলেও মায়া কমবে না তোমার প্রতি!
05/04/2024

তুমি আমার অনেক শখের খুঁজে পাওয়া নীল 'প্রজাপতি' হাজার বছর তাকিয়ে থাকলেও মায়া কমবে না তোমার প্রতি!

05/04/2024

Long distance relationship❤️

-দুরত্ব অনেক তবুও ভালবাসার কমতি নেই!
প্রতিদিন দেখা হয় না তবুও ভালবাসা কমে না
একটু দেখা করার জন্য হাজারো পরিকল্পনা আর বিদায়ের সময় দুজনের চোখে জল ছলছল নিয়ে
বাড়ি ফেরা.....! 🥺

-সপ্তাহে চারদিন রাগ অভিমান করে সেই
মিষ্টি Nickname টা Remove করা....!!

-কিন্তু দিনের শেষে আবার এক হয়ে যাওয়া
ভালবাসাটা তখন আরও মিষ্টি হয়ে ওঠে... 🥰

Long distance relationship ---সবচেয়ে সুন্দর 🥰

কৃষ্ণচূড়া 🍁🍂
আমি তার কাঠগোলাপ 🥰

03/04/2024

সাইকোলজি বলে......... 😒

একজন মানুষ তার ভালবাসার মানুষের চোখে ১৬০ সেকেন্ড, অর্থাৎ তিন মিনিটের বেশি সময় এক দৃষ্টিতে
তাকালে, দুজনের হার্টবিট......💘
এক সঙ্গে চলতে শুরু করে.....! 🥰

সত্যিই ভালবাসা অনেক সুন্দর তাই না.....!!

03/04/2024

মানুষ সবচেয়ে বেশি প্রেমে পড়ে কিসে জানেন.....??

'কথার '.....!

কথা বলার ধরন,অভিব্যক্তি,স্বর,রুচিবোধ আর শব্দ চয়ন.....!!
শুধু কথা দিয়েই কাউকে মেরে ফেলা যায়,,,,!
কথা দিয়েই স্বপ্ন বাস্তবায়নের অর্ধেক কাজ হয়ে যায়,,!

আবার, কথা দিয়েই একটা যুদ্ধ বাধিয়ে ফেলা যায়...!!

02/04/2024

বুকের ভিতর খুব ব্যাথা করছে 😥😥💔

02/04/2024

ভালবাসা সুন্দর সবাই বলে.........

কিন্তু "ভালবাসা কোথায় সুন্দর " সেটা কি জানেন??

ভালবাসা সেখানেই সুন্দর, যেখানে লয়ালেটি আছে,যেখানে একজন আরেকজনকে সম্মান করে,একজন আরেকজনের মতামতের গুরুত্ব দেয়,
একজন আরেকজনের দিকে আঙ্গুল তুলে কথা বলে না, একে অপরকে শ্রদ্ধা করে,,,,,,,,
ভালবাসা সেখানেই সুন্দর...!! ❤️🥀🥰

02/04/2024

নাহ.....ভালবাসা এতো সহজ না!

কিছু মুহূর্ত একসাথে কাটালে,দুটো ভালো- ভালো কথার লেনদেন হলেই সেটা ভালবাসা হয় তা নয়। ভালবাসা সেটাই যা একে অন্যকে ছেড়ে থাকা যায় না।
অভিমানের শেষে যেখানে থাকে ভীষণ ভাবে কাছে টেনে নেওয়া।

ভালবাসা যতো গভীরতা পায় ততোই দুটো মানুষ একে অন্যের প্রতি আসক্ত হতে শুরু করে। যে আসক্তি বেঁচে থাকার শেষ নিঃশ্বাসটুকু অবদি বেঁচে থাকে!

01/04/2024

মানসিক শান্তি...!

কখনো কখনো মানসিক শান্তির জায়গা গুলো এতো অশান্তির হয়ে উঠে,,,,,,কাউকে বলাও যায় না,,, মনে হয় অনেকটা দুরে গিয়ে কয়েকটা দিনের জন্য হলেও জীবনটারে মুক্তি দেওয়ার প্রয়োজন...!!

এই বাস্তব পরিবেশে শ্বাস নেওয়া যাচ্ছে না! মনে হচ্ছে যেখানেই তাকাচ্ছি সবাই আমার উপর বিরক্ত,,, হতাশ কিন্তু এই হতাশার পিছনে পুরোপুরি আমি দায়ী না,,, আমার ভাগ্য টা তো আর আমি লিখিনি,,,, ভাগ্য আমার সাথে এমন করতেছে,,,, আমি কিভাবে মানুষকে বুঝাবো,,,,,!!

এই পৃথিবীতে এমন কোন মানুষ নেই যে! যাকে আমি বুঝাবো.....আমি সত্যিই ভালো নেই,,,!! 😔💔

31/03/2024

-----তোমাকে নিয়ে আমার শখ..!🥰

তোমাকে নিয়ে আমার শখের কমতি নেই! পাহাড়ের চূড়ায় উঠে জোরে জোরে চিল্লানোর শখ! সমুদ্রের পাড়ে বসে সূর্য ডুবা দেখার শখ! এক সাথে বৃষ্টিতে ভিজার শখ! জোসনা রাতে চাঁদ দেখার শখ! নদীর পাড়ে বসে বাদাম খাওয়ার শখ! রিকশায় উঠে শহরের অলি গলিতে ঘুরে বেড়ানোর শখ!

গাছ তলায় বসে বেসুরো কন্ঠে গান গাওয়ার শখ! তবে তুমি আমার শখ না, তুমি আমার সব কিছু! ❤️🥀

শুভ্রা 🍂🍁

Address

Jamalpur Sadar Upazila

Telephone

+8801704470452

Website

Alerts

Be the first to know and let us send you an email when কৃষ্ণচূড়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share