
04/02/2025
# # # জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট কর্মচারীর রহস্যজনক মৃত্যু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল এলাকায় এক ইন্টারনেট কর্মচারীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত একটার দিকে হলের পাশে অচেতন অবস্থায় তাঁকে পাওয়া যায়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, তিনি আগেই মৃত্যুবরণ করেছেন।
নিহতের নাম প্রীতম রায় (২৩)। তিনি মাদারীপুর জেলার বাসিন্দা এবং ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান মাস্টারনেটের কর্মচারী ছিলেন। তাঁর বাসস্থান ছিল সাভারের ভাটপাড়া এলাকায়, যেখানে অন্যান্য কর্মচারীরাও থাকতেন।
প্রত্যক্ষদর্শীদের মতে, সোমবার রাত ১০টার দিকে চারজন কর্মচারী ইন্টারনেট সংযোগ মেরামতের কাজে ওই হলে আসেন। প্রীতম হলের চারতলা ভবনের ছাদে কাজ করছিলেন, কিন্তু কিছুক্ষণ পর তাঁর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে অনুসন্ধানের পর দেখা যায়, হলের পেছনের অংশে তিনি নিস্তেজ অবস্থায় পড়ে আছেন।
প্রতিষ্ঠানটির মালিক মো. রুবেল জানিয়েছেন, শিক্ষার্থীদের অসুবিধা এড়াতে রাতেই ইন্টারনেট মেরামতের কাজ চলছিল। রাত ১১টার দিকে প্রীতম ফোনে জানান, দুটি লেজারের কাজ সম্পন্ন হয়েছে এবং দুটি বাকি আছে। এরপর থেকে তাঁর সাড়া পাওয়া যায়নি।
এক সহকর্মী মো. লিংকন জানিয়েছেন, প্রীতমের সঙ্গে ফোনে কথা হলেও কিছুক্ষণ পর তিনি আর ফোন ধরেননি। খোঁজাখুঁজির একপর্যায়ে দেখা যায়, ভবনের নিচে পড়ে রয়েছে তাঁর ফোন, এবং তাঁর নিথর দেহও সেখানেই পাওয়া যায়।
হল প্রাধ্যক্ষ অধ্যাপক মাহমুদুর রহমান জানিয়েছেন, ছাদের চিলেকোঠার কার্নিশে ভাঙা ইট পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, কাজের সময় কার্নিশ ধরে উঠতে গিয়ে তিনি পড়ে গেছেন।
মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।