Songbad Feri

Songbad Feri This is a online news site. There you will get daily news.

 # # # জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট কর্মচারীর রহস্যজনক মৃত্যু  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল...
04/02/2025

# # # জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট কর্মচারীর রহস্যজনক মৃত্যু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল এলাকায় এক ইন্টারনেট কর্মচারীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত একটার দিকে হলের পাশে অচেতন অবস্থায় তাঁকে পাওয়া যায়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, তিনি আগেই মৃত্যুবরণ করেছেন।

নিহতের নাম প্রীতম রায় (২৩)। তিনি মাদারীপুর জেলার বাসিন্দা এবং ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান মাস্টারনেটের কর্মচারী ছিলেন। তাঁর বাসস্থান ছিল সাভারের ভাটপাড়া এলাকায়, যেখানে অন্যান্য কর্মচারীরাও থাকতেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, সোমবার রাত ১০টার দিকে চারজন কর্মচারী ইন্টারনেট সংযোগ মেরামতের কাজে ওই হলে আসেন। প্রীতম হলের চারতলা ভবনের ছাদে কাজ করছিলেন, কিন্তু কিছুক্ষণ পর তাঁর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে অনুসন্ধানের পর দেখা যায়, হলের পেছনের অংশে তিনি নিস্তেজ অবস্থায় পড়ে আছেন।

প্রতিষ্ঠানটির মালিক মো. রুবেল জানিয়েছেন, শিক্ষার্থীদের অসুবিধা এড়াতে রাতেই ইন্টারনেট মেরামতের কাজ চলছিল। রাত ১১টার দিকে প্রীতম ফোনে জানান, দুটি লেজারের কাজ সম্পন্ন হয়েছে এবং দুটি বাকি আছে। এরপর থেকে তাঁর সাড়া পাওয়া যায়নি।

এক সহকর্মী মো. লিংকন জানিয়েছেন, প্রীতমের সঙ্গে ফোনে কথা হলেও কিছুক্ষণ পর তিনি আর ফোন ধরেননি। খোঁজাখুঁজির একপর্যায়ে দেখা যায়, ভবনের নিচে পড়ে রয়েছে তাঁর ফোন, এবং তাঁর নিথর দেহও সেখানেই পাওয়া যায়।

হল প্রাধ্যক্ষ অধ্যাপক মাহমুদুর রহমান জানিয়েছেন, ছাদের চিলেকোঠার কার্নিশে ভাঙা ইট পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, কাজের সময় কার্নিশ ধরে উঠতে গিয়ে তিনি পড়ে গেছেন।

মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

08/11/2022

জিয়াউর রহমানকে রা*জা*কা*র বলায় খে*পলেন খালেদ মহিউদ্দিন

এটাই আমার শেষ বিশ্বকাপ, বললেন মেসি !
07/10/2022

এটাই আমার শেষ বিশ্বকাপ, বললেন মেসি !

Sports News এটাই আমার শেষ বিশ্ব*কাপ, বললেন মেসি ! By সংবাদফেরি বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২  এখনো বিশ্বকাপ জেতা হয়নি লম্বা এই...

‘গিডমিড বুঝি না, কারেন্ট তাহে না এইডাই বড় কথা’
06/10/2022

‘গিডমিড বুঝি না, কারেন্ট তাহে না এইডাই বড় কথা’

আমরা তো গাঁও-গেরামের মানুষ, আগে কুপিবাতি জ্বালাইয়া চলতামএইডাই ভালা আছিন। অহন তো কারেন্ট আইয়া খুব ঝামেলার

মিয়ানমার পরিস্থিতির আরো অবনতি, রাখাইনে সংঘাত
06/10/2022

মিয়ানমার পরিস্থিতির আরো অবনতি, রাখাইনে সংঘাত

মিয়ানমারের নিরাপত্তা পরিস্থিতির আরো অবনতি হয়েছে বলে তথ্য দিয়েছে বিশ্বব্যাপী সংঘাত পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান

18/09/2022

Entertainment News শবনম ফারিয়া দিলেন সুখবর By সংবাদফেরি মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২  গত বছরের ডিসেম্বর মাসে শোবিজ অঙ্গনে গুঞ্জন উঠ...

Address

Banagram, Sarishabari
Jamalpur Sadar Upazila
2052

Alerts

Be the first to know and let us send you an email when Songbad Feri posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Songbad Feri:

Share