Md Mosharraf Hossain Maya

Md Mosharraf Hossain Maya আলহামদুলিল্লাহ 🌹তালিমুস সুন্নাহ জামতলী মাদ্রাসার শিক্ষার্থীদের কোরআন তেলাওয়াত। ইসলাম প্রচারের জন্য ভিডিও টি লাইক কমেন্ট ও শেয়ার এবং ফলো করবেন।

09/08/2025

ক্লাস চলাকালীন। তালিমুস সুন্নাহ জামতলী এতিমখানা মাদ্রাসা

09/08/2025

আম গাছে তেতুল ধরবে
এবার।
তালিমুস সুন্নাহ জামতলী এতিমখানা মাদ্রাসা Md Mosharraf Hossain Maya

08/08/2025

জুম্মা মোবারক।গরিবের জন্য হজের দিন । সকলে জুমার নামাজ আদায় করি ইনশাল্লাহ। তালিমুস সুন্নাহ জামতলী এতিমখানা মাদ্রাসা Md Mosharraf Hossain Maya

08/08/2025

তালিমুস সুন্নাহ জামতলী এতিমখানা মাদ্রাসা

07/08/2025

কার কার স্টার লাগবে দ্রুত জানান।লাইক কমেন্ট শেয়ার করে দ্রুত জানান। তালিমুস সুন্নাহ জামতলী এতিমখানা মাদ্রাসা Md Mosharraf Hossain Maya

07/08/2025

আলহামদুলিল্লাহ তালিমুস সুন্নাহ জামতলী এতিমখানা মাদ্রাসা

হিফজ পড়াতে ইচ্ছুক সম্মানিত অভিভাবকদের প্রতি পরামর্শ।🔴🔷🔹এক : বাচ্চা মেধাবী হলে হিফজে দিন। মেধা দুর্বল হলে হিফজে না দেওয়াই...
07/08/2025

হিফজ পড়াতে ইচ্ছুক সম্মানিত অভিভাবকদের প্রতি পরামর্শ।
🔴🔷🔹এক : বাচ্চা মেধাবী হলে হিফজে দিন। মেধা দুর্বল হলে হিফজে না দেওয়াই ভালো । Md Mosharraf Hossain Maya

🔴🔷🔹দুই : মেধা ভালো। হিফজে দিয়েছেন। কিন্তু সে হিফজে পড়তে বিলকুল আগ্রহী না। অসহ্য লাগে। পালিয়ে আসে। হিফজের চিন্তা বাদ দিয়ে ক্লাসে ভর্তি করে দিন।

🔴🔷🔹তিন : মেধা দুর্বল। তবুও আশা করে হিফজে দিয়েছেন, পারছে না। শত চেষ্টা করেও হচ্ছে না। অতিরিক্ত চাপ না দিয়ে ক্লাসে ভর্তি করে দিন।

🔴🔷🔹চার : মাদ্রাসায় থেকে পড়তে দিন। বাসায় হিফয সম্ভাবনা নেই বললেই চলে। বিয়ে-শাদির দাওয়াত, বেড়াতে যাওয়া ইত্যাদি অহেতুক কারণে ছুটি নেয়া বন্ধ করুন।

🔴🔷🔹পাঁচ : হাফেজ হওয়া ফরয, ওয়াজিব কিছুই না। অতিরিক্ত আবেগী হয়ে বাচ্চার সময় নষ্ট করবেন না।

🔴🔷🔹ছয় : উস্তাদের দোয়া নিন। উস্তাদকে সর্বোচ্চ সম্মান করুন। উস্তাদের দোয়া ও আন্তরিক প্রচেষ্টা ছাড়া বাচ্চার পড়ার উন্নতি হবে না।

🔴🔷🔹সাত : আল্লাহর খাস রহমত ও বাচ্চার স্বতস্ফুর্ত অবিরাম চেষ্টা সাধনা ছাড়া হাফেজ হওয়া যায় না। এজন্য হালাল হারাম মেনে চলুন। বেশি বেশি দোয়া ও আমল করতে থাকুন।

🔴🔷🔹আট : হাফেজ হওয়া সম্মানের, সৌভাগ্যের। তবে বাচ্চার অবস্হা বিবেচনা করতে হবে। অভিভাবকের ভুলের কারণে বাচ্চার জীবন যেন হুমকির মুখে না পড়ে।

🔴🔷🔹নয় : হাফেজ হওয়ার পর ভালো আলেম বানানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করুন। শুধু হাফেয হওয়ার মধ্যে পরিপূর্ণ কল্যাণ নেই।

🔴🔷🔹দশ অভিভাবকদের প্রতি ছোট একটি আবেদন,,,,,,,,,,
এই ভুল কেউ করবেন না,,,,,,,

ইলম আসার জন্য উস্তাদের দুআ নিন। উস্তাদকে সর্বোচ্চ সম্মান করুন। উস্তাদের দুআ ও আন্তরিক প্রচেষ্টা ছাড়া বাচ্চার লেখা পড়ার উন্নতি হয় না।

উস্তাদের সাথে যে গার্ডিয়ান যত ভদ্র আচরণ করবে, তার সন্তান উস্তাদকে তত বেশি সম্মান করবে। এমনকি যে গার্ডিয়ান উস্তাদের সাথে খারাপ আচরন করবে, তার সন্তানের ভবিষ্যৎ জীবন নষ্ট করার জন্য তিনি নিজেই দায়ী থাকবেন ।

আল্লাহ আমাদের সকলকে সহীহ বুঝ দান করুন। তালিমুস সুন্নাহ জামতলী এতিমখানা মাদ্রাসা

07/08/2025

ফজরের নামাজ পড়লে চেহারা উজ্জ্বল হয়।
আলহামদুলিল্লাহ।
তালিমুস সুন্নাহ জামতলী এতিমখানা মাদ্রাসা

06/08/2025

আপনি কি নামাজ পড়েন।
তালিমুস সুন্নাহ জামতলী এতিমখানা মাদ্রাসা

06/08/2025

আলহামদুলিল্লাহ
আমি মুসলিম। তালিমুস সুন্নাহ জামতলী এতিমখানা মাদ্রাসা

Address

Jamalpur Sadar Upazila

Alerts

Be the first to know and let us send you an email when Md Mosharraf Hossain Maya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Mosharraf Hossain Maya:

Share