কাপাশহাটিয়া গ্রাম

কাপাশহাটিয়া গ্রাম আমাদের গ্রাম

রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকা থেকে পাঁচ বছর বয়সী এক শিশুকে উদ্ধার করেছে ট্রাফিক পুলিশ। শিশুটি নিজের নাম ফারদিন বল...
06/07/2025

রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকা থেকে পাঁচ বছর বয়সী এক শিশুকে উদ্ধার করেছে ট্রাফিক পুলিশ। শিশুটি নিজের নাম ফারদিন বলে জানিয়েছে এবং সে তার পরিবারের কাছে ফিরে যেতে চায়। বর্তমানে শিশুটি পুলিশের তেজগাঁও শিল্পাঞ্চল থানার তত্ত্বাবধানে রয়েছে।

আজ পবিত্র ১০ই মুহাররম। ত্যাগ, সত্য ও ন্যায়ের পথে চলার প্রেরণা জাগায় এই দিন। কারবালার আত্মত্যাগ স্মরণে হোক আমাদের প্রতিটি...
06/07/2025

আজ পবিত্র ১০ই মুহাররম। ত্যাগ, সত্য ও ন্যায়ের পথে চলার প্রেরণা জাগায় এই দিন। কারবালার আত্মত্যাগ স্মরণে হোক আমাদের প্রতিটি পদক্ষেপ মানবতার আলোয় উদ্ভাসিত।

আজ ভোরবেলা জামালপুর নগর মাতৃসদনে, সোহেল আনসীর স্ত্রীর একটি মেয়ে বাচ্চার জন্ম হয়েছিল। কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস কর...
05/07/2025

আজ ভোরবেলা জামালপুর নগর মাতৃসদনে, সোহেল আনসীর স্ত্রীর একটি মেয়ে বাচ্চার জন্ম হয়েছিল। কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস কর্তব্য রত ডাক্তারদের অবহেলা ও ভুল চিকিৎসার কারনে বাচ্চাটি মৃত্যুবরণ করে, হাসপাতাল কর্তৃপক্ষ ও কর্তব্য রত সবাইকে আইনের আওতায় এনে বিচারের জোর দাবি জানাচ্ছি।

জামালপুরের মধ্যে সুন্দর একটি জায়গা।
05/07/2025

জামালপুরের মধ্যে সুন্দর একটি জায়গা।

জামালপুরে শিক্ষক শিক্ষার্থী জনতার হাতে আটক, ভিডিও ভাইরাল মাসুদুর রহমান, জামালপুর প্রতিনিধি : জামালপুরে শিক্ষক শিক্ষার্থী...
04/07/2025

জামালপুরে শিক্ষক শিক্ষার্থী জনতার হাতে আটক, ভিডিও ভাইরাল

মাসুদুর রহমান, জামালপুর প্রতিনিধি : জামালপুরে শিক্ষক শিক্ষার্থী জনতার হাতে আটকের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে সারা জেলা জুড়ে চলছে আলোচনা-সমালোচনা। এতে বিব্রতকর অবস্থায় পড়েছেন স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।
শিক্ষার্থীদের নিয়ে দুশ্চিন্তা তৈরি হয়েছে অভিভাবকদের। ভিডিওতে দেখা গেছে, সেই শিক্ষক মো. নুরুল আলম সিদ্দিকী বসে ব্রেঞ্চে। পাশেই দাঁড়ানো রয়েছে সরকারি আশেক মাহমুদ কলেজের ১ম বর্ষের শিক্ষার্থী। মেয়েটি বার বার ভিডিও না করার জন্য বলছেন। নীরব ভুমিকায় মাথা নিচ দিকে রেখে বসে আছে সহকারী শিক্ষক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ভিডিও দেখে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে বিরূপ প্রতিক্রিয়া। শুক্রবার (৪ জুলাই) দুপুর ৩ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সঠিক তদন্তের মাধ্যমে তাকে দ্রুত বহিষ্কার করে আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন স্থানীয়রা। পাশাপাশি জামালপুর জেলা প্রশাসক ও উচ্চ মাধ্যমিক বিভাগ ও মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেছেন।
খোজ নিয়ে জানা যায়, ২০০৪ সালে হয়রত শাহ জামাল র: স্কুল এন্ড কলেজে সহকারী শিক্ষক নূরে আলম সিদ্দিক @ লেবু (কৃষি) হিসেবে যোগদান করেন । যোগদানের পর থেকেই বিভিন্ন অভিযোগে প্রায় ১০ বছর বরখাস্ত ছিলেন৷ পরবর্তীতে মামলা ও রাজনৈতিক তদবীরে আবারো চাকুরি শুরু করেন। তিনি জামালপুর শহরের পাথালিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে। গত ২ জুলাই বুধবার রাতে হাট চন্দ্রা এলাকায় স্থানীয়রা সহকারী শিক্ষক লেবু ও সরকারি আশেক মাহমুদ কলেজের প্রথম বর্ষের ১৭ বছর বয়সী শিক্ষার্থীকে আটক করে স্থানীয়রা । তাকে নিয়ে স্থানীয় এলাকাবাসীদের রয়েছে অহরহ অভিযোগ।
হযরত শাহ জামাল (রঃ) স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক নুরুল আলম সিদ্দিকী জানান, ভিডিও কে বা কারা ভাইরাল করেছে জানিনা। বিষয়টি নিয়ে জানতে চাইলে তিনি এডিয়ে যান। শুক্রবার দুপুর আড়াইটায় তার স্ত্রী শিখা মুঠোফোনে জানান, গত বুধবার আমার চাচার অসুস্থতার সংবাদ পেয়ে আজম চত্তর (বর্তমান বিজয় চত্তর) যান আমার স্বামী। সেখানে গিয়ে মোড়ে দেখতে আমার চাচাত বোন ও তার ছাত্রী সোহাগীকে। তিনি আরো জানান, সোহাগীকে দেখে কিছু নেশাগ্রস্ত পোলাপান বিরক্ত করতেছে এটা বুঝে আমার স্বামী সোহাগীকে নিয়ে রিক্সায় উঠে বাড়ীর উদ্দেশ্যে আসতে থাকলে হাটচন্দ্রা এলাকায় রাত ৮ টার দিকে আটকিয়ে ১০ হাজার টাকা দাবী করে। দীর্ঘক্ষণ আটকে রাখার পরে এলাকার মুরুব্বিরা এসে ছাড়িয়ে দিয়েছে।

কথা হলে হযরত শাহ জামাল (রঃ) স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আসাদুজ্জামান আসাদ মুঠোফোনে জানান, ভিডিওটি যেমন আপনারাও দেখেছেন, তেমনি আমিও দেখেছি। খোজ খবর নিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মাসুদুর রহমান
০১৯৭৮৫০৫২৪৪

চান্দের হাওড়া, জামালপুর
04/07/2025

চান্দের হাওড়া, জামালপুর

কণ্যা দত্তকশিশু কণ্যা দত্তক ঘটনায় থানা পর্যন্ত গড়াল বাচ্চার মা সদর উপজেলার  রনরামপুর এলাকার কবিতা বেগম।পরে সমাজ সেবা ও প...
30/06/2025

কণ্যা দত্তক
শিশু কণ্যা দত্তক ঘটনায় থানা পর্যন্ত গড়াল বাচ্চার মা সদর উপজেলার রনরামপুর এলাকার কবিতা বেগম।পরে সমাজ সেবা ও পুলিশের সমঝোতায় হস্তান্তর।
# ২১ জুন মেলান্দহ উপজেলার ঝাওগড়া ইউনিয়নের নিসন্তান রোকেয়া বেগম,মাইফুল নামে ১৪ দিনের একজন শিশু কণ্যাকে ২০ হাজার টাকায় দত্তক নেন তিনি/৩০/০৬/২৫

বেড়াতে আসুন রৌমারী বিলে…………………………রৌমারি বিল জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নে  অবস্থিত  ।  আদি নাম রুইমারী।...
30/06/2025

বেড়াতে আসুন রৌমারী বিলে
…………………………
রৌমারি বিল জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নে অবস্থিত । আদি নাম রুইমারী। আশ্বিন - কার্তিক মাসে এ বিলে প্রচুর রুই মাছ মারা পড়তো বলে, লোক মুখে নাম হয়েছে রুইমারী। আমাদের আঞ্চলিক ভাষায় রুই মাছকে রৌমাছ বলা হয় সে থেকে দিনে দিনে রৌমারী বিল।

এই বিলের দুই পাশে দুটি গ্রাম কাপাসহাটিয়া ও শেখসাদি তার পশ্চিম অংশে টুপকার চর , ঘোষের পাড়া । দক্ষিনে যমুনা - ব্রক্ষ্মপুত্রের শাখা নদী ঝিনাই । ঝিনাই নদীর পাড়ে আড়ংহাটি গ্রাম । জামালপুর শহরের গেটপাড় থেকে হাজিপুর ও শহরের পাচরাস্তা মোড় থেকে ঝাউগড়া হয়ে সিএনজি অথবা অটোরিক্সা ,মটরসাইকেলে সহজেই আসা যায় ।

বর্ষায় বিলটির আয়তন অনেক গুন বেড়ে যায় । তার সৌন্দর্য্ চোখে না দেখলে বোঝা যাবেনা । বর্ষাকাল ব্যাতিত অন্য ঋতুতে বিলের সৌন্দর্য ভিন্ন রকম। দিগন্ত জুড়ে কখনো সবুজ কখনো হলুদ শষ্যের মাঠ । শীতকালে নানা রকম পরিযায়ী পাখিদের মিলন ঘটে ।

এই বিলে মাছ , পাখি অন্যান্য জলজ প্রানির অভয় আশ্রম । বিলে জীববৈচিত্র্যের অন্যতম হলো বিভিন্ন প্রজাতির মাছ ও পাখি । চখা-চখি , পান মুরগি ,শামুককেচা, সরালি , বক, মাছরাঙা , পাতিমাছরাঙা , বালিহাস , সারস , ডাহুক , পানকৌড়ি , সাদাচিল , ঈগল , সঙ্খচিল । অন্যান্য প্রানিদের মধ্য , বিভিন্ন প্রজাজির সাপ , কচ্ছপ , কাকড়া, গুইসাপ , উদবিড়াল , দুই প্রজাতির স্তন্যপায়ি , উভয়চর প্রানি ও নানা ধরনের জলজ উদ্ভিদ দেখা যায় ।

বর্ষায় রৌমারি বিলের সৌন্দর্য্ বেড়ে যায় । বর্ষাকালে বিল ভ্রমনের জন্য ছোট নৌকা , ইন্জিল চালিত নৌকা, পালতোলা নৌকা ভাড়া পাবেন । বিলে সারা বছর মাছ পাওয়া যায় । জেলেরা নানা কায়দায় নৌকা ব্যবহার করে জাল ফেলে মাছ শিকার করে । রাতের বেলাও মাছ শিকারিরা হেজাক , টর্চ , কেরোসিনের বড় কুপি জালিয়ে মাছ শিকার করে থাকে।

জোস্না রাতেও বিলে ঘুরতে পারবেন । বিলে ঘুরতে এসে আপনি তাজা মাছ ও খাটি দুধ কিনতে পারবেন । প্রতি বছর বিলে স্থানীয়দের উদ্যেগে নৌকা বাইচ আয়োজন করা হয় । হাজার হাজার মানুষের ঢল নামে সে সময় । ইচ্ছা করলে বিলের কাছাকাছি ঐতিহাসিক গান্ধী আশ্রম ও মুক্তিসংগ্রাম জাদুঘর পরিদর্শন করতে পারবেন ।জাদুঘর প্রাঙ্গণে অতিথি নিবাসে রাত্রি যাপন করার সুযোগ আছে ।

এখানে নানাধরনের দেশি খাবার পাওয়া যায় ।এ অঞ্চলে ঐতিহ্যগত ভাবে লাঠি খেলা , হাডুডু ,সারিগান , পালাগান , ধুয়া , বাউল গানের প্রচলন আছে ।বর্ষাকাল ব্যতিত অন্যসময় বিলের কিছু অংশ বাদে কৃষি জমিতে পরিনিত হয় । দিনের শেষে নৈসগির্ক নিরবতার মধ্যে বিলের কর্মময় কৃষক ও জেলেরা যখন ঘরে ফিরে যায় সে সময় সুর্যাস্ত দেখতে পাবেন । পশ্চিম আকাশে রক্তিম সুর্যের আলোয় বিলের পানি রঙিন হয়ে উঠে । বিলের তীরে দাড়িয়ে সুর্যাস্তের এক মনমুগ্ধকর সৌন্দর্য দেখতে ভুলে যাবেন না । অস্তগামী সুর্যের লালটিপ কপালে পরে পৃথিবী যেন তখন নতুন বউ সাজে ........... পরিবারের সবাইকে সাথে নিয়ে আসুন রৌমারি বিলে- নৈসর্গিক সৌন্দর্য আপনার মন ভরিয়ে

লিখেছেন হিল্লোল সরকার

একটি বিশেষ হারানো বিজ্ঞপ্তি আজ রবিবার সকাল থেকে হাজীপুর বাজার থেকে  এই ছেলেটা কে খুজে পাওয়া জাইতেছেনা যদি কোনো ব্যক্তি দ...
29/06/2025

একটি বিশেষ হারানো বিজ্ঞপ্তি
আজ রবিবার সকাল থেকে হাজীপুর বাজার থেকে এই ছেলেটা কে খুজে পাওয়া জাইতেছেনা
যদি কোনো ব্যক্তি দেখে থাকেন তাহলে দয়া করে৷ ০১৯৩৬৮৯৫৭২০/০১৩০৯৬৬৯১৪৪ এই নাম্বারে যোগাযোগ করবেন
ছেলেটির নাম: শিপন
পিতার নাম: ফজল
ঠিকানা : হাজীপুর ফকির পাড়া
ছেলেটির বসয়: ১৪ বছর
যোগাযোগ : হাজীপুর বাজার,
০১৯৩৬৮৯৫৭২০/০১৩০৯৬৬৯১৪৪

সবাই প্লিজ শেয়ার দিন প্লিজ

Address

Kapashatiya, Jawghora Union, Melandho, Jamalpur
Jamalpur Sadar Upazila
2012

Telephone

+8801871225138

Website

Alerts

Be the first to know and let us send you an email when কাপাশহাটিয়া গ্রাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কাপাশহাটিয়া গ্রাম:

Share