কাপাশহাটিয়া গ্রাম

কাপাশহাটিয়া গ্রাম আমাদের গ্রাম

গাজীপুর বাজারে সাবেক পল্লী চিকিৎসক লুৎফর রহমান এরশারীরিক অবস্থা ৮০% ড্যামেজ ২০% ভালো আছে।  কারোর মনের অজান্তে যদি কখনো ক...
22/09/2025

গাজীপুর বাজারে সাবেক পল্লী চিকিৎসক লুৎফর রহমান এর
শারীরিক অবস্থা ৮০% ড্যামেজ ২০% ভালো আছে। কারোর মনের অজান্তে যদি কখনো কাউকে কষ্ট দিয়ে থাকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিবেন। আমিন

29/08/2025

১০ নং ঝাউগড়া ইউনিয়নেরের কেউ কি মাতৃত্বকালীন ভাতার টাকা পেয়েছে ??? অনুগ্রহ করে আমাকে একটুও জানাতে কমেন্ট করুন। কোন পেমেন্ট মেথড মাধ্যমে, নগদে নাকি বিকাশে।

মধুপুরের জলছত্র হাসপাতাল💥, যা টাঙ্গাইল যক্ষ্মা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ প্রকল্প নামেও পরিচিত ।  হাসপাতালটি বাংলাদেশের টাঙ্গাইল...
24/08/2025

মধুপুরের জলছত্র হাসপাতাল💥, যা টাঙ্গাইল যক্ষ্মা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ প্রকল্প নামেও পরিচিত ।

হাসপাতালটি বাংলাদেশের টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার (উপজেলা) অন্তর্গত জলছত্রে অবস্থিত।

এটি যক্ষ্মা (টিবি) এবং কুষ্ঠরোগ নিয়ন্ত্রণ ও চিকিৎসার জন্য একটি বিশেষায়িত সুবিধা হিসেবে কাজ করে।

হাসপাতালটি ডেমিয়েন ফাউন্ডেশনের সাথে যুক্ত, যা স্বাস্থ্যসেবা এবং রোগ নিয়ন্ত্রণ প্রচেষ্টার সাথে জড়িত একটি সংস্থা।

টঙ্গীতে ম্যানহোলের ড্রেন থেকে উদ্ধার করা মহিলাটার লাশ দাফন করা হয়েছে ১ ঘন্টা আগে। এতবেশী সময় ধরে পানিতে থাকায় লাশটা পচে ...
30/07/2025

টঙ্গীতে ম্যানহোলের ড্রেন থেকে উদ্ধার করা মহিলাটার লাশ দাফন করা হয়েছে ১ ঘন্টা আগে।

এতবেশী সময় ধরে পানিতে থাকায় লাশটা পচে গিয়েছিল। মহিলার পুরো শরীর ফুলে গিয়েছিল। পেট ফাঁপা হয়ে বিশাল সাইজের আকার ধারণ করেছিল।

ঠোঁট, গাল, কপাল ফুলে ছোপ ছোপ রক্ত জমাট বেঁধে ছিল। যে ব্যাগে ভরে লাশ আনা হয়েছিল সে ব্যাগ থেকেও চুপসে চুপসে রক্ত পড়ছিল।

লাশের নাক ছিল না, মাছ কিংবা পোকামাকড় হয়তো খেয়ে ফেলেছিল। লাশ থেকে উদ্ভট গন্ধ হচ্ছিল তাই গোসল করানোর সময় আতরের সাথে স্প্রেও করা হচ্ছিল যাতে গন্ধ কম হয়।

লাশটারই এ অবস্থা না জানি মহিলাটা কতটা কষ্ট পেয়ে মারা গিয়েছিল!

লাশের এ বীভৎস অবস্থা দেখে অনেকেই সামনে থেকে লাশটা দেখার সাহস পায়নি। এমনকি তার জমজ বাচ্চা দুটোকেও লাশের কাছে যেতে দেয়া হয়নি ওরা ভয় পাবে বলে।

বাচ্চাগুলো মায়ের লাশের কাছে যেতে না পেরে মা মা বলে সারাক্ষণ কাঁদছিল শুধু।

বাচ্চাগুলোর ব্যাপারে এখন সিদ্ধান্ত নেয়া হচ্ছে ওরা কার কাছে থাকবে।

মহিলাটার ডিভোর্স হয়েছিল অনেকদিন আগেই। এতদিন বাচ্চাদেরকে নিয়ে আলাদা বাসায় থাকতেন তিনি।

হাসবেন্ড না থাকায় নিজেই কোম্পানিতে ছোটখাটো একটা জব নিয়েছিলেন। প্রচন্ড কষ্ট করে বড় করছিলেন বাচ্চাগুলোকে।

বাচ্চা দুটো সাধারণত এত রাত জাগে না। তারা ৮ টা বা ৯ টার দিকে মায়ের হাতে খাবার খেয়েই ঘুমিয়ে পড়তো। মা'ই আদর করে খাইয়ে দিতো, ঘুম পাড়িয়ে দিতো।

কিন্তু আজকে মা' নেই, আদর করে ঘুম পাড়িয়ে দেয়ারও কেউ নেই।

বাসার এক রুমে এখন পরিবারের লোকজন ব্যস্ত আছে মহিলার সম্পত্তি কে নিবে, ব্যবহৃত স্বর্ণগুলো কে নিবে সেসব নিয়ে। আর অন্য পাশে বসে বাচ্চা দুটো হাউমাউ করে কাঁদতেছে শুধু।

ওদের চোখে ঘুম নেই, যেন একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে ওরা।

পরিবারের সাথে যোগাযোগ করে জানতে পারলাম- সিটি কর্পোরেশন বা সরকারের দায়িত্বরত কেউ এখনো যোগাযোগ করেনি।

সিটি কর্পোরেশন গাফিলতির কারণে যেহেতু ম্যানহোলে পড়েছে তাই তাদের উচিত ছিল ক্ষমা চাওয়া এবং এই অনাথ বাচ্চা দুটোর পাশে দাঁড়ানো।

কিন্তু তারা তেমন কিছুই করেনি, লাশ ফেরত দিয়ে দায়মুক্ত হয়ে আরামসে ঘুমাচ্ছে। তাদের আর সমস্যা কি? তাদের কাছের কেউ তো আর মারা যায়নি!

ঢাকা শহরের কোন এক আলিসান বাসায় সিটি কর্পোরেশনের লোকেরা এখন আরাম করে ঘুমাচ্ছে আর অন্যদিকে রুমের এককোনায় বসে বাচ্চা দুটো মায়ের অভাবে হাউমাউ করে কাঁদতেছে!

( সিটি কর্পোরেশনের অবহেলার বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করার আলোচনা করতেছি আমি। এখন বাচ্চা দুটোর জন্যে আইনি সহায়তা প্রয়োজন তাই শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র)

ছবির ছেলেটি কাল জামালপুর থেকে হারানো গিয়েছে, এখন কেও একজন বলছে তাকে জামালপুর এক্সপ্রেস ট্রেনে দেখেছে, তো এখন সে কোথায় গি...
27/07/2025

ছবির ছেলেটি কাল জামালপুর থেকে হারানো গিয়েছে,
এখন কেও একজন বলছে তাকে জামালপুর এক্সপ্রেস ট্রেনে দেখেছে,
তো এখন সে কোথায় গিয়ে নামতে পারে সেটার সঠিক কোনো তথ্য জানা জাচ্ছে না,
তাই অনুগ্রহ পূর্বক যদি কেও.... ( ঢাকা/ময়মনসিংহ/গফরগাঁও/গাজীপুর) মানে জামালপুর থেকে ঢাকা আসার পথে যতগুলো স্টেশন পরে সেগুলো এলাকায় যারা আছেন সবাই যদি একটু সাহায্য করতেন.....

ছেলেটির নাম :- নাজমুল
গ্রাম:- ঝাউরাম / ইউনিয়ন:-মেষ্টা
বয়স :- ১৩/১৫
বাবার নাম:- মোজাফফর

ছেলেটির বাবা গরিব... তার মা নেই, ছেলেটি এতিম তার দাদির কাছে থাকে। ছেলেটি একটু পাগল পাগল টাইপের।

এরচেয়ে বেশি কোনো তথ্য দিতে পারছিনা।

যদি কেও ছেলেটিকে কোথাও দেখে থাকেন দয়া করে নিচের নাম্বারে যোগাযোগ করুন...

#যোগাযোগ:- 01786192860

একসময় 'হারাম'  ফতোয়া দিয়ে সাদাকালো টেলিভিশন সেট পুড়িয়েছিল! এখন সেই আপদগুলোর আবার ল্যাপটপ, ট্যাব, এন্ড্রয়েড, আইফোন ছাড়া চ...
25/07/2025

একসময় 'হারাম' ফতোয়া দিয়ে সাদাকালো টেলিভিশন সেট পুড়িয়েছিল!

এখন সেই আপদগুলোর আবার ল্যাপটপ, ট্যাব, এন্ড্রয়েড, আইফোন ছাড়া চলে না!

22/07/2025
এটা কি সম্ভব
17/07/2025

এটা কি সম্ভব

ঢাকা বিশ্ববিদ্যালয় হলে খু* হওয়া তোফাজ্জল ভাই,ঢাকা মিটফোর্ডের সামনে খু* হওয়া সোহাগ ভাই , দুজনেই বরিশালের বরগুনা জেলার বাস...
13/07/2025

ঢাকা বিশ্ববিদ্যালয় হলে খু* হওয়া তোফাজ্জল ভাই,
ঢাকা মিটফোর্ডের সামনে খু* হওয়া সোহাগ ভাই , দুজনেই বরিশালের বরগুনা জেলার বাসিন্দা ছিলেন।
আল্লাহ তাদের জান্নাতুল ফেরদৌস নসিব করুন আমীন

রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকা থেকে পাঁচ বছর বয়সী এক শিশুকে উদ্ধার করেছে ট্রাফিক পুলিশ। শিশুটি নিজের নাম ফারদিন বল...
06/07/2025

রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকা থেকে পাঁচ বছর বয়সী এক শিশুকে উদ্ধার করেছে ট্রাফিক পুলিশ। শিশুটি নিজের নাম ফারদিন বলে জানিয়েছে এবং সে তার পরিবারের কাছে ফিরে যেতে চায়। বর্তমানে শিশুটি পুলিশের তেজগাঁও শিল্পাঞ্চল থানার তত্ত্বাবধানে রয়েছে।

আজ পবিত্র ১০ই মুহাররম। ত্যাগ, সত্য ও ন্যায়ের পথে চলার প্রেরণা জাগায় এই দিন। কারবালার আত্মত্যাগ স্মরণে হোক আমাদের প্রতিটি...
06/07/2025

আজ পবিত্র ১০ই মুহাররম। ত্যাগ, সত্য ও ন্যায়ের পথে চলার প্রেরণা জাগায় এই দিন। কারবালার আত্মত্যাগ স্মরণে হোক আমাদের প্রতিটি পদক্ষেপ মানবতার আলোয় উদ্ভাসিত।

Address

Kapashatiya, Jawghora Union, Melandho, Jamalpur
Jamalpur Sadar Upazila
2012

Telephone

+8801871225138

Website

Alerts

Be the first to know and let us send you an email when কাপাশহাটিয়া গ্রাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কাপাশহাটিয়া গ্রাম:

Share