রাসেল-Rasel

রাসেল-Rasel শুরুতে ছিলাম এক ফোটা অপবিত্র তরল, শেষে হবো এক অক্ষম মৃতদেহ🌼

Chengdu J-7 (F-7) যুদ্ধবিমানটি চীনের তৈরি একটি সেকেন্ড জেনারেশনের ফাইটার জেট, যার মাস প্রোডাকশন শুরু হয়েছিল ১৯৬৫ সালে এ...
21/07/2025

Chengdu J-7 (F-7) যুদ্ধবিমানটি চীনের তৈরি একটি সেকেন্ড জেনারেশনের ফাইটার জেট, যার মাস প্রোডাকশন শুরু হয়েছিল ১৯৬৫ সালে এবং বন্ধ হয় ২০১৩ সালে। দীর্ঘ ৪৮ বছরের মধ্যে চীন প্রায় ২,৪০০ ইউনিট F-7 উৎপাদন করে। এই বিমান সর্বশেষ বিক্রি করে চীন বাংলাদেশের নিকট ২০১৩ সালে হাসিনার ক্রয় চুক্তিতে৷ এটাই ছিলো শেষ কাস্টমার৷ চিন্তা করেন একটা দেশ কতটা দুর্নীতিবাজ হলে এত পুরাতন অবিক্রিত বিমান ১৩ সালে ক্রয় করে৷

কথা সেটাও না। এই দূর্ঘটনা যান্ত্রিত ত্রুটি নাকি পরিকল্পিত সেটাও বুঝা যাবে। যান্ত্রিক ত্রুটি হওয়ার সম্ভাবনাও আছে। এমনো ত হতে পারে ইস্যু তৈরী করতে এই যান্ত্রিক ত্রুটি পুরাতান আমলের বিমান কে আকাশে উড়ানো হয়েছে৷

আপনি বিশ্বাস করেন আর না করেন ইন্ডিয়া সবচেয়ে বেশি ঘাপটি মেরে আছে বিমান বাহিনীতে৷
এরা এমন প্রভাব বলয় তৈরী করে রেখেছে যে। বাংলাদেশ এখনো চতুর্থ প্রজন্মের স্টিল ফাইট বিমান ক্রয় করতে পারেনি।
না কোনো আকাশ প্রতিরক্ষা ক্রয় করতে পেরেছে৷

বিমানবাহিনী নিজেরাই মাঝে মাঝে ওভারহোলিং কিংবা আপগ্রেডের নাম করে জোড়াতালি দিয়ে এই F-7BGI কে আর উড়ন্ত কফিন হিসেবে রূপান্তর করেছে। যার প্রমাণ আজকের এই দুর্ঘটনা।

আপনারা কি প্রশ্ন করতে পারবেন কি জন্য বাংলাদেশের বিমান বাহিনী কে পঙ্গু করে রেখেছে?
যে দোসর রা ইন্ডিয়ার দাসত্ব কে পাকাপোক্ত করতে বিমান বাহিনী কে অচল করে রেখেছে। সেই বিমান বাহিনীর দালালদের কি আইনের আওতায় আনা গিয়েছে?

আপনারা লাশ নিয়ে মায়া কান্না করবেন৷ কিন্তু মূল জায়গায় হাত না দিলে এই লাশের সাড়ি দীর্ঘ থেকে দীর্ঘ হবে৷

হাসিনা পতনের পরেও ভ|রতের দোসররা বহাল তবিয়তে বসে আছে৷ না অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা কেনা হচ্ছে৷ না চতুর্থ প্রজন্মের স্টিলথ ফাইটার জেট।

ইউনুস ঘুরে ফিরে এই দেশ কে পঙ্গু বানিয়ে রেখেছে৷ আর এই দেশের ভোতা জনগণ জুলাই বিপ্লবের পরেও প্রশ্ন করতে শেখেনি এই দেশের আকাশ প্রতিরক্ষা কে ক্যানো ঢেলে সাজানো হচ্ছে না৷

এই যে আকাশ প্রতিরক্ষা কেনা নিয়ে জাতি ঠান্ডা মাথায় ঘুম দিচ্ছেন৷ যদি শ'ত্রু দেশের মিসাইল হামলে পড়ে ঢাকায়৷ তখন লাশের মিছিল কতটুকু হবে৷

এই দেশের মানুষ চরম নির্বোধ৷ ইউনুস সে তো স্মার্ট টাউট৷ সে জনগণের নিরাপত্তা চিন্তা না করে আমেরিকার স্বার্থ নিয়ে পড়ে আছে৷

এই দেশের সামরিক এনালিস্টরা কি চুড়ি পড়ে আছে? এই দেশের ভার্সিটির ছেলেরা কী জাতীয় আকাশ নিরাপত্তা নিয়ে চোখ খোলা রাখে না?

এই ভোতা জাতি নিয়ে আর কি বলব। বলার কিছু নাই৷

-আল ইন্তিফাদা(পরিমার্জিত)

🤣
16/04/2025

🤣

14/04/2025

পহেলা বৈশাখে শোভাযাত্রা পালন করা হাজার বছরের সংস্কৃতি। কিন্তু তার জন্ম ১৯৮৯ খ্রিষ্টাব্দে, ঢাবির চারুকলার গর্ভে। হ্যাঁ, এটাই সাইন্স।

14/04/2025

আফসোস! মানুষ বেলাশেষে এসে দেখে, এই জীবনের লক্ষ্য ছিলো একটি সুন্দর মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া।

সব হলো, শুধু এই আসল কাজটাই হলো না! হায়!

বই- একদিন ছুটি হবে

26/02/2025
30/01/2025

'বিধবা ও মিসকিনের জন্য খাদ্যদ্রব্য যোগাতে সচেষ্ট ব্যক্তি আল্লাহর রাস্তায় মুজাহিদের ন্যায় অথবা রাত জেগে ইবাদতকারী ও দিনভর সিয়াম পালনকারীর মতো।'

সহিহ বুখারী: ৫৩৫৩

Shout out to my newest followers! Excited to have you onboard! Rupam Chetia, Sourav Bhattacharya, Ranajit Paul, Md Mushf...
29/01/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Rupam Chetia, Sourav Bhattacharya, Ranajit Paul, Md Mushfiq, Lakhipriya Boro, Azharuddin Sk, Baishakhi Ghosh, Mousumi S Bridal Makeover, Afifur Rahaman, Rajib Pramanik, Pintu Roy, Asis Gangopadhyay, Piklu Patra, Nahid Hasan, Radhamadhab Das, Ranita Mondal, Md Chan Mia, Mithun Shil Ovi, Suman Chatterjee, Rafiqul Islam Khokon, Tauhidur Rahaman, Jalal Uddin, Madhu Mandal, Hiya Saha, Sürmîla Üjjwãł, Priyanka Das, MD Mahabub Alam, Sudip Roy, MD Ashraful Islam, Akruti Das, Sahid Sarkar, Anaruz Zaman, Amal Chakroborty, Prasun Samanta, Nurul Alam, Abhishek Chatterjee, Deba Barman DS, Animesh Mandal, Kamalesh Sarkar, Sameem Vlog, Poltu Garai, Monu Khan, Dhar S Dev, Dipok Kumar, Kamal Das, Md. Mizan Talukdar, Poulomi Talukder, Uttam Kr Das, Anita Sarkar, Sujan Parui

28/01/2025

যাওয়ার সময় হয়ে গেল
কী দেব সাক্ষাতে জবাব?
পূণ্য বলতে নেই কিছুই,
আমলনামায় পূর্ণ পাপ!

-আদিব সালেহ।

28/01/2025

- 'জীবনের সবচেয়ে বড় দূর্যোগ কোনটা?'

- 'সেই সুখ যা আমাদেরকে আল্লাহর কাছ থেকে দূরে নিয়ে যায়'।

- 'আর, সবচাইতে বড় নিয়ামত?'

- 'সেই বিপদ যা আমাদেরকে আল্লাহর কাছাকাছি নিয়ে আসে'।

Address

Jamalpur Sadar Upazila
2000

Website

Alerts

Be the first to know and let us send you an email when রাসেল-Rasel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share