15/05/2024
আজকের সাত সংবাদ শিরোনাম
✅ সম্প্রতি হয়ে গেল চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। মিশা সওদাগর আর ডিপজল বাদেও এই নির্বাচনে আরও একটি চমক ছিল। সেটি হচ্ছে, কার্যকরী পরিষদ পদে নারী প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হন ‘ইতিহাস’–নায়িকা রত্না কবির।
✅ যে পাঁচ বিভাগে তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে, সেগুলো হলো রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল। আবহাওয়া অধিদপ্তর বলছে, জলীয় বাষ্প বেশি থাকার কারণে তাপপ্রবাহের এলাকাগুলোতে অস্বস্তিকর পরিস্থিতি থাকতে পারে।
✅ মেগা সিটি ঢাকা। ৩০৬ বর্গকিলোমিটার আয়তনের এ শহর দেশের যাবতীয় সুযোগ-সুবিধার কেন্দ্রবিন্দু। এর পরিসর আরও বাড়াতে দিনকে দিন ঢাকার বুকে গড়ে উঠছে মেগা প্রকল্প, এক্সপ্রেসওয়ে ও উড়াল সেতুসহ নানা স্থাপনা। তবে বিশেষজ্ঞরা বলছেন, সুযোগ-সুবিধা বাড়ানোর নামে প্রকৃতি হত্যায় চলছে এক মহাধ্বংসযজ্ঞ। তাইতো প্রশ্ন ওঠেছে, প্রকৃতিকে ধ্বংস করে কি সম্ভব একে স্মার্ট নগরীতে রূপান্তর?
✅ বেসরকারি ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রতি মাসে ২৫০০ টাকা করে শিক্ষাবৃত্তি দেবে। এই বৃত্তির মেয়াদ থাকবে দুই বছর।
✅ কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন কেবলের (সি-মি-উই-৫) রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার রাত ৩টা থেকে ৪টা পর্যন্ত ১ ঘণ্টা কেবলটির মাধ্যমে ইন্টারনেট ব্যান্ডউইথ পরিষেবা বন্ধ থাকবে।
✅ হজ ফ্লাইট শুরু হওয়ার পর এ পর্যন্ত ১৮ হাজার ৬৫১ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। ৪৭টি ফ্লাইটে সৌদি পৌঁছেছেন তারা। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩ হাজার ৭৪৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ১৪ হাজার ৯০৪ জন।
✅ যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার ব্যবহারকারীদের জন্য ফেসবুকে যে আলাদা ‘নিউজ ট্যাব’ আছে সেটি ভবিষ্যতে আর থাকবে না৷ অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে ফেসবুকের নিউজ ট্যাবে গিয়ে খবর পড়ার হার ৮০ শতাংশের বেশি কমে গেছে বলে মেটা জানিয়েছে৷