TechMy Tune

TechMy Tune কম্পিউটার রিলেটেড সব ধরনের টিপস এন্ড ট্রিক্স ছাড়াও টেকনোলজি সকল ভিডিও পাবেন পেইজে।
আপনার মুল্যবান একটি লাইক দিয়ে যুক্ত হতে পারেন টেকনোলজির দুনিয়ায়।
(2)

17/09/2025

বিনয়ী হওয়া বাংলাদেশের মানুষের কাছে শেখা উচিৎ। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি,বাঙ্গালীর মতো বিনয়ী পৃথিবীর আর কোন দেশে নেই। আমি জানি কেউ বিশ্বাস করবে না উদাহরণ না দেওয়া পর্যন্ত,দেখুন উদাহরণ...

শত শত কোটি টাকার মালিক হয়েও,ভূমি অফিসের ঝাড়ুদারের চাকুরী করেন,কতটা বিনয়ী হলে এটা সম্ভব আপনারাই বলুন ?

হাজার কোটি টাকার মালিক হয়েও,পাসপোর্ট অফিসের সামান্য কেরানি পোস্টে চাকুরী করেন,ভাবুন তো তার মহানুভবতা কতটা বিশাল ? ভাবতে পারেন ?

শত কোটি টাকা সহ,ঢাকার অভিজাত এলাকায় চার পাচটা বাড়ীর মালিক হয়েও,সাবরেজিস্টার অফিসের নাইট গার্ডের জব করেন,এই বিশলতার কাছে কিসের তুলনা করবেন আপনি,কিছু খুজেই পাবেন না।

এবার বিশ্বাস হল তো আমার কথা,এতোটাই বিনয়ী আমরা....

16/09/2025

❤️ অভিনন্দন টাইগার ❤️
❤️ ধন্যবাদ মোস্তাফিজ ❤️

ফোন থেকে ডিলিট হওয়া ছবি কিভাবে আবার ফিরে পাবেন ?নিচের দেখানো পদ্ধতি গুলো অনুসরণ করুন....📲 মোবাইল অ্যাপ দিয়ে ছবি/ভিডিও রি...
12/09/2025

ফোন থেকে ডিলিট হওয়া ছবি কিভাবে আবার ফিরে পাবেন ?
নিচের দেখানো পদ্ধতি গুলো অনুসরণ করুন....

📲 মোবাইল অ্যাপ দিয়ে ছবি/ভিডিও রিকভারি করার উপায়

1️⃣ DiskDigger Photo Recovery

🔹 ব্যবহার পদ্ধতি:

📥 Play Store থেকে DiskDigger Photo Recovery ইনস্টল করুন।

📂 অ্যাপ ওপেন করে Basic Scan / Full Scan সিলেক্ট করুন।

🔍 ডিলেট হওয়া ছবি খুঁজে বের করুন।

♻️ পছন্দের ছবি/ভিডিও সিলেক্ট করে Restore দিন।

---

2️⃣ EaseUS MobiSaver

🔹 ব্যবহার পদ্ধতি:

📥 Play Store → EaseUS MobiSaver ডাউনলোড করুন।

📲 অ্যাপ ওপেন করে Photo & Video Recovery অপশন সিলেক্ট করুন।

🔎 মোবাইল স্ক্যান হতে দিন।

🖼️ ডিলেট হওয়া ছবি/ভিডিও লিস্ট আসবে → Restore চাপুন।

---

3️⃣ Dumpster – Recycle Bin

🔹 ব্যবহার পদ্ধতি:

📥 Dumpster অ্যাপ ইনস্টল করুন।

🗑️ এটি স্বয়ংক্রিয়ভাবে আপনার ডিলেট হওয়া ছবি/ভিডিও সংরক্ষণ করে রাখবে।

♻️ অ্যাপ ওপেন করে প্রয়োজনীয় ফাইল সিলেক্ট করুন → Restore করুন।

---

4️⃣ Dr.Fone Data Recovery

🔹 ব্যবহার পদ্ধতি:

📥 Dr.Fone ইনস্টল করুন।

📲 অ্যাপ থেকে Data Recovery অপশন বেছে নিন।

🔍 ডিলেট হওয়া ফাইল স্ক্যান করুন।

🖼️ পছন্দের ছবি/ভিডিও রিস্টোর করুন।

---

5️⃣ Photo Recovery – Restore Images

🔹 ব্যবহার পদ্ধতি:

📥 Play Store থেকে ইনস্টল করুন।

📂 অ্যাপ ওপেন করে স্ক্যান চালু করুন।

🔎 ডিলেট হওয়া ছবি দেখাবে।

♻️ Restore বাটনে চাপুন।

কি ভাবে এমন ফটো বানাবেন ? চাইলে আপনি নিজেই Gemini দিয়ে বানাতে পারেন এই ট্রেন্ডি ফটো। আপনার একটি সম্পূর্ণ ছবি দিয়ে,নিচের ...
10/09/2025

কি ভাবে এমন ফটো বানাবেন ? চাইলে আপনি নিজেই Gemini দিয়ে বানাতে পারেন এই ট্রেন্ডি ফটো। আপনার একটি সম্পূর্ণ ছবি দিয়ে,নিচের কমেন্টে দেওয়া প্রমটি কপি করে দিলেই AI আপনাকে এমন ছবি বানিয়ে দিবে।

09/09/2025

ছাত্র জনতার বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ।
ছাত্র জনতাকে অভিনন্দন
💥

মহাখালীর 5G স্পিড এটা....আপনার এলাকায় কি অবস্থা ? ছবি দিন 😎
08/09/2025

মহাখালীর 5G স্পিড এটা....
আপনার এলাকায় কি অবস্থা ? ছবি দিন 😎

চাদের এই মূহুর্তের অবস্থা,আলহামদুলিল্লাহ এমন কিছু দেখার তৌফিক দান করার জন্য।
07/09/2025

চাদের এই মূহুর্তের অবস্থা,আলহামদুলিল্লাহ এমন কিছু দেখার তৌফিক দান করার জন্য।

চলছে চন্দ্রগ্রহণ,কে কে দেখছেন ? এখনো চলছে চাইলে দেখতে পারেন।
07/09/2025

চলছে চন্দ্রগ্রহণ,কে কে দেখছেন ? এখনো চলছে চাইলে দেখতে পারেন।

05/09/2025

আপনার পিসিতে উইন্ডোজ ১১ আপডেট এসেছে,সিডি বা পেনড্রাইভ ছাড়া অটো আপডেটের মাধ্যমে উইন্ডোজ ১১ আসতে চাচ্ছেন,তাহলে এই ৫ টি বিষয় গুরুত্ব সহকারে খেয়াল রাখবেন।

১- উইন্ডোজের জন্য রিকোভারি একটি ড্রাইভ তৈরি করুন।
২- ডাটা বেকাপ নিয়ে রাখুন।
৩- আপনার হার্ডডিস্ক বা এসএসডি তে পর্যাপ্ত যায়গা আছে কিনা নিশ্চিত হয়েনিন।
৪- নতুন করে সেটাপ,নাকি শুধু আপডেট করবেন,তা ঠিক করুন।
৫- উইন্ডোজ লাইসেন্স কী থাকলে তা সংরক্ষন করুন,সাথে মাইক্রোসফট একাউন্টিও।

04/09/2025

কখন SSD চেঞ্জ করতে হবে ?
নিজে নিজে কিভাবে চেক করবেন?
ভিডিও আসছে আজ সন্ধ্যায়..

02/09/2025

আপনাদের কাদের ফোনে 5G সাপোর্ট রয়েছে ?

02/09/2025

5G চালু করলো রবি ও গ্রামীনফোন
প্রতিটা বিভাগীয় শহরে এই সুবিধা নিতে পারবেন গ্রাহকগন।
দেখা যাক যেখানে 4G ঠিকঠাক চলে না,সেখানে 5G 😎

Address

Jamalpur
Jamalpur Sadar Upazila
2000

Website

Alerts

Be the first to know and let us send you an email when TechMy Tune posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to TechMy Tune:

Share