17/09/2025
বিনয়ী হওয়া বাংলাদেশের মানুষের কাছে শেখা উচিৎ। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি,বাঙ্গালীর মতো বিনয়ী পৃথিবীর আর কোন দেশে নেই। আমি জানি কেউ বিশ্বাস করবে না উদাহরণ না দেওয়া পর্যন্ত,দেখুন উদাহরণ...
শত শত কোটি টাকার মালিক হয়েও,ভূমি অফিসের ঝাড়ুদারের চাকুরী করেন,কতটা বিনয়ী হলে এটা সম্ভব আপনারাই বলুন ?
হাজার কোটি টাকার মালিক হয়েও,পাসপোর্ট অফিসের সামান্য কেরানি পোস্টে চাকুরী করেন,ভাবুন তো তার মহানুভবতা কতটা বিশাল ? ভাবতে পারেন ?
শত কোটি টাকা সহ,ঢাকার অভিজাত এলাকায় চার পাচটা বাড়ীর মালিক হয়েও,সাবরেজিস্টার অফিসের নাইট গার্ডের জব করেন,এই বিশলতার কাছে কিসের তুলনা করবেন আপনি,কিছু খুজেই পাবেন না।
এবার বিশ্বাস হল তো আমার কথা,এতোটাই বিনয়ী আমরা....