Feelings of Shuvra's

Feelings of Shuvra's Listener | Writer | A Reciter | Travel film maker

https://www.youtube.com/
(1)

18/01/2025

কতকিছুর স্বপ্ন দেখি। এটা করবো, ওটা করবো। কাছের মানুষদের গর্ব হবো। পরিবারের মুখে হাসির কারণ হবো। নিন্দুকদের সামনে উচ্চস্বরে বলবো হ্যা আমি করে দেখিয়েছি।

এদিকে ক্যালেন্ডারের দিকে তাকাতেই দেখি বেলা ফুরিয়ে যাচ্ছে। দেখতে দেখতে কেটে গেলো বিশ বাইশ চব্বিশ সাল। সুত্র সাপেক্ষে জানা হয়ে গেলো পৃথিবীর নিয়ম অনিয়ম।

শুধু বদলাতে পারিনি রোজ দেখে আসা সেই পৃষ্ঠা; যে পৃষ্ঠা একবার বদলাতে পারলেই, পরের পৃষ্ঠায় লেখা আছে- "দূরবীন থেকে চোখ সরাও সুদিন তোমার পাশেই।"

- Ashraf ahmed

17/01/2025

বুকের ভেতর এক তীব্র অশান্তি নিয়ে কে-টে যায় রাতের পর রাত। মনে হয়, বুকের ভেতর চলতে থাকা আর্তনাদগুলোকে শুনবার জন্য কোথাও কেউ নেই। তবু, খুঁজে নেই তাকে, যাকে সবচেয়ে আপন বলে মনে হয়।

অথচ, বলবার সময় দেখি, যাকে ভাবি সবচেয়ে আপন, সে কথা শুনবার পাশাপাশি ডুবে আছে চারকোণা কাঁচের বাক্সের পৃথিবীতে। তখন, মনের মধ্যে কেউ এসে বলে, কি দরকার নিজেকে প্রকাশ করবার? তোমার কথা শুনবার মতো আগ্রহ আছে কার?

14/01/2025

কবিতা-তোমার চোখ এতো লাল কেন?

কবি- নির্মলেন্দু গুণ

13/01/2025

সত্যি বলবো? আমি ভালো নেই! বাহির থেকে দেখতে ভালো মনে হলেও ভেতরে আমি ভালো নেই। কতোবার যে একা ঘরের কোণে বসে বসে অপেক্ষা করেছি, নিজের উপর কতো অভিমান করেছি, কতো চিৎকার করেছি। কিন্তু দুনিয়ায় কারো সামনে তা বুঝতে দেইনি। যতোবারই মানুষের সামনে গিয়েছি আমি হেসেছি...❤️‍🩹🙃

26/12/2024

অপূর্ণতা আছে বলেই এই গল্প গুলো এত উপভোগ্য 🙂❤️‍🩹

25/12/2024

সম্ভব মানুষদের ভালোবাসার চেয়ে বোবা প্রাণীদের ভালোবাসা উত্তম ।

23/12/2024

হুমায়ুন স্যারের একটা লেখা পড়েছিলাম...
লেখাটা ছিল এরকম,,
যদি তোমার কাউকে মনে পড়ে তাহলে কল করো, যদি কাউকে তোমার দেখাতে ইচ্ছে হয় তাহলে জানিয়ে দাও,, যদি তুমি কাউকে ভালবাসো তাহলে তুমি তাকে বলে দাও।
কারণ তুমি পাঁচ মিনিট বাঁচ*বে কিনা তার কোন গ্যারান্টি নাই, অপূর্ণতা নিয়ে কখনো পৃথিবী ছে*ড়ো না।

17/12/2024

Always be ready to survive alone, some people suddenly change, today you're important to them, tomorrow you're nothing to them and that's real life.

© Catholic - অবিমিশ্র

14/12/2024

মেয়ে মানুষের তেজ থাকতে হয়,
জেদ থাকতে হয়, আর আত্ম-সম্মানবোধটা
প্রখর হতে হয়!

~ সমরেশ

14/12/2024

তুমি ক্ষুধা নিয়ে অনবরত কথা বলছো অথচ তুমি জানোনা
কতটা ক্ষুধা পেলে তলপেট মুচড়ে ওঠে পিঠ মুষড়ে পরে ব্যথায় —

- সোয়েব মাহমুদ

Vedio || collected ||

আমাদের গল্পটা প্রিয়তম শোক হিসেবে থাকুক, একদিন তুমি আমায় যত্নে ভালোবেসেছিলে। আগলে রেখেছিলে বুকের মধ্যিখানে, কিন্তু তোমার ...
14/12/2024

আমাদের গল্পটা প্রিয়তম শোক হিসেবে থাকুক, একদিন তুমি আমায় যত্নে ভালোবেসেছিলে। আগলে রেখেছিলে বুকের মধ্যিখানে, কিন্তু তোমার নামের সাথে চিরস্থায়ী হলো না আমার নাম। হয়নি পৃথিবীর বুকে আমাদের একটা লাল নীল সংসার।

তবুও তো তুমি আমি ছিলাম একদিন, স্টেরিওটাইপ একটা প্রেম ছিল,ছন্নছাড়া দু:খ ছিল,অর্ধেকটুকু চায়ে সুখ জমানো ছিল। কিছু না হলেও তবু কিছু একটা ছিল।

আমাদের একসাথে লেখা কবিতাগুলোর আয়ু ফুরিয়ে এসেছে প্রায়।
বিচ্ছেদের মেয়াদ শেষ, আমি মেনে নিয়েছি অপ্রাপ্তি, তুমি মানিয়ে নিলে আমায় ছাড়া বেঁচে থাকা। আটপৌরে জীবনে দুজনের অভাব নিয়ে আমরা দিব্বি বেঁচে আছি, আমরা জেনেছি পৃথিবীর সবচেয়ে কঠিন এক সত্য,মানুষের অভাবে মানুষ মরে না কখনো।

একদিন,দুদিন,ছমাস, বছর-ধীরে ধীরে সব সয়ে আসে।
আমাদের একসাথে থাকা, একই চাওয়া-পাওয়া, আমাদের স্বপ্ন,আমাদের সংসার সবকিছুই অতীতের কার্নিশে ঠাঁই নিয়েছে সময়ের সাথে সাথে, বেঁচে থাকার তাগিদে সবকিছু হয়ে গেল স্বাভাবিক।

এরপর একদিন তুমি আমার কাছে ফেলে যাওয়া ডাকনাম ফিরিয়ে নিতে এলে। আমার হতচ্ছাড়া হৃদয় ভুল করে বলে বসলো- "বাড়িয়ে দাও তোমার হাত,আমি আবার তোমার আঙুল ধরতে চাই"
সত্যি বলছি,ভালোবাসার চেয়ে নিলজ্জ কোনো বস্তু নেই।

13/12/2024

ক্লান্ত 'পা' নিয়ে হেঠেছি অনেক দূর। কত কাল ফিরিনি নিজ কোঠায়। বইয়ের পাতাই ল্যাপ্টে ছিলাম কতকাল ধরে। সমুদ্রের ডেউয়ের ফেনা আমাকে ঘিরেছে শতবার। কাগজে এঁকেছি অজস্র অক্ষরের পিরামিড। তবুও তো শেষ হয়নি সেই 'অপেক্ষার প্রহর'!

লেখা : ফাহাদ

Address

Jamalpur Sadar Upazila
2050

Telephone

+8801613408274

Website

Alerts

Be the first to know and let us send you an email when Feelings of Shuvra's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Feelings of Shuvra's:

Share