JM CreativE ZonE

JM CreativE ZonE Loading....

27/04/2025
19/04/2025

- তুমি যখন তোমার জীবনসঙ্গীকে নিয়ে জান্নাতে প্রবেশ করবে,❤️
তখন আমি পর-নারী তথা
তোমাকে ভালোবাসার অপরাধে জাহান্নামে যাবো..!! 😅

১৯৬৯ সালে যখন আল-আকসা মসজিদে আগুন লাগানো হল, তখন ইস—রায়েলের প্রধানমন্ত্রী ‘গোল্ডা মেয়ার’ কী বলেছিল‌ জানেন❓বলেছিল, ‘সে ...
06/04/2025

১৯৬৯ সালে যখন আল-আকসা মসজিদে আগুন লাগানো হল, তখন ইস—রায়েলের প্রধানমন্ত্রী ‘গোল্ডা মেয়ার’ কী বলেছিল‌ জানেন❓

বলেছিল, ‘সে রাতে আমি ঘুমাতে পারি নি, কারণ আমি কল্পনা করছিলাম যে— আরবরা চারদিক থেকে দলবদ্ধ হয়ে ই/সরা/য়ে/লে ঢুকে পড়বে।♋

কিন্তু যখন সকাল হল এবং কিছুই ঘটল না, তখন আমি বুঝতে পারলাম— আমরা যা চাই তা করতেই পারি, কারণ আরবরা এক ঘুমন্ত জাতি।’

আজও আল-আকসা আগুনে জ্বলছে, রাফা ধ্বংস হয়ে গিয়েছে, গাজাও ধ্বংস হয়ে গিয়েছে কিন্তুু আমাদের মুসলমানদের ঘুম ভাঙ্গছেই না 🥲😭

হায় দুর্ভোগ! শ্রেষ্ঠ জাতির উত্তরসূরী এ উম্মাহ আজ কতোটা উপহাস্য,‼️😢
তবে, গা,জা আজই শে*ষ হবে না—যতদিন এই দুনিয়া থাকবে, ততদিন গা,জা থাকবে, ফিলিস্তিন থাকবে।
কারণ এটা কোরআনের ওয়াদা, এটা রাসূলের জবান।
কিয়ামতের আগে পৃথিবীর রাজধানী হবে আল-আকসা, আর সেন্টার পয়েন্ট হবে ফিলিস্তিন।‼️🌎‼️
Collected

10/02/2025

কলঙ্কের দাগও পাইলাম বিচ্ছেদের যন্ত্রণাও পাইলাম পাইলাম না শুধু তোমারে 😅💔

07/02/2025

একদিন তুমি আমার লাইগা আফসোস করবা দেইখা নিও। ভিটামাটি হারানো মানুষ যেই রকম কইরা আফসোস করে তেমনি তুমিও আমার লাইগা আফসোস করবা। একদিন তোমার মনে হইবো এত ভালোবাসা ফিরায় দেয়া ঠিক হয় নাই। মনে হইবো, মানুষটা তোমারে ভালোবাসতো খুব।

এই দুনিয়ার মধ্যে সবকিছু পাওয়া সহজ হইলেও একটু খাটি ভালোবাসা পাওয়া বড়োই কঠিন। আমি তোমারে শতভাগ ভালোবাসা দিছি, তোমার লাইগা তামাম দুনিয়ার সাথে লড়াই করতে চাইছি, তোমার সাথে এই ছোট্ট সময়ের জীবনটা সাজাইতে চাইছি। কিচ্ছু হইলো না, কিচ্ছু না!!।

তোমারে পাই নাই এইডার লাইগা যতটুকু দুঃখ হইতেছে, তারচেয়ে বেশি করুনা হইতেছে তোমার লাইগা— আহারে, এত ভালোবাসা ছাইড়া যায় কোন বেকুবে? বুঝবা বুঝবা! একদিন বুঝবা, কী ধরতে গিয়া তুমি কি হারাইছো...😅

উৎসর্গ- মামলিকা

28/02/2024

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

– অতৃপ্ত অনুভূতি..! IiiiisssssSotti Jodi msg ta asto 😅💔🌺
11/12/2023

– অতৃপ্ত অনুভূতি..!
Iiiiisssss
Sotti Jodi msg ta asto 😅💔🌺

11/12/2023

– FINALLY 24 HOURS DONE 💔😅

11/12/2023

– মাঝে মাঝে মনে হয়! দুই বাংলা একসাথে হলে হয়তো আরো ভালো থাকতাম..😅💔

Address

Jamalpur
Jamalpur Sadar Upazila
2000

Alerts

Be the first to know and let us send you an email when JM CreativE ZonE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share