JM CreativE ZonE

JM CreativE ZonE Loading....

29/07/2025

প্রিয় প্রাক্তন,
আসলেই তুমি আমার সেই প্রিয় মানুষ, যাকে আমি একদিনের জন্যও হারাতে চাইনি।

তবুও দেখো আমাদের মাঝে আজ আকাশ সমান দূরত্ব।

দুচোখে নোনা জলের বৃষ্টি ঝড়লেও,
নিঃশ্বাস বন্ধ হয়ে আসলেও,
তোমাকে আর বলা হয়না
তোমার জন্য আমার ভীষণ কষ্ট লাগে।

একটা সময় তোমাকে এক নজর দেখার জন্য
মনটা ব্যাকুল হয়ে উঠতো,
যন্ত্রণায় ছটফট করতাম।
আর এখন তোমাকে দেখতে না পারার আক্ষেপ নিয়ে
বাকি জীবন কাটাতে হবে!

তোমাকে ছাড়া আমি বেঁচে আছি,
কিন্তু ভালো নেই,
এই কথাটা

সত্যি আমি কখনো কাউকে বোঝাতে পারব না।
তবুও বলবো ভালোবাসা সুন্দর.. 😅💔
I miss you Mamli😅

---

27/04/2025
19/04/2025

- তুমি যখন তোমার জীবনসঙ্গীকে নিয়ে জান্নাতে প্রবেশ করবে,❤️
তখন আমি পর-নারী তথা
তোমাকে ভালোবাসার অপরাধে জাহান্নামে যাবো..!! 😅

১৯৬৯ সালে যখন আল-আকসা মসজিদে আগুন লাগানো হল, তখন ইস—রায়েলের প্রধানমন্ত্রী ‘গোল্ডা মেয়ার’ কী বলেছিল‌ জানেন❓বলেছিল, ‘সে ...
06/04/2025

১৯৬৯ সালে যখন আল-আকসা মসজিদে আগুন লাগানো হল, তখন ইস—রায়েলের প্রধানমন্ত্রী ‘গোল্ডা মেয়ার’ কী বলেছিল‌ জানেন❓

বলেছিল, ‘সে রাতে আমি ঘুমাতে পারি নি, কারণ আমি কল্পনা করছিলাম যে— আরবরা চারদিক থেকে দলবদ্ধ হয়ে ই/সরা/য়ে/লে ঢুকে পড়বে।♋

কিন্তু যখন সকাল হল এবং কিছুই ঘটল না, তখন আমি বুঝতে পারলাম— আমরা যা চাই তা করতেই পারি, কারণ আরবরা এক ঘুমন্ত জাতি।’

আজও আল-আকসা আগুনে জ্বলছে, রাফা ধ্বংস হয়ে গিয়েছে, গাজাও ধ্বংস হয়ে গিয়েছে কিন্তুু আমাদের মুসলমানদের ঘুম ভাঙ্গছেই না 🥲😭

হায় দুর্ভোগ! শ্রেষ্ঠ জাতির উত্তরসূরী এ উম্মাহ আজ কতোটা উপহাস্য,‼️😢
তবে, গা,জা আজই শে*ষ হবে না—যতদিন এই দুনিয়া থাকবে, ততদিন গা,জা থাকবে, ফিলিস্তিন থাকবে।
কারণ এটা কোরআনের ওয়াদা, এটা রাসূলের জবান।
কিয়ামতের আগে পৃথিবীর রাজধানী হবে আল-আকসা, আর সেন্টার পয়েন্ট হবে ফিলিস্তিন।‼️🌎‼️
Collected

Address

Jamalpur
Jamalpur Sadar Upazila
2000

Alerts

Be the first to know and let us send you an email when JM CreativE ZonE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share