29/07/2025
প্রিয় প্রাক্তন,
আসলেই তুমি আমার সেই প্রিয় মানুষ, যাকে আমি একদিনের জন্যও হারাতে চাইনি।
তবুও দেখো আমাদের মাঝে আজ আকাশ সমান দূরত্ব।
দুচোখে নোনা জলের বৃষ্টি ঝড়লেও,
নিঃশ্বাস বন্ধ হয়ে আসলেও,
তোমাকে আর বলা হয়না
তোমার জন্য আমার ভীষণ কষ্ট লাগে।
একটা সময় তোমাকে এক নজর দেখার জন্য
মনটা ব্যাকুল হয়ে উঠতো,
যন্ত্রণায় ছটফট করতাম।
আর এখন তোমাকে দেখতে না পারার আক্ষেপ নিয়ে
বাকি জীবন কাটাতে হবে!
তোমাকে ছাড়া আমি বেঁচে আছি,
কিন্তু ভালো নেই,
এই কথাটা
সত্যি আমি কখনো কাউকে বোঝাতে পারব না।
তবুও বলবো ভালোবাসা সুন্দর.. 😅💔
I miss you Mamli😅
---