The beauty of BD

The beauty of BD আমি মুসলিম আলহামদুলিল্লাহ

বাংলাদেশের শিল্প খাতের বিকাশ ও বিপুল জনগোষ্ঠীর কর্মসংস্থান এবং বৈদেশিক আয়ে অবদানের স্বীকৃতিস্বরুপ কোরিয়ান রপ্তানি প্রক্র...
09/04/2025

বাংলাদেশের শিল্প খাতের বিকাশ ও বিপুল জনগোষ্ঠীর কর্মসংস্থান এবং বৈদেশিক আয়ে অবদানের স্বীকৃতিস্বরুপ কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (কেইপিজেডে) পরিচালনাকারী প্রতিষ্ঠান ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সাংকে সম্মানসূচক নাগরিকত্ব দিয়েছে বাংলাদেশ সরকার। চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধনী দিনে আজ বুধবার তার হাতে এই স্বীকৃতি তুলে দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

বোয়েসেল-এর মাধ্যমে  গত ৯ আগস্ট ২০২৩ সালে দক্ষিণ কোরিয়ায় গমনকৃত ইপিএস কর্মী জনাব রুবেল মিয়া (বোয়েসেল রেফারেন্স নম্বর ২৬৫৪...
01/06/2024

বোয়েসেল-এর মাধ্যমে গত ৯ আগস্ট ২০২৩ সালে দক্ষিণ কোরিয়ায় গমনকৃত ইপিএস কর্মী জনাব রুবেল মিয়া (বোয়েসেল রেফারেন্স নম্বর ২৬৫৪৩) গত ২৯ মে ২০২৪ তারিখ কর্মস্থলে দুর্ঘটনার জনিত কারণে ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজেঊন।

গত ২৯ মে ২০২৪ তারিখ বিকাল ৪.৩৪ টায় দক্ষিণ কোরিয়া হতে একজন দায়িত্বশীল ইপিএস কর্মী বোয়েসেল এর ইপিএস সেল-এর এজিএমকে অবহিত করেন, অবহিতকালীন বোয়েসেল ব্যবস্থাপনা পরিচালক মহোদয়ের সভাপতিত্বে একটি গুরুত্বপূর্ণ সভার কার্যক্রম ছিল। উক্ত সময় বোয়েসেল-এর ব্যবস্থাপনা পরিচালকসহ সভায় উপস্থিত সকলে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোক সম্ভ্রান্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। আল্লাহ উনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, আমিন।

মরহুমের জানাজা অদ্য রাত স্থানীয় সময় ১০ টায় (০১/০৬/২০২৪ তারিখ শনিবার) দক্ষিণ কোরিয়াস্থ বুফিয়াং মসজিদে অনুষ্ঠিত হবে। দক্ষিণ কোরিয়াস্থ সকলকে জানাযা শরিক হয়ে মরহুমের আত্মার মাগফিরাত কামনার অনুরোধ।

বাংলাদেশ সরকার মরহুমের অভিভাবককে মৃতদেহ পরিবহন ও দাফন খরচ বাবদ এয়ারপোর্টে ৩৫ হাজার টাকা নগদ প্রদান, কল্যাণ ফির বিপরীতে আর্থিক সাহায্য হিসেবে ৩ লক্ষ টাকা, বীমার বিপরীতে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা এবং জামানতের বিপরীতে প্রদত্ত টাকাসহ অতিরিক্ত ৫০ হাজার টাকা প্রদান করবেন।

তথ্য সংগ্রহ -- বোয়েসেল

A farmer in the city
15/01/2024

A farmer in the city

Korean study me 🥀
13/01/2024

Korean study me 🥀

Address

Jamalpur Sadar Upazila

Website

Alerts

Be the first to know and let us send you an email when The beauty of BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share