Rid Siam >3:কিছু মানুষ মনে করে তাদের
ছাড়া আমাদের জীবন চলবেনা...!! 😆
bosti:)>👽

🫶💥
27/07/2024

🫶💥

16/07/2024

°

চলো দেখা করি 🤝❤️‍🩹

°

15/07/2024

যে ছেড়ে যায়,সে নিজেকে গুছিয়ে নিয়েই ছেড়ে যায়।আর ছেড়ে যাওয়াটা একদিন দুদিনের হুটহাট করে সিদ্ধান্ত নেবার ফল নয়,বরং এটা বহুদিন আগের পরিকল্পনা। ছেড়ে যাওয়া মানুষগুলোর খুব কাছাকাছি থেকেও কখনই বোঝার উপায় থাকবেনা, মানুষটা একসময় আপনাকে চিরতরে ছেড়ে চলে যাবে।যাবার সময় আপনার উপর কিছু দোষারোপ,নয়তো বড় কোন একটা অজুহাত দেখিয়ে চলে যাবে।যা আপনার কল্পনাতীত।অজুহাত,দোষারোপ,কোনটাই নয়!মূল কথা, মানুষটা আপনার থেকেও ভাল কিছু ডিজার্ব করে,নয়তোবা পেয়ে গেছে।।
ছেড়ে যাওয়া মানুষগুলোর জন্য কখনই অপেক্ষা করতে নেই।কেননা তারা নিজেকে সাজিয়ে নিয়েই আপনাকে ছেড়ে দিয়েছে।যদি ভেবে থাকেন,মানুষটা একদিন ফিরে আসবে,বা সবকিছু ঠিক হয়ে যাবে,তাহলে আপনি এখনও সেই বোকাটিই রয়ে গেছেন।কোনকিছুই ঠিক হয়না,কোনকিছুই ফিরে আসেনা।এই সত্যিটাকে মেনে নেবার মনোবল রাখুন।যা হারিয়ে গেছে,সেটা ভেবে নিজেকে অস্বস্তিতে রাখা বন্ধ করুন।একটাবার ভাবুন,গভীরভাবে ভাবুন,যে আপনাকে ছেড়ে গেছে,সে তো ভাল থাকার জন্যই ছেড়ে গেছে,এবং ভাল থাকছেও।তাহলে আপনি কেন ভাল থাকবেন না?আপনি কেন নতুন করে শুরু করতে পারবেন না?
কেউ কারো জন্য থেমে থাকেনা,কেউ কারো জন্য মরে যায়না!যারা কারোর জন্য নিজেকে থামিয়ে রাখে,কারোর জন্য নিজেকে কষ্ট দেয়,সুইসাইড করার মত জঘন্যতম পন্থা অবলম্বন করে,তাদের মত বোকা আর হয়না।জীবনটা একান্তই আপনার,বাচা মরা সবটাই আল্লাহপাকের হাতে।নির্দিষ্ট একটা আয়ূকাল নিয়ে আমরা সবাই পৃথিবীতে এসেছি।কখন মরতে হবে,সবটা ঠিক করে দিবেন উপরওয়ালা।আপনি কেন শুধু শুধু হঠাৎ করে জীবনে আসা একটা মানুষের জন্য নিজেকে শেষ করে দিতে যাবেন?কেউ ছেড়ে যাবার পর আসলে কিছুই শেয় হয়ে যায়না,বরং নতুন করে শুরু করবার সুযোগ দিয়ে যায়,ভাল থাকার পথটা পরিস্কার করে দিয়ে যায়।আপনি যাতে কঠিন আঘাতেও ভেঙ্গে না পড়েন,সেই শিক্ষাটাও দিয়ে যায়।শুধুমাএ সেটাকে মানিয়ে নিতে আমাদের একটু সময় লেগে যায়।
ছেড়ে যাওয়া মানুষগুলো যদি একসময় ফিরে আসতে চায়,একদমই তাকে আর বিস্বাস করবেন না।কেননা,আপনার মনটা কোন সরকারী পাবলিক প্লেস নয় যে,যে যখন খুশি সেখানে যাবে,কিছুক্ষন আনন্দ ফূর্তি করে, নিজের ইচ্ছামতো আবার বেড়িয়েও যাবে।যে মানুষটা আপনাকে একবার ছেড়ে দিতে পেরেছে,সেই মানুষটা ওই একই কাজ বারবার করবে।মানুষটা আপনার কাছে থেকে যাবার জন্য আসেনি,বরং সামান্য সময়ের জন্য আপনাকে তার ক্ষতটার মলম হিসাবে ব্যবহার করেছে।ক্ষতটা যখনি শুকিয়ে যাবে,তখনি আপনাকে বৃদ্ধাআঙ্গ

04/07/2024

Messi 🥹🖤

29/03/2024

100+ speed pulsar 150 🥱💥

Address

Jamalpur Sadar Upazila

Alerts

Be the first to know and let us send you an email when Rid Siam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rid Siam:

Share