Nahar's Photography

Nahar's Photography ~•আসসালামু আলাইকুম...🌻🌹
” প্রচার করো, যদি একটিমাত্র আয়াতও হয় ” (সহীহ বুখারিঃ ৩৪৬১)✨🧡

দুই সন্তান হারিয়ে বা না খুঁজে পেয়ে – এক অসহায় বাবা আজ দাঁড়িয়ে আছেন আল্লাহর দরবারে।এখন তাঁর আর কিছুই করার নেই… শুধু কান্ন...
21/07/2025

দুই সন্তান হারিয়ে বা না খুঁজে পেয়ে – এক অসহায় বাবা আজ দাঁড়িয়ে আছেন আল্লাহর দরবারে।
এখন তাঁর আর কিছুই করার নেই… শুধু কান্নাভেজা চোখে প্রভুর দিকে তাকিয়ে থাকা ছাড়া।
হে আল্লাহ, তুমি ফিরে দাও তাঁর সান্ত্বনা, তুমি জানো সবকিছু.!'

(সংগৃহীত)

এই প্রাণহানির ১০০ ভাগ দায় রাষ্ট্রের। এসব আলবাল বিমান দুনিয়ার আর কোন দেশে চলে না।যু'দ্ধ করার জন্য কেনা বিমানের এমনই হাল য...
21/07/2025

এই প্রাণহানির ১০০ ভাগ দায় রাষ্ট্রের। এসব আলবাল বিমান দুনিয়ার আর কোন দেশে চলে না।

যু'দ্ধ করার জন্য কেনা বিমানের এমনই হাল যে নিজের দেশের মানুষের উপরই ভাই'ঙ্গা পড়ে। এটাই তো প্রথম না।

এর আগেও এই মডেলের বিমানে ট্রেনিং করতে যাইয়া দুইজন পাইলট নিহত হইসিল।

সেইদিন যদি এই দুইজন পাইলটের জীবনের দাম দেওয়া হত, তাহলে হয়তো আজ এই বাচ্চাগুলোরে ম'রতে হত না। বাট দেওয়া হয় নাই। হবেও না।
দুইদিন পর সবাই সবকিছু ভুইলা যাবে।

আমার আপনার টাকা দিয়ে ভাঙারি কিনে হাজার কোটি টাকার দুর্নীতি করা হবে। দুর্নীতিবাজদের ছেলে মেয়েরা আমার আপনার টাকা নিয়ে কানাডা পড়তে যাবে।

আর সেই ভাঙারি বিমান স্কুলের উপর পইড়া আমাদের সন্তানরা পু'ড়ে যাবে, ম'রে যাবে। কারো কিচ্ছু যাবে আসবে না। শালার দুনিয়ায় বাকি দেশগুলো অন্তত নিজের মানুষকে বাঁচতে দেয়।
আর আমরা এমন একটা দেশে জন্মাইছি, যেই দেশ আমাদের এমনকি স্কুলেও মাইরা ফালানোর যোগাড় যন্ত্র করে রাখে।

অথচ এই দেশের মানুষের রাষ্ট্রের কাছে খুব বেশি কিছু চাওয়া ছিল না। না আমরা সিংগাপুর হতে চেয়েছি, না আমরা ইউরোপের নাগরিক সুবিধা চেয়েছি।

এ দেশের মানুষ তো শুধুই একটু বাঁচতে চেয়েছিলো...

একের পর এক বের করে আনা হচ্ছে আহত ও দ'গ্ধ দেহ। আল্লাহ আমাদের রহম করুন। আমিন।
21/07/2025

একের পর এক বের করে আনা হচ্ছে আহত ও দ'গ্ধ দেহ। আল্লাহ আমাদের রহম করুন। আমিন।

21/07/2025

মাইলস্টোনের শিক্ষার্থীর যে মা দুপুরের খাবার রান্না করে সন্তানের অপেক্ষা করছিলেন, তিনি কীভাবে সইবেন এই দুঃখ।

সবচেয়ে কষ্টের মৃত্যু কোনটা জানেন?পুড়ে মারা যাওয়া... পুরো চামড়ায় কোটি কোটি পেইন রিসেপ্টর একসাথে চরম লেভেলের ব্যথার সিগনাল...
21/07/2025

সবচেয়ে কষ্টের মৃত্যু কোনটা জানেন?

পুড়ে মারা যাওয়া...

পুরো চামড়ায় কোটি কোটি পেইন রিসেপ্টর একসাথে চরম লেভেলের ব্যথার সিগনাল পাঠাতে শুরু করে।

বিমান বিধ্বস্তের ঘটনায় আগুনে ঝলসে গেছে বহু শিক্ষার্থী। এখন পর্যন্ত কতজন মারা গেছে, তা নিশ্চিত না।

আহতদের বাঁচাতে রক্ত লাগবে, সবাই দয়া করে এগিয়ে আসুন।

ঢাকা উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন কলেজের উপরে বিমান দু,র্ঘ,ট,না,য় বহু ছাত্র-ছাত্রী হতাহত।জানিনা কত বাবা মায়ের আদরের সন্...
21/07/2025

ঢাকা উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন কলেজের উপরে বিমান দু,র্ঘ,ট,না,য় বহু ছাত্র-ছাত্রী হতাহত।জানিনা কত বাবা মায়ের আদরের সন্তান ছাত্র-ছাত্রীদের শরীরের অংশ পুড়ে এভাবে খসে পড়ছে। আল্লাহ তুমি সকল ভাই-বোনদেরকে এবং ছোট ছোট ছাত্র-ছাত্রীদেরকে আল্লাহ তুমি সুস্থ দান করুন। আমিন #

শুক্রবার জিহ্বা সতেজ থাকুক প্রিয় হাবিবের নামে....🥰﷽❛❛আল্লাহুম্মা স'ল্লি ওয়াসাল্লিম আ'লা নাবিয়্যিনা মুহাম্মাদ❜❜ﷺ 🖤🌺
18/07/2025

শুক্রবার জিহ্বা সতেজ থাকুক প্রিয় হাবিবের নামে....🥰

﷽❛❛আল্লাহুম্মা স'ল্লি ওয়াসাল্লিম আ'লা নাবিয়্যিনা মুহাম্মাদ❜❜ﷺ 🖤🌺

হাতের মুঠোয় বন্দি কিছু সুবাস,
18/07/2025

হাতের মুঠোয় বন্দি কিছু সুবাস,



হালাল ভালোবাসার দেওয়া ছোট্ট ভালোবাসা 🫣🩷
16/07/2025

হালাল ভালোবাসার দেওয়া ছোট্ট ভালোবাসা 🫣🩷

বৃষ্টি ভেজা কদম মামারা🩷🌸
16/07/2025

বৃষ্টি ভেজা কদম মামারা🩷🌸


সারাদিনের তীব্র রোদের পর...আলহামদুলিল্লাহ বৃষ্টি আসার আগ মুহূর্ত🥹🤲
13/07/2025

সারাদিনের তীব্র রোদের পর...
আলহামদুলিল্লাহ বৃষ্টি আসার আগ মুহূর্ত🥹🤲

“গণতন্ত্র খু*নি তৈরি করে। সমস্যার গোড়া ধরে টান দিতে হবে।-আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক {حفظه الله}
11/07/2025


গণতন্ত্র খু*নি তৈরি করে।
সমস্যার গোড়া ধরে টান দিতে হবে।

-আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক {حفظه الله}

Address

Sheikh Hasina Medical College Polashgor
Jamalpur Sadar Upazila

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nahar's Photography posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nahar's Photography:

Share