Saimon Ahamed sujon

Saimon Ahamed sujon Follow My Official page

27/04/2025

স্বপ্নের টানে ছুটেছি রাতদিন,
ক্লান্ত শরীরে লুকিয়ে রেখেছি চিন।
সফলতার আলো পেলাম ঠিকই,
তবুও হারিয়ে গেলো,
মনের ছোট ছোট সুখের ছবিগুলো একেকদিন।

10/04/2025

হে শক্তিশালী মুসলিম বাসি. আপনারা কি ধৈর্যশীল মানুষ দেখতে চান. তাহলে এদের দিকে একটু তাকান. । হে শক্তিশালী মুসলিম দেশ গুলো . একা একটি দেশ কি ভাবে ইসলাম এর জন্য যুদ্ধ করতেছে. নিজের মাতৃভূমি টিকিয়ে রাখতে..হে শক্তিশালী মুসলিম বাসি. আপনাদের কি দেখতে পান না,,, আপনাদের সামনে. আপনাদের ভাই বোন এবং ছোট বাচ্চাদের কি ভাবে মারতেছে,,, হে শক্তিশালী মুসলিম দেশ গুলো. কোটি কোটি টাকার গাড়ি . বিশাল বিশাল অট্টালিকা.. আর দামি দামি খাবার.. আর সোনার টয়লেট. এগুলো. এসব ব্যবহার করতে একটু কি লজ্জা করে না.. আপনার ভাইবোনেরা না খেয়ে মরতাছে.. যুদ্ধের ময়দানে.. আপনাদের মুখে খাবার দেন কি ভাবে এগুলো দেখে..এই ইহুদিরা কি চাচ্ছে আপনারা কি জানেন না. তারা চাচ্ছে মুসলিদের শেষ করে দিতে.. আজ ফিলিস্তাইন লক্ষ লক্ষ শিশু. ভাই বোনদের. নিশংস ভাবে মারতেছে. . আজ ফিলিস্তাইন মুসলিমদের মারতেছে.. ছোট শিশুদের কে ও ছার দিচ্ছে না.. হে শক্তিশালী মুসলিম দেশগুলো.. কালকে আপনার দেশে যে আক্রমণ করবে না তা কি গ্যারান্টি আছে... তাই আমরা বলি. এই শত্রুদের সাথে মোকাবেলা করতে হলে.. আমাদের সব মুসলিম দেশগুলো এক ও ঐক্যবদ্ধ হতে হবে... আমাদের ইসলামের জন্য জিহাদ ঘোষণা করতে হবে... এই জালেম কাফের ইসলামের শত্রুদের সাথে.. জীবনের মায়া ত্যাগ করে। লড়াই করতে হবে... হে শক্তিশালী মুসলিম দেশগুলো. আপনারা যদি কোরআন বিশ্বাস করে থাকেন. ইনশাল্লাহ মুসলিমদের জয় হবে......😭😭😭😭🤲🤲😭😭😭😭 আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন... আমিন.

10/04/2025

যারা বলছেন গাজাবাসী শেষ , তারা এই হাদিস লক্ষ্য করুন।

আবু উমামা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, আমার উম্মতের একটি দল সত্যের ওপর বিজয়ী থাকবে। শত্রুর মনে পরাক্রমশালী থাকবে। দুর্ভিক্ষ ছাড়া কোনো বিরোধীপক্ষ তাদের কিছুই করতে পারবে না। আল্লাহর আদেশ তথা কিয়ামত পর্যন্ত তারা এমনই থাকবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসুল! তারা কোথায় থাকবে? রাসুলুল্লাহ (সা.) বলেন, তারা বায়তুল মাকদিস ও তার আশপাশে থাকবে। (মুসনাদে আহমদ: ২২৩২০)

বিঃদ্রঃ বাইত আল-মাকদিস বর্তমান আল-আকসা মসজিদ এবং ডোম অফ রক এর স্থান। "বাইত আল-মাকদিস" বলতে উদ্দেশ্য সেই "বরকতময় ঘর" বা এমন একটি ঘর বোঝায় যার মাধ্যমে একজনকে পাপ থেকে শুদ্ধ করা হয়।

ইনশাআল্লাহ , জয় আমাদেরই হবে।

উনারা সবাই মি‌লে একসা‌থে ইস*রা*ইল  কে ১ ঘন্টায় শে*ষ কর‌তে পার‌ে।কিন্তু ক‌রে না।ওয়াল্লাহি!আল্লাহ'র কাঠঘরে আপনাদেরকে একদিন...
07/04/2025

উনারা সবাই মি‌লে একসা‌থে ইস*রা*ইল কে ১ ঘন্টায় শে*ষ কর‌তে পার‌ে।
কিন্তু ক‌রে না।
ওয়াল্লাহি!আল্লাহ'র কাঠঘরে আপনাদেরকে একদিন দাড়াতে হবে। 🥹
সেদিন গাজাবাসী আল্লাহর কাছে বিচার দিয়ে বলবে, ঐ নরপিশাচদের সাথে আমরা গাজাবাসী একা লড়ে ছিলাম
আর তোমার দেওয়া ক্ষমতাসীন নেরারা সেদিন চোখ বন্ধ করে বসে ছিল😥
আমাদের শিশুর আত্মনাৎ সেদিন ঐবিশ্ব নেতাদের মায়া ধরাতে পারেনি😭

গা*জা এত তাড়াতাড়ি শেষ হবে না!
যত দিন এই দুনিয়া থাকবে,ততদিন গা*জা থাকবে,ফি*লি*স্তিন থাকবে।
কারন এটা কোরআনের ওয়াদা।
এটা রাসূল (স.) ওয়াদা।
কিয়া*মতের আগে পৃথিবীর রাজধানী হবে আল আকসা,আর সেন্টার পয়েন্ট হবে ফি*লি*স্তিন।
ইনশাআল্লাহ।

গা*জা একবার মুছলে, দশবার জাগবে।
গা*জা মুছবে না ইনশাআল্লাহ!✊

Eid mubarak
31/03/2025

Eid mubarak

শুধু শহরটাই রঙিন,আসলে মানুষ হিসেবে আমি সাদাকালোর ভেতরেই সীমাবদ্ধতা।
27/03/2025

শুধু শহরটাই রঙিন,
আসলে মানুষ হিসেবে আমি
সাদাকালোর ভেতরেই সীমাবদ্ধতা।

জীবন নিয়ে এত অভিযোগ কিসের?যাই হচ্ছে হোক না,মানুষ বাঁচবেই বা' ক দিন।
09/03/2025

জীবন নিয়ে এত অভিযোগ কিসের?
যাই হচ্ছে হোক না,
মানুষ বাঁচবেই বা' ক দিন।

15/02/2025

বাস্তবতা আমাকে যে পথের দিকে ঠেলে দিচ্ছে,
ওই পথ আমার কল্পনাতেও ছিল না।।।

11/02/2025

কল্পনার চেয়ে সুন্দর দৃশ্য
আর কোথাও নেই
যেখানে আমরা সবাই সুখী 🤗

09/02/2025

উদ্দেশ্য হারিয়ে ফেলছি ,
কোথায় গিয়ে দাড়াতে হবে তাও জানিনা।
শুধু এতটুকুই জানি সামনে এগিয়ে যাওয়া টা জরুরী।।।

Address

Jamalpur Sadar Upazila

Website

Alerts

Be the first to know and let us send you an email when Saimon Ahamed sujon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Saimon Ahamed sujon:

Share