Ashikul kabir

Ashikul kabir সবাই লাইক,কমেন্ট এবংএকটা শেয়ার করে দিবেন।আমদের সাথে থাকুন বিনোদন আনলিমিটেড�সাথে ফলো করে দিন প্লিজ🫠

06/05/2025

'মায়া' পৃথিবীর সবচেয়ে বাজে নেশা, নিকোটিনেও ততটা নেশা হয় না যতটা নেশা কারোর মায়ায় পড়লে হয়;

কারো মায়ায় একবার আ'টকে গেলে তাকে ছাড়া সব কিছু ফাঁকা ফাঁকা লাগবে, সবার মাঝে থেকেও মনে হবে কি যেন একটা নেই! নিজেকে শূন্য মনে হবে, চারদিক থেকে শূন্যতা ঘিরে ধরবে তোমাকে;

'মায়া' এমনই এক অদ্ভুত জাদু যা দিয়ে তুমি বস হয়ে যাবে পুরোপুরি ভাবে, কোনো কিছুই ভালো লাগবে না তাকে ছাড়া, সব সময় মনে হবে তার সাথে কথা বলি তাকে আগলে রাখি;

কোনো কারণে যদি তার সাথে কথা বলতে না পারো সে সময়টা তোমার পাগল পাগল লাগবে, আর সে কথা না বলাটা যদি দিনের পর দিন ধরে চলতে থাকে তবে একটা অদ্ভুত কষ্ট চেপে ধরবে তোমাকে, মনে হবে যেন কেউ শ্বাসরুদ্ধ করে মারছে তোমাকে;

এই পৃথিবীতে মানুষ প্রায় সব নেশাই কোনো না কোনো উপায়ে কাটিয়ে উঠতে পারে কিন্তু কারোর মায়ার নেশা কাটিয়ে উঠতে পারে না, কারণ! মায়ার নেশা যে বড্ড ভয়ঙ্কর, তাই! সে ছাড়া মায়ার নেশা কা'টে না।

"মায়া পৃথিবীর সবচেয়ে বাজে নেশা"

05/05/2025

সম্পর্কে সবচেয়ে জরুরি বিষয়টা কী?
ভালোবাসা?
না, সেটা পরে আসে।
সবচেয়ে জরুরি হলো— যোগাযোগ।

একটা সম্পর্ক তখনই বেঁচে থাকে, যখন দুইজন মানুষ নিয়মিত কথা বলে, একে অপরকে সময় দেয়, মন খুলে শোনে আর বোঝার চেষ্টা করে।
শারীরিক দূরত্ব কোনো সমস্যা নয়— যদি আত্মার দূরত্ব না হয়।
হাজার মাইল দূরে থেকেও মানুষ কাছে থাকতে পারে, যদি তাদের মধ্যে প্রতিদিন একটা “আমি আছি” বলা হয়।

প্রতিদিনের সেই ছোট ছোট খোঁজ—
“কেমন আছো?”
“আজ কী করলে?”
“খেয়েছো?”
এই কথাগুলোর মধ্যেই লুকিয়ে থাকে সম্পর্কের অক্সিজেন।
এই কথাগুলো বন্ধ হয়ে গেলে, সম্পর্ক নিঃশ্বাস নিতে ভুলে যায়।

অনিয়ম, চুপ করে থাকা, কথা না বলা, গুরুত্ব না দেওয়া—এসব ধীরে ধীরে সম্পর্ককে মেরে ফেলে।
যে মানুষটাকে একসময় খুব দরকার ছিল, খুব আপন মনে হতো, সে-ই একটা সময় অচেনা হয়ে যায়।
কেননা তাকে সময় দেওয়া হয়নি, কথা বলা হয়নি, ভালোবাসা বোঝানো হয়নি।

যদি তুমি কথা না বলো, তার মনের হাল জানবে কীভাবে?
যদি তুমি সময় না দাও, সে বুঝবে কীভাবে তুমি এখনও আছো?
একটা মানুষ কেবল “ভালোবাসি” শুনে তো থাকতে পারে না, সে চায় অনুভব করতে—প্রতিদিন, প্রতি মুহূর্তে।

আর সম্পর্কটা যখন একতরফা হয়ে যায়, তখন সেই মানুষটা আর চায় না ভালোবাসা—সে চায় মুক্তি।
কারণ, ভালোবাসা তখন আর শান্তি দেয় না, দেয় বিষণ্ণতা।

যে সত্যি ভালোবাসে, সে জানে সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া কতটা কষ্টের।
সে চায় প্রতিদিন একটু সময় দিতে, একটু কথা বলতে, একটু অনুভব করাতে—
"তুমি এখনও আমার পৃথিবী।"

আর যে চায় না, তার কাছে সম্পর্কটা বোঝা হয়ে ওঠে।
সে আর খোঁজ নেয় না, কথা বলে না, দূরত্বের মাঝেই স্বস্তি খোঁজে।
সেখানে ভালোবাসা থাকলেও, সেটা আর টিকে না।

সম্পর্কে ভালোবাসা থাকতে হয় ঠিকই,
কিন্তু সেটা শুধু মনের গভীরে রাখলে হয় না—
প্রকাশ না করলে, জানানো না হলে, অনুভব না করালে, সেই ভালোবাসা একসময় শুকিয়ে যায়।

যোগাযোগ মানে শুধু কথা বলা নয়—
যোগাযোগ মানে মনের ভিতর একে অপরকে জায়গা দেওয়া।
তার সুখ-দুঃখের পাশে দাঁড়ানো, দিন শেষে একটা ‘তুমি’ হয়ে ওঠা।

একটা সময় আসে, যখন মানুষ ক্লান্ত হয়ে পড়ে বারবার বোঝাতে, বারবার চেষ্টা করতে।
তখন সে নিজেই থেমে যায়।
নিজেকে গুটিয়ে নেয়।
আর তখনই সম্পর্ক শেষ হয়ে যায়—নিঃশব্দে।

তাই,
যদি সত্যি ভালোবাসো,
তবে কথা বলো, খোঁজ নাও, সময় দাও।
কারণ, যোগাযোগহীনতায় সবচেয়ে আপন মানুষটাও একদিন খুব অপরিচিত হয়ে যায়।

লেখা সংগৃহীত

03/05/2025

ভালোবাসা কি?
যদি রূপ দেখে কাউকে ভালোবাসো সেটা ভালোবাসা নয়,সেটা বেছে নেওয়া।
যদি কারো দেহ দেখে কাউকে ভালোবাসো তাহলে সেটা লালসা।
যদি কারো টাকা দেখে কাউকে ভালোবাসো সেটা লোভ।
তাহলে ভালোবাসা কাকে বলে?
যদি কারো মন দেখে ভালোবাসো তাহলে সেটাই ভালোবাসা।
যদি তুমি তাকে এক নজর দেখার জন্য ছটফট কর, কথা বলার জন্য ছটফট কর, তাহলে সেটাই ভালোবাসা।

01/05/2025

একদিন তুমি নিজেই ফিরে দেখবে-
যে হাতটা ধরতে পারতে,সেটা কতটা দামী ছিল।

একদিন তোমার চোখেই জমে উঠবে
না-পাওয়া ভালোবাসার কুয়াশা।
তখন আর আমি থাকবো না,
তোমার নাম ধরে অপেক্ষা করবো না।

তুমি বুঝবে-
আমি ছিলাম না কোনো ভিখারি,
ভালোবাসা দিয়েছি রাজার মতো।

তুমি বুঝবে-
যাকে অবহেলা করেছিলে,
সে-ই ছিল তোমার জীবনের
সবচেয়ে সত্যি আশ্রয়।

কিন্তু সেই দিন, প্রিয়-
আমি ফিরবো না আর।
কারণ, আমি শিখে গেছি-
ভালোবাসা মানে নিজেকে হারিয়ে দেওয়া নয়।

❐ লেখার নাম: বুঝবে একদিন
লেখক: মাহবুব সরদার সবুজ

01/05/2025

জানো চাঁদফুল,
আজকাল তোমাকে ভীষণ মনে পড়ে।
সেদিন একজন প্রশ্ন করলো-
“কিরে, মানুষটা এখনো আছে? নাকি হারিয়ে গেছে?”
আমি শুধু চুপ থেকে আকাশের দিকে তাকিয়েছি।
আকাশ দেখিয়ে বলেছি-“আছে।”

মিথ্যে তো বলিনি একটুও-
তুমি তো আছো, ঠিক এই আকাশের নিচে।
আর আমি?
আমি তো এখানেই থাকি;
এই আকাশের নিচেই।

❐ চাঁদফুলের আকাশ
লেখক: মাহবুব সরদার সবুজ

I have reached 100 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉
25/02/2024

I have reached 100 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

10/11/2023

ঘর বাড়ি ভালা নায় আমার💔💔🖤
"গানপোকা"

08/11/2023

পিরিতি নয় আমার কাজ
গানপোকা
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জামালপুর

07/11/2023

# বন্ধু তুমি ঝড়ের দিনের আমের মতো না #
🥳গানপোকা ব্রান্ড🥳
@বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। নবীন বরন।

30/10/2023

একদিন তুমি আর আমি😁😁

Address

Jamalpur Sadar Upazila
2022

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ashikul kabir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share