23/08/2025
আমি ৮ মাসের প্রেগন্যান্ট.... বাচ্চা হতে বাবার বাসায় আসছি ১০দিন হলো...!!
আমার ফলমূল, ঔষধ যাবতীয় সব খরচ আমার হাজবেন্ড ই দেয়... শুধু ৩ বেলা ভাত খাই বাবার বাসায়....!! তো এই ১০ দিনে হাজবেন্ড মাত্র এক দিন আসছে এখানে...!!
আজ আবার আসার কথা আজ বিকালের দিকে আসবে আর সকালে চলে যাবে...
যখন হাজবেন্ড আসে তখন আমি আমার কাছে যে টাকা থাকে সেই টাকা থেকেই মাছ বা মাংস কিনে খাওয়াই কারন বাবার হাতে টাকা থাকে না সবসময়... আমার থেকে টাকা দিয়ে ই বাবাকে বাজার করে আনতে বলি...
কারন আমার শশুর বাড়ির অবস্থা অনেক ভালো... আমার হাজবেন্ড ভালো মন্দ খেয়ে অভ্যস্ত... তার পরেও এখানে আসলে যা পায় তাই খায় কখনো কোনোকিছুতে ভুল ধরেনা...!!
এখন কথা হলো... আজ আমার হাজবেন্ড আসবে এরজন্য ১ পোয়া নদীর মাছ আনছে আমার বাবা তাও এক দম ছোট মাছে... পেয়েলি না কি যেন বলে আমি মাছ খুব কম চিনি....!! এটা দেখে আমার মা বাবাকে বলেছে....
"শুধু এত ছোট মাছ আনছো জামাইকে কি খেতে দিবো..? এক হাজার টাকা নিয়ে গেছো বাজারের থেকে ভালো একটু বড় মাছ তো অন্তত আনতে পারতে"
শুধুমাত্র এই কথা বলায় আমার বাবা মার উপর অনেক রা*গ করছে... এই সামান্য কথা নিয়ে কথা কা"টা'কা'টি হচ্ছে...!😰
বাবার এমন ব্যবহার দেখে আমার খুব খারা'প লাগছে...! 😭 এখন তো আমি চাইলেও নিজে থেকে শশুর বাড়ি চলে যেতেও পারবো না কারণ আসছি বাচ্চা হবার পর যাবো এটা বলে... কিন্তু ইচ্ছা করছে এখনই চলে যায় আর হাজবেন্ড কে মানা করি এখানে আসতে...!!🥹
আমার হাজবেন্ড তো এখানে খেতে আসে না... আমাকে দেখতে আসে... বিয়ের পর থেকেই আমি অসুস্থ আমার মাসে অনেক টাকার ঔষধ লাগে সব কিছু আমার হাজবেন্ড দেয়... সে কখনো বলে না যে তোমার বাবা দিক...
আমার বিয়ে হয়ছে এক বছর একটা সুতাও দেয় নাই আমার বাবা আমাকে.... আর আজ সামান্য কারণে এমন রা"গা"রা"গি দেখে খুব খারাপ লাগছে...!!
আল্লাহ এরকম বাবা যেনো কাউকে না দেয়... সব মেয়েরা বাবার রাজকন্যা হয়না আপুরা..!😭
আমাকে পরামর্শ দিবেন প্লিজ আমি কি এখন হাজবেন্ড আসলে তার সাথে ঐ বাড়ি চলে যাবো..?? এটা কি ঠিক হবে...??
নাম প্রকাশে অনিচ্ছুক