As-Sunnah Media

As-Sunnah Media Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from As-Sunnah Media, Digital creator, Jamlpur, Jamalpur Sadar, Upazila, Jamalpur Sadar Upazila.

" তকদীর মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যায়"
পরিকল্পনা আমরাও করি, পরিকল্পনা আল্লাহও
করেন আমাদের নিয়ে। আর আল্লাহর পরিকল্পনা-ই
সর্বোত্তম।

জীবনের পথে চলতে চলতে আমরা অসংখ্য মানুষের সঙ্গে পরিচিত হই। কেউ সহপাঠী, কেউ সহকর্মী, কেউবা প্রতিবেশী। এদের মধ্যে অনেকেই প্...
29/07/2025

জীবনের পথে চলতে চলতে আমরা অসংখ্য মানুষের সঙ্গে পরিচিত হই। কেউ সহপাঠী, কেউ সহকর্মী, কেউবা প্রতিবেশী। এদের মধ্যে অনেকেই প্রতিদিন দেখা যায়, কথা হয়, হাসিমুখে সম্ভাষণও চলে। কিন্তু গভীরভাবে চিন্তা করলে দেখা যায়—এই বহু পরিচিত মুখের ভিড়ে একজন সত্যিকারের বন্ধুও নেই!

বন্ধু মানে শুধু পরিচিত মুখ নয়, বন্ধু মানে সেই মানুষ, যে আপনার খারাপ সময়ে পাশে দাঁড়াবে, বিনা স্বার্থে আপনার কাঁধে হাত রাখবে। দুঃখের দিনে যখন চারপাশের সবাই নিজেকে সরিয়ে নেয়, তখন যে ব্যক্তি আপনার চোখের জল বুঝতে পারে—সে-ই প্রকৃত বন্ধু। অথচ বর্তমান সমাজে এই নিঃস্বার্থ সম্পর্ক প্রায় বিলুপ্তির পথে।

আজকাল সম্পর্ক গড়ে উঠছে স্বার্থের ওপর। একে অপরের সুখ-দুঃখ জানার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কে কী দিচ্ছে, কে কতটা কাজে আসছে। তাই দেখা যায়, শত মুখ চিনলেও—মনের কথা বলার জন্য একজনও পাওয়া যায় না। এটাই সময়ের নির্মমতা।

এই বাস্তবতা আমাদের শেখায়, পরিচিত মুখের সংখ্যা দিয়ে বন্ধুত্বের গভীরতা মাপা যায় না। একজন বন্ধু পাওয়া, সত্যিকার অর্থে একজন মানুষকে পাওয়ার মতোই সৌভাগ্যের ব্যাপার।

চেনাজানার ভিড়ে যদি একজন সত্যিকারের বন্ধু থাকেও, সেটিই জীবনের বড় আশীর্বাদ। তাই মুখের সংখ্যা নয়, হৃদয়ের মানুষ চিনে নেওয়াই আসল বুদ্ধিমত্তা।

©জীবন_চক্র

25/07/2025

সমসাময়িক উপযুক্ত বক্তব্য।
শুনতে পারেন।

জুনায়েদ পলক। তরুন বয়সে এমপি এরপর মন্ত্রী।  এখন জেলখানায়!  চোখে পানি!  গতকাল আমি খুলনা নতুন জেলখানার ভেতরে ঘুরে দেখলাম। ক...
24/07/2025

জুনায়েদ পলক। তরুন বয়সে এমপি এরপর মন্ত্রী।

এখন জেলখানায়! চোখে পানি!
গতকাল আমি খুলনা নতুন জেলখানার ভেতরে ঘুরে দেখলাম। কেমন দম বন্ধ লাগছিল৷ অথচ এই রকম একটা জেলের একটা ছোট্ট খোপে বন্দি হতে হয়েছে এই মন্ত্রীর। সেখানে কথা বলার মত মানুষ নেই, মোবাইল নেই! দিন রাতের হিসাব নেই!
কত বছর থাকতে হবে তার ঠিক নেই! হয়তো বাবর সাহেবের মত বৃদ্ধ বয়সে.. তারপর দল থেকে বাতিলের খাতায়!

একটাই ত জীবন! কি নিদারুন অপচয়!

ক্ষমতায় থাকাকালীন কি ছিল না?
গাড়ি,বাড়ি,লোকজন, কর্মী, ক্ষমতা, টাকা -- এখন প্রিয় স্ত্রীও নেই৷

এই ছবিটি একটা চরম শিক্ষা! এখন যারা ক্ষমতায়, আগামীতে যারা,ক্ষমতায় আসবেন তাদের জন্য।
কত প্রভাবশালীরা এখন চুপসে গেছে। কেউ সালাম দেয় না, ভালমন্দ জিজ্ঞেস করে না। অথচ আগে কি সম্মান!!

এই পলক যাদের জন্য করেছে তারা গুষ্টিশুদ্ধ দেশ ছাড়া। তাদের একজন আত্মীয়ও গ্রেফতার নেই,আটক নেই।

এর আগে লূৎফুজ্জামান বাবর কে দেখেছিলাম! কি প্রভাব! স্বরাষ্ট্র মন্ত্রী!
সে এখন কারামুক্ত হলেও দলের কোথাও নেই। চিকিৎসার জন্য এদেশ সেদেশ!

@ রাজনীতি বড়ই কঠিন খেলা!
কপি পোস্ট

21/07/2025

উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ক্লাস রুমের উপর একটি প্রশিক্ষণ ফাইটার প্লেন ক্রাশ করে বি*স্ফোরণ হয়েছে।
হ*তাহতের খবর জানা যায়নি এখনো । আল্লাহ সকলকে হেফাজত করুক,আমিন

19/07/2025

যারা রাতের বেলায় অযু করে ঘুমাতে যায় ফেরেশতারগণ তাদের জন্য দোয়া করতে থাকেন,,সুবহানাল্লাহ্।

সিজদার,সবচেয়ে সুন্দর বিষয়টি হচ্ছে,আপনি চুপিসারে জমিনে ফিসফিস করে বলছেন! আর আরশে আজিমের রব স্বয়ং আল্লাহ তা শুনছেন।
19/07/2025

সিজদার,
সবচেয়ে সুন্দর বিষয়টি হচ্ছে,
আপনি চুপিসারে জমিনে ফিসফিস করে বলছেন!
আর আরশে আজিমের রব স্বয়ং আল্লাহ তা শুনছেন।

কথাটা কি মানুষ কখনো চিন্তা করে???
16/07/2025

কথাটা কি মানুষ কখনো চিন্তা করে???

Address

Jamlpur, Jamalpur Sadar, Upazila
Jamalpur Sadar Upazila
২০০২

Alerts

Be the first to know and let us send you an email when As-Sunnah Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to As-Sunnah Media:

Share