08/06/2024
বকশীগঞ্জে এবার সাংবাদিক মাসুদের উপর বরবর্চিত হামলার প্রতিবাদে মানব বন্ধন।
বকশীগঞ্জ প্রতিনিধি।
সাংবাদিক মাসুদ উল হাসানের উপর হামলা, মারপিট, ক্যামেরা ছিনতাই ও মোটরসাইকেল ভাংচুর করা হয়েছে। শুক্রবার (৭ জুন) রাত পৌনে ১২ টার দিকে পৌর শহরের রাসেল আমিন মার্কেটের সামনে এই ঘটনা ঘটে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুরের মামলাসহ একাধিক মামলার আসামী সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াছমিন স্মৃতি ও তার স্বামী আতিক সিদ্দিকী এই হামলার ঘটনা ঘটায়। এই ঘটনায় রাতেই নামীয় ৪ জনসহ অজ্ঞাতনামা আরো ৪-৫ জনকে আসামী করে বকশীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সাংবাদিক মাসুদ উল হাসান।
জানা গেছে, শুক্রবার রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে বাসস্ট্যান্ড অফিস থেকে মোটরসাইলে যোগে বাসায় ফিরছিলেন সাংবাদিক মাসুদ উল হাসান। রাসেল আমিনের মার্কেটের সামনে পৌছাঁ মাত্র আগে থেকেই উৎপেতে থাকা একাধিক মামলার আসামী সাবেক ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াছমিন স্মৃতি ও তার স্বামী আতিক মিয়া দেশীয় ধারালো অস্ত্রশস্র নিয়ে সাংবাদিক মাসুদের উপর অতর্কিত হামলা চালায়। তাদের সাথে স্মৃতির বাবা মজিবর মিয়া ও ভাই সজলসহ অজ্ঞাতনামা ভাড়াটে আরো ৪-৫ জন দুস্কৃতকারীও ছিল। তারা সকলে সাংবাদিক মাসুদকে চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে দিয়ে এলোপাথারি ভাবে পিটিয়ে গুরুতর জখম করে। এক পর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। আতিকের হাতে থাকা ধারালো চাকু দিয়ে সাংবাদিক মাসুদকে হত্যার জন্য হাতে ও পিঠে আঘাত করে। এ সময় মোটর সাইকেল ভাংচুর ও ক্যামেরা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে সাংবাদিক মাসুদের ডাকচিৎকারে পথচারী, সহকর্মী সাংবাদিক ও স্থানীয়রা এগিয়ে এসে তাদের কবল থেকে তাকে উদ্ধার করে বকশীগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনায় রাতেই বকশীগঞ্জ থানায় অভিযোগ দিয়েছেন সাংবাদিক মাসুদ উল হাসান। এই ঘটনার প্রতিবাদে শনিবার সকালে শহরের বাসস্ট্যান্ডে এলাকায় সকল আসামীর গ্রেফতার দাবি জানিয়েছেন মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন সাংবাদিকরা।
পরে থানায় অভিযোগ দিয়েছেন। তবুও আসামীদের ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান তিনি।
বকশীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল লতিফ লায়ন বলেন, সাংবাদিক মাসুদ একজন পেশাদার সাংবাদিক। তার উপর হামলাকারী আতিক ও স্মৃতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর মামলাসহ একাধিক মামলার আসামী। প্রয়াত সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকেও হত্যার উদ্দেশ্যে মধ্যবাজার থেকে ধরে এনে নিজ বাড়িতে আটকে বেদম মারপিট করেছিল এই আতিক ও স্মৃতি। আজ একই কায়দায় তারা সাংবাদিক মাসুদের উপর হামলা করেছে। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।
বকশীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি যুগান্তর সাংবাদিক সরওয়ার জামান রতন এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, অনতিবিলম্বে সাংবাদিকের উপর হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে।
বকশীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এস আই তারেক মাসুদ বলেন,এ ঘটনায় তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেয়েছি। আইনী প্রক্রিয়া চলমান। অপর দিকে এ এসপি (সার্কেল) সুমন কান্তি চৌধুরী বলেন,সাংবাদিককে হামলা ও থানায় অভিযোগের বিষয়টি অবগত আছি,ঘটনা তদন্তে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেয়া হবে।