Jamalpur times

  • Home
  • Jamalpur times

Jamalpur times জামালপুর সহ দেশ এবং দেশ এর বাইরের সকল ?

সরিষাবাড়ি তে যমুনা ট্রেনে আগুন আল্লাহ তায়ালা ট্রেনের ভিতর থাকা সকল যাত্রীকে রক্ষা করুক।
18/11/2023

সরিষাবাড়ি তে যমুনা ট্রেনে আগুন

আল্লাহ তায়ালা ট্রেনের ভিতর থাকা সকল যাত্রীকে রক্ষা করুক।

আগামী ২১শে আগস্টের মধ্যে দেশের বন্যাপরিস্থিতির আরো অবনতি হবে বলে মনে করেননদী ও পানি বিশেষজ্ঞরা। তারা বলছেন, এই বন্যাদেখা...
15/08/2017

আগামী ২১শে আগস্টের মধ্যে দেশের বন্যা
পরিস্থিতির আরো অবনতি হবে বলে মনে করেন
নদী ও পানি বিশেষজ্ঞরা। তারা বলছেন, এই বন্যা
দেখা দেবে দেশের মধ্যাঞ্চলে। তাদের
পরামর্শ পরিস্থিতি বিবেচনায় বন্যায় সাধারণ মানুষের
ক্ষয়ক্ষতি কমাতে দুর্যোগ ব্যবস্থাপনার সঙ্গে
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরো দ্রুত ব্যবস্থা নেয়া
প্রয়োজন।
নেপাল-ভূটান-আসাম- অরুনাচলের টানা বৃষ্টিতে
ব্রহ্মপুত্রের পানি গত ১০০ বছরে সবচেয়ে
বেশি বেড়েছে । পাশাপাশি দেশে ভারি বর্ষণে ও
উজানের ঢলে প্লাবিত হয়েছে উত্তর পশ্চিম ও
উত্তর পূর্বাঞ্চল।
যমুনা আর ব্রহ্মপুত্রসহ দেশের ২০টি শাখা নদীর
পানি এখন বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
গত ৭৫ বছরে গঙ্গা ও গত ৯৮ বছরের মধ্যে
তিস্তার অববাহিকায় পানি বেড়েছে সবচেয়ে বেশি।
পাহাড়ি ঢল আর ভারি বৃষ্টিতে যমুনা- তিস্তা- ধরলা-
আত্রাইয়ের পানি বেড়ে বগুড়া, জামালপুর, দিনাজপুর ,
লালমনিরহাট , কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর সহ প্লাবিত
হয়েছে দেশের উত্তরাঞ্চলের অধিকাংশ এলাকা।
একদিকে ব্রহ্মপুত্রের পানি বেড়ে যাওয়া,
অন্যদিকে ১৮-১৯ তারিখের দিকে পদ্মা নদীর পানি
বিপদসীমা অতিক্রম করার আশংকা রয়েছে। এই
অবস্থায় দেশের মধ্যাঞ্চলও প্লাবিত হয়ে বন্যা
পরিস্থিতির আরো অবনতি হবে বলে আশংকা
করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, ২১ শে
আগস্ট আমবস্যা এবং আসামে বন্যা হওয়ায় পানি নামতে
আরো সময় লাগবে।
এছাড়া পরিস্থিতি পর্যবেক্ষণে রেখে বন্যা দুর্গত
এলাকার মানুষের পুনর্বাসন , নদী ভাঙ্গন ঠেকাতে
ব্যবস্থা নেয়া এবং বাঁধ সংস্কার করার উপর বিশেষ নজর
দেয়া প্রয়োজন বলে মনে করেন নদী
বিশেষজ্ঞরা।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের
তথ্যমতে, ২য় বারের মতো এই বন্যায় দেশের
২০ জেলার ৩৫৬ উপজেলা প্লাবিত হয়েছে।

28/03/2017

চলচ্চিত্রাভিনেতা মিজু আহমেদ আর নেই।
(ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। আজ রাত ৮:১৫
টায় বিমানবন্দর ষ্টেশন হতে ট্রেনে দিনাজপুর
স্বপ্নপুরী শ্যুটিংস্পটে যাবার সময় হার্ট অ্যাটাকে তাঁর
মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।
মিজু আহমেদের জন্ম ১৯৫৩ সালের ১৭ নভেম্বর
কুষ্টিয়ায়। স্ত্রী পারভীন আহমেদ, দুই মেয়ে
কেয়া ও মৌ এবং ছেলে হারশাতকে নিয়ে ছিল তাঁর
পরিবার।
১৯৭৮ সালে কৃষ্ণা ছবির মাধ্যমে চলচ্চিত্রে নাম
লেখান তিনি। এ পর্যন্ত ৮ শ'র অধিক ছবিতে অভিনয়
করেছেন। তাঁর অভিনীত উল্লেখযোগ্য ছবির
তালিকায় রয়েছে তৃষ্ণা, চাকর, ত্যাগ, বশিরা, হাঁঙর নদী
গ্রেনেড, কুলি, লাঠি, কষ্ট, ইতিহাস ইত্যাদি। তৃষ্ণা
ছবিতে অভিনয়ের জন্য তিনি সেরা পার্শ্ব অভিনেতা
হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
মিজু আহমেদের মৃত্যুতে শোক জানিয়েছে
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র
পরিচালক সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও
পরিবেশক সমিতি এবং সিডাবসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন
প্রতিষ্ঠান।

22/02/2017

তারিখ সময় দল

এপ্রিল
রাত ৮.৩০
মিনিট
হায়দরাবাদ-রয়্যাল
চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু

এপ্রিল রাত ৮.৩০
মিনিট গুজরাট-কেকেআর

এপ্রিল
বিকাল
৪.৩০ মিনিট হায়দরাবাদ-গুজরাট লায়নস

এপ্রিল
রাত ৮.৩০
মিনিট মুম্বাই-কেকেআর
১২
এপ্রিল
রাত ৮.৩০
মিনিট মুম্বাই ইন্ডিয়ানস-হায়দরাবাদ
১৩
এপ্রিল
রাত ৮.৩০
মিনিট কেকেআর-পাঞ্জাব
১৫
এপ্রিল
বিকাল
৪.৩০ মিনিট কেকেআর-হায়দরাবাদ
১৭
এপ্রিল
রাত ৮.৩০
মিনিট
হায়দরাবাদ-কিংস ইলেভেন
পাঞ্জাব
১৭
এপ্রিল বিকাল
৪.৩০ মিনিট দিল্লি-কেকেআর
১৯
এপ্রিল
রাত ৮.৩০
মিনিট
হায়দরাবাদ-দিল্লি
ডেয়ারডেভিলস
২১
এপ্রিল
রাত ৮.৩০
মিনিট কেকেআর-গুজরাট
২২
এপ্রিল রাত ৮.৩০
মিনিট রাইজিং পুনে-হায়দরাবাদ
২৩
এপ্রিল
রাত ৮.৩০
মিনিট কেকেআর- ব্যাঙ্গালুরু
২৫
এপ্রিল
রাত ৮.৩০
মিনিট বেঙ্গালুরু-হায়দরাবাদ
২৬
এপ্রিল
রাত ৮.৩০
মিনিট রাইজিং পুনে-কেকেআর
২৮
এপ্রিল
রাত ৮.৩০
মিনিট পাঞ্জাব-হায়দরাবাদ
২৮
এপ্রিল
বিকাল
৪.৩০ মিনিট কেকেআর-দিল্লি
৩০
এপ্রিল
রাত ৮.৩০
মিনিট হায়দরাবাদ-কেকেআর
৩ মে রাত ৮.৩০
মিনিট দিল্লি-হায়দরাবাদ
৬ মে রাত ৮.৩০
মিনিট কেকেআর-রাইজিং পুনে
৭ মে রাত ৮.৩০
মিনিট বেঙ্গালুরু-কেকেআর
৮ মে রাত ৮.৩০
মিনিট হায়দরাবাদ-মুম্বাই
৯ মে রাত ৮.৩০
মিনিট পাঞ্জাব-কেকেআর
১৩ মে বিকাল
৪.৩০ মিনিট গুজরাট-হায়দরাবাদ
১৩ মে রাত ৮.৩০
মিনিট কেকেআর-মুম্বাই

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Jamalpur times posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share