19/10/2025
অন্ধকারের মূল্য
এক অন্ধকার রাতে, পুরোনো শহরতলির একটি গলিতে, তিন বন্ধু— 'আলো', 'ছায়া' আর 'অন্ধকার' বসে গল্প করছিল।
আলো খুব অহংকারী ছিল। সে বলল, "আমার জন্যই সব। আমি না থাকলে তোমারা কেউ নিজেদের দেখতেই পেতে না। আমার মূল্যই সবচেয়ে বেশি।"
ছায়া মাথা নেড়ে বলল, "এটা ভুল। আমার মূল্য আলোর থেকেও বেশি। আলো যদি সরাসরি না পড়ে, তাহলে আমি তৈরি হই না। আমিই বস্তুর আকার দিই, নইলে সবটাই ধাঁধা লাগত।"
আলো আর ছায়ার তর্ক যখন তুঙ্গে, তখন অন্ধকার নিঃশব্দে হেসে উঠল।
আলো রেগে গিয়ে বলল, "তোমার কোনো মূল্যই নেই, অন্ধকার! তুমি তো শুধু সবকিছুর অভাব। তোমার কাজ শুধু ভয় দেখানো।"
অন্ধকার শান্ত গলায় বলল, "তোমাদের দুজনেরই ভুল হচ্ছে। আমি কেবল অভাব নই। আমার মূল্য বোঝার জন্য তোমাদের দু'জনেরই সামান্য সময়ের জন্য সরে যেতে হবে।"
আলো তাচ্ছিল্যের হাসি হেসে বলল, "ঠিক আছে, দেখাও তোমার শক্তি।"
আলো সঙ্গে সঙ্গে নিজেকে সরিয়ে নিল। কিন্তু সাথে সাথেই ছায়াও হাওয়ায় মিশে গেল। কারণ, আলো ছাড়া ছায়ার কোনো অস্তিত্ব নেই।
এবার অন্ধকারের রাজত্ব। সেখানে ভয় বা খারাপ কিছু ছিল না। ছিল কেবল এক গভীর, শীতল শান্তি।
কিছুক্ষণ পর আলো ফিরে এসে বলল, "আমি চলে গিয়েছিলাম, কিন্তু আমার অনুপস্থিতি ছাড়া অন্য কোনো পরিবর্তন তো এলো না।"
অন্ধকার এবার মৃদু হেসে বলল, "এই শান্তিতেই আমার মূল্য। যখন তুমি, আলো, খুব তীব্র হয়ে ওঠো— তখন মানুষ চোখে হাত দেয়। যখন ছায়া দীর্ঘ হয়, তখন মানুষ ভুল বোঝে। কিন্তু আমি যখন থাকি, তখন মানুষ চোখ বন্ধ করে বিশ্রাম নেয়, গভীর ঘুম দেয়। আমিই হলাম সেই বিরতি, যা তোমাকে আবার জ্বলে ওঠার শক্তি দেয়, আর ছায়াকে নতুন করে আকার দেওয়ার সুযোগ করে দেয়।"
আলো এবং ছায়া অবাক হয়ে গেল। তারা বুঝতে পারল— জীবনের সব উপাদানই প্রয়োজনীয়। চরম পরিশ্রমের পর গভীর ঘুমের মতোই, তীব্র আলোর পরে অন্ধকারেরও প্রয়োজন আছে।
শিক্ষা: জীবনের প্রকৃত মূল্য কেবল উপস্থিতিতে নয়, কখনও কখনও নীরবতা, বিরতি বা অনুপস্থিতির মধ্যেই লুকিয়ে থাকে। বিশ্রাম এবং নীরবতাই আমাদের নতুন উদ্যম ও শক্তি এনে দেয়।