
23/09/2025
❎❎❎সারাদিন ফোন ব্যবহার করলে সব সময় ফুল চার্জ করে রাখতে হবে এমন নয়। ফোনটি সঠিকভাবে চার্জ করার একটি নির্দিষ্ট উপায় রয়েছে। আপনি যদি ফোন সঠিকভাবে চার্জ করেন, তাহলে আপনার ফোনের ব্যাটারি লাইফ ভালো থাকবে। মোবাইল ফোন ১০০ শতাংশ পুরো চার্জ করলে ভালোভাবে কাজ করা যায়। এর ফলে ব্যাটারিও দীর্ঘস্থায়ী হবে, বিষয়টি তা নয়। বিশেষজ্ঞরা বলেন, ফোনের মাত্র ৮০-৯০ শতাংশ চার্জ করা উচিত। পুরো ব্যাটারি চার্জ করা স্মার্টফোন লাইফের জন্য ভালো নয়। তাই ফোনটি ১০০ শতাংশ চার্জ করবেন না।❎❎❎