Azob Media 111

Azob Media 111 জীবন একটা যুদ্ধ
(1)

❤️❤️❤️
21/10/2025

❤️❤️❤️

❤️💙❤️
20/10/2025

❤️💙❤️

এরকম পরিবেশে  কে কে  রাত কাটাতে চান?
20/10/2025

এরকম পরিবেশে কে কে রাত কাটাতে চান?

অন্ধকারের মূল্য​এক অন্ধকার রাতে, পুরোনো শহরতলির একটি গলিতে, তিন বন্ধু— 'আলো', 'ছায়া' আর 'অন্ধকার' বসে গল্প করছিল।​আলো খু...
19/10/2025

অন্ধকারের মূল্য
​এক অন্ধকার রাতে, পুরোনো শহরতলির একটি গলিতে, তিন বন্ধু— 'আলো', 'ছায়া' আর 'অন্ধকার' বসে গল্প করছিল।
​আলো খুব অহংকারী ছিল। সে বলল, "আমার জন্যই সব। আমি না থাকলে তোমারা কেউ নিজেদের দেখতেই পেতে না। আমার মূল্যই সবচেয়ে বেশি।"
​ছায়া মাথা নেড়ে বলল, "এটা ভুল। আমার মূল্য আলোর থেকেও বেশি। আলো যদি সরাসরি না পড়ে, তাহলে আমি তৈরি হই না। আমিই বস্তুর আকার দিই, নইলে সবটাই ধাঁধা লাগত।"
​আলো আর ছায়ার তর্ক যখন তুঙ্গে, তখন অন্ধকার নিঃশব্দে হেসে উঠল।
​আলো রেগে গিয়ে বলল, "তোমার কোনো মূল্যই নেই, অন্ধকার! তুমি তো শুধু সবকিছুর অভাব। তোমার কাজ শুধু ভয় দেখানো।"
​অন্ধকার শান্ত গলায় বলল, "তোমাদের দুজনেরই ভুল হচ্ছে। আমি কেবল অভাব নই। আমার মূল্য বোঝার জন্য তোমাদের দু'জনেরই সামান্য সময়ের জন্য সরে যেতে হবে।"
​আলো তাচ্ছিল্যের হাসি হেসে বলল, "ঠিক আছে, দেখাও তোমার শক্তি।"
​আলো সঙ্গে সঙ্গে নিজেকে সরিয়ে নিল। কিন্তু সাথে সাথেই ছায়াও হাওয়ায় মিশে গেল। কারণ, আলো ছাড়া ছায়ার কোনো অস্তিত্ব নেই।
​এবার অন্ধকারের রাজত্ব। সেখানে ভয় বা খারাপ কিছু ছিল না। ছিল কেবল এক গভীর, শীতল শান্তি।
​কিছুক্ষণ পর আলো ফিরে এসে বলল, "আমি চলে গিয়েছিলাম, কিন্তু আমার অনুপস্থিতি ছাড়া অন্য কোনো পরিবর্তন তো এলো না।"
​অন্ধকার এবার মৃদু হেসে বলল, "এই শান্তিতেই আমার মূল্য। যখন তুমি, আলো, খুব তীব্র হয়ে ওঠো— তখন মানুষ চোখে হাত দেয়। যখন ছায়া দীর্ঘ হয়, তখন মানুষ ভুল বোঝে। কিন্তু আমি যখন থাকি, তখন মানুষ চোখ বন্ধ করে বিশ্রাম নেয়, গভীর ঘুম দেয়। আমিই হলাম সেই বিরতি, যা তোমাকে আবার জ্বলে ওঠার শক্তি দেয়, আর ছায়াকে নতুন করে আকার দেওয়ার সুযোগ করে দেয়।"
​আলো এবং ছায়া অবাক হয়ে গেল। তারা বুঝতে পারল— জীবনের সব উপাদানই প্রয়োজনীয়। চরম পরিশ্রমের পর গভীর ঘুমের মতোই, তীব্র আলোর পরে অন্ধকারেরও প্রয়োজন আছে।

​শিক্ষা: জীবনের প্রকৃত মূল্য কেবল উপস্থিতিতে নয়, কখনও কখনও নীরবতা, বিরতি বা অনুপস্থিতির মধ্যেই লুকিয়ে থাকে। বিশ্রাম এবং নীরবতাই আমাদের নতুন উদ্যম ও শক্তি এনে দেয়।

19/10/2025

alone🙃

এরকম পরিবেশে কে কে  থাকতে চান কমেন্টে জানান?
19/10/2025

এরকম পরিবেশে কে কে থাকতে চান কমেন্টে জানান?

😍😍😍😍
18/10/2025

😍😍😍😍

কে কে এমন ঘরে থাকতে চান?
17/10/2025

কে কে এমন ঘরে থাকতে চান?

17/10/2025

alone

শুক্রবার এলো, খুশির রেশসপ্তাহ শেষের এক বিশেষ দিন,কাজের চাপ আজ থাকুক বেশ,মনটা উড়ুক, নাচে রঙিন।​সকালে ঘুম, একটু বেলা,নেই ত...
17/10/2025

শুক্রবার এলো, খুশির রেশ
সপ্তাহ শেষের এক বিশেষ দিন,
কাজের চাপ আজ থাকুক বেশ,
মনটা উড়ুক, নাচে রঙিন।
​সকালে ঘুম, একটু বেলা,
নেই তো কোথাও ছুটবার তাড়া,
আলসেমি আজ করুক খেলা,
মনটা থাকুক ইচ্ছের ঘেরা।
​জুমার নামাজে শান্তি খুঁজে,
মসজিদ প্রাঙ্গণে সবার মিলন,
দু'আ করি দু'হাত জুড়ে,
সারাটা দিনের শুভ ক্ষণ।
​বিকেলে হয়তো আড্ডা জমে,
বন্ধুর বাড়ি কিংবা রেস্তোরাঁ,
কিংবা ঘরেই চুপিসারে রমে,
পুরোনো দিনের গল্প কথন।
​বইয়ের পাতা, টিভির পর্দা,
কিংবা খোলা আকাশের নিচে হাঁটা,
সব ক্লান্তি আজ হবে গরদা,
শুক্রবার মানে নতুন করে বাঁচা।
​আসুক ফিরে এমন দিন বারবার,
আনন্দে ভরে উঠুক সবার জীবন,
শুক্রবার হোক সুখের অঙ্গীকার,
মন ভালো করার শুভ আয়োজন।

dream❤️
16/10/2025

dream❤️

Address

Madarganj, Jamalpur
Jamalpur Sadar Upazila
2010

Website

Alerts

Be the first to know and let us send you an email when Azob Media 111 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share