
26/09/2025
To. মাহি কেশবতী (আইন)
From. অর্বাচীন
প্রিয় ভালোবাসা নিও। তোমার প্রতি অকৃত্রিম ভালোবাসা। জানি না ভালোবাসা কি বা কাকে বলে৷ তবে কাউকে পেয়ে ভালোভাবে বেঁচে থাকার অনুভূতিটাকে হয়তোবা আমার কাছে ভালোবাসা বলে।
অনেকে তাদের ভালোবাসা অনেক ভাবে প্রকাশ করে। কিন্তু তোমার সামনে গিয়ে ভালোবাসার কথাটা বলতে না পারার কারণে এভাবেই লিখতে বাধ্য হলাম। তার জন্য সরি।
মানুষের প্রণয় ঘটে বিভিন্ন মাধ্যমে। তবে তোমার চুল গুলো সত্যি মাশাল্লাহ। সেই জন্য তোমাকে কেশবতী বলে সম্বোধন করা৷ আমি যদি কবি হতাম তাহলে হয়তোবা হাজার খানেক কবিতা লিখে উৎসর্গ করতাম।
সময় করে এসো আমার শহরে
রেখো যেও তোমার সুবাসিত চুলের ঘ্রাণ।
নিয়ে যেও একচিমটি গুড়ো কাজল
যত্ন করে পড়ো মায়াবী চোখে৷
কালো মেঘের ভেলা ভাসে তোমার কেশে।
কি মায়ার হরিণীর চোখে।
মায়াবি হাসি তোমার গালে।
চোখের ফাঁকে মিলন হোক
এক ছায়া হয়ে।
তোমারই অপেক্ষায় রহে
তোমায় পাবো বলে।
কেশবতী ভালোবাসা নিও। যদি কখনো সৌভাগ্য হয় তোমার ওই কেশে,
বাংলা সাহিত্যের প্রেমিক পুরুষ বঙ্কিমচন্দ্র হয়ে,
একটা লাল গোলাপ গুজে দিব রোমান্টিক হয়ে।
ভালোবাসি তোমাকে৷ বাড়িয়ে দাও তোমার হাত আমি তোমার আঙুল ধরে এই শহরে হাজার কদম হাটতে চাই।
ভালো থেকো ❤️