BRIU Crush & Confessions

BRIU Crush & Confessions ❝প্রকাশিত হোক আপনার না বলা মনের কথা❞

To. মাহি কেশবতী (আইন)From. অর্বাচীন প্রিয় ভালোবাসা নিও। তোমার প্রতি অকৃত্রিম ভালোবাসা। জানি না ভালোবাসা কি বা কাকে বলে৷ ...
26/09/2025

To. মাহি কেশবতী (আইন)
From. অর্বাচীন

প্রিয় ভালোবাসা নিও। তোমার প্রতি অকৃত্রিম ভালোবাসা। জানি না ভালোবাসা কি বা কাকে বলে৷ তবে কাউকে পেয়ে ভালোভাবে বেঁচে থাকার অনুভূতিটাকে হয়তোবা আমার কাছে ভালোবাসা বলে।
অনেকে তাদের ভালোবাসা অনেক ভাবে প্রকাশ করে। কিন্তু তোমার সামনে গিয়ে ভালোবাসার কথাটা বলতে না পারার কারণে এভাবেই লিখতে বাধ্য হলাম। তার জন্য সরি।

মানুষের প্রণয় ঘটে বিভিন্ন মাধ্যমে। তবে তোমার চুল গুলো সত্যি মাশাল্লাহ। সেই জন্য তোমাকে কেশবতী বলে সম্বোধন করা৷ আমি যদি কবি হতাম তাহলে হয়তোবা হাজার খানেক কবিতা লিখে উৎসর্গ করতাম।

সময় করে এসো আমার শহরে
রেখো যেও তোমার সুবাসিত চুলের ঘ্রাণ।
নিয়ে যেও একচিমটি গুড়ো কাজল
যত্ন করে পড়ো মায়াবী চোখে৷

কালো মেঘের ভেলা ভাসে তোমার কেশে।
কি মায়ার হরিণীর চোখে।
মায়াবি হাসি তোমার গালে।

চোখের ফাঁকে মিলন হোক
এক ছায়া হয়ে।
তোমারই অপেক্ষায় রহে
তোমায় পাবো বলে।

কেশবতী ভালোবাসা নিও। যদি কখনো সৌভাগ্য হয় তোমার ওই কেশে,
বাংলা সাহিত্যের প্রেমিক পুরুষ বঙ্কিমচন্দ্র হয়ে,
একটা লাল গোলাপ গুজে দিব রোমান্টিক হয়ে।

ভালোবাসি তোমাকে৷ বাড়িয়ে দাও তোমার হাত আমি তোমার আঙুল ধরে এই শহরে হাজার কদম হাটতে চাই।
ভালো থেকো ❤️

20/09/2025

আমার ব্যাচম্যাট রা বলাবলি করছে
হানিয়া আমির নাকি আইফোন ১৭ কিনতে বাংলাদেশে আসছে 😑🔨

15/09/2025

পরীক্ষার হলে বসে আমরা অসহায় হয়ে একজন আরেকজনের চোখের দিকে চেয়ে থাকি 👀
আমার চোখ বলছে আমি তোমাকে ভালোবাসি
তার চোখ বলছে ২ নাম্বার প্রশ্নের উত্তর কি?
হা হা হা এটাই বাস্তব আইলাবিউ💔

07/09/2025

পরকিয়া বলতে আমরা যা বুঝি

পরকীয়া = পর + কীয়া - পরের কাজ নিজের মনে করে দায়িত্বশীলতার সাথে তা সম্পাদনা করা৷

পাঠিয়েছেন,

বাংলাবিদ
প্রেম বিষয়ক কমিটি।

06/09/2025

কিছু কিছু ফ্রেসার নিব্বি ব্যাচমেট

ভার্সিটির মোস্ট সিনিয়র ( বুইরা দামড়ার ) সাথে প্রেম করে নিজেকে ভার্সিটির মা দাবি করে🙂

পাঠিয়েছেন,
নাম প্রক্যাশে অনিচ্ছুক
ইকোনোমিকস ডিপার্টমেন্টে

03/09/2025

প্রেমিক প্রমিকা নিয়ে আমাদের বালুর মরুভূমিতে ঘুরতে আইসেন,
ভালো ডিসকাউন্ট দিয়ে দিবো😉

30/08/2025

কি ব্যাপার!!!!সবাই কি কাপল হয়ে গেছে?
কেউ কনফেশন পাঠাচ্ছে না!
নাকি দুনিয়া থেকে সুন্দর নর-নারী গায়েব হয়ে গেছে?🤔

To. ডিয়ার প্রান্ত From.  তোমার কোন বিগ ফ্যান হে প্রিয় জানি না কিভাবে তোমাকে ভালোবাসার কথা জানাই। অবশেষে কনফেশনে জানাতে হ...
25/08/2025

To. ডিয়ার প্রান্ত
From. তোমার কোন বিগ ফ্যান

হে প্রিয় জানি না কিভাবে তোমাকে ভালোবাসার কথা জানাই। অবশেষে কনফেশনে জানাতে হলো। আমি তো দিন দিন তোমার প্রতি আসক্ত হয়ে যাচ্ছি 🙂 তুমি বহু গুনে গুণান্বিত। তুমি ভালো বিতর্ক করো যদিও উচ্চারণ ভুল করো তো কি হয়েছে সমস্যা নাই, ভালোবাসি তো তোমাকে৷ তোমার নেতৃত্ব আমার খুবই ভালো লাগে৷ তুমি খেলায় যে পরিশ্রম করো এটা দেখে ফিদা আমি।মানুষ ফুটবলার কে ভালোবাসে।আমি তাদের থেকে ব্যাতিক্রম, আমি ভালোবেসে ফেলেছি একজন টীম ম্যানেজার কাম কোচ কে।তুমি মাঠের বাইরে থাকলে আমার কার্লোচ আনচেলেত্তির কথা মনে পরে।তোমার মুখের এক্সপ্রেশনটা ঠিক প্রফেশনাল কোচের মত।
তবে কষ্টের কারণ কি জানো তোমাকে অনেকে স্ল্যাজিং করে৷ গোপাল ভাড় ডাকে মহিষ ডাকে বলদ ডাকে গরু ডাকে এসব আমাকে খুব কষ্ট দেয়😭😭
তুমি এসবে কান দিবা না খেলা চালিয়ে যাবা। মাঝে মাঝে মনে হয় তুমি তোমার এই ছোট দেহটাকে নিয়ে ঝাপিয়ে পড়ো মাঠে। নেক্সটে তোমাকে মাঠে দেখতে চাই। তোমার নেতৃত্বে আজকে চ্যাম্পিয়ন হলে মাঠেই তোমাকে প্রপোজ করবো ডিয়ার গোপাল ভাড়🤗

এ-ই প্রথম সাহসী ও প্রকাশ্য কনফেশন😆পলিটিকাল সাইন্সের রমনীদের আই লাভ ইউ ও শুভকামনা।ধন্যবাদন্তেঃ শাকিল (ব্যাচঃ১৫) আইন বিভাগ
19/08/2025

এ-ই প্রথম সাহসী ও প্রকাশ্য কনফেশন😆
পলিটিকাল সাইন্সের রমনীদের আই লাভ ইউ ও শুভকামনা।
ধন্যবাদন্তেঃ শাকিল (ব্যাচঃ১৫) আইন বিভাগ

18/08/2025

ঘটনা কি সত্যি!!
যারা কনফেশন পেয়েছে তারা উড়ছে.......😒
যারা এখনো পায় নাই, তারা হতাশায় ভুগছে......

17/08/2025

To: সকল ডিপার্টমেন্টের মহীয়সী রমনীবৃন্দ
From: এডমিন....😊
তুমি চাইলে আমাদেরও একটা প্রেম হতো!
একটা বিকালের গল্প হতো—
বাদামের আড্ডায় ভালোবাসা জমা হতো
কয়েকটা বৃষ্টির গল্প হতো—
বৃষ্টির জলে স্মৃতি জমা হতো, ভালোবাসাবাসি হতো!
তুমি চাইলে অন্য প্রেমিকদের মতো
আমাদেরও মাঝেমধ্যে সামান্য ঝগড়া হতো!
একটা নির্ঘুম রাতের গল্প হতো—
জোনাকির আলোয় দুজনে অভিমান জমাতাম।
তুমি চাইলে আমাদের একটা সংসার হতো!
একটা চিলেকোঠার মত ছোট্ট ঘর হতো—
একটা রুম, একটা সোফাসেট, একটা টিভি,
একটা আলমারি, ডাইনিং টেবিল, ইত্যাদি—
আসবাবপত্র দিয়ে ঘরটা মনের মত সাজানো যেত!
তুমি চাইলেই সব হতো!
আমাদের একটা প্রেম হতো, সংসার হতো, ঘর হতো!
(এডমিনের পক্ষ থেকে শৈল্পিক প্রেম নিবেদন)

17/08/2025

প্রিয় বি.আর.আই.ইউ বাসী
আপনাদের নিয়ে আমরা আশাবাদী, তাই আপনাদের নিকট থেকে প্রচুর প্রেম নিবেদন প্রেরণের আহ্বান জানাচ্ছি।আমাদের হতাশ করবেন না

Address

Jamalpur Sadar Upazila

Website

Alerts

Be the first to know and let us send you an email when BRIU Crush & Confessions posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category