Islamic Records Studio

Islamic Records Studio Assalamu Alaikum! Welcome to 'Islamic Records Studio' Official page. Freelancer at Fiverr, CEO & Sound Designer at Islamic Records Studio

আলহামদুলিল্লাহ 🥰আজ ২৫.০৮.২০২৫ "ইসলামি রেকর্ডস স্টুডিও'র" চার বছর পূর্তি উপলক্ষে খুব শীঘ্রই আসছে নতুন কিছু🥰🥰জাস্ট একটু অপ...
25/08/2025

আলহামদুলিল্লাহ 🥰
আজ ২৫.০৮.২০২৫ "ইসলামি রেকর্ডস স্টুডিও'র" চার বছর পূর্তি উপলক্ষে খুব শীঘ্রই আসছে নতুন কিছু🥰🥰
জাস্ট একটু অপেক্ষা...যারা শুরু থেকেই সাথে ছিলেন সবার প্রতি ভালোবাসা😊😊😊

আমাদের অত্যন্ত শুভাকাঙ্ক্ষী একজন বড় ভাই প্রিয় হাফিজুর রহমান ,,, তিনি হজ্বে গিয়ে আবেগঘন হৃদয় নিয়ে মদিনা মনোওয়ারায় বসে বস...
06/06/2025

আমাদের অত্যন্ত শুভাকাঙ্ক্ষী একজন বড় ভাই প্রিয় হাফিজুর রহমান ,,,
তিনি হজ্বে গিয়ে আবেগঘন হৃদয় নিয়ে মদিনা মনোওয়ারায় বসে বসে এই নাশিদ টি লিখেছেন। যার প্রতিটি শব্দে শব্দে ছিলো আল্লাহর রাসুলের প্রতি গভীর ভালোবাসা।

গানটি আসছে আমাদের Nazmul Hossain এর সুর এবং কন্ঠে। আজকেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ।

02/06/2025

মূল কথা ভিডিওতে,,,😊

29/05/2025

আল্লাহ তায়ালা বলেন,
"(হে রাসূল!) আপনি বলুন, আমার নামায, আমার কুরবানী, আমার জীবন, আমার মরণ (অর্থাৎ আমার সবকিছু) আল্লাহ রাববুল আলামীনের জন্য উৎসর্গিত।" (সূরা আনআম : ১৬২)

15/05/2025

যদি তুমি ভয় পাও
তবে তুমি শেষ!
যদি তুমি রুখে দাড়াও
তবেই তুমি বাংলাদেশ!!

13/05/2025

আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা সকালের শুভেচ্ছা।

28/04/2025

ইরাকের বিখ্যাত আলেম মালেক বিন দিনার একবার এক বিশাল মাহফিলে বক্তব্য দিতে দাড়াতেই এক শ্রোতা বলে উঠলেন, আপনার বক্তব্য শুরু করার আগে একটা প্রশ্নের উত্তর দিন। মালেক বিন দিনার প্রশ্ন করার অনুমতি দিলেন। বয়স্ক শ্রোতা বললেন, আজ থেকে দশ বছর আগে আপনাকে মাতাল অবস্থায় পড়ে থাকতে দেখেছি, আপনি সে অবস্থা থেকে কিভাবে ফিরে এলেন? এবং ওয়াজ করার জন্য এখানে এলেন?

মালেক বিন দিনার কিছুক্ষণ মাথা নিচু করে রইলেন। তারপর বললেন- ঠিক বলেছেন, আমিই সেই ব্যক্তি। শুনুন তাহলে আমার কাহিনী: এক কদরের রাতে মদের দোকান বন্ধ ছিল দোকানীকে অনেক অনুরোধ করে এক বোতল মদ কিনলাম বাসায় গিয়ে খাবো এই শর্তে। বাসায় ঢুকেই দেখি আমার স্ত্রী নামাজ পড়ছে। আমি আমার ঘরে চলে গেলাম এবং বোতলটা টেবিলে রাখলাম।

আমার তিন বছরের শিশু মেয়েটা দৌড়ে এলো, টেবিলের সাথে ধাক্কা খেয়ে মদের বোতল মাটিতে পরে ভেঙ্গে গেল। অবুঝ মেয়েটি খিলখিল করে হাসতে লাগল। ভাঙ্গা বোতল ফেলে দিয়ে আমি ঘুমিয়ে গেলাম। সে রাতে আর মদ খাওয়া হলোনা আমার। পরের বছর আবার লাইলাতুল কদর এলো। আমি আবার মদ নিয়ে বাড়ি ফিরে এলাম। বোতলটা টেবিলে রাখলাম। হঠাৎ বোতলটার দিকে তাকাতেই কান্নায় বুক ফেটে গেল। তিন মাস হলো আমার শিশু কন্যাটি মারা গেল। বোতলটা বাইরে ফেলে দিয়ে ঘুমিয়ে পরলাম। স্বপ্নে দেখছি এক বিরাট সাপ আমায় তাড়া করছে। এতো বড় সাপ আমি জীবনেও দেখিনি। আমি ভয়ে দৌড়াচ্ছি। এমন সময় এক দুর্বল বৃদ্ধকে দেখলাম। বৃদ্ধ আমাকে বলল, আমি খুব দূর্বল এবং ক্ষুধার্ত। এই সাপের সাথে আমি পারবনা। তুমি এই পাহাড়ের ডানে উঠে যাও। পাহাড়ে গিয়ে দেখি দাউদাউ আগুন জ্বলছে। আর পিছনে এগিয়ে আসছে সেই সাপ। বৃদ্ধের কথা মতো ডানে ছুটলাম। দেখলাম সুন্দর একটা বাগান। বাচ্চারা খেলছে। গেইটে দারোয়ান।

দারোয়ান বলল: বাচ্চারা দেখতো এই লোকটিকে? একে সাপটা খেয়ে ফেলবে নয়তো আগুনে ফেলে দিবে। দারোয়ানের কথায় বাচ্চারা ছুটে এলো। তার মাঝে আমার মেয়েটাও আছে। মেয়েটা আমার ডান হাত জড়িয়ে ধরে বাম হাতে থাপ্পর দিয়ে সাপটিকে দূরে ফেলে দিলো। অমনেই সাপ চলে গেল। আমি অবাক হয়ে বললাম: মা তুমি এতো ছোট! আর এতো বড় সাপ তোমায় ভয় পায়?
মেয়ে বলল: আমি জান্নাতি মেয়ে। জাহান্নামের সাপ আমায় ভয় পায়। বাবা! ঐ সাপকে তুমি চিনতে পেরেছো?
আমি বললাম: না মা। আমার মেয়ে বলল: বাবা! এতো তোমার নফস। নফসকে তুমি এতো বেশি খাবার দিয়েছ যে সে আজ এতো বড় এতো শক্তিশালী হয়েছে, সে তোমাকে আজ জাহান্নাম পর্যন্ত তাড়ি

27/04/2025

মহান রবের কাছে প্রতিটি কদমের হিসাব দিতে হবে
আপনি কতটা প্রস্তুত?

Address

Jamalpur
Jamalpur Sadar Upazila
2001

Alerts

Be the first to know and let us send you an email when Islamic Records Studio posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Islamic Records Studio:

Share