
09/10/2025
আজ ১ জোড়া নুপুর বিক্রি করে দিলাম 🙂। মাস খানেক থেকে খামারে দানাদার খাবার ছিলো না। 🥲🐐
তবুও খামার চলছিলো আলহামদুলিল্লাহ। সামনে বেশ কিছু ছাগল বাচ্চা দিবে। 😔🐐 এই মুহুর্তে ভালো খাবার দাবারের দরকার।
বৃষ্টি বাদলের জন্য ঠিক মত খাওয়া হচ্ছিল না। 😭🐐
তার ওপর এই বার যে সাইলেজ এনেছি সব সাইলেজে পানি 😔😭।
ছাগল ঠিক মত খাচ্ছে ও না।
অবজেকশন দেওয়ায় তারা বলেছে ঘাস কিনে খাওয়ান, বৃষ্টির কারণে এর চেয়ে ভালো সাইলেজ আর নেই। 🥲
ঠেকে গেলাম একদম। ছাগলগুলো দানাদার ও পাচ্ছে না আবার সাইলেজ ও ভালো না, ঘাসের দাম তো আকাশচুম্বী 😇🐐😔
পাখির জ্বর ওকে নিয়েও টেনশনে আছি। ঔষুধ কিনে আনলাম। ৩২৫ টাকার। ৫ কেজি ভুষি খুচরা দোকান থেকে আনলাম ২৫০ দিয়ে। সব কিছুর এতদাম। 🥲
তাই ভাবলাম ইনশাআল্লাহ ওরা সুস্থ থাক এসব আবারও বানানো হবে ইনশাআল্লাহ ।
অনেকে বলেন আপু যে ছাগলগুলো বাচ্চা দিয়েছে ওগুলো ভরান নি এখন ও। আসলে ওরা হিটে এসেছে কিন্তু ভরাই নি। কারণ পাঠা দেখাতে লাগে ৪০০ + যাতায়াত খরচ। এই দিয়ে আমার খামার আল্লাহর রহমতে ২ দিন চলে যায়। 🧡
যেহেতু এখন আমার হাতে টাকা পয়সা খুব কম। এর মধ্যে হিসাব করে চলতে হচ্ছে ।
আল্লাহ চায় তো ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে।
আমার বিজনেসের বেশ কিছু টাকা কাস্টমারের কাছে আটকে গেছে। উনারা আগামী মাস থেকে মাসে মাসে কিছু কিছু করে দিয়ে পরিশোধ করবে বলেছে আলহামদুলিল্লাহ।
খুব সমস্যায় ছিলাম। 😔
দোয়া করবেন যেনো আল্লাহ আমার সব বিপদ কাটিয়ে আমাকে উদ্ধার করে।
আমার প্রাণীগুলো যেনো সুস্থ থাকে।
🤲🤲