বেবি ভাই

বেবি ভাই Welcome to Baby Vai's crib of hilarity on Facebook! 🍼🎉 Join the giggles, because life's too short for serious stuff! 👶😂

30/07/2025

তোমাকে চাই যেভাবে ফখরুল চায় নির্বাচন..! 🙂

26/06/2025

১। প্রিয়জনের কাছে মূল্যহীন হয়ে গেলে নিজে থেকেই সরে আসুন। ভিতরে সাময়িক যন্ত্রণা হলেও এটা অনেক সম্মানের।
২। যদি বুঝতে পারেন, কেউ হতাশায় ভুগছে, তাকে জ্ঞান বা উপদেশ দিতে যাবেন না। সে কী বলতে চায়, সেটা শুনুন। এই সময় মানুষ উপদেশ শুনতে চায় না, সে চায় আগে তার ভেতরের কথাগুলো কেউ মন দিয়ে শুনুক।
৩। কাউকে অকারণে কষ্ট দেবেন না। এই মুহূর্তে আপনি যার সাথে ইচ্ছাকৃত অন্যায় করে নিজেকে জয়ী ভেবে বেশ ফুরফুরে মেজাজে আছেন, মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন—সে হয়তো প্রতিবাদ করবে না। কিন্তু তার নীরবতা, কষ্ট থেকে উঠে আসা দীর্ঘশ্বাস আপনার সঙ্গে বোঝাপড়াটা সঠিক সময়ে করে নেবে।
৪। অন্যের চোখে ভালো সাজার জন্য নিজের ভালো লাগাগুলো বিসর্জন দেবেন না। যে আপনাকে আপনার মতো করে গ্রহণ করতে পারে না, তার কাছে গ্রহণযোগ্য হওয়ার চেয়ে একা থাকাই ভালো।
৫। যা হাতছাড়া হয়ে গেছে, তা নিয়ে কখনো আফসোস করবেন না।
৬। বয়স, শিক্ষা, পদ বা পদবির দিক দিয়ে কেউ ছোট হলেও কাউকে ছোট করে দেখবেন না। তাহলে আপনি-ই ছোট হয়ে যাবেন।
৭। নিজের অবস্থান নিয়ে বাড়াবাড়ি রকমের আত্মবিশ্বাসী বা অহংকারী হবেন না। কারণ, সময় যখন বদলায়, উত্তাল সাগরও শুকিয়ে মরুভূমি হয়ে যায়।
৮। সমালোচনাকারীদের সঙ্গে যুদ্ধ করে নিজের সময় ও শক্তির অপচয় করবেন না। নিজেকে উন্নত করুন—তারা এমনিতেই চুপ হয়ে যাবে।
৯। গাধার সঙ্গে তর্ক করতে বা গাধাকে কিছু শেখাতে যাবেন না। গাধার পিঠে ধর্মগ্রন্থের বোঝা চাপালেও গাধা গাধাই থাকে।
১০। ভুল জায়গায় আত্মত্যাগ (sacrifice) আর ভুল মানুষের সঙ্গে সমঝোতা (compromise) আপনাকে না দেবে সুখ, না দেবে সফলতা।
১১। আপনাকে ডোবানোর ইচ্ছা নিয়ে কিছু লোক বসে আছে—যাদেরকে সাঁতারটা আপনিই শিখিয়েছিলেন।
১২। মানুষ সিংহের প্রশংসা করে, কিন্তু আসলে গাধাকেই পছন্দ করে।
১৩। পরের ক্ষতি করার নেশা যদি কাউকে একবার পেয়ে বসে, নিজের অস্তিত্ব ধ্বংস না হওয়া পর্যন্ত তার হুঁশ ফেরে না।
১৪। জীবন মানেই গাড়ি, বাড়ি বা ভালো বেতনের চাকরি নয়। আপনি জানাশোনা অনেককেই পাবেন, যাদের জীবন সম্পর্কে জ্ঞান অসম্পূর্ণ—কিন্তু ঠিকই ভালো বেতনের চাকরি পেয়ে গেছে।
১৫। সন্তানের জন্য বেশি বেশি সম্পদ জমা না করে, সন্তানকেই সম্পদ বানিয়ে ফেলুন। একজন আদর্শ সন্তান আপনার জীবনের শ্রেষ্ঠ সম্পদ।
১৬। পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো—আপনার উপকারের কথা মানুষ বেশিদিন মনে রাখবে না। আপনি কার কাছে কতদিন গুরুত্ব পাবেন? মূলত এটা নির্ভর করে, আপনি তাদের প্রয়োজন কতদিন পর্যন্ত মেটাতে পারবেন। যতদিন তাদের প্রয়োজন মেটাতে পারবেন, ঠিক ততদিনই আপনি তাদের কাছে গুরুত্ব পাবেন। অর্থাৎ, যদিও অপ্রিয়, তবুও সত্য—“প্রয়োজনেই প্রিয়জন।”
তাই মানুষ চিনতে শিখুন। প্রয়োজনে একা বাঁচুন, তবুও নিজে ভালো থাকুন। মনে রাখবেন, একা থাকলে হয়তো মানুষের কষ্ট হয়—কিন্তু কেউ মরে যায় না।

16/04/2025

ভালো থাকার জন্য ঘনঘন ভাতার না বদলিয়ে নিজের স্বভাব বদলাও।
©️ Kaioum Hilali ভাই

17/03/2025

সেদিন যদি শেখ লুতফুর রহমান হেলমেট পড়তেন তাহলে বাংলাদেশে বাকশালের জনকের জন্মও হতো না আর স্বৈরাচারী হাসিনারও জন্ম হতো না।

সব ফ্রেন্ড সার্কেলে Asif Mahmud Shojib Bhuyain  এর মতো একজন থাকে যে বিয়ে করেনা! ফ্রেন্ড সার্কেলের সবার শেষে বিয়ে করার প্...
17/03/2025

সব ফ্রেন্ড সার্কেলে Asif Mahmud Shojib Bhuyain এর মতো একজন থাকে যে বিয়ে করেনা! ফ্রেন্ড সার্কেলের সবার শেষে বিয়ে করার প্ল্যান থাকে তার! :

জিলাপি কিনবোদোকানে যেয়ে দেখি জিলাপির ঝুড়ি খালি। প্রশ্ন করলাম- মামা জিলাপি নাই??উত্তর দিলো- ফেরেশতা আইতাসে...আমি তবদা...
16/03/2025

জিলাপি কিনবো
দোকানে যেয়ে দেখি জিলাপির ঝুড়ি খালি। প্রশ্ন করলাম- মামা জিলাপি নাই??
উত্তর দিলো- ফেরেশতা আইতাসে...
আমি তবদা খেয়ে এদিক ওদিক তাকিয়ে প্রশ্ন করলাম- সব জিলাপি কি ফেরেশতাদের জন্য রেখে দিসেন??
জিলাপি মামা চোখ ছোট করে কয়েক সেকেন্ড আমাকে পরখ করে বললো- ভিত্রে থাইকা ফেরেশ জিলাপি আইতাসে...
উত্তর শুনে আমি বললাম- ওঅঅ!! আচ্ছা তাইলে আমাকে হাফ কেজি ফেরেশতাই দিয়েন....😑😑

ইফতারের পর সন্ধ্যায় নিউমার্কেটের আড়ংয়ে গেছিলাম পাঞ্জাবি কিনতে। পাঞ্জাবি পছন্দ না হওয়ায় বের হয়ে আসছি। এমন সময় খেয়াল করলাম...
16/03/2025

ইফতারের পর সন্ধ্যায় নিউমার্কেটের আড়ংয়ে গেছিলাম পাঞ্জাবি কিনতে। পাঞ্জাবি পছন্দ না হওয়ায় বের হয়ে আসছি। এমন সময় খেয়াল করলাম আউটলেটের সমানে এক ভাই নিরবে কান্না করতেছে। পাশের টংয়ের দোকানে চা খাইতে খাইতে এই ঘটনা পর্যবেক্ষণ করলাম আরো পনেরো মিনিট। ভাইয়ের কান্না তখনো থামে নাই।

খানিকক্ষণ পরে চায়ের বিল মিটিয়ে দিয়ে ভাইটাকে সাইডে ডেকে নিয়ে জিজ্ঞেস করলাম, কি সমস্যা ভাই! কাঁন্দেন কেন? কিছু হইছে!

উনি চোখ মুছতে মুছতে নিজেকে কিছুটা সামনে নিয়ে বললেন, কিছু হয় নাই ভাই। কোনো সমস্যা না।

আমি তাকে স্বাভাবিক করতে বললাম, লজ্জা পাবেন না ভাই। কোনো সমস্যায় পড়লে নিরদ্বিধায় আমাকে বলতে পারেন। আমি চেষ্টা করবো যথাসম্ভব সাহায্য করার।

এবার ভাইটা এবার কিছুটা ভয় মুক্ত হলেন। একটু লজ্জিত হয়ে বললেন, আসলে ভাই কিভাবে যে বলি প্রতি বছর ঈদ আসে যায় কিন্তু বউকে কিছু কিনে দিতে পারি না। নিজেকে খুব অপরাধী মনে হয়।

লোকটার মুখে কথা গুলো শুনে মন খারাপ হয়ে গেল। একটা মানুষ টাকার জন্য প্রিয় মানুষটার জন্য একটু শপিং করতে পারবে না!

আমি পকেট থেকে দুই হাজার টাকা বাহির করে ভাইটাকে দিয়ে বললাম, ভাই ইচ্ছা থাকলেও আপনাকে তো বেশি কিছু দিতে পারবো না, এটা দিয়ে আপনি কিছু একটা কিনে নিয়েন।

ভাইটা অবাক হয়ে আমারে অসন্তোষের সুরে উত্তর দিছে, আরে ভাই কি করতেছেন! আপনার টাকা লাগবে না। আমার টাকা আছে কিন্তু বউ নাই। আপনি পারলে আপনার ফ্রেন্ডলিস্টের একটা সুন্দরী মেয়ের আইডি দিয়েন।

15/03/2025

যে অবস্থা শুরু হইছে সবার আগে নু*নু*র সংস্কার করা দরকার।

যোগাযোগ না থাকলে ফেরার রাস্তা প্রকৃতির নিয়মেই বন্ধ হয়ে যায়!💔
27/02/2025

যোগাযোগ না থাকলে ফেরার রাস্তা প্রকৃতির নিয়মেই বন্ধ হয়ে যায়!💔

24/02/2025

অস্ত্রের বৈধতা দিয়া দেন...! ডাকাইতের কাছেও থাকলো, আমাগো কাছেও থাকলো..! ঠাস ঠুস কইরা ফুটাইলাম, উপদেষ্টায় শাড়ি পিন্দা দেখলো🙂

Address

Jamalpur Sadar Upazila
2000

Telephone

+8801712503506

Website

Alerts

Be the first to know and let us send you an email when বেবি ভাই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category