Jannat Jahan Vlog's

Jannat Jahan  Vlog's Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jannat Jahan Vlog's, Digital creator, Jamalpur Sadar Upazila.

29/07/2025

*ভরসা তাকেই করো,, যে তোমাকে বুজে,,,,,
Jahan_ poem

゚viralfbreelsfypシ゚viral

“আম্মু আমি আজ স্কুলে যাব না।”৭ বছরের বয়সী জুনায়েদের কথা শুনে মা ধ'ম'কে বললেন,“একদম না যাওয়ার বায়না ধরবে না জুনায়েদ। যেতে...
22/07/2025

“আম্মু আমি আজ স্কুলে যাব না।”

৭ বছরের বয়সী জুনায়েদের কথা শুনে মা ধ'ম'কে বললেন,

“একদম না যাওয়ার বায়না ধরবে না জুনায়েদ। যেতে হবে, চলো রেডি হও।”

“মা, ভালো লাগছে না আমার। কাল থেকে যাই?”

“না, বাবা এখনি যেতে হবে। স্কুল থেকে আসার পর, তোমাকে নিয়ে ঘুরতে যাব। কেমন?”

জুনায়েদের চোখ চকচক করে উঠল। বলল,

“সত্যি!”

“হ্যাঁ, সত্যি।”

জুনায়েদকে স্কুলের জন্য রেডি করে মা, আর ছেলে বেরিয়ে পড়লো। স্কুল গেইটে জুনায়েদকে নামিয়ে মা হেসে বললেন,

“আম্মু, বাসায় গিয়ে চিকেন রান্না করব, তোমার জন্য। ঠিক আছে?”

“ওকে, আম্মু।”

জুনায়েদের মা, রান্না করছিল। হঠাৎ নিউজ পেল, জুনায়েদের স্কুলে বিমান ক্র্যাশ করেছে। হাত থেকে চিকেনের পাতিলটা পড়ে গেল। কাঁ'পা কাঁ'পা হাতে জুনায়েদের বাবাকে কল দিলো। তারপর, ছুটে বেরুলো ছেলেকে খুঁজতে। “জুনায়েদ, ঠিক আছেতো?”
তারপর? তারপর, ২ ঘন্টা খোঁজার পর, হঠাৎ দেখতে পেলো, “পো/ড়া দে'হ নিয়ে জুনায়েদ তার আম্মুর দিকেই এগিয়ে আসছে। মুহুর্তেই পড়ে গেল মা'টিতে। শেষ নি’শ্বা’স ত্যাগ করলো জুনায়েদ। কলিজা কাঁ/পি/য়ে দেওয়ার মত চিৎ’কা’র করে উঠল জুনায়েদের বাবা-মা। মা কান্না করতে করতে বললেন,

“আমার বাজান, আমার বাজানে, না করছিল আম্মু আজ আমি স্কুলে যাব না। আমি জো'র করে পাঠিয়েছি। আমার বাজানে আজকে বিকেলে ঘুরতে যাওয়ার কথা ছিল আমার সাথে। ওহ বাজান, চিকেন খাইবা না তুমি? আব্বা, আমারে নিঃস্ব করে তুমি কই চইলা গেলা আব্বা?”

জুনায়েদের আর বাসায় ফেরা হলো না, চিকেন খাওয়া হলো না, তার আম্মুর সাথে ঘুরা হলো না, আর, হোমওয়ার্কও করা হলো না।

🎯Jannat Jahan

মাইলস্টোন কলেজ, ঢাকা উত্তরা।
২১ জুলাই ২০২৫ ( ইতিহাসের কালো অধ্যায়)
#মাইলস্টোন #উত্তরা #বিমান 😭😭😭😭

22/07/2025
পাইলোট তৌকির কে ব্লেইম করা হচ্ছে, কিন্তু কন্ট্রোলার রুম থেকে তাকে জানানো হয় "ইজেক্ট" করার জন্য। সে চাইলেই ইজেক্ট করে বেঁ...
22/07/2025

পাইলোট তৌকির কে ব্লেইম করা হচ্ছে, কিন্তু কন্ট্রোলার রুম থেকে তাকে জানানো হয় "ইজেক্ট" করার জন্য। সে চাইলেই ইজেক্ট করে বেঁচে ফিরে আসতে পারতো কিন্তু
সে ইজেক্ট করতে চায়নি।
মাঠের ফাঁকা জায়গায় বিমানটি প'তিত করার চেষ্টা করেছিলেন!

চাইলেই প্যারাসুটে দিয়ে আরও আগেই বেরিয়ে আসতে পারতেন।
কিন্তু তিনি জানতেন, নিচে স্কুল, শত শিশু।তাই শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে গেছেন, বিমানটি সরাতে চেয়েছেন।

বছর দু'য়েক আগের দিকের চট্টগ্রামের নদীর উপর একইভাবে পাইলট জাওয়াদের বিমান দূর্ঘট'নার কথা মনে আছে?

তিনিও আগে প্যারাস্যুট নিয়ে লাফ দিলে হয়তো বেঁ'চে যেতেন।
কিন্তু জনবহুল এলাকায় পতিত না করে ৫ মিনিট ধরে চেষ্টা চালিয়ে নদীতে প'তিত করলো।

তিনি অনেক মৃ'ত্যু এ্যাভোয়েড করে নিজে প্রা'ণ দিলেন।
তারও কিন্তু ছোট বাচ্চা ছিলো , ভালোবেসে বিয়ে করা বউ ঘরে ছিল।

আমাদের ন্যাশনাল হিরো আমাদের ডিফেন্সের এমন নিবেদিত প্রা'ণ ভাই-বোনেরা।
এদের মৃ"ত্যুকে সন্দেহ না করে তাদের জন্য দোয়া করি।

উনারা জীব'ন দিয়ে যেনো কর্তৃপক্ষের টনক নড়াতে পারেন।
আর যেনো কোন পাইলট কে এভাবে জী"বন দিতে না হয়।
দূর্ঘ'টনার যেনো সাধারণ মানুষের এভাবে সন্তা"ন না যায়।

পরিশেষে কিন্তু মৃ'ত্যু তো মানুষের হাতে নেই।
আল্লাহ সুবহানাহু তা'য়ালা তাদের জান্নাত নসিব করুক, আমিন

#মাইলস্টোন #উত্তরা #বিমান

আল্লাহ  সবাইকে  ধর্য্যে ও সহ্য করার ক্ষমতা  দাও 😭😭😭😭😭এরকম মর্মান্তিক ঘটনা সত্যি  কষ্টের চেয়েও কষ্টদায়ক,,,, না দেখতে পাচ্...
21/07/2025

আল্লাহ সবাইকে ধর্য্যে ও সহ্য করার ক্ষমতা দাও 😭😭😭😭😭এরকম মর্মান্তিক ঘটনা সত্যি কষ্টের চেয়েও কষ্টদায়ক,,,, না দেখতে পাচ্ছি না সহ্য করতে পারছি,,,,আল্লাহ আল্লাহ আল্লাহ 😭😭😭😭😭

21/07/2025

একবার চিন্তা করেন, আপনার ১০-১২ বছরের বাচ্চার শরীরের চা,মড়া পু,,ড়ে যাচ্ছে। যেই বাচ্চাগুলোকে কখন চুলার আ,গুনের আঁচ লাগতে দেননি।

আর সেই বাচ্চা চিৎকার দিচ্ছে, " ও মা, ও আব্বা, ও আল্লাহ।" বলে 😭

বুকের ভিতরটা কিভাবে চৌচির হয়ে যাবে। এক-একটা ভিডিও দেখছি আর মস্তিষ্কে র'ক্তক্ষ'রণ হচ্ছে। 😭

ইয়া আল্লাহ, এই নিষ্পাপ বাচ্চাগুলো দেহে আ'গুনের জ্বা'লা ও তাদের পিতামাতার বুকের জ্বালাকে শীতল করে দাও, আমিন 🤲😭😭😭😭😭😭😢😢😢😢😢
আমি একজন মা এটা সহ্য করতে পারছি না,,, আল্লাহ সকল মা বাবা কে ধর্য্য ধরার তৌফিক দান করেন

17/07/2025

#নারীরজীবন @

10/03/2025

সর্বশেষ আপডেট রাত ১২.৩০:-আছিয়ার অক্সিজেন লেভেল একদম লো, বাঁচার সম্ভাবনা একদমই নেই।লাইফ সাপোর্টে রাখা হয়েছে।বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীণ,ডাক্তার আশা ছেড়ে দিয়েছে।
সকলে আছিয়ার জন্য দোয়া করেন।
যত পারেন পোস্টটি সবার কাছে ছড়িয়ে দিন কারণ কার দোয়া আল্লাহ কবুল করে নেয় এ থেকে একটা নিষ্পাপ শিশুর জীবন বেঁচে যাবে।
আরো
বিস্তারিতStyle Noor Lifestyle😢
#মাগুরা
#ধর্ষণ

25/02/2025

DXN এখন My TV-এর পর্দায়!

My TV-কে আন্তরিক ধন্যবাদ,
আরও বড় ধন্যবাদ DXN-কে!

২১ ফেব্রুয়ারি – DXN গেট টুগেদার, কুয়েত
এক ঐতিহাসিক আয়োজনের অসাধারণ কভারেজ—My TV News-এ।

📌 প্রত্যেক প্রবাসীর অবশ্যই এই ভিডিওটি দেখা উচিত।

🔷 যারা চোখ থাকতেও অন্ধ, তারা দয়া করে চোখ খুলুন—বাস্তবতাকে স্পষ্টভাবে দেখতে শুরু করুন!

যারা ডি এক্স এন এর ইন্টারন্যাশনাল কোম্পানিতে কাজ করে নিজের লাইফ পরিবর্তন করতে চাচ্ছেন,,, শুধু তারাই ইনবক্সে মেসেজ করবেন।
হোয়াটসঅ্যাপ :+01309623166


**Jannat Jahan (SR)

20/02/2025

🍀আপনি যেই দেশে থাকেন না কেন? যেই চাকরি করেন না কেন? তাতে কোন সমস্যা নাই। 💐💐চাকরি বা যে কোন কাজের পাশাপাশি অবসর সময় কে কাজে লাগিয়ে আপনিও হতে পারেন একজন DXN সফল ব্যবসায়ী🌺🌺
বিশ্বের প্রায় ২ শত দেশে ১৫ হাজারেরও অধিক অফিস আছে। 🌷🌷প্রায় ১৮ মিলিয়ন +, মানুষ এই DXN ব্যবসার সাথে জড়িত।
👉আপনিও চাইলে এ কোম্পানির কফি, সাবান, টুথপেস্ট শ্যাম্পু মাশরুম দিয়ে তৈরী বিভিন্ন পণ্য ব্যবহার করে এবং সেল করে আপনিও হতে পারেন একজন আন্তর্জাতিক সফল ব্যবসায়ী।

🌻বিস্তারিত জানতে ইনবক্সে যোগাযোগ করুন।

Jannat Jahan (SR)
Whatsapp : +8801309623166

19/02/2025

যে বোঝে সে থাকে,
যে বোঝেনা সে থাকেনা,
কারোন সে খোঁজেও না,
তাই সে লিভ নিয়ে চলে যায়।
কারন Dxn কি সে যানেনা,
জানার চেষ্টা ও করে না,
যে Dxn কি জানার চেষ্টা করে,
সে বিজনেস সম্পর্কে জানার পরে আর যায়না ,
যে না যায় সেই সফল হয়।
সফল হতে হলে অবশ্য Dxn এ কাজ শুরু করে ধৈর্য ধরে লেগে থাকতে হবে তবেই তুমি সফল হতে পারবে ইনশাআল্লাহ।

✍️ **Jannat Jahan SR **✍️

28/11/2024

২০ জন বিজনেস পার্টনার প্রয়োজন। ১ টাকাও ইনভেস্ট করতে হবে না। শুধু একটু পরিশ্রম করতে হবে।

Address

Jamalpur Sadar Upazila

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jannat Jahan Vlog's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jannat Jahan Vlog's:

Share