30/06/2024
HSC (এইচ.এস.সি) - পরীক্ষার্থীদের জন্য কিছু নির্দেশনাঃ-
১.যারা দূর থেকে গিয়ে পরীক্ষা দিবে Definitely তারা পরীক্ষার ১ঘন্টা আগেই যেন গেটের সামনে থাকতে পারো সেভাবে প্রস্তুতি নিয়ে আসবে।
২.এডমিট, রেজিস্ট্রেশন কার্ড এবং কলমসহ একটি ফাইল পরীক্ষার আগের রাতে গুছিয়ে রাখবেন৷
৩.পরীক্ষার হলে যাওয়ার আগে পর্যাপ্ত পরিমাণ খাওয়ার খেয়ে যাবে।
৪.মনে রাখবে রোল, রেজিঃ নং বিষয় কোড,সেট কোড,ইত্যাদি খুব গুরুত্বপূর্ণ। এগুলোতে ভুল করলে পুরো পরিক্ষাটা বাতিল হয়ে যাবে। অতএব এইগুলোও সঠিক ভাবে লিখতে হবে।
৫. ঠান্ডা মাথায় পরীক্ষা দিবে তাড়াহুড়ো করা যাবে না । তাড়াহুড়ো করলে পারা প্রশ্ন ভুল হয়ে যাবে।
৬.কারো থেকে দেখাদেখি করে লিখার চেষ্টা করবে না । নচেৎ বিষয়টি অস্বাভাবিক পর্যায়ে বিপদ ডেকে আনতে পারে
৭. একবারে দেখলেই পারা যায় এমন প্রশ্নগুলো সবার আগে উত্তর দিয়ে দিবে, এরপর যেগুলো একটু ভাবতে হচ্ছে সেগুলো এন্সার করবে।
৮।কোনো প্রশ্নের উত্তর না দিয়ে রেখে এসো না। সব এন্সার করে এসো।
৯।অবশ্যই প্রশ্নের উপরের ইন্সট্রাকশনগুলো ভালো ভাবে পড়ে নিবে।
১০।. অনেকদিন ধরে না লিখার কারণে অনেকেই প্রথম পরীক্ষায় ৭টা সৃজনশীল উত্তর করতে পারে না৷ তাই আজকেই (শনিবার) ঘড়ি ধরে বাসায় কমপক্ষে ২/৩ টি সৃজনশীলের উত্তর লিখুন।
১১। বাংলা ১ম পত্রে ১৪/১৫ টির বেশি MCQ হুবহু কমন পাবেন না।
কারণ, প্রতি বছর অনুধাবন, বহুপদী এবং উদ্দীপকের প্রশ্ন একদম নতুনভাবে করে থাকে। তাই এই অংশ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা থেকে বিরত থাকুন।
১২। পরীক্ষার খাতা পাওয়ার পর আগে ঠাণ্ডা মাথায় রোল, রেজিস্ট্রেশন এবং সেট নম্বর পূরণ করবেন। তারপর লিখা শুরু করবেন৷
১৩। কোনো ভুল হলে ঘাবড়ে না গিয়ে পরীক্ষার হলে থাকা শিক্ষকের সহযোগিতা নিন। এবং আবারও বলছি তোমরা অবশ্যই সময়ের মধ্যে ফুল আনসার করবে। ১০০মার্ক পরীক্ষা হলে সব গুলো উত্তর দিয়ে হল ত্যাগ করবে।
সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইলো❤️🖋️