স্মার্ট এডুকেশন কোচিং সেন্টার

স্মার্ট এডুকেশন কোচিং সেন্টার উদ্যোগ যেটায় হোক,
উদ্দেশ্য সৎ পথে হবো বলিয়ান,
চাইবোনা ক্ষতি কারো,
সেবা দিয়ে হবো মোরা মহিয়ান।
__SMJK

১২/০৬/২০২৪ মাসিক পরীক্ষার ফলাফল প্রকাশ এবং ঈদ উল আযহার উপলক্ষে পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানের কিছু মুহুর্ত ছাত্রী ছাত্রীদের...
30/06/2024

১২/০৬/২০২৪ মাসিক পরীক্ষার ফলাফল প্রকাশ এবং ঈদ উল আযহার উপলক্ষে পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানের কিছু মুহুর্ত ছাত্রী ছাত্রীদের সাথে একই ফ্রেমে বাঁধা! ❤️

30/06/2024

HSC (এইচ.এস.সি) - পরীক্ষার্থীদের জন্য কিছু নির্দেশনাঃ-

১.যারা দূর থেকে গিয়ে পরীক্ষা দিবে Definitely তারা পরীক্ষার ১ঘন্টা আগেই যেন গেটের সামনে থাকতে পারো সেভাবে প্রস্তুতি নিয়ে আসবে।

২.এডমিট, রেজিস্ট্রেশন কার্ড এবং কলমসহ একটি ফাইল পরীক্ষার আগের রাতে গুছিয়ে রাখবেন৷
৩.পরীক্ষার হলে যাওয়ার আগে পর্যাপ্ত পরিমাণ খাওয়ার খেয়ে যাবে।

৪.মনে রাখবে রোল, রেজিঃ নং বিষয় কোড,সেট কোড,ইত্যাদি খুব গুরুত্বপূর্ণ। এগুলোতে ভুল করলে পুরো পরিক্ষাটা বাতিল হয়ে যাবে। অতএব এইগুলোও সঠিক ভাবে লিখতে হবে।

৫. ঠান্ডা মাথায় পরীক্ষা দিবে তাড়াহুড়ো করা যাবে না । তাড়াহুড়ো করলে পারা প্রশ্ন ভুল হয়ে যাবে।

৬.কারো থেকে দেখাদেখি করে লিখার চেষ্টা করবে না । নচেৎ বিষয়টি অস্বাভাবিক পর্যায়ে বিপদ ডেকে আনতে পারে
৭. একবারে দেখলেই পারা যায় এমন প্রশ্নগুলো সবার আগে উত্তর দিয়ে দিবে, এরপর যেগুলো একটু ভাবতে হচ্ছে সেগুলো এন্সার করবে।

৮।কোনো প্রশ্নের উত্তর না দিয়ে রেখে এসো না। সব এন্সার করে এসো।

৯।অবশ্যই প্রশ্নের উপরের ইন্সট্রাকশনগুলো ভালো ভাবে পড়ে নিবে।

১০।. অনেকদিন ধরে না লিখার কারণে অনেকেই প্রথম পরীক্ষায় ৭টা সৃজনশীল উত্তর করতে পারে না৷ তাই আজকেই (শনিবার) ঘড়ি ধরে বাসায় কমপক্ষে ২/৩ টি সৃজনশীলের উত্তর লিখুন।

১১। বাংলা ১ম পত্রে ১৪/১৫ টির বেশি MCQ হুবহু কমন পাবেন না।

কারণ, প্রতি বছর অনুধাবন, বহুপদী এবং উদ্দীপকের প্রশ্ন একদম নতুনভাবে করে থাকে। তাই এই অংশ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা থেকে বিরত থাকুন।

১২। পরীক্ষার খাতা পাওয়ার পর আগে ঠাণ্ডা মাথায় রোল, রেজিস্ট্রেশন এবং সেট নম্বর পূরণ করবেন। তারপর লিখা শুরু করবেন৷

১৩। কোনো ভুল হলে ঘাবড়ে না গিয়ে পরীক্ষার হলে থাকা শিক্ষকের সহযোগিতা নিন। এবং আবারও বলছি তোমরা অবশ্যই সময়ের মধ্যে ফুল আনসার করবে। ১০০মার্ক পরীক্ষা হলে সব গুলো উত্তর দিয়ে হল ত্যাগ করবে।

সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইলো❤️🖋️

স্মার্ট এডুকেশন কোচিং সেন্টার কর্তৃক আয়োজিত মাসিক পরীক্ষায়৪৫ জনের মধ্যে সর্বোচ্চ নাম্বার অর্জনকারী মোঃ- কামাল হোসেন (কৌশ...
16/06/2024

স্মার্ট এডুকেশন কোচিং সেন্টার কর্তৃক আয়োজিত মাসিক পরীক্ষায়
৪৫ জনের মধ্যে সর্বোচ্চ নাম্বার অর্জনকারী মোঃ- কামাল হোসেন (কৌশিক) 💥
তোমার ভবিষ্যৎ সুন্দর ও সুমধুর হয়ে উঠুক এই প্রত্যাশা রইলো ইনশাআল্লাহ।

হাতে পুরষ্কার তুলে দিচ্ছে;
এস এম জাহাঙ্গীর কবীর
(শিক্ষকঃ- ইংরেজি,রসায়ন,পদার্থবিজ্ঞান।
_ স্মার্ট এডুকেশন কোচিং সেন্টার )

16/06/2024

ঈদ বয়ে আনুক সকলের মুখে হাসি ও আনন্দ!
খুশির বন্যা বয়ে চলুক প্রতিটি সংসারে। ধন্যবাদ

16/06/2024

আসসালামু ওয়ালাইকুম।
প্রিয় শিক্ষার্থী?সবাইকে অগ্রীম ঈদ মোবারক।

12/05/2024

আলহামদুলিল্লাহ _
২২ জন পরীক্ষার্থীদের মধ্যে ৯ জন জিপিএ-৫।
আর বাকি সবাই ৪.৫০+। শুভকামনা রইল সবার জন্য। ☺️🔥

12/05/2024

(SSC) ______
এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ২০২৪🔥💥

ঢাকা বোর্ড: ৮৯.৩২%
চট্টগ্রাম বোর্ড: ৮২.৮০%
কুমিল্লা বোর্ড : ৭৯.৩০%
বরিশাল বোর্ড : ৮৯.১৩%
দিনাজপুর বোর্ড: ৭৮.০৪%
যশোর বোর্ড: ৯২.৩২%
রাজশাহী বোর্ড: ৮৯.২৫%
সিলেট বোর্ড: ৭৩.৩৫%
ময়মনসিংহ বোর্ড: ৮৪.৯৭%

11/05/2024

আগামিকাল ১২ই মে, এস.এস.সি(২০২৪) ব্যাচের ফলাফল প্রকাশ করা হবে। প্রিয় পরীক্ষার্থী সকল ছাত্র ছাত্রীদের জন্য দোয়া রইলো! আল্লাহ তোমাদের আশানুরূপ সাফল্য অর্জন করার তাওফিক দান করুক আমীন। তোমরাই হবে জয়,থাকো সদা নির্ভয় ইনশাআল্লাহ। ❤️🤲

Address

Jamalpur Sadar Upazila

Website

Alerts

Be the first to know and let us send you an email when স্মার্ট এডুকেশন কোচিং সেন্টার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share