দৃষ্টি বাংলা

দৃষ্টি বাংলা DristiBangla is one of the most popular Bangla news Portal & entertainment

25/09/2025

হঠাৎ করে জামালপুর রেলওয়ে স্টেশন বিদ্যুৎ বিহীন

জামালপুরে  সাংবাদিক পরিচয় দান কারি পতারক আটকজামালপুরে সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগে রকিবুল হাসান নামে এক ব্যক্তিকে ...
25/09/2025

জামালপুরে সাংবাদিক পরিচয় দান কারি পতারক আটক

জামালপুরে সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগে রকিবুল হাসান নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি দীর্ঘদিন ধরে নিজেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার পরিচয় দিয়ে সাধারণ মানুষকে প্রতারণা করে আসছিলেন।

পুলিশ জানায়, আটক রকিবুল হাসানের বিরুদ্ধে জামালপুর সদর ও দেওয়ানগঞ্জ থানায় দুটি মামলা রয়েছে। তিনি সাংবাদিকতার নাম ভাঙিয়ে বিভিন্ন প্রতারণামূলক কর্মকাণ্ড চালাতেন, যা পেশাদার সাংবাদিকতার ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, এ ধরনের প্রতারকদের চিহ্নিত করে আইনের আওতায় আনা গেলে প্রকৃত সাংবাদিকদের পেশাগত মর্যাদা আরও সুদৃঢ় হবে। #newsupdate

জামালপুরে রেলওয়ের অনলাইন টিকিট কালোবাজারি বিরোধী অভিযানে গ্রেপ্তার ১, উদ্ধার ৭ আসনের টিকিটরেলওয়ের অনলাইন ভিত্তিক টিকিট ক...
24/09/2025

জামালপুরে রেলওয়ের অনলাইন টিকিট কালোবাজারি বিরোধী অভিযানে গ্রেপ্তার ১, উদ্ধার ৭ আসনের টিকিট

রেলওয়ের অনলাইন ভিত্তিক টিকিট কালোবাজারি দমনে বিশেষ অভিযানে একজন পেশাদার টিকিট ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। এ সময় তার কাছ থেকে আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের ৭ আসনের ৩টি টিকিট উদ্ধার করা হয়।

বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) ৬টা ২০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামালপুর রেলওয়ে থানা ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর যৌথ দল দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশনে এ অভিযান পরিচালনা করে। এ সময় আটক করা হয়—পেশাদার টিকিট কালোবাজারি মো. আরমান হোসেন (৪০), পিতা নিজাম উদ্দিন, সাং-বাদেশশারিয়া, থানা-দেওয়ানগঞ্জ, জামালপুর।

রেলওয়ে পুলিশ জানায়, আরমান হোসেন পরিচিত ব্যক্তিদের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর ব্যবহার করে কাউন্টার থেকে অগ্রিম ট্রেনের টিকিট সংগ্রহ করতেন। এরপর সেই টিকিট ২৪০ টাকার পরিবর্তে ৪০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত দামে দ্বিগুণ দামে বিক্রি করতেন। তিনি ঢাকাগামী যাত্রীদের টার্গেট করে রেলস্টেশনের বিভিন্ন স্থানে অবস্থান নিতেন বলেও স্বীকার করেছেন।

পুলিশ আরও জানায়, এর আগেও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় জামালপুর রেলওয়ে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলা নং–৩, তাং ২৪/৯/২০২৫, ধারা ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ২৫(১)/২৫-ঘ। #রেলওয়ে
#ট্রেন

19/09/2025

২৭৬৮ ভোট নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে জামালপুর ট্রাক শ্রমিক ইউনিয়নের নির্বাচন #নির্বাচন

19/09/2025

গানে গানে আড্ডা..

19/09/2025

গানের আড্ডায় FOOD LAND CAFE

18/09/2025

জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের টি সি বি কম দেওয়ার অভিযোগ

16/09/2025
16/09/2025

লাল শাপলায় রাঙা জামালপুরের জাঙ্গালি বিল

জামালপুর সদর উপজেলার বাসচড়া গ্রামের বিলজুড়ে লাল শাপলার অপূর্ব সমারোহ। দূর থেকে তাকালেই মনে হয় প্রকৃতি যেন লাল গালিচা বিছিয়ে দিয়েছে দর্শনার্থীদের বরণ করার জন্য।
যেদিকে চোখ যায় সেদিকেই লাল শাপলার সারি। একবার দেখলে মন ভরে না বারবার দেখতে টান লাগে। প্রকৃতিপ্রেমীদের কাছে এই বিল হয়ে উঠছে এক অনন্য আকর্ষণ।
ভোরবেলায় শাপলার আসল সৌন্দর্য ধরা দেয়। মাঝিদের কাছ থেকে মেলে দেশীয় মাছ, আর শীতের আগমনে চারপাশে অতিথি পাখির কোলাহল বালিহাঁস, পাতি সরালি, পানকৌড়ি, নীলকণ্ঠী, সাদা বক, জলময়ূরসহ অসংখ্য পাখির সমাবেশে জমে ওঠে পুরো বিল।

শাপলা আমাদের জাতীয় ফুল হলেও দেশের অনেক জায়গায় তা বিলুপ্তির পথে। কিন্তু জামালপুরের এই বিল এখনো ধরে রেখেছে শাপলার রাজ্য যেন মানুষের সঙ্গে এর এক আত্মীয়তার বন্ধন।
প্রকৃতি এখনো অপেক্ষায় আছে, লাল শাপলার গালিচায় সাজিয়ে নতুন অতিথিদের স্বাগত জানাতে। :এহসান আলী জামালপুর।

#জামালপুর #লালশাপলা #শাপলারবিল #প্রকৃতিপ্রেম #বাংলাদেশপ্রকৃতি #জাতীয়ফুল #প্রকৃতিরসৌন্দর্য

15/09/2025

জামালপুরে ডাকাতির প্রস্তুতিকালে নারীসহ ছয়জন আটক

জামালপুর সদরের পিঙ্গলহাটি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে এক নারীসহ ছয়জনকে আটক করেছে এলাকাবাসী। রোববার রাতে একটি মাইক্রোবাসে করে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় স্থানীয়রা তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।
আটককৃতদের মধ্যে রয়েছেন শাহবাজপুর ইউনিয়নের সোহেল, সাদেক ও কাজলী বেগম। এছাড়া দুজন টাঙ্গাইলের মধুপুর এবং একজন ঢাকার দক্ষিণখানের বাসিন্দা।
জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ আবু ফয়সাল মো. আতিক বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
#ডাকাতি #জামালপুরসংবাদ

Address

বিসিক শিল্পনগরী, জামালপুর।
Jamalpur Sadar Upazila
2000

Alerts

Be the first to know and let us send you an email when দৃষ্টি বাংলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দৃষ্টি বাংলা:

Share