30/08/2025
জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ শুভ উদ্বোধন
জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন জনাব মোঃ রেজাউল মাকসুদ জাহেদী, সচিব, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
এসময় উপস্থিত ছিলেন জামালপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক হাসিনা বেগম, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম (সেবা), ময়মনসিংহ বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক, সিনিয়র তথ্য অফিসার মুহাম্মদ জালাল উদ্দীন, সদর উপজেলা নির্বাহী অফিসার জিন্নাত শহীদ পিংকি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বাগত শাহা, জেলা ক্রীড়া সংস্থার পরিচালকসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উদ্বোধনী খেলায় মেলান্দহ উপজেলা ৩-২ গোলে জামালপুর সদর উপজেলাকে পরাজিত করে জয়লাভ করে।
আয়োজনে : জেলা প্রশাসন, জামালপুর ও জামালপুর জেলা ক্রীড়া সংস্থা।