Masud Vlogs

Masud Vlogs Onc beautiful heart is better than �
Thousand beautiful face�

দেশের রঙে রাঙ্গাই দেশ আপনার নেক্সট যেকোনো পেইন্টিং প্রজেক্টে দেশিয় ব্র‍্যান্ড রেইনবো পেইন্টস বেছে নিলেই পাচ্ছেন ফ্রি কনস...
12/09/2024

দেশের রঙে রাঙ্গাই দেশ

আপনার নেক্সট যেকোনো পেইন্টিং প্রজেক্টে দেশিয় ব্র‍্যান্ড রেইনবো পেইন্টস বেছে নিলেই পাচ্ছেন ফ্রি কনসালটেন্সি সহ রঙয়ের ওপর বিশেষ মূল্যছাড়।
আপনার কাঙ্খিত প্রজেক্ট এর ছবি তুলে পাঠিয়ে দিন আমাদের ফেসবুক পেজের এই পোস্টের কমেন্ট সেকশনে। রেইনবো পেইন্টস এর টিম পন্য ও সেবা নিয়ে পৌঁছে যাবে আপনার কাছে।
নিয়মাবলী -
১. যেই জায়গা রং করতে চাচ্ছেন তার ছবি তুলে ঠিকানা ও যোগাযোগ এর নম্বর সহ পাঠাতে হবে কমেন্ট সেকশন এ।
২. কোনো প্রকার ভুল তথ্য দেয়া যাবেনা।
৩. ছবি পাঠানোর শেষ সময় ১৮ সেপ্টেম্বর।

11/09/2024

ফিকে হয়ে যাচ্ছে বাসার ফার্নিচারের উজ্জ্বলতা? দাগ কিংবা আঁচড় পরে নষ্ট হয়েছে ফার্নিচারের সৌন্দর্য? কাঠের ফার্নিচারের সব সমস্যার সমাধান পেতে ব্যবহার করুন রেইনবো উড কেয়ার।

11/09/2024

উন্নতমানের সিনথেটিক রেজিনে তৈরি "রেইনবো সিনগ্লো পেইন্ট", যা আপনার লোহার সামগ্রী রাখে উজ্জ্বল ও দীর্ঘস্থায়ী।

13/07/2024

আর আঁকাআকি নিয়ে থাকবে না কোনো চিন্তা, যদি দেয়ালে থাকে রেইনবো এক্রোপ্লাস্ট প্লাস্টিক ইমালশন। কারণ এতে আছে স্টাইরিন এক্রিলিক যা দেয়াল থেকে দাগকে সহজেই মুছে ফেলতে সাহায্য করে।

আপনাদের হাতে নাগালে পাচ্ছেন আপনার পছন্দের রেইনবো পেন্টস।
01768-429148

যার অবদানে জীবন হয়েছে রঙিন, তার প্রতি ঋণ শোধ হবেনা কোনোদিন Iসকল বাবাদের জানাই বাবা দিবসের শুভেচ্ছা
16/06/2024

যার অবদানে জীবন হয়েছে রঙিন, তার প্রতি ঋণ শোধ হবেনা কোনোদিন I
সকল বাবাদের জানাই বাবা দিবসের শুভেচ্ছা

ঈদ মোবারক 🌙ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি হৃদয়। অন্তরের কলুষিত পশুত্ব  বিসর্জন দিয়ে উজ্জীবিত হোক প্রতিটি অন্তর💙
16/06/2024

ঈদ মোবারক 🌙
ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি হৃদয়।
অন্তরের কলুষিত পশুত্ব বিসর্জন দিয়ে উজ্জীবিত হোক প্রতিটি অন্তর💙

15/06/2024

আমাদের সবারই পার্সোনালিটি আলাদা আলাদা। কেউ একটু লাইট তো, কেউ থাকতে ভালোবাসি ভাইব্রান্ট। আপনার বেডরুমের জন্য কোন রঙটি আপনার পছন্দ? স্ক্রিনশট নিয়ে কমেন্ট করুন।

আর ঘর রাঙাতে ব্যবহার করুন Rainbow Paints - Color of Joy!

কক্সবাজারের পাঁচ তারকা Hotel Baywatch এরগর্বিত পেইন্টিং পার্টনার- রেইনবো পেইন্টস!
15/06/2024

কক্সবাজারের পাঁচ তারকা Hotel Baywatch এর
গর্বিত পেইন্টিং পার্টনার- রেইনবো পেইন্টস!

08/06/2024

রেইনবো ফেদার সিল্ক-এর স্পেশাল পার্ল পিগমেন্ট উপাদান দেয়ালে আনে অধিক উজ্জ্বলতা ও সিল্কি অনুভূতি যা ঘরে দেয় আভিজাত্যের ছোয়া।

05/06/2024

আর আঁকাআকি নিয়ে থাকবে না কোনো চিন্তা, যদি দেয়ালে থাকে রেইনবো এক্রোপ্লাস্ট প্লাস্টিক ইমালশন। কারণ এতে আছে স্টাইরিন এক্রিলিক যা দেয়াল থেকে দাগকে সহজেই মুছে ফেলতে সাহায্য করে।

আমরা বিশ্বাস করি যে পরিবেশ রক্ষা করা সকলের দায়িত্ব। অতএব, আমরা পরিবেশ রক্ষা রক্ষার্থে সীসা-মুক্ত পেইন্ট তৈরি করি। সবুজে...
05/06/2024

আমরা বিশ্বাস করি যে পরিবেশ রক্ষা করা সকলের দায়িত্ব।
অতএব, আমরা পরিবেশ রক্ষা রক্ষার্থে সীসা-মুক্ত পেইন্ট তৈরি করি।
সবুজে রাঙাই আমাদের এই ভবিষ্যৎ পৃথিবী!

04/06/2024

রেইনবো পেইন্টস ছাড়াও জীবনের রং

Address

Jamalpur Sadar Upazila

Alerts

Be the first to know and let us send you an email when Masud Vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Masud Vlogs:

Share