Md Ashraf Ali

Md Ashraf Ali সত্যতার মাধ্যমে

নারী সংস্কার কমিশনের কুরআন বিরোধী ধারাসমূহ---------- ❝বাংলাদেশের অর্ন্তবর্তীকালীন সরকারের গঠন করা ১২ টি সংস্কার কমিশনের ...
02/05/2025

নারী সংস্কার কমিশনের কুরআন বিরোধী ধারাসমূহ
----------

বাংলাদেশের অর্ন্তবর্তীকালীন সরকারের গঠন করা ১২ টি সংস্কার কমিশনের অন্যতম একটি সংস্কার কমিশন হলো ‘নারী সংস্কার কমিশন’। গত ১৯ এপ্রিল ২০২৫ ঈ. তারিখে তারা অর্ন্তবর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস সাহেবের কাছে ৩১৮ পৃষ্ঠাব্যাপী এক প্রতিবেদন জমা দিয়েছে। যাতে মোট ১৭ টি অধ্যায় রয়েছে। প্রতিটি অধ্যায়ে অনেক ধারা, উপধারা ও অনুচ্ছেদ রয়েছে। বিশাল এই সংস্কার প্রতিবেদনের কিছু অনুচ্ছেদ সরাসরি কুরআন-হাদীস বিরোধী। কিছু অনুচ্ছেদ আংশিক কুরআন-হাদীসের সাথে সাংঘর্ষিক। আমরা হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর পক্ষ থেকে আপনাদের সামনে তাদের প্রতিবেদনের যেসব ধারা কুরআন-হাদীস বিরোধী তার সংক্ষিপ্ত একটি তালিকা পেশ করছি।

এক.
‘নারী সংস্কার কমিশন’ এর প্রতিবেদনের একাদশতম অধ্যায়ের ১১.৩.১ এর ‘ক’ অনুচ্ছেদে বলা হয়েছে, নারীদের সম্পত্তির সমান উত্তরাধিকার নিশ্চিত করতে মুসলিম ও হিন্দু উত্তরাধিকার আইন সংশোধন করা জরুরী। উল্লিখিত অনুচ্ছেদে ‘সম্পত্তিতে সমান উত্তরাধিকার’ বিষয়টি সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক।

পবিত্র কুরআন থেকে দলিল:
للذَّكَرِ مِثْلُ حَظِّ الْأُنثَيَيْنِ.

অর্থ: একজন পুরুষের জন্য আছে দুই নারীর সমান অংশ।’ (সুরা নিসা, আয়াত: ১১)

দুই.
প্রতিবেদনের পঞ্চম অধ্যায়ের ৩.২.৩ এর ‘খ’ অনুচ্ছেদে বলা হয়েছে, জন্ম, মৃত্যু, বিবাহ, তালাকের তথ্য স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও কাজী অফিসের মধ্যে যাচাইয়ের জন্য তথ্য বিনিময়ের (ডিজিটাল এক্সেস) ব্যবস্থা করা, যাতে কম বয়সে বিবাহ ও বহুবিবাহ রোধ করা যায়। উল্লিখিত এই অনুচ্ছেদের ‘বহুবিবাহ রোধ’ অংশটি কুরআন ও হাদীসের সঙ্গে সাংঘর্ষিক।

কুরআন থেকে দলীল:
فَانكِحُوا مَا طَابَ لَكُم مِّنَ النِّسَاءِ مَثْنَى وَثُلَاثَ وَرُبَاعَ .

অর্থ: তবে তোমরা যেসব নারীকে পছন্দ করো, তাদের মধ্যে দুই, তিন বা চার জনকে বিয়ে করো। (সুরা নিসা, আয়াত: ৩)


উল্লিখিত আয়াতে সামর্থ থাকলে ও ন্যায়বিচার করার ক্ষেত্রে কোনো সংশয় না থাকলে একের অধিক বিবাহের কথা বলা হয়েছে। অথচ কমিশনের সংস্কার প্রতিবেদনে বহুবিবাহ রোধ করার কথা বলা হচ্ছে।

হাদীস থেকে দলীল:
عن ابني مسعود قال قال رسول الله صلى الله عليه وسلم : يا معشر الشباب من استطع فليتزوج فإنه أغض للبصر واحصن للفرج، البخاري (٥٠٦٦)، ومسلم (١٤٠٠)

তোমাদের মধ্যে যারা বিয়ে করার সামর্থ্য রাখে, তারা যেন বিয়ে করে।নারী সংস্কার কমিশনের কুরআন বিরোধী ধারাসমূহ
----------

বাংলাদেশের অর্ন্তবর্তীকালীন সরকারের গঠন করা ১২ টি সংস্কার কমিশনের অন্যতম একটি সংস্কার কমিশন হলো ‘নারী সংস্কার কমিশন’। গত ১৯ এপ্রিল ২০২৫ ঈ. তারিখে তারা অর্ন্তবর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস সাহেবের কাছে ৩১৮ পৃষ্ঠাব্যাপী এক প্রতিবেদন জমা দিয়েছে। যাতে মোট ১৭ টি অধ্যায় রয়েছে। প্রতিটি অধ্যায়ে অনেক ধারা, উপধারা ও অনুচ্ছেদ রয়েছে। বিশাল এই সংস্কার প্রতিবেদনের কিছু অনুচ্ছেদ সরাসরি কুরআন-হাদীস বিরোধী। কিছু অনুচ্ছেদ আংশিক কুরআন-হাদীসের সাথে সাংঘর্ষিক। আমরা হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর পক্ষ থেকে আপনাদের সামনে তাদের প্রতিবেদনের যেসব ধারা কুরআন-হাদীস বিরোধী তার সংক্ষিপ্ত একটি তালিকা পেশ করছি।

এক.
‘নারী সংস্কার কমিশন’ এর প্রতিবেদনের একাদশতম অধ্যায়ের ১১.৩.১ এর ‘ক’ অনুচ্ছেদে বলা হয়েছে, নারীদের সম্পত্তির সমান উত্তরাধিকার নিশ্চিত করতে মুসলিম ও হিন্দু উত্তরাধিকার আইন সংশোধন করা জরুরী। উল্লিখিত অনুচ্ছেদে ‘সম্পত্তিতে সমান উত্তরাধিকার’ বিষয়টি সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক।

পবিত্র কুরআন থেকে দলিল:
للذَّكَرِ مِثْلُ حَظِّ الْأُنثَيَيْنِ.

অর্থ: একজন পুরুষের জন্য আছে দুই নারীর সমান অংশ।’ (সুরা নিসা, আয়াত: ১১)

দুই.
প্রতিবেদনের পঞ্চম অধ্যায়ের ৩.২.৩ এর ‘খ’ অনুচ্ছেদে বলা হয়েছে, জন্ম, মৃত্যু, বিবাহ, তালাকের তথ্য স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও কাজী অফিসের মধ্যে যাচাইয়ের জন্য তথ্য বিনিময়ের (ডিজিটাল এক্সেস) ব্যবস্থা করা, যাতে কম বয়সে বিবাহ ও বহুবিবাহ রোধ করা যায়। উল্লিখিত এই অনুচ্ছেদের ‘বহুবিবাহ রোধ’ অংশটি কুরআন ও হাদীসের সঙ্গে সাংঘর্ষিক।

কুরআন থেকে দলীল:
فَانكِحُوا مَا طَابَ لَكُم مِّنَ النِّسَاءِ مَثْنَى وَثُلَاثَ وَرُبَاعَ .

অর্থ: তবে তোমরা যেসব নারীকে পছন্দ করো, তাদের মধ্যে দুই, তিন বা চার জনকে বিয়ে করো। (সুরা নিসা, আয়াত: ৩)


উল্লিখিত আয়াতে সামর্থ থাকলে ও ন্যায়বিচার করার ক্ষেত্রে কোনো সংশয় না থাকলে একের অধিক বিবাহের কথা বলা হয়েছে। অথচ কমিশনের সংস্কার প্রতিবেদনে বহুবিবাহ রোধ করার কথা বলা হচ্ছে।

হাদীস থেকে দলীল:
عن ابني مسعود قال قال رسول الله صلى الله عليه وسلم : يا معشر الشباب من استطع فليتزوج فإنه أغض للبصر واحصن للفرج، البخاري (٥٠٦٦)، ومسلم (١٤٠٠)

তোমাদের মধ্যে যারা বিয়ে করার সামর্থ্য রাখে, তারা যেন বিয়ে করে। কেননা, বিয়ে তার দৃষ্টিকে সংযত রাখে এবং লজ্জাস্থান হিফাজত করে এবং যার বিয়ে করার সামর্থ্য নেই, সে যেন সওম পালন করে। কেননা, সওম তার যৌনতাকে দমন করবে। (বুখারী শরীফ: ৫০৬৬, মুসলিম শরীফ: ১৪০০)

তিন.
বইয়ের দশম অধ্যায়ের শিরোনামে রয়েছে, ‘শরীর আমার, সিদ্ধান্ত আমার’। উক্ত অংশটি সরাসরি কুরআনের সাথে সাংঘর্ষিক।

পবিত্র কুরআন থেকে দলীল:
أَلَا لَهُ الْخَلْقُ وَالْأَمْرُ .

অর্থ: ‘সতর্ক হও! সৃষ্টি ও আদেশ একমাত্র তাঁরই (আল্লাহর)।’ (সূরা আল-আ’রাফ, আয়াত ৫৪)।

إِنِ الْحُكْمُ إِلَّا لِلَّهِ

অর্থ: ‘ফায়সালার অধিকার কেবল আল্লাহরই’। (সুরা ইউসুফ, আয়াত: ৪০)

وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ.

অর্থ: ‘যে কেউ আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা অনুযায়ী বিচার করে না, তারাই কাফির (অবিশ্বাসী)’। (সুরা মায়েদা, আয়াত: ৪৪)

চার.
দশম অধ্যায়ের ১০.২ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘সমাজে প্রচলিত প্রথা কুসংস্কার ও মাসিক সম্পর্কে ভ্রান্ত ও নেতিবাচক ভ্রান্ত ধারণা নারী ও কিশোরীদের মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে বড় বাধা’। সংস্কার প্রতিবেদনের এই অংশটি কুরআনের সাথে সরাসরি সাংঘর্ষিক।

পবিত্র কুরআন থেকে দ

আর কত ভাবে বাট.পারি করবে? (লিংক কমেন্টে)আরে ধোকাবাজ  এটা ২৪ সালের (পিছনের ব্যানার দেখলেই স্পষ্ট হবে বিষয়টি) ইজতেমা ২৫ স...
07/02/2025

আর কত ভাবে বাট.পারি করবে? (লিংক কমেন্টে)
আরে ধোকাবাজ এটা ২৪ সালের (পিছনের ব্যানার দেখলেই স্পষ্ট হবে বিষয়টি) ইজতেমা ২৫ সালের টা নয়। মানুষকে আর কত ধোঁকা দিবেন?

06/02/2025
05/02/2025

আগামী বছর ইজতিমা ২ ধাপে হবে ইনশাআল্লাহ।
১ম ধাপ - ২,৩,৪ জানুয়ারি ২০২৬,
২য় ধাপ - ৯,১০,১১ জানুয়ারি ২০২৬

তাবলীগ জামাত বর্তমান পরিস্থিতি ও উত্তরণের উপায়-------মাওলানা আব্দুল মালেক সাহেব।কিছু গলদ কথাঃ১। 'তাবলিগের দুই গ্রুপ'এটা ...
03/02/2025

তাবলীগ জামাত বর্তমান পরিস্থিতি ও উত্তরণের উপায়
-------মাওলানা আব্দুল মালেক সাহেব।

কিছু গলদ কথাঃ

১। 'তাবলিগের দুই গ্রুপ'
এটা ভুল কথা। সহি তাবলীগের কোন গ্রুপ নেই। ভিন্ন গ্রুপের নামে যারা আত্মপ্রকাশ করেছে তারা ভ্রান্ত।

২। 'ভাইয়ে ভাইয়ে মারামারি'
এটাও গলদ কথা। বরং বলতে হবে হক বাতিলের দ্বন্দ্ব।

৩। 'আল্লাহ দুই গ্রুপের মাঝে মিল করে দিন' এটা সঠিক দুআ নয়। বরং বলতে হবে আল্লাহ হক বাতিলের পার্থক্য করে দিন এবং হককে বিজয়ী করুন!

৪। 'আমরা কোন দলে নেই'
এটাও প্রতারণামূলক কথা। বলতে হবে আমার হকের পক্ষে আছি থাকব।

৫। 'আমাদের সাথেও আলেম আছে'
এটা তো চরম বেআদবীমূলক কথা।
আলেমরা তোমাদের সাথে থাকবে
কেন ? তোমরা আলেমদের অনুসরণ করবে। যে সকল দরবারী আলেম ভ্রান্ত সাদিয়ানীদের সাথে আছে বা সমর্থনকরে অথবা মৌন সমর্থন দেয় তারা পকেটস্থ আলেম বিক্রি হওয়া আলেম!

৬। 'মেহনতটা নষ্ট হয়ে গেল'
মেহনত নষ্ট হয়নি। বরং মেহনতের মধ্যে গোমরাহী ঢুকে কলঙ্কিত হয়েছে। তাই মেহনতকে পবিত্র করার কাজ চলছে।

৭। 'আলেমরা এখানে নাক গলায় কেন তারা তো তাবলিগের সাথি না' এটা মূর্খতাপূর্ণ কথা। দ্বীনের সকল
বিষয়ের জিম্মাদার উলামায়ে কেরাম।
তাবলিগ ব্যক্তি বা দলীয় মেহনত নয়।
তাবলিগ তো সকল মুসলমানের
জিম্মাদারী। আর এই পদ্ধতি ছাড়া দ্বীন প্রচার করলে তাবলীগ হবে না ?

৮। 'আওয়াম ছাড়া উলামারা চলতে
পারবে না' এটা উল্টা কথা। বরং বলেন, উলামা ছাড়া আওয়ামরা দ্বীনের উপর চলতে পারবে না।

৯। 'চিল্লা বা সাল না লাগালে ইমান ও
ইলম পাকা হয়না' বরং ইলম না থাকলে চিল্লা সাল ইমান কিছুই পাকা হয় না।

১০। 'আলেমরা মাওলানা সাদের ব্যাপারে ভুল ব্যাখ্যা দিচ্ছে' নাউজুবিল্লাহ! যেই দেশে আলেমরা দ্বীন সম্পর্কে ভুল ব্যাখ্যা দিবে সেদেশে দ্বীনের সঠিক ব্যাখ্যা কারা
দিবে ? স্যার ? ডাক্তার ? ব্যবসায়ী ? এরাতো নিজেরাই দ্বীন জানে না। এরা আবার কীসের দ্বীনের ব্যাখ্যা দিবে ?

সকল হালকা সকল মসজিদের সাথীদের প্রতি,,,,,জরুরি হেদায়েত,,,,,,, আমাদের ইজতেমার বয়ান বৃহস্পতিবার বাদ ফজর শুরু হবে , মূলত ,...
25/01/2025

সকল হালকা সকল মসজিদের সাথীদের প্রতি,,,,,

জরুরি হেদায়েত,,,,,,,

আমাদের ইজতেমার বয়ান বৃহস্পতিবার বাদ ফজর শুরু হবে , মূলত , বৃহস্পতি, শুক্র শনিবার, তিনদিন ইস্তেমা,

রবিবার বাদ ফজর মুত্তসিলান দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ ,,,,
যাতে করে সোমবারের ২য় এস্তেমায় আনে ওয়ালাদের জন্য মাঠ এবং আশেপাশে ফ্রি হয়ে যায়,,,,,

১- এ লক্ষ্যে আমাদের সাথীরা রবিবার সকালে কোন নাস্তা মাঠে না খেলে ভালো হয়,,,
রবিবার সকালের নাস্তার কোন এন্তেজাম না করলে ভালো হয়,,,,
আগে থেকে সামানা গুছিয়ে রাখব যাতে ফজরের পর পর দোয়া হয়ে যাবে,,

দোয়া হয়ে গেলে আমরা সবাই যার যার এলাকায় অপোসি চলে আসতে পারি আর ২য় এস্তেমায় অংশগ্রহণকারীদের জন্য যাতে করে জ্যাম-জুম ভীড়বাটটা ব্যাতিত তারা মাঠে প্রবেশ করতে পারে এইজন্য,,,,,,

বিষয়টি বেশি বেশি শেয়ার করুন

Address

Jamalpur Sadar Upazila

Telephone

+8801986121508

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Ashraf Ali posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Ashraf Ali:

Share

Category