Panjabi & Nokshi house

Panjabi & Nokshi house "Khadi Panjabi & Nokshi House: Where Tradition Meets Trend, Elegance Woven in Every Thread

আর আমার জন্য  একলা বৈশাখ! 🙂   ১৪৩২🥁🪘
14/04/2025

আর আমার জন্য একলা বৈশাখ! 🙂
১৪৩২🥁🪘

24/08/2024

এক কালার খাদি পাঞ্জাবির অর্ডার নেয়া হচ্ছে। এর শতভাগ লভ্যাংশ বন্যার্তদের ডোনেট করা হবে।ছবি কমেন্টে।

10/08/2024

সবাই কাজে ফিরলেও কেনো জানি আমি এখনো জুলাইয়ের মধ্যেই থেমে আছি😓

ইনবক্সে দাম কেন বলা হয়!০১. ফেসবুক সাধারণ সেল পোস্টকে রিচ করে না। এটা তাদের পলিসিগত ইস্যু। কিন্তু একটা পোস্টে যখন বারবার ...
21/06/2024

ইনবক্সে দাম কেন বলা হয়!
০১. ফেসবুক সাধারণ সেল পোস্টকে রিচ করে না। এটা তাদের পলিসিগত ইস্যু। কিন্তু একটা পোস্টে যখন বারবার কমেন্ট হয় তখন সেটি এমনি উপরে চলে আসে। বারবার শো হয়। এতে রিচ হয় কয়েকগুণ বেশি।
এ কারণে একজন যখন মূল্য কত জানতে চান সেই পোস্টটা নতুন করে সামনে চলে আসে। মূল্য লেখা থাকলে কাস্টমার সেটিতে কোনো রিয়েক্ট না দিয়ে চলে যান...

০২. মূল্য লেখা থাকলে অন্য সেলার বা বাইরের কেউ এসে তাকে কমেন্ট বা ইনবক্সে বলে যায় ৫০ টাকা কমে দিতে পারবো আমি, আমার থেকে নেন। এভাবে সেলারের প্রতি বাজে ধারণা তৈরি হয়। মার্কেট নষ্ট হয় কয়েক জনের জন্য। কাষ্টমার এটা বুঝেনা যে কোয়ালিটি সেম না, তারা ভাবে আমি তো কমেই পাচ্ছি।

০৩. মূল্য উল্লেখ থাকলে অনেক বাজে লোক এসে কমেন্ট করে ভাই এটা আমি এত দিয়ে কিনেছি, আপনার কাছে বেশি কেন। আসলে প্রডাক্টের কোয়ালিটিভেদে পন্যের দামে কম বেশি হয়, কিন্তু কেউ যখন সরাসরি কমন্টে প্রকৃত বিচার না করেই অভিযোগ করে সেটিতে ভুল ধারণা জন্মায়।

(কালেক্টেড)

03/06/2024

সময় কিন্তু দ্রুত চলে যাচ্ছে।৫ তারিখের মধ্যে সবাই অর্ডার কনফার্ম করে ফেলেন

আলহামদুলিল্লাহ🖤🤍💙
31/05/2024

আলহামদুলিল্লাহ🖤🤍💙

আলহামদুলিল্লাহ কাস্টমার রিভিউ পোস্ট 🌼
11/05/2024

আলহামদুলিল্লাহ
কাস্টমার রিভিউ পোস্ট 🌼

🪡🌸 রোজার ঈদে যারা পাঞ্জাবি না পেয়ে মন খারাপ করেছিলেন,তারা কিন্তু এবার সাবধান হয়ে অর্ডার করা শুরু করেছেন। যারা ভাবছেন ই...
03/05/2024

🪡🌸
রোজার ঈদে যারা পাঞ্জাবি না পেয়ে মন খারাপ করেছিলেন,তারা কিন্তু এবার সাবধান হয়ে অর্ডার করা শুরু করেছেন। যারা ভাবছেন ইদের অনেক দেরি ভুল করছেন।ইদের আগে কাজের আর কাপড়ের অনেক চাপ থাকে তাই দামটাও বেড়ে যায় আর আমরা ইচ্ছে হলেও দিতে ব্যার্থ হয়। অনলাইন বিজনেসের গেলো রোজার ইদ টাই আমার প্রথম ইদ ছিল। যেহেতু সুতার কাজটা সময় সাপেক্ষ তাই ইদের ১২ দিন আগেই অর্ডার নেয়া বন্ধ করেছিলাম।১২ দিন রেখেছিলাম আগের অর্ডারের কাজ কমপ্লিট করে পার্সেল গুলা কাস্টমারের হাতে পৌঁছানোর জন্য।নতুন ব্যবসা পুঁজিও ছিল সীমিত।তাই স্টক করেছিলাম অল্প। হঠাৎ করেই ইদের ৫ দিন আগে থেকে এতো পরিমাণ অর্ডার আসতে শুরু করেছিল বিশেষ করে অফলাইনে।আমার কাস্টমারদের স্টক আউট শব্দটা বলতে কি পরিমান কষ্ট লাগছে সেটা বলে বুঝাতে পারবো না।

বি: দ্রঃ বোতাম কাস্টোমাইজ করে দেয়া যাবে। পাঞ্জাবি যে কোনো কালার/ সাইজ দেয়া যাবে

ইদ কালেকশন⭐🌙
02/05/2024

ইদ কালেকশন⭐🌙

মানুষের বাহ্যিক সৌন্দর্য নদীর জোয়ার-ভাটার মত অস্থিতিশীল🌝🌚।তাই আমাদের মনের সৌন্দর্য  গুরুত্ব দেয়া উচিৎ।তাই আপনাদের মনকে...
17/04/2024

মানুষের বাহ্যিক সৌন্দর্য নদীর জোয়ার-ভাটার মত অস্থিতিশীল🌝🌚।তাই আমাদের মনের সৌন্দর্য গুরুত্ব দেয়া উচিৎ।
তাই আপনাদের মনকে প্রফুল্ল করে তুলতে Panjabi & Nokshi house সুই -সুতায় ফুটিয়ে তুলছে আপনাদের পছন্দনীয় ডিজাইন।

সদ্য শেষ হওয়া কাজের পর তুলা ছবি।

Address

Jamalpur Sadar Upazila
2010

Telephone

+8801603259845

Website

Alerts

Be the first to know and let us send you an email when Panjabi & Nokshi house posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share