07/02/2024
শাকিব খানের বিশাল বড় ভক্ত আমি। অনেক সিনেমা দেখে বিশাল বড় কিছু কাজে নিজেকে তখন শাকিব খানের একশন, সাহসিকতা ইত্যাদি মনে করে নিজেই নায়কের ভূমিকায় নেমে যাই সমস্যা সমাধানের মুখোমুখি হতে। অসংখ্য ধণ্যবাদ প্রিয় শাকিব খানকে - আমার জীবনে অনেক বিষয়ে শাকিব খানকে অনুসরন অনুকরন করে নিয়মিতই সফলতা পেয়ে থাকিই।এই ঘটনায়ও নায়কসুলভ ভাব নিয়ে সাহসিকতার মুখোমুখি হয়েছিলাম। গত শুক্রবার রাত ৮ টার দিকে ১ টা মেয়েকে দুর্ঘটনা ঘটার হাতথেকে সরাসরি রক্ষা করলাম। এই প্রথম দুঃসাহসিকতায় নিজের জীবনের ঝুকি নিয়ে একটা ঘটনার মুখোমুখি হয়েছি ও সফলভাবে মেয়েটিকে নিরাপদে পৌছানোর ব্যবস্হা করেছি।
সেই ঘটনার বিস্তারিত বর্ণনা দিলাম। এই ভিডিও বার্তা দেয়া মূলত আমাদের সবার আবারো সতর্কতা,সচেতনতা,নিরাপত্তার বিষয়গুলো খুব গুরুত্ব দিতে হবে সবসময়ই।
© Anamul Haque : https://www.facebook.com/100000049909736/posts/7714908991854021/