16/10/2025
"রাতের আকাশে যখন তারারা জ্বলতে শুরু করে, তখন আমি তোমার মনোমুগ্ধকর হাসির কথা ভাবতে না পেরে থাকতে পারি না। তুমিই সেই আলো যা আমার পৃথিবীকে আলোকিত করে, এবং আমি তোমাকে আমার জীবনে পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করি। তোমার ঘুম শান্তিপূর্ণ হোক এবং তোমার স্বপ্ন ভালোবাসা এবং সুখে ভরে উঠুক। শুভ রাত্রি, আমার প্রিয়।