08/06/2025
গ্রীষ্মকাল এলেও কোকিলের ডাক যেন এখনো বসন্তের রং মুছে যেতে দিচ্ছে না!
ঋতু বদলাচ্ছে, প্রকৃতি তার আপন ছন্দে চলছে।
তবু কোকিলের সুরে বসন্তকাল মিশে আছে—
গ্রীষ্মকালকে ওর মধুর সুরে ভাসিয়ে রাখছে।
এ যেন প্রকৃতির সবচেয়ে মিষ্টি উপহার! 💛🎶
#গ্রীষ্মকাল #বসন্তকাল #কোকিলেরডাক #ঋতুবদল #বাংলারঋতু #প্রকৃতিরছোঁয়া #কবি_মন #বাংলাররং