বাংলা মজার গল্প-funny status এপস

বাংলা মজার গল্প-funny status এপস বাংলা মজার গল্প-Funny Status এপস টা প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। আপনি ইনস্টল করে দেখতে পারেন। ইন্সটল করতে play game এ ক্লিক করুন।
(3)

19/09/2025

প্রচন্ড মাথা ব্যথা করছে।ছাত্রীদের দিকে তাকিয়ে বললাম

" কারো কাছে মাথা ব্যথার টেবলেট আছে? "

একটা মেয়ে উঠে দাঁড়ালো।বললাম " নিয়ে এসো "

দুইহাতে মাথা চেপে ধরে চেয়ারে বসে আছি।মেয়েটা আসলো।মৃদু স্বরে বললো

" স্যার,এইযে ট্যাবলেট "

ট্যাবলেটটা নেওয়ার সময় ছাত্রীর চোখে চোখ পড়লো।মাথা ব্যথা মুহুর্তেই শেষ।মনের ব্যথা শুরু হয়ে গেলো।ছাত্রীকে ভিষন বলতে ইচ্ছে করলো

" এই মেয়ে,মনের ব্যথা ঠিক করতে পারো? "

আফসোস! বলতে পারলাম না।

19/09/2025

পুরুষ মানুষ হচ্ছে আলুর মতো
এরা যেকোনো নারীর সাথে ম্যাচিং হয়ে যায়!🫣

19/09/2025

মাথা ঠিক নাই যেকোনো সময় বিয়ে করে ফেলতে পারি

19/09/2025

গত পরশু থেকে বৌ আমাকে বিভিন্ন মেয়ের ছবি দেখিয়ে বলছে "পছন্দ হইছে?"

আমি বুঝলাম না, হঠাৎ বৌয়ের কী হইছে? যেখানে বৌয়ের জ্বালায় ফ্রেন্ড লিস্টে কোনো সুন্দরী মেয়েকে রাখতে পারি না। যে দুই একটা আছে সেগুলোকে একটা উছিলায় রাখতে পারছি "এরা লালসালুর কাস্টমার, এদেরকে রাখতেই হবে"। এমন অবস্থায় বৌ কেন আমাকে এইসব সুন্দরীদের ছবি দেখাচ্ছে বুঝলাম না। মনে হয় এর পিছনে কোনো ষড়যন্ত্র তত্ব লুকিয়ে আছে।

যাহোক বৌ আমাকে ফাঁদে ফেলে ব্যাম্বো দেয়ার চেস্টায় আছে বুঝলাম। এদিকে আমিও এবার ফাঁদে পড়ব না। যে মেয়ের ছবিই দেখায় না কেন আমি উত্তর দেই "পছন্দ হয় নাই"। আমার ধারনা আমি যদি একবার বলি ''এই মেয়েটাকে পছন্দ হইছে, তাহলে লাইফ ত্যানা ত্যানা।" মুখ ঝামটা মেরে বলবে "ও, আমিতো পুরনো হয়ে গেছি, এখন এইসব মেয়েদেরকে ভালো লাগবে। যাও ওদের কাছেই যাও। আমাকে আর লাগবে না।" এভাবে আমার রাতের ঘুমটা হারাম করে দিবে। না, বৌয়ের এই ফাঁদে পা দেয়া যাবে না।

একটা জিনিস খেয়াল করলাম, বৌ আমাকে যেসব মেয়ের ছবি দেখাচ্ছে সবগুলোই একটার চেয়ে একটা সুন্দর। আমার সবগুলোকেই পছন্দ হয়। কিন্তু পুরুষ মানুষের বুক ফাটে তো মুখ ফোটে না। বলতে পারি না, সবগুলো মেয়েকে আমার পছন্দ হইছে। ৩ দিনে কম হলেও ১০০ টা মেয়ের ছবি দেখাইছে। কী আর করা, চুপচাপ থাকি।

কিন্তু রহস্যটা আমি এখনো বুঝতে পারছি না। বৌ কেন আমাকে বারবার বিভিন্ন সুন্দরীদেরকে দেখাচ্ছে আর বলছে "এটা পছন্দ হয়?" আমি কয়দিন আর ফাঁদে না পড়ে থাকব? বৌ যদি নতুন টেকনিক অবলম্বন করে?

এবার বৌ নতুন টেকনিকই অবলম্বন করল-তিনটা মেয়ের ছবি দেখিয়ে জিজ্ঞেস করল "এখান থেকে কোনটা পছন্দ হয়?"
ছবিগুলো দেখলাম, মাঝের মেয়েটার চেহারায় একটা মায়া মায়া ভাব আছে। এটাকে পছন্দ হয়। এবার আমি যদি সত্যি কথা বলি তাহলে ঘরে আগুণ লেগে যাবে। আমি অনেক কস্টে মিথ্যা কথাটা বললাম "একটাও পছন্দ হয় নাই।"

"তাহলে তোমার কী রকম পছন্দ?" বৌ এবার রেগে গেল "তোমাকে ৩ দিন ধরে এতগুলো থ্রিপিসের ছবি দেখালাম আর তুমি বলছ একটাও পছন্দ হচ্ছে না। তাহলে তুমি পছন্দ করে একটা কিনে দেও। দেখি তোমার পছন্দ কেমন। ঈদের তো আর বেশি দেরি নাই।"

আমি এতদিন এগুলা কী ভাবলাম।

গল্পের নাম- বেডা মানুষ
লেখক- বিবাহিত লালসালু

18/09/2025

ফানি গল্প — না পড়লে মিস করবেন।😂😂😂

বল্টুর বউ সকালে ঘুম থেকে উঠে বল্টু কে বলতেছে:-
বউ : কিগো, চা কোথায়?😒

বল্টু তা শুনে হন হন করে বাড়ি থেকে বেড়িয়ে যাচ্ছে...

বউ : কিগো কোথায় যাচ্ছ?🙄

বল্টু : উকিলের কাছে!🥺

বউ : ওমা! কেন?😧

বল্টু : তোমাকে ডি- ভোর্স দেবো!😒
(এই বলে বল্টু ঘর থেকে বেড়িয়ে গেল)

কিছুক্ষন পর বল্টু বাড়িতে ফিরে এছে মাথা নিচু করে☹️
রান্নাঘরের দিকে গেল!!😶
তা দেখে তার বউ তার পেছন পেছন গিয়ে__

বউ : কিগো কি হলো উকিলের বাসায় গিয়ে?🙄

বল্টু : কি আর হবে! ওখানে গিয়ে দেখি উকিল বাসন মাজতেছে!!🙂🙂

18/09/2025

শ‍্যামলবাবু অবসরের পর পাওয়া ৬২ লাখ টাকা এক ব‍্যাংকে স্ত্রীর সঙ্গে যৌথ অ্যাকাউন্টে রাখেন। ATM কার্ডের PIN-ও স্ত্রীকে জানিয়ে রাখেন। কখন কি দরকার পড়ে,বলা যায় না।

শ‍্যামলবাবু একদিন বাইরে যাওয়ার সময় ভুল করে নিজের মোবাইল ফোনটি বাড়িতে রেখে যান। "কোথাও কি পড়ে গেল?" এই চিন্তা করতে করতে দ্রুত পায়ে বাড়ি ফিরে আসেন এবং দেখেন মোবাইলটা টেবিলের উপরেই আছে। দু:শ্চিন্তা দূর হতেই স্ত্রীকে জিজ্ঞাসা করলেন,"কোন ফোন এসেছিল?"

স্ত্রী বললেন,"ব‍্যাংক থেকে ম‍্যানেজার ফোন করেছিলেন।"

শ‍্যামলবাবু শুনেই ঘামতে শুরু করলেন। জিজ্ঞাসা করলেন, "ম‍্যানেজার কি বললেন?"

"উনি আমাদের যৌথ অ্যকাউন্ট আপডেট করার জন্য কিছু তথ্য জানতে চাইলেন এবং বললেন একটা OTP যাবে মোবাইলে এবং সেটা জানালেই অ্যাকাউন্ট আপডেট হয়ে যাবে।"-স্ত্রী বললেন।

শ‍্যামলবাবুর অজ্ঞান হয়ে যাওয়ার উপক্রম। সমস্ত সঞ্চয় বোধহয় শেষ হয়ে গেল! গলা শুকিয়ে গেল। খবরের কাগজে রোজ যা দেখেন! উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলেন,"তুমি কি OTP বলে দিয়েছ?"

"ব‍্যাংক ম‍্যানেজার জিজ্ঞাসা করলেন,আমি কি না জানিয়ে পারি?"

শ‍্যামলবাবু চেয়ারে বসে পড়লেন,দরদর করে ঘামতে শুরু করলেন নি:স্ব হয়ে যাওয়ার ভয়ে। ভয়ে ভয়ে মোবাইলটা তুলে নিয়ে অ্যাকাউন্টে ব‍্যালান্স চেক করলেন। অবাক বিস্ময়ে দেখলেন অ্যাকাউন্টে ৬২ লাখ টাকাই আছে। গ‍্যাংটি টাকা সরিয়ে নিতে পারেনি। ঘাম দিয়ে জ্বর ছাড়ল।

স্ত্রীকে জিজ্ঞাসা করলেন - "কত নম্বর OTP এসেছিল?"
স্ত্রী বললেন-৮০৮২
"তুমি ঠিকঠাক বলে দিলে?"
"আমি ৪০৪১ বলেছি। আমিতো পুরোটা বলতে পারিনা। যৌথ অ্যকাউন্ট,তাই হাফ বলেছি। আমি তো ব‍্যাংকের কর্মচারীর স্ত্রী,জানি এ টাকার অর্ধেক তো আমার। তাই OTP-ও হাফ বলেছি।"

শ‍্যামলবাবু স্ত্রীকে কি বলবেন বুঝে উঠতে পারছেন না।

18/09/2025

#মুড়িমাখা_আর_সিরিয়াল

- মা! ও মা! কই গেলে গো?

- চানাচুর, বাদামভাজা, পেঁয়াজ, মরিচ দিয়ে মুড়ি মাখাচ্ছি। খাবি নাকি একগাল?

- আরে মুড়ি মাখা বাদ দাও। মুখার্জী কাকিমার মেয়ে রিনি পালিয়ে বিয়ে করে নিয়েছে শুনেছো?

- বাসী খবর! চপের ঠোঙাটা নিয়ে আয় তো টেবিলে।

- তুমি তাহলে এই বিষয়ে কি ভাবলে?

- এই বিষয়ে আবার ভাবার কি আছে??
চপের সাথে মুড়ি সবসময়ই ভাল্লাগে।

- আরে ধুত্তোর চপ মুড়ি! আমি বলছি যে রিনি আর আমি তো সমবয়সী। রিনির বিয়ে হয়ে গেলো। আমার বিয়ে নিয়ে কিছু ভাববে না?

- হুম। তোর বাবার জন্য মোচার চপ আছে। ঐ বাটিটায় দিয়ে দে তো।

- আরে মা! রাখো না তোমার মোচার চপ, আলুর চপ। আমার বিয়ে দেবে না? আমার এমনিও ফোর্থ সেমিস্টারে পাশ করার সম্ভাবনা নেই। তার থেকে আমার বিয়ে দিয়ে দাও। আমি ব্রাইডাল মেকাপ করবো, ফটো তুলবো, মাটন খাবো আর…

- টিভি চালা তো। সিরিয়াল শুরু হয়ে গেলো।

- আরে ধুর! আমি বিয়ে করতে চাইছি, সেটা বুঝতে পারছো না?

- বুঝতে পারছি তো। আয় আমার পাশে বস, সিরিয়াল দেখবি আয়।

- ধুর্! কি দেখবো সিরিয়ালে??
সেই তো বিয়ের পর বৌ গিয়ে শ্বশুরবাড়িতে বাসন মাঝছে, রান্না করছে, শাশুড়ির পায়ে তেলমালিশ করছে, বরের দুটো বিয়ে সাথে আবার গার্লফ্রেন্ড, সেই গার্লফ্রেন্ড এসে সিঁড়িতে তেল ছড়িয়ে বৌকে গড়িয়ে ফেলে দিচ্ছে, পায়েসেয় নুন মিশিয়ে দিচ্ছে, আলুভাজায় চিনি মিশিয়ে দিচ্ছে… উফ্ জ্বালার একশেষ!

- এই জন্যই তো বলছি! আমার পাশে বস! চপ মুড়ি খেতে খেতে দুটো চারটে সিরিয়াল দেখ! দেখবি আর বিয়ে করার ইচ্ছেই নেই! আয়, বোস।

- মা!!

- আয়, আয়। বস। নে, মুড়ি খা। দেখবি, আজকে সিরিয়ালের বরের আগের পক্ষের বৌ প্লাস্টিক সার্জারি করে আসবে। বিয়ে করার কত জ্বালা বুঝতে পারবি। দেখ সিরিয়ালটা দেখ।

18/09/2025

ছোটবেলায় কবিতা পড়তাম, আমি হবো সকাল বেলার পাখি কিন্তু হয়ে গেছি রাত জাগা পেঁচা।🙂

18/09/2025

একটি ফানি পোস্ট 🤣🤣🤣
বা-স-র রাতে বউয়ের ঘোমটা টা খুলেই

চ'মকে উঠলাম!😯

মীম মীম বলে এক দৌড়ে রুমের বাহিরে

চলে গেলাম!🏃🏃

-এটা কি করে সম্ভব??🤔🤔

মীম কি দিন দিন যুবতী হচ্ছে??🤨

সেই ১৬ বছর আগে আমার গার্লফ্রেন্ড

ছিলো মীম!💃💃

"
ওর বিয়ে হয়ে যাওয়ার পর

ডিসিশন নিয়েছিলাম

আর বিয়েই করবো না জীবনে!😒💔

ব্যাস! বাবার ব্যবসা দেখা-শুনা করতে

শুরু করলাম!

অনেক উন্নতি করেছি ব্যবসায়

এই ১৬ বছরে!🚗🏩🏣

বিয়ে করতে চাইছিলাম না!😒

কিন্তু আম্মা অসুস্থ হয়ে যাওয়ায়

আর বাবার চাপে

এক প্রকার বাধ্য হয়েই বিয়ে করতে

হয় আমাকে,,,,,,👸🌺👳

"
বউকে আমি দেখতেও যাইনি!😒

বাবা সব ম্যানেজ করেছেন!

কিন্তু মীম এই ১৬ বছর পরেও

এই যৌ//ব//ন কিভাবে ধরে রাখলো ?🤔

ও তো আরও ছোট হয়ে গেছে?😋

এটা কেমনে সম্ভব??😯

"
আমার চিল্লানি শুনে বাবা

নিচ তলা থেকে হাক জুড়েছেন,,,,📢

"ছোটকালের স্বভাব এখনো

গেলো না তোর!?? যা রুমে যা!☹️

আমি বাবাকে খুব ভ-য় পাই!

তাই জলদি করে রুমে চলে গেলাম!🏩

রুমে গিয়ে দেখলাম

বউ আমার খুব কা*ন্না করতেছে!😭😭

আমি বললাম কি হয়েছে তোমার?

কান্না শুরু করলে কেন⁉️

--বউ বললো, আপনি আমার মায়ের

নাম জানলেন কি করে??🤔👸

আমি: মানে কি? প্রশ্ন করলাম??

বউ: মানে আমার আম্মুর নাম হচ্ছে মীম!

আর আমি দেখতে হুবহু আমার

আম্মুর মতো হয়েছি!🙈🙈

আমি: ওহহহহ তাই বুঝি!!😋😋

মনে মনে বললাম,

সবুরে মেওয়া ফলে!💯

একটু ধৈর্য ধরলে গার্লফ্রেন্ড

শাশুড়ীও হয়!!🐼🤣🤣
"
আরো নতুন নতুন বিনোদন পেতে পেইজটা ফলো করে সাথেই থাকুন

18/09/2025

যে পর্যায়ে গেলে বিয়ে ছাড়া আর কোন সমাধান খুঁজে পাওয়া যায় না, সেই পর্যায়ে আছি।

17/09/2025

হঠাৎ আমার ফোনে একটি মেসেজ আসলো। ওপেন করে দেখি সত্তর টাকার গ্রামীনফোন রিচার্জ । বুঝতে আর বাকি রইলো না এ টাকা কোথা থেকে কিভাবে আসলো।
আমার ছাতা হারানোর একটা অভ্যাস আছে। জীবনে কয়টি ছাতা হারিয়েছি তার হিসেব নেই। এইবার ছাতা কেনার পর ভিতরের দিকে লিখে রাখলাম "এই ছাতাটি কেউ পেলে নিম্ন নম্বরে সত্তর টাকা রিচার্জ করুন। ছাতার দাবি স্বেচ্ছায় ছেড়ে দেবো"।
কিছু দিন আগেই আমার ছাতাটি হারিয়ে গেছে। নিশ্চয়ই যেই ভদ্রলোক বা ভদ্রমহিলা ছাতাটি পেয়েছেন তিনিই এই টাকাটা পাঠিয়েছেন। আমার ফোনে ভুল করে কেউ কোনদিন দশ টাকাও পাঠায়নি তাই আমি ওভার শিওর।
.
কিছু দিন পর আবার সত্তর টাকা আসলো। নিশ্চিত সেই ভদ্রলোক বা ভদ্রমহিলা ছাতাটি হারিয়ে ফেলেছেন। দোয়া করলাম, ছাতা আপনি হারাতে থাকেন। সারা জীবনের ছাতা হারানোর টাকা একবারেই তুলে নিবো ইনশাআল্লাহ।
কেউ চাইলে ৫টা ছাতা দিয়েও নতুন ব্যবসা শুরু করতে পারেন। ছোট ভাই হিসেবে একটা পরামর্শ দিলাম, আবার মাইন্ড করে বসবেন না।

15/09/2025

বউয়ের সাথে ঝগড়া করে 😖
এক লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে।🚶
হঠাৎ করে লোকটার পায়ের উপর একটা👣
বিশাল 🐍 অজগর সাপে কামড় দিলো। 🤪
কামড় খাওয়ার সঙ্গে সঙ্গে লোকটা হা হা হা করে হাসতে লাগলো। 😂😂
সাপটা রাগান্বিত হয়ে আরও একটা 😡 কামড় দিলো। 🤪
এই বার লোকটা আরও জোরে হাসতে লাগলো। 😂😂
এইবার সাপটা রাগান্বিত 😠 হয়ে আরও জোরে একটা কামড় দিলো। 🤪
লোকটা আরও জোরে হা হা হা হা করে হাসতে লাগলো। 😂😂
সাপটি এই বার রাগান্বিত হয়ে 😡 লোকটা'কে বললো,
“আমি সাপ, আমার দুইটা দাঁত বসিয়ে তোরে কামড় দিলাম আর তুই হাসতাছোস, ব‍‍্যাপারটা কি??” 😂😂
লোকটা উত্তরে বললো,
“হায়রে!!
আমার বউ আমারে প্রতিদিন ৩২ টা দাঁত দিয়ে কামড়ায় তাতে 😱 আমার কিছু হয় না। 😲
আর তোর তো মাত্র দুইটা।” 😁😁

সাপ বেহুঁশ। 😁😁

Address

Hajipur Bajar
Jamalpur Sadar Upazila

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাংলা মজার গল্প-funny status এপস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share