18/09/2025
#মুড়িমাখা_আর_সিরিয়াল
- মা! ও মা! কই গেলে গো?
- চানাচুর, বাদামভাজা, পেঁয়াজ, মরিচ দিয়ে মুড়ি মাখাচ্ছি। খাবি নাকি একগাল?
- আরে মুড়ি মাখা বাদ দাও। মুখার্জী কাকিমার মেয়ে রিনি পালিয়ে বিয়ে করে নিয়েছে শুনেছো?
- বাসী খবর! চপের ঠোঙাটা নিয়ে আয় তো টেবিলে।
- তুমি তাহলে এই বিষয়ে কি ভাবলে?
- এই বিষয়ে আবার ভাবার কি আছে??
চপের সাথে মুড়ি সবসময়ই ভাল্লাগে।
- আরে ধুত্তোর চপ মুড়ি! আমি বলছি যে রিনি আর আমি তো সমবয়সী। রিনির বিয়ে হয়ে গেলো। আমার বিয়ে নিয়ে কিছু ভাববে না?
- হুম। তোর বাবার জন্য মোচার চপ আছে। ঐ বাটিটায় দিয়ে দে তো।
- আরে মা! রাখো না তোমার মোচার চপ, আলুর চপ। আমার বিয়ে দেবে না? আমার এমনিও ফোর্থ সেমিস্টারে পাশ করার সম্ভাবনা নেই। তার থেকে আমার বিয়ে দিয়ে দাও। আমি ব্রাইডাল মেকাপ করবো, ফটো তুলবো, মাটন খাবো আর…
- টিভি চালা তো। সিরিয়াল শুরু হয়ে গেলো।
- আরে ধুর! আমি বিয়ে করতে চাইছি, সেটা বুঝতে পারছো না?
- বুঝতে পারছি তো। আয় আমার পাশে বস, সিরিয়াল দেখবি আয়।
- ধুর্! কি দেখবো সিরিয়ালে??
সেই তো বিয়ের পর বৌ গিয়ে শ্বশুরবাড়িতে বাসন মাঝছে, রান্না করছে, শাশুড়ির পায়ে তেলমালিশ করছে, বরের দুটো বিয়ে সাথে আবার গার্লফ্রেন্ড, সেই গার্লফ্রেন্ড এসে সিঁড়িতে তেল ছড়িয়ে বৌকে গড়িয়ে ফেলে দিচ্ছে, পায়েসেয় নুন মিশিয়ে দিচ্ছে, আলুভাজায় চিনি মিশিয়ে দিচ্ছে… উফ্ জ্বালার একশেষ!
- এই জন্যই তো বলছি! আমার পাশে বস! চপ মুড়ি খেতে খেতে দুটো চারটে সিরিয়াল দেখ! দেখবি আর বিয়ে করার ইচ্ছেই নেই! আয়, বোস।
- মা!!
- আয়, আয়। বস। নে, মুড়ি খা। দেখবি, আজকে সিরিয়ালের বরের আগের পক্ষের বৌ প্লাস্টিক সার্জারি করে আসবে। বিয়ে করার কত জ্বালা বুঝতে পারবি। দেখ সিরিয়ালটা দেখ।