জামালপুর ডিস্ট্রিক্ট টিম

জামালপুর ডিস্ট্রিক্ট টিম Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from জামালপুর ডিস্ট্রিক্ট টিম, Digital creator, Jamalpur District, Jamalpur Sadar Upazila.
(12)

সৃজনশীল সাবলীল ধারায় লেখা, ছবি ও ভিডিওর মাধ্যমে জামালপুর জেলাকে রিপ্রেজেন্ট করার আপ্রাণ চেষ্টা..!
জামালপুর জেলার বিভিন্ন দর্শনীয় স্থানের ছবি/ভিডিও পাঠিয়ে দিন আমাদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে👉01626126960👈
Facebook.com/jamalpurdistrictteam জামালপুর জেলার ইতিহাস সম্পর্কে সঠিকভাবে ধারণা পেতে হলে প্রখ্যাত আউলিয়া হযরত শাহ জামাল (র:) ও হযরত শাহ কামাল (র:) এ দুই বুজুর্গ ব্যক্তির নাম স্মরণ করতে হয়। ইসল

াম তথা মানবতার বাণী প্রচারের জন্য হযরত শাহ জামাল (র:) দিল্লীর বাদশাহ আকবরের সময়কালে সুদূর ইয়েমেন দেশ থেকে ইসলাম প্রচারের জন্য জামালপুরে তশরিফ রাখেন। জামালপুর শহরের আদি নাম সিংহজানী। হযরত শাহ জামালের (র:) নামে কোন মৌজা, গ্রাম হাট-বাজার কিছুই নেই। আমাদের পরম সৌভাগ্য যে এ পূণ্যবান ব্যক্তির মাজার শরীফ জামালপুর শহরে অবস্থিত। তাঁর পবিত্র নামেই এ জেলার নামকরণ করা হয়েছে।

জামালপুর ময়মনসিংহ জেলার মধ্যে প্রথম মহুকুমা হিসেবে ১৮৪৫ সালে মর্যাদা লাভ করে। মহুকুমা সৃষ্টি হওয়ার ১৩৩ বছর পরে ১৯৭৮ সালের ২৬ ডিসেম্বর জেলার মর্যাদা পায়। জামালপুর জেলা গঠনের আন্দোলন মূলত: বঙ্গভঙ্গের পরে ১৯১২ সালেই সূচীত হয়। ১৯১২ সালে লর্ড কার্জন জামালপুরকে জেলা করার ঘোষণা দেন। ১৯১৯ সালের দিকে ধনবাড়ীর নবাব নওয়াব আলী চৌধুরী ধনবাড়ীকে জেলা সদর করে জামালপুর ও টাঙ্গাইলকে নিয়ে একটি জেলা করার প্রস্তাব করেন। কিন্তু এতে জামালপুর ও টাঙ্গাইলবাসী কোন পক্ষই সমর্থন করেনি। ১৯০৮ সালে শেরে-ই-বাংলা এ কে ফজলুল হক জামালপুর এর মহুকুমা প্রশাসক থাকার সময় জামালপুরকে জেলা করার দাবী আরো বেগবান হয়ে উঠে। জামালপুরকে জেলা হেডকোয়ার্টার করার জন্য ১৯১৭ সালে জামালপুর পৌর এলাকায় ২৩৫ একর জমি সরকার অধিগ্রহণ করে। ১৯২০ সালে টাঙ্গাইল জেলার গোপালপুর থানার কয়েকটি গ্রাম সরিষাবাড়ী থানার সাথে সংযুক্ত করা হয়। ১৯৩৮ সালে তৎকালীন বিদ্যোৎসাহী ব্যক্তিদের উদ্যোগে জামালপুরকে জেলা করার দাবী সর্বস্তরের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। জামালপুর না টাঙ্গাইল কোথায় জেলা সদর হবে এ নিয়ে তৎকালীন বৃটিশ সরকারও কোন সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারেনি। এ সময়ে বন্যা, সাম্প্রদায়িক দাঙ্গা ইতাদি কারণে জামালপুর জেলার বাস্তবায়ন পিছিয়ে পড়ে। ঐ সময়ে কংগ্রেস ও মুসলিমলীগের বহু প্রভাবশালী নেতা থাকলেও নিজেদের কোন্দলের কারণে তারা জামালপুর জেলার বাস্তবায়ন দেখে যেতে পারেননি, যথাযথ কর্তৃপক্ষের নিকট তুলে ধরতে পারেননি জামালপুর জেলা গঠনের প্রয়োজনীয়তা। যে কারণে জামালপুর জেলা প্রতিষ্ঠিত হতে প্রায় ১৩৩ বছর সময় লেগেছে।

১৯৭১ সালে ১০ ডিসেম্বর জামালপুর হানাদার বাহিনী মুক্ত হয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেই জামালপুরকে জেলা করার দাবী আবারো বেগবান হয়ে উঠে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ১৯৭৫ সালে জামালপুরকে জেলা করার প্রতিশ্রুতি দেন। ১৯৭৮ সালে ২৬ ডিসেম্বর জামালপুর বাসীর জন্য একটি আনন্দের দিন। কারণ এ দিনে জামালপুরকে স্বাধীন বাংলাদেশের ২০তম জেলা হিসেবে ঘোষণা করা হয়।

জামালপুর জেলা সৃষ্টির প্রতিষ্ঠা লগ্নে যে সকল সরকারী কর্মকর্তা বিশেষ অবদান রেখেছেন তাদের মধ্যে তৎকালীন মন্ত্রিপরিষদ সচিব জনাব কেরামত আলী, ঢাকা বিভাগীয় কমিশনার জনাব খানে আলম খান, ময়মনসিংহের জেলা প্রশাসক জনাব বদিউর রহমান, জামালপুর মহুকুমা প্রশাসক জনাব আব্দুর রশিদ প্রমুখ উল্লেখযোগ্য।

17/09/2025

জামালপুর সদরের শ্রীপুরে জমি নিয়ে বিরোধের জেরে পিতা রুহুল আমীনকে পি'টি'য়ে মেরে ফেলেছে ছেলে আমিনুল!

JAMALPUR DISTRICT TEAM গ্রুপে মডারেটর নিয়োগ 📢প্রিয় সদস্যবৃন্দ,জামালপুর জেলার প্রতিটি উপজেলা থেকে একজন করে মোট ৭ জন মডারে...
17/09/2025

JAMALPUR DISTRICT TEAM গ্রুপে মডারেটর নিয়োগ 📢

প্রিয় সদস্যবৃন্দ,
জামালপুর জেলার প্রতিটি উপজেলা থেকে একজন করে মোট ৭ জন মডারেটর নেওয়া হবে।

👉 উপজেলা সমূহ:
1️⃣ জামালপুর সদর
2️⃣ মাদারগঞ্জ
3️⃣ মেলান্দহ
4️⃣ ইসলামপুর
5️⃣ সরিষাবাড়ী
6️⃣ বকশীগঞ্জ
7️⃣ দেওয়ানগঞ্জ

✅ শর্তাবলী ও গ্রুপের নিয়ম:

গ্রুপের নিয়ম মেনে চলতে হবে এবং অন্যদেরও মানতে উৎসাহিত করতে হবে।

প্রতিদিন ন্যূনতম ৫০+ জনকে গ্রুপে ইনভাইট করতে হবে।

অশালীন/অশোভন/রাজনৈতিক বা ধর্মীয় বিভাজনমূলক পোস্ট করা যাবে না।

স্প্যাম, ভুয়া খবর, গুজব, অপ্রয়োজনীয় লিংক পোস্ট করা নিষিদ্ধ।

সবাইকে সম্মান করতে হবে, কোনো ধরনের ব্যক্তিগত আক্রমণ করা যাবে না।

সক্রিয় থাকতে হবে এবং নিয়মিত পোস্ট/কমেন্ট/রিপোর্ট ম্যানেজ করতে হবে।

দায়িত্বশীল, ভদ্র ও সহনশীল হতে হবে।

👉 আগ্রহীরা ইনবক্সে মেসেজ করুন অথবা নিচে কমেন্ট করুন।
🟢 সুযোগ সীমিত, তাই দ্রুত যোগাযোগ করুন।

জামালপুর ডিস্ট্রিক্ট টিম 💚

আমাদের প্রতিবেশী রাষ্ট্র ময়মনসিংহে ঘটলো এক সিনেমাটিক কা'ণ্ড!গতকাল রাতে এক বয়ফ্রেন্ডকে ঘিরে দুই সুন্দরী নারীর মধ্যে শুরু ...
17/09/2025

আমাদের প্রতিবেশী রাষ্ট্র ময়মনসিংহে ঘটলো এক সিনেমাটিক কা'ণ্ড!
গতকাল রাতে এক বয়ফ্রেন্ডকে ঘিরে দুই সুন্দরী নারীর মধ্যে শুরু হলো তুমুল মা’রা’মা’রি 👊💔
এখন পুরো শহর জুড়ে শুধু এই নিয়েই আলোচনা—টপ অফ দ্য ময়মনসিংহ! 🔥

আজ ১৭ সেপ্টেম্বর ২০২৫, বুধবার জামালপুর জেলা স্টেডিয়ামে মাঠ কাঁপাতে নামছে —জামালপুর জেলা ফুটবল দল 🆚 গাজীপুর জেলা ফুটবল দল...
17/09/2025

আজ ১৭ সেপ্টেম্বর ২০২৫, বুধবার জামালপুর জেলা স্টেডিয়ামে মাঠ কাঁপাতে নামছে —
জামালপুর জেলা ফুটবল দল 🆚 গাজীপুর জেলা ফুটবল দল

✨ ইনশাআল্লাহ, খেলোয়াড়দের অনুপ্রেরণা হবেন আপনারা। আসুন, স্টেডিয়ামে উপস্থিত থেকে দেখিয়ে দিই— জামালপুরবাসীর হৃদয়ে এখনো ফুটবলের অমর ভালোবাসা বেঁচে আছে! ❤️⚽

🙌 দেখা হবে মাঠে, চলুন সবাই একসাথে গ্যালারি কাঁপাই!

JAMALPUR DISTRICT TEAM

📢 হারানো বিজ্ঞপ্তি 📢 আজ দুপুর ২টার সময় ময়মনসিংহ চরপাড়া হাসপাতাল এলাকা থেকে মোঃ দানেছ আলী নামের এক ব্যক্তি হারিয়ে গিয...
16/09/2025

📢 হারানো বিজ্ঞপ্তি 📢

আজ দুপুর ২টার সময় ময়মনসিংহ চরপাড়া হাসপাতাল এলাকা থেকে মোঃ দানেছ আলী নামের এক ব্যক্তি হারিয়ে গিয়েছেন।

ঠিকানা:
গ্রাম: রশিদপুর খেত্রীপাড়া
থানা ও জেলা: জামালপুর

যদি কোনো সহৃদয়বান ব্যক্তি তাঁর সন্ধান পান বা খোঁজ জানতে পারেন, অনুগ্রহ করে নিচের নাম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো 🙏

📞 01907710658
📞 01909446129

আমরা আধুনিক জামালপুরের স্বপ্ন দেখি!কিন্তু সামান্য বৃষ্টিতেই কাঁদা আর গর্তে ভরা রাস্তায়এ যেনো আদিম যুগের ফুটবল মাঠ! স্কুল...
16/09/2025

আমরা আধুনিক জামালপুরের স্বপ্ন দেখি!
কিন্তু সামান্য বৃষ্টিতেই কাঁদা আর গর্তে ভরা রাস্তায়
এ যেনো আদিম যুগের ফুটবল মাঠ!
স্কুলগামী শিশু থেকে পথচারী—সবাইকে পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে।
তখন প্রশ্ন জাগে — এ কোন উন্নয়নের ছোঁয়া!

লোকেশন: পিটি.আই – বউ বাজার রাস্তা, জামালপুর সদর।

JAMALPUR DISTRICT TEAM

16/09/2025

জামালপুর বটতলা রেললাইনে ট্রেনের নিচে শুয়ে পড়ে আ'ত্ম'হ'ত্যা করলেন একজন পুরুষ!

🚨 জরুরি সতর্কবার্তা 🚨জামালপুর পুলিশ সুপারের কার্যালয়ের বিপরীতে ব্রহ্মপুত্র খালের পাইলিং হঠাৎ ধসে পড়ে ৩ জন পথচারী গুরুতর ...
16/09/2025

🚨 জরুরি সতর্কবার্তা 🚨

জামালপুর পুলিশ সুপারের কার্যালয়ের বিপরীতে ব্রহ্মপুত্র খালের পাইলিং হঠাৎ ধসে পড়ে ৩ জন পথচারী গুরুতর আহত হয়েছেন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

👥 প্রত্যক্ষদর্শী কম্পপুরের আবুল হাসেম কাদো কণ্ঠে বলেন—
“আমরা হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ করেই মাটি ধসে নিচে পড়ে গেলাম। মনে হচ্ছিল অন্ধ কূপে পড়ে গেছি, দম বন্ধ হয়ে যাচ্ছিল। কয়েক মিনিট পর স্থানীয়রা আমাদের টেনে তোলে হাসপাতালে নিয়ে আসে।”

👉 ধারণা করা হচ্ছে, বহু বছর আগে নির্মিত এ পাইলিংয়ের নিচের অংশ ফাঁপা হয়ে যাওয়ায় ধসের ঘটনা ঘটেছে।
👉 এটি জনগুরুত্বপূর্ণ পথ হওয়ায় অবিলম্বে লোক চলাচল বন্ধ করা প্রয়োজন, নইলে আরও ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে।

📌 পৌরসভার লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
📌 পাইলিংটি পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন হওয়ায় দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

⚠️ সবাই সতর্ক থাকুন।
🙏 এ পোস্টটি শেয়ার করে জনসচেতনতা ছড়িয়ে দিন।

#জামালপুর #ব্রহ্মপুত্রখাল #সতর্কবার্তা #জনগুরুত্বপূর্ণ

সরকারি আশেক মাহমুদ কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র রাহিম, বাড়ি: রামনগর, আজ দুপুরে কলেজ পুকুরে গোসল করতে গিয়ে ম...
16/09/2025

সরকারি আশেক মাহমুদ কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র রাহিম, বাড়ি: রামনগর, আজ দুপুরে কলেজ পুকুরে গোসল করতে গিয়ে ম'র্মান্তিকভাবে পানিতে ডুবে যায়, ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ'ত ঘোষণা করেন।

(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

🤲 আল্লাহ রাহিমকে জান্নাতুল ফেরদৌস নসিব দান করুন।

#জামালপুর #দুর্ঘটনা #সংবাদ

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা ১ নং চর পাকেরদহ ইউনিয়নের কোয়ালিকান্দী বাজারে গরু হাটে এই মেয়েটিকে গত কয়েকদিন যাবৎ দেখা যাচ্ছ...
16/09/2025

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা ১ নং চর পাকেরদহ ইউনিয়নের কোয়ালিকান্দী বাজারে গরু হাটে এই মেয়েটিকে গত কয়েকদিন যাবৎ দেখা যাচ্ছে, তিনি অস্বাভাবিকভাবে চলাফেরা করছেন এবং কারো সঙ্গে কথা বলছেন না।

বর্তমানে মেয়েটি শফি মিয়া নামে এক ব্যাক্তির দায়িত্বে আছে বলে প্রাথমিক জানা গেছে, যদি কেউ মেয়েটির পরিবার বা ঠিকানা সম্পর্কে জানেন, দয়া করে দ্রুত তার পরিবারকে অবহিত / মেনশন করুন 🙏
📌 নইলে তার জীবন ও নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে।

জামালপুর ডিস্ট্রিক্ট টিম থেকে অনুরোধ থাকবে সবাই পোস্টটি বেশি বেশি শেয়ার করুন, আপনার একটা শেয়ারেই হয়তো মেয়েটি তার পরিবারের কাছে ফেরত যেতে পারে 🙏

#মানবিক_প্রয়াস
#জামালপুর #মাদারগঞ্জ

🕊️ শোক সংবাদনা ফেরার দেশে চলে গেলেন জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের এ্যাম্বুলেন্স ড্রাইভারমোঃ আব্দুল আজিজ চাচা।(ইন...
15/09/2025

🕊️ শোক সংবাদ

না ফেরার দেশে চলে গেলেন জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের এ্যাম্বুলেন্স ড্রাইভার
মোঃ আব্দুল আজিজ চাচা।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মরহুমের জানাজা নামাজ আজ রাত ৯:৩০ মিনিটে ডাকপাড়া চৌরাস্তার মোড়ে অনুষ্ঠিত হবে।

আল্লাহ রাব্বুল আলামীন মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করুন। 🤲

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৫ এর চ্যাম্পিয়ন জামালপুর পৌরসভা! 🏆🔥শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই উল্লাসে মেতে ...
15/09/2025

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৫ এর চ্যাম্পিয়ন জামালপুর পৌরসভা! 🏆🔥

শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই উল্লাসে মেতে ওঠে দর্শকরা— সরিষাবাড়ি উপজেলাকে ২-১ গোলে হারিয়ে শিরোপা ঘরে তুললো জামালপুর পৌরসভা টিম। 🎉💪

👏 খেলোয়াড়দের দুর্দান্ত পারফরম্যান্স আর সমর্থকদের অশেষ ভালোবাসায় জমজমাট হয়ে উঠলো ফাইনাল ম্যাচ।

✨ অভিনন্দন চ্যাম্পিয়ন জামালপুর পৌরসভা ও রানার আপ সরিষাবাড়ি উপজেলা দলকে।

দুটো টিমই প্রমাণ করেছে—জামালপুরবাসীর হৃদয়ে এখনো ফুটবলের প্রাণস্পন্দন বেঁচে আছে ❤️⚽

#ফুটবল #চ্যাম্পিয়ন #জামালপুর

Address

Jamalpur District
Jamalpur Sadar Upazila
2022

Alerts

Be the first to know and let us send you an email when জামালপুর ডিস্ট্রিক্ট টিম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share