Apu Creation

Apu Creation °
__Big Fan Of হযরত মোহাম্মদ (সাঃ).!🖤🌸
°
★ 𝐈 𝐚𝐦 𝐀𝐩𝐮 𝐇𝐚𝐬𝐚𝐧 ★

হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিন অর্থ:- আমার জন্য আমার আল্লাহ'ই যথেষ্ট.!☝️
(4)

19/09/2025

ধর্মপ্রান মুসলিমকে পথভ্রষ্ট করার জন্য এরাই যথেষ্ট। আল্লাহ ঘর মসজিদে কি দুনিয়াবি কথা বলা জায়েজ আছে?

#জামাতইসলাম #ইসলাম #জামাতশিবির

নেপালে আন্দোলনে অংশ গ্রহণকারী ছাত্ররা ফিরে যাচ্ছে কাম্পাসে। তারা ক্ষমা চেয়েছে ধ্বংস, আগুন ও জনজীবন বিপর্যস্তের জন‍্য। ছা...
14/09/2025

নেপালে আন্দোলনে অংশ গ্রহণকারী ছাত্ররা ফিরে যাচ্ছে কাম্পাসে। তারা ক্ষমা চেয়েছে ধ্বংস, আগুন ও জনজীবন বিপর্যস্তের জন‍্য। ছাত্ররা ক্ষমতার ভাগ চায়নি। অংশ নেয়নি লুটপাট, চাঁদাবাজি, মব, ভয়াবহ সন্ত্রাসী কাজে।
নতুন সরকার প্রধান সুশীলা কার্কিকে জানিয়ে দিয়েছে তাদের মনোভাব।
অন‍্য দিকে সুশীলা কার্কি ভোটের তারিখ জানিয়ে দিয়েছেন। তিনি ক্ষমতা নিয়েই ছাত্রদের ব‍্যবহার করে ভয়াবহ হিংসা বিদ্বেষমূলক তৎপরতায় জড়াননি। তারুণ‍্যেকে পাঠাননি বাড়ি বাড়ি মব তৈরি করে লুটপাটে। তিনি নিজের প্রতিষ্ঠানের কর মওকুফ , নতুন বাণিজ্য , আদম ব‍্যবসা, বিশ্ববিদ্যালয়ের অনুমোদন নেননি। ভোটের দিকে যাওয়ার কারণে তার এমন টার্গেটও নেই । উপদেষ্টার সংখ‍্যাও তিনি ছোট করেছেন ।
সুশীলা কার্কি শান্তিতে নোবেল পাননি । তিনি মানুষকে বোঝেন, মানবতা কি জানেন। মিডিয়া, মত প্রকাশের স্বাধীনতা জানেন। কথায় নয় বাস্তবে কর্ম দক্ষ একজন ব্যক্তিত্ব ।
তিনি কিভাবে অন্যদের থেকে আলাদা তা জানিয়ে দিয়েছেন।

ছবি: একজন ছাত্রের ক্ষমা চাওয়ার ও সুশীলাকে শ্রদ্ধার।

©️ Copy Post

বাংলাদেশের ইতিহাসে এরকম ব্যর্থ সরকার আর কোনদিন আসে নাই আসবেও না মনে হয়।🔥
08/09/2025

বাংলাদেশের ইতিহাসে এরকম ব্যর্থ সরকার আর কোনদিন আসে নাই আসবেও না মনে হয়।🔥

06/09/2025

আমরা এনসিপি, আমরা চুতিয়া ক্ষমতা পেয়েছি দেশ বোটয়া

আমরা কাপুরুষ, আমরা নৃশংস দেশটাকে আমরা করবোই ধ্বংস কিশোর গ্যাং আর জংগি সবই আমাদের সংগী আমরা এনসিপি, আমরা চুতিয়া ক্ষমতা পেয়েছি দেশ বেচিয়া

নির্লজ্জ সরকার,উলঙ্গ প্রশাসন,বিবস্র স্বাধীনতা,নগ্ন সমাজ,৷ বিপন্ন মানবতা! লজ্জিত বাংলাদেশ!গর্বিত রাজাকার!!😥
05/09/2025

নির্লজ্জ সরকার,উলঙ্গ প্রশাসন,বিবস্র স্বাধীনতা,নগ্ন সমাজ,৷ বিপন্ন মানবতা!
লজ্জিত বাংলাদেশ!
গর্বিত রাজাকার!!😥

31/08/2025

ফেব্রুয়ারি আসতে আসতে দেশের ছাল-চামড়া থাকবে না:
কুদ্দুস বয়াতি

ক্ষমতায় যেই আসুক মাইর শুধু ভিপি নূরের উপর দিয়েই যায়।🤧ভাল্লাগেনা বাল...
30/08/2025

ক্ষমতায় যেই আসুক মাইর শুধু ভিপি নূরের উপর দিয়েই যায়।🤧
ভাল্লাগেনা বাল...

তোমাকে মানুষ  যতটা প্লটিবাজ ভাবে – তুমি বাস্তবিকভাবে এর চেয়েও বড় পল্টিবাজ😊
29/08/2025

তোমাকে মানুষ যতটা প্লটিবাজ ভাবে – তুমি বাস্তবিকভাবে এর চেয়েও বড় পল্টিবাজ😊

29/08/2025

জীবনে যত বন্ধু
আসুক না কেন ল্যাংটা কালের বন্ধু গুলায় সেরা..!

প্রকৌশল শিক্ষার্থীদের পুলিশের লাঠিচার্জ-কাঁদানে গ্যাস
27/08/2025

প্রকৌশল শিক্ষার্থীদের পুলিশের লাঠিচার্জ-কাঁদানে গ্যাস

স্যারের আজকের স্ট্যাটাসের অপেক্ষায় আছি।
15/08/2025

স্যারের আজকের স্ট্যাটাসের অপেক্ষায় আছি।

ব্রাশ দিয়ে দেয়াল থেকে রঙ মুছে ফেলা যায়, ছবিও মুছে ফেলা যায়—কিন্তু হৃদয়ের দাগ আর স্মৃতিকে মুছে ফেলা সম্ভব নয়।💗
15/08/2025

ব্রাশ দিয়ে দেয়াল থেকে রঙ মুছে ফেলা যায়, ছবিও মুছে ফেলা যায়—কিন্তু হৃদয়ের দাগ আর স্মৃতিকে মুছে ফেলা সম্ভব নয়।💗

Address

Jamalpur Sadar Upazila

Website

Alerts

Be the first to know and let us send you an email when Apu Creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share