Colorful World Accessories With Zakir Enterprise

Colorful World Accessories With Zakir Enterprise This is a online and offline business page. If you want to know about our business so call now Mother ID card and ti house

জমির দলিল বৈধ কি না কিভাবে বুঝবেন?জমি কেনা বা বিক্রি একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ। এর সাথে জড়িত আইনি প্রক্রিয়াগুলি সঠিকভা...
10/04/2025

জমির দলিল বৈধ কি না কিভাবে বুঝবেন?
জমি কেনা বা বিক্রি একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ। এর সাথে জড়িত আইনি প্রক্রিয়াগুলি সঠিকভাবে বোঝা ও অনুসরণ করা জরুরি। জমির দলিল হলো এমন একটি গুরুত্বপূর্ণ নথি যা মালিকানার অধিকার প্রমাণ করে। তাই জমি কেনার আগে দলিলটি বৈধ এবং নির্ভরযোগ্য কিনা তা যাচাই করা অত্যন্ত প্রয়োজন।

দলিল যাচাই করার গুরুত্বপূর্ণ ধাপসমূহ:
১. দলিলের মূল কপি পরীক্ষা করুন:
দলিলটি সাব-রেজিস্ট্রারের স্বাক্ষর ও সিলসহ থাকতে হবে।
দলিলের সাথে সংযুক্ত ছবি এবং মালিকের বর্তমান ছবি মিলিয়ে দেখুন।
প্রতিটি পাতায় সরকার নির্ধারিত স্ট্যাম্প সঠিকভাবে লাগানো আছে কিনা নিশ্চিত করুন।

২. দলিলের তথ্য যাচাই করুন:
দলিলে মালিকের নাম, ঠিকানা, জমির পরিমাণ, খতিয়ান নম্বর, দাগ নম্বর ইত্যাদি তথ্য সরকারি রেকর্ডের সঙ্গে মিলিয়ে দেখুন।
সাক্ষীদের নাম, ঠিকানা ও স্বাক্ষর স্পষ্ট এবং যথাযথ কিনা যাচাই করুন।
৩. আইনি পরামর্শ গ্রহণ করুন:
একজন অভিজ্ঞ আইনজীবী দলিল পরীক্ষা করে বৈধতা নিশ্চিত করতে পারেন।
আইনি জটিলতা থাকলে তিনি সঠিক পরামর্শ দিতে পারবেন।
৪. অনলাইন যাচাই ব্যবস্থা ব্যবহার করুন:
ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট (e-porcha.gov.bd বা land.gov.bd) থেকে দলিল ও খতিয়ান যাচাই করতে পারেন।
কিছু বেসরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানও এই সুবিধা দেয়।

৫. সতর্কতা অবলম্বন করুন:
দলিলে সন্দেহজনক কিছু থাকলে লেনদেন থেকে বিরত থাকুন।
প্রতারণা থেকে বাঁচতে সব তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করুন।

গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর:
১) দলিলে কি সব তথ্য আছে?
মালিকের নাম, ঠিকানা, জমির পরিমাণ, খতিয়ান নম্বর, দাগ নম্বর, মৌজা, উপজেলা, জেলা ঠিকমতো আছে কিনা যাচাই করুন।

২) দলিলের স্ট্যাম্প ও রেজিস্ট্রেশন:
সরকার নির্ধারিত স্ট্যাম্প ব্যবহার হয়েছে কিনা এবং রেজিস্ট্রার কর্তৃক রেজিস্ট্রি হয়েছে কিনা নিশ্চিত করুন।

৩) মালিকানার ধরণ:

দলিলে মালিকানা অর্জনের মাধ্যম (উত্তরাধিকার, ক্রয়, দান ইত্যাদি) উল্লেখ আছে কিনা দেখুন।

৪) জমির বাস্তব অবস্থা:

জমি বাস্তবে আছে কিনা, দখলে আছে কিনা, ঋণ বা মামলা জর্জরিত কিনা খতিয়ে দেখুন।

৫) দলিলের বয়স:

১৯৭৬ সালের পূর্বের দলিল ‘পুরাতন’ হিসেবে ধরা হয়। অতিরিক্ত যাচাই দরকার হতে পারে।

৬) দলিলের ধরন:

সাধারণত ৪ ধরনের খতিয়ান রয়েছে: সিএস, এসএ, আরএস এবং বিএস।

৭) একাধিক মালিক:

দলিলে একাধিক মালিক থাকলে, সবার সম্মতি ও স্বাক্ষর ছাড়া বিক্রয় করা যাবে না।

৮) মিউটেশন (নামজারি):

নতুন মালিক হিসেবে খতিয়ানে নাম অন্তর্ভুক্ত করার জন্য মিউটেশন আবশ্যক।

৯) জাল দলিলের লক্ষণ:

ভুল বানান, অস্পষ্ট তথ্য, ভুয়া স্বাক্ষর, ও অস্বাভাবিক অসঙ্গতি থাকলে সতর্ক হোন।

১০) কোথায় যাচাই করবেন?

সাব-রেজিস্ট্রার অফিস: মূল দলিল যাচাইয়ের জন্য।

ভূমি অফিস/অনলাইন পোর্টাল: খতিয়ান ও অন্যান্য রেকর্ড যাচাইয়ের জন্য।

আইনজীবীর সহায়তা: সার্বিক আইনি যাচাইয়ের জন্য সর্বোত্তম।

নোট: উপরোক্ত তথ্যগুলো শুধুমাত্র প্রাথমিক ধারণা দেওয়ার জন্য। জমির দলিল যাচাই করার সময় অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেওয়া সবসময়ই উত্তম।

আপনি কি বিদেশ যেতে চান?তাহলে আপনার জন্য বিশ্বের বিভিন্ন দেশের ভিসা চেক করার লিংক ঘরে বসেই বিভিন্ন দেশের ভিসা চেক করুন:১।...
02/03/2025

আপনি কি বিদেশ যেতে চান?
তাহলে আপনার জন্য
বিশ্বের বিভিন্ন দেশের ভিসা চেক করার লিংক

ঘরে বসেই বিভিন্ন দেশের ভিসা চেক করুন:
১। তানজানিয়া www.tanzania.go.tz
২। কাতার www.moi.gov.qa/site/english
৩। কুয়েত www.moi.gov.kw
৪। পাকিস্তান www.moitt.gov.pk/
৫। সৌদি আরব www.moi.gov.sa/
৬। দুবাই/আরব আমিরাত www.moi.gov.ae
৭। মিশর www.moiegypt.gov.eg/english/
৮। বাংলাদেশ www.moi.gov.bd
৯। সাইপ্রাস http://moi.gov.cy/
১০। নেপাল http://www.moic.gov.np/
১১। আলবেনিয়া http://www.moi.gov.al/
১২। জামবিয়া http://www.moi.gov.gm/
১৩। জর্দান http://www.moi.gov.jo/
১৪। ইন্ডিয়া http://labour.nic.in/
১৫। কেনিয়া www.labour.go.ke/
১৬। ইটালী https://www.visaservices.org.in/Italy-Bangladesh-Tracking/
১৭। সিংগাপুর: www.mom.gov.sg/
সিঙ্গাপুরের ভিসা চেক করতে: http://singapore.embassyhomepage.com/
১৮। গ্রীস www.mddsz.gov.si/en
১৯। শ্রীলংকা: www.labourdept.gov.lk/
২০। দক্ষিণ আফ্রিকা www.labour.gov.za/
২১। ইরান: www.irimlsa.ir/en
২২। গানা www.ghana.gov.gh/
২৩। থাইল্যান্ড: www.mfa.go.th
২৪। বাহরাইন: www.mol.gov.bh
২৫। ভূটান www.molhr.gov.bt/
২৬। কলমবিয়া www.labour.gov.bc.ca/esb/ www.gov.bc.ca/citz
২৭। কানাডা: www.labour.gov.on.ca/english/
২৮। বারবাডোস www.labour.gov.bb/
২৯। কোরিয়া: www.moel.go.kr/english
৩০। জাপান www.mhlw.go.jp/english/
৩১। সাইপ্রাস www.mfa.gov.cy/
৩২। ভিয়েতনাম english.molisa.gov.vn/
৩৩। নিউজিল্যান্ড www.dol.govt.nz/
৩৪। নামিবিয়া www.mol.gov.na/
৩৫। মালদ্বীপ mhrys.gov.mv/
৩৬। মায়ানমার www.mol.gov.mm/
৩৭। লেবানন www.labor.gov.lb/
৩৮। পোল্যান্ড www.mpips.gov.pl/en
৩৯। ইংল্যান্ড www.ukba.homeoffice.gov.uk
৪০। বুলগেরিয়া www.mlsp.government.bg/en
৪১। আমেরিকা www.dvlottery.state.gov/ESC www.dol.gov/
৪২। স্পেন: www.mtin.es/en
৪৩। ইউক্রেইন www.mlsp.gov.ua/
৪৪। উগান্ডা www.mglsd.go.ug/
৪৫। পেলেস্তাইন www.mol.gov.ps/
৪৬। ব্রুনাই: www.labour.gov.bn/
৪৭। ইয়ামেন: www.dol.gov/
৪৮। নেদারল্যান্ড: english.szw.nl/
৪৯। জামবিয়া: www.mlss.gov.zm
৫০। অষ্ট্রেলিয়া: www.workplace.gov.au/
৫১। জিমবাবুয়ে www.dol.gov/
৫২। ফিলিফাইন: www.dole.gov.ph/
৫৩। মালয়েশিয়া: www.mohr.gov.my
৫৪। রাশিয়া: www.labour.gov.on.ca/
৫৫। ভারতীয় ভিসা আবেদন: www.indianvisaonline.gov.in/visa/
http://indianvisaonline.gov.in/visa/indianVisaReg.jsp
৫৬।UAE ভিসা চেক: http://united-arab-emirates.visahq.com/
৫৭।কানাডা : www.cic.gc.ca/english/index.asp
৫৮।ওমান : www.rop.gov.om/english/onlineservices-visastatus.asp
৫৯। ওমানের ভিসা : www.rop.gov.om/
৬০। Entry Permit চেক করার জন্য www.moi.gov.ae/
৬১। বাহরাইন www.markosweb.com/www/mol.gov.sa/
৬২। সৌদি আরব: www.saudiembassy.net/
৬৩। হাঙ্গেরী: www.huembwas.org/

যারা ঢাকায় চলাচল করেন তাদের জন্য প্রয়োজন হতে পারে তাই টাইম লাইনে রেখে দিতে পারেন--মেট্রোরেল এ কোন স্টেশনে নামলে, কোথায় ক...
21/02/2025

যারা ঢাকায় চলাচল করেন তাদের জন্য প্রয়োজন হতে পারে তাই টাইম লাইনে রেখে দিতে পারেন--
মেট্রোরেল এ কোন স্টেশনে নামলে, কোথায় কোথায় যেতে পারবেন..

♦️১) #উত্তরা_উত্তর (Uttara North): দিয়াবাড়ি, খালপাড়, রূপায়ণ সিটি, উত্তরা পশ্চিম থানা, জমজম টাওয়ার, সেক্টর-৭, ১০, ১২, ১৪,১৫,১৬, কামারপাড়া, সুইচগেইট, রানাভোলা, হাউজবিল্ডিং, রাজলক্ষী, জসীমউদ্দীন, এয়ারপোর্ট, টঙ্গী, কলেজ গেইট, টঙ্গী হয়ে বোর্ড বাজার, গাজীপুর, জয়দেবপুর। উত্তরা উত্তর থেকে মতিঝিলের ভাড়া ১০০ টাকা।
♦️২) #উত্তরা_সেন্টার (Uttara Center): সেক্টর ১৮, রাজউক উত্তরা মডেল টাউন, বউ বাজার, পঞ্চবটি, বোটক্লাব, বীরুলিয়া ব্রীজ, বীরুলিয়া ব্রীজ থেকে সাভার, আশুলিয়া। উত্তরা উত্তর থেকে সর্বনিম্ন ভাড়া: ২০ টাকা। মতিঝিল থেকে: ৯০ টাকা।
♦️৩) #উত্তরা_দক্ষিণ (Uttara South): ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, শান্তা-মারিয়াম ইউনিভার্সিটি, বিজিএমইএ ভবন, বৃন্দাবন বাজার, এয়ারপোর্ট, । উত্তরা উত্তর থেকে ভাড়া: ২০ টাকা। মতিঝিল থেকে: ৯০ টাকা।
♦️৪) #পল্লবী (Pallabi): মিরপুর ১২, মিরপুর ডিওএইচএস, মিরপুর সেনানিবাস, ইষ্টার্ন হাউজিং, আফতাব নগর হাউজিং, বিইউপি, কালসী মোড়,মুসলিম বাজার, ইসিবি চত্বর,রুপনগর,আবাসিক,দুয়ারিপাড়া,আরিফাবাদ।
উত্তরা উত্তর থেকে ভাড়া: ৩০ টাকা।
মতিঝিল থেকে: ৮০ টাকা।
♦️৫) #মিরপুর ১১ (Mirpur 11): পূরবী সিনেমা হল, কালসী মোড়, আধুনিক,ইসিবি চত্বর, মিরপুর ১১, মিল্কভিটা,চলন্তিকা মোড়,শিয়াল বাড়ি,প্রশিকা, মিরপুর-১,৬,৭, চিড়িয়াখানা।
উত্তরা উত্তর থেকে ভাড়া: ৩০ টাকা।
মতিঝিল থেকে: ৭০ টাকা।
♦️৬) #মিরপুর_১০ (Mirpur- 10): মিরপুর গোল চক্কর, সেনপাড়া, পাশেই ফলপট্টিতে ব্যাংক জব প্রস্তুতির সেরা প্রতিষ্ঠান Turning Point Job Aid পেয়ে যাবেন। মিরপুর-১,২,BRTA, হোপ মার্কেট,শাহ আলী মার্কেট,চিড়িয়াখানা , হার্ট ফাউন্ডেশন, পাকা মসজিদ, টেকনিক্যাল, শ্যামলী, কল্যাণপুর, গাবতলী, আমীনবাজার, সাভার, মিরপুর-১৩, ১৪, পুলিশ ব্যাটালিয়ন, ভাষাণটেক, কচুক্ষেত, বনানী, বনানী থেকে উত্তরা বা মহাখালী অভিমূখের যেকোনো জায়গা। উত্তরা উত্তর থেকে ভাড়া: ৪০ টাকা। মতিঝিল থেকে: ৬০ টাকা।
♦️৭) #কাজীপাড়া (Kazipara): কাজীপাড়া, বেগম রোকেয়া সরণী, ইটাখোলা বাজার, পূর্ব মনিপুর, বৌবাজার, সাততারা মসজিদ রোড এবং এর আশেপাশে। উত্তরা দিয়া বাড়ি থেকে ভাড়া: ৪০ টাকা। মতিঝিল থেকে: ৬০ টাকা।
♦️৮) #শেওড়াপাড়া (Shewrapara): শেওড়াপাড়া, কাজীপাড়া, আগারগাঁও, তালতলা, এবং এর আশেপাশে। ভাড়া: ৫০ টাকা। উত্তরা উত্তর থেকে মতিঝিল থেকে: ৫০ টাকা।
♦️৯) #আগারগাঁও (Agergaon) : আগারগাঁও পাসপোর্ট অফিস, বিসিএস কম্পিউটার সিটি, চক্ষু হাসপাতাল, নিউরোসায়েন্স হাসপাতাল, শ্যামলী, জাপান গার্ডেন সিটি, টেকনিক্যাল , গাবতলী, শিশু হাসপাতাল, শিশু মেলা, তালতলা এবং এর আশেপাশে। উত্তরা উত্তর থেকে ভাড়া: ৬০ টাকা। মতিঝিল থেকে: ৫০ টাকা।
♦️(১০) #বিজয়_সরণী (Bijoy Sarani): বিজয় সরণী, জাতীয় সংসদ,নব থিয়েটার, ঢাকা ক্যান্টনমেন্ট, শাহীন স্কুল ও কলেজ, তেজগাঁও এয়ার পোর্ট, শাহীন বাগ, নাখালপাড়া এবং এর আশেপাশে। উওরা উত্তর থেকে ভাড়া: ৬০ টাকা। মতিঝিল থেকে: ৪০ টাকা।
♦️(১১) #ফার্মগেট (Farmgate) : ফার্মগেট, আসাদগেট, মোহাম্মদপুর, ধানমন্ডি -২৭, ২৮, লালমাটিয়া, তেজগাঁও কলেজ, বিজ্ঞান কলেজ, হলিক্রস কলেজ এবং এর আশেপাশে । উত্তরা উত্তর থেকে ভাড়া: ৭০ টাকা। মতিঝিল থেকে: ৩০ টাকা।
♦️(১২) #কাওরান_বাজার ( Kawran Bazar) : কাওরান বাজার, হাতিরঝিল, রামপুরা, মালিবাগ, বসুন্ধরা সিটি, পান্থপথ, স্কয়ার হাসপাতাল, বিআরবি হাসপাতাল, ধানমন্ডি -৩২, কলাবাগান এবং এর আশেপাশে। উওরা উত্তর থেকে ভাড়া: ৮০ টাকা। মতিঝিল থেকে: ৩০ টাকা।
♦️(১৩) #শাহবাগ (Shahbagh) : শাহবাগ জাদুঘর, পিজি হাসপাতাল, বারডেম হাসপাতাল, রমনা পার্ক, সাইন্স ল্যাব, সিটি কলেজ, ঢাকা কলেজ, ল্যাবএইড হাসপাতাল এবং এর আশেপাশে। উওরা উত্তর থেকে ভাড়া: ৮০ টাকা। মতিঝিল থেকে: ২০ টাকা।
♦️(১৪) #ঢাকা_বিশ্ববিদ্যালয় (Dhaka University) : ঢাকা বিশ্ববিদ্যালয়, টিএসসি, ঢাকা মেডিকেল, বুয়েট, শহিদ মিনার, শিশু একাডেমী, আজিমপুর, ইডেন কলেজ, ঢাকা কলেজ, নিউ মার্কেট, চক বাজার। উত্তরা উত্তর থেকে ভাড়া: ৯০ টাকা। মতিঝিল থেকে: ২০ টাকা।
♦️(১৫) #বাংলাদেশ_সচিবালয় ( Bangladesh Secretariat) : সচিবালয়, প্রেস ক্লাব, সেগুনবাগিচা, শান্তিনগর, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, পল্টন, বিজয়নগর, মিন্টু রোড, বেইলী রোড, ভিকারুননিসা স্কুল, গুলিস্তান, বায়তুল মোকাররম এবং এর আশেপাশে । উত্তরা উত্তর থেকে ভাড়া : ৯০ টাকা। মতিঝিল থেকে: ২০ টাকা।
♦️(১৬) #মতিঝিল ( Motijheel) : মতিঝিল, দিলকুশা, কমলাপুর , বঙ্গভবন , বাংলাদেশ ব্যাংক, নটরডেম কলেজ, আরামবাগ, ফকিরাপুল এবং এর আশেপাশে। উত্তরা উত্তর থেকে ভাড়া: ১০০/- টাকা।
বিঃদ্রঃ ২০০ টাকা বিনিময়ে কার্ড করলে, যাতায়াতে সবসময় ১০% ডিসকাউন্ট পাওয়া যায়।
উত্তরা উত্তর থেকে প্রথম ট্রেন: সকাল ৭:১০ মিঃ
এবং সর্ব শেষ ট্রেন: রাত ৯:০০ ঘটিকায়।
মতিঝিল থেকে প্রথম ট্রেন: সকাল ৭

📌 ১০টি প্রেরণামূলক উক্তি ধনী হওয়ার জন্য:১. 😶"ধনী মানুষরা সুযোগ খোঁজে, আর গরিব মানুষরা অজুহাত খোঁজে।"– সুযোগগুলো চিনতে শি...
03/02/2025

📌 ১০টি প্রেরণামূলক উক্তি ধনী হওয়ার জন্য:

১. 😶"ধনী মানুষরা সুযোগ খোঁজে, আর গরিব মানুষরা অজুহাত খোঁজে।"
– সুযোগগুলো চিনতে শিখুন।

২. "সময় আর সুযোগ কখনোই অপেক্ষা করে না। তাই সেগুলোকে কাজে লাগাও।"
– সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিন।

৩. "ধনী হতে চাইলে, প্রতিদিন কিছু নতুন শিখুন।"
– জ্ঞানই আসল সম্পদ।

৪. "যে টাকা বাঁচাতে জানে, সেই টাকা আয় করতেও জানে।"
– সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলুন।

৫. "ব্যর্থতা হলো সফলতার সিঁড়ি। ভুল থেকে শিক্ষা নিন এবং এগিয়ে যান।"
– ব্যর্থতাকে ভয় পাবেন না।

৬. "আপনার স্বপ্নের জন্য যদি আজ ঘাম না ঝরান, তবে কালকে চোখের জল ঝরাতে হবে।"
– পরিশ্রম আর উৎসর্গই ধনী হওয়ার পথ।😶

৭. "যে স্বপ্ন দেখতে জানে, সে সেগুলো পূরণ করতেও পারে।"
– স্বপ্ন দেখা ধনী হওয়ার প্রথম পদক্ষেপ।
৮. "যতক্ষণ না আপনি বড় ভাববেন, ততক্ষণ আপনি বড় কিছু অর্জন করতে পারবেন না।"
– নিজের সীমাবদ্ধতাকে চ্যালেঞ্জ করুন।😕

৯. "নিজের জীবনের নিয়ন্ত্রণ নিন, নয়তো অন্য কেউ আপনার জীবন নিয়ন্ত্রণ করবে।"
– আত্মনির্ভরশীল হন এবং নিজের লক্ষ্য স্থির রাখুন।

১০."আপনার আজকের পরিশ্রমই আপনার আগামী দিনের সম্পদের ভিত্তি।"
– কঠোর পরিশ্রম ছাড়া সাফল্য অসম্ভব।

মনে রাখুন: ধনী হওয়া শুধু অর্থের বিষয় নয়, বরং এটি মানসিকতা, শিক্ষা এবং সঠিক কাজের প্রতিফল…!!📍💖

এম.ভিশন পূর্বাচল সিটিতে আপনাকে স্বাগতম। শহরের কোলাহল থেকে দূরে, সবুজের মাঝে গড়ে তুলুন আপনার শান্তির নীড়। প্রতি কাঠায় মাত...
03/02/2025

এম.ভিশন পূর্বাচল সিটিতে আপনাকে স্বাগতম।
শহরের কোলাহল থেকে দূরে, সবুজের মাঝে গড়ে তুলুন আপনার শান্তির নীড়। প্রতি কাঠায় মাত্র ১০,০০০ টাকা বুকিং মানি দিয়েই আপনার স্বপ্নের প্লটটি নিশ্চিত করুন।
🏡 রাজউক পূর্বাচল ২১ ও ২২ নং সেক্টর ও
জিন্দাপার্কের পাশেই আমাদের প্রজেক্ট।
◾সুযোগ-সুবিধা :
১. রয়েছে আবাসিক ও বাণিজ্যিক প্লট ।
২. দীর্ঘমেয়াদী ও স্বল্পমেয়াদী কিস্তিতে প্লট বুকিং সুবিধা।
৩. এককালীন বিনিয়োগে বিশেষ ছাড়।
৪. চাহিদা অনুযায়ী রয়েছে ৩, ৫ ও ১০ কাঠার প্লট।
৫. প্রকল্পের ভিতরে চলাচলের জন্য রয়েছে ৬০ ও ৩০ ফিট রাস্তা।
৬. প্রকল্পে পানি ও বিদ্যুৎ সুবিধা বিদ্যমান।

☎️ বিস্তারিত জানতে কল করুন :
01324-448032


📧 ই-মেইল : [email protected]
🌐 ওয়েবসাইট : www.mvisionbd.com
🌎 গুগল লোকেশন ম্যাপ :
https://maps.app.goo.gl/S4QgbM1hzjZqNg8A9

🏠 অফিসের ঠিকানা :
ভেনাস কমপ্লেক্স (লিফটের ৪)
প্রগতী সরণী,গুলশান -১,
মধ্য বাড্ডা, ঢাকা - ১২১২।

#পূর্বাচল #জমি #রাজউক #সম্পদ #বিনিয়োগ #প্লট
M Vision Purbachal City

"সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস ও ভরসা সর্বশ্রেষ্ঠ"একটি শিক্ষনীয় গল্পএকটি হরিন যখন বাচ্চা জন্মের নিকটবর্তী সময়ে উপনীত হল, তখ...
01/02/2025

"সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস ও ভরসা সর্বশ্রেষ্ঠ"
একটি শিক্ষনীয় গল্প

একটি হরিন যখন বাচ্চা জন্মের নিকটবর্তী সময়ে উপনীত হল, তখন সে জঙ্গলের একপ্রান্তে অবস্হান নিল।

হঠাৎ, যখন সে বাচ্চা জন্ম দিচ্ছিল, আকাশ বজ্রপাত ও ঝলকানি শুরু করল,বনে আগুন লাগল,হরিনটি উত্তর দিকে তাকিয়ে দেখে শিকারি তীর নিয়ে তার দিকে তাকিয়ে আছে।

সে ডানদিকে তাকিয়ে দেখলো একটি ক্ষুধার্ত সিংহ তার দিকে এগিয়ে আসছে।

হরিন বিভ্রান্ত:
একদিকে সিংহ,অপরদিকে শিকারি,
আরেক দিকে আগুনের লেলিহান শিখা,
বাকি যে দিকটা ছিল সেখান দিয়ে বয়ে গেছে উত্তাল নদী।
ঝুঁকিগুলো সব দিকেই রয়েছে এবং তার কোনো উদ্ধারকারীও নেই।
এমতাবস্হায় হরিনটি কোন উপায় না দেখে সে তার সন্তান ভূমিষ্ঠ হওয়ার দিকেই নজর দিলো।

এরপরেই বজ্রপাত শিকারীকে অন্ধ করে দিল।
শিকারীর লক্ষ্যভ্রষ্ঠ তীর এসে ক্ষুধার্ত সিংহের গায়ে লাগল।ভারী বৃষ্টিপাত আগুনকে নিভিয়ে দিল।হরিনটি শান্তিমতো তার সন্তান জন্ম দিলো।
এর থেকে শিক্ষা:
আপনার জীবনের এমন কিছু মূহুর্ত থাকে যখন আপনি প্রতিটা ক্ষেত্রেই বাঁধার সম্মুখীন হন।
তখন আপনি নিজে থেকে যা করতে পারেন তার প্রতি মনোনিবেশ করুন এবং বাকী একজনকে ছেড়ে দিন যিনি সমস্ত মানুষের জীবনকে সুন্দরভাবে সাজিয়ে তোলেন।
তিনিই আমাদের মহান সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু তাআলা।

আরও একটি গুরুত্তপূর্ন কথা----
---এমনটি কখনো বলবেন না : হে প্রভু, আমি অনেক বিপদে আছি........
---বরং, বলুন: হে বিপদ, আমার একজন মহান রব আছেন।

আরবি গল্প অবলম্বনে।

একজন সাইট ইঞ্জিনিয়ারের নোটে রাখার মত গুরুত্বপুর্ণ কয়েকটি তথ্য:১। 36 মিলি এর চাইতে মোটা রডে ল্যাপিং হবে না।২। চেয়ার এর স্...
25/01/2025

একজন সাইট ইঞ্জিনিয়ারের নোটে রাখার মত গুরুত্বপুর্ণ কয়েকটি তথ্য:
১। 36 মিলি এর চাইতে মোটা রডে ল্যাপিং হবে না।
২। চেয়ার এর স্পেসিং (এক চেয়ের থেকে আর এক চেয়ার, উভয়দিকে) সর্বোচ্চ এক মিটার।
৩। ডাওয়েল বারের সাইজ সর্বনিম্ন 12 মিলি
৪। চেয়ারের রড 12 মিলি এর নিচে হবে না
৫। লংবার 0.8% এর কম এবং 6% এর বেশি হবে না ক্রস সেকশনের
৬। চারকোনা কলামের রড কমপক্ষে 4 টি এবং সার্কুলার কলামে কম্পক্ষে 6 টি থাকতে হবে
৭। স্ল্যাবের মেইন রড 8 মিলি এর নিচে হবে না। তবে প্লেইন রড 10 মিলি এর নিচে হবে না। ডিস্ট্রিবিউশন রড 8 মিলি এর নিচে হবে না। রড স্লাবের পুরুত্বের আট ভাগের এক ভাগের চেয়ে বড় হবে না। অর্থাৎ স্ল্যাবের থিকনেস 160 মিলি হলে রডের সাইজ 20 মিলি এর বেশি হতে পারবে না
৮। 125 মিলি এর নিচে স্ল্যাব থিকনেস না হওয়াই ভাল
৯। কিউবের সাইজ টলারেন্স +2 মিলি। অর্থাৎ কোন দিকেই সাইজ স্ট্যান্ডার্ড থেকে +2 এর বেশি হতে পারবে না
১০। 1.5 মিটারের বেশি উচ্চতা থেকে কংক্রিট ফেলা যাবে না
১১। ইটের পানি শোষণ ক্ষমতা 15% এর বেশি হতে পারবে না
১২। PH এর মান 6 এর নিচে হতে পারবে না
১৩। ইটের কম্প্রেসিভ স্ট্রেন্থ 3.5 N/mm2 কম হতে পারবে না
১৪। প্রতি মেট্রিক টন রডে 8 কেজা গুণা তার প্রয়োজন
১৫। কংক্রিট ঢালাইয়ের সময় 100 মিটারের জন্য কমপক্ষে এক সেট সিলিন্ডার টেষ্টের জন্য নিতে হবে।

আপনার বাড়ি নির্মাণে গাথুনী এবং প্লাস্টারের হিসাব (টাইমলাইনে রেখে দিন)১০” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফিট) গাথুনীতে ১...
19/01/2025

আপনার বাড়ি নির্মাণে গাথুনী এবং প্লাস্টারের হিসাব (টাইমলাইনে রেখে দিন)
১০” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে।
০৫” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে।
গাথুনী এর প্লাস্টারে ০১ বস্তা সিমেন্টে ০৪ বস্তা বালি। তবে ০৫ বস্তাও দেওয়া যায়।
নিচের ছলিং এ প্রতি ০১’ (স্কয়ার ফিট) এর জন্য ০৩ টি ইট লাগে।পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়।
০৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া হয়।সিএফটি অর্থাৎ ঘনফুট।
এসএফটি অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে।কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়।
ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০” ÷ ১২ = ০.৮৩৩)এবং গাথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়।* ১ ঘনমিটার ইটের গাথুনীর ওজন ১৯২০ কেজি।
* ১ ব্যাগ সিমেন্টে পানি লাগে ২১ লিটার।
* ১০০ এস,এফ,টি প্লাষ্টারে ১:৪ অনুপাতে সিমেন্ট লাগে ২ ব্যাগ।
* গাথুনীর প্লাষ্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট দিতে হয়। সিলিং প্লাষ্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট দিতে হয়।
* প্রতি এস,এফ,টি নিট ফিনিশিং করতে = ০.০২৩৫ কেজি সিমেন্ট লাগে।
* মসলা ছাড়া ১ টি ইটের মাপ = (৯ ১/২”*৪ ১/২”*২ ৩/৪”)
মসলাসহ = (১০”*৫”৩”)10 mm =1 cm
100 cm = 1 m (মিটার)Convert
1″ = 25.4 mm
1″ = 2.54 cm
39.37″ = 1 m
12″ = 1′ Fit
3′ = 1 Yard (গজ)
1 Yard = 36″
72 Fit = 1 bandil.
রডের পরিমান নির্ণয় করার পদ্ধতি
10 mm = 0.616 kg/m = 3 suta
12 mm = 0.888 kg/m = 4 suta
16 mm = 1.579 kg/m = 5 suta
20 mm = 2.466 kg/m = 6 suta
22 mm = 2.983 kg/m = 7 suta
25 mm = 3.854 kg/m = 8 suta
রডের ওজন
৮ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১২০ কেজি।
১০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১৮৮ কেজি।
১২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.২৭০৬ কেজি।
১৬ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৪৮১২ কেজি।
২০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৭৫১৮ কেজি।
২২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৯০৯৭ কেজি।
২৫ মিলি মিটার এক ফুট রডের ওজন =১.১৭৪৭ কেজি।
উপরে যে কনভার্ট সিস্টেম দেয়া হয়েছে, এর প্রতিটি যদি আপনার জানা থাকে তাহলে বাস্তবে কাজ করা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে।যেমন, ইঞ্জিনিয়ারিং সিস্টেমে রডের আন্তর্জাতিক হিসাব করা হয় kg/m এ।আবার বাংলাদেশে সাধারন লেবারদের সাথে কাজ করার সময় এই হিসাব জানা একান্তই জরুরী এছাড়া ও নিম্নোক্ত বিষয় টিও জেনে রাখুন . . . .
8 mm -7 feet -1 kg
10 mm -5 feet- 1kg

ফলো দিয়ে সাথে থাকুন।

জমি ক্রেতার জন্য সুবর্ণ সুযোগ এম.ভিশন পূর্বাচল সিটিতে বিনিয়োগ করে স্বল্প সময়ে সর্বোচ্চ মুনাফা নিশ্চিত করুন।  প্রতি কাঠায়...
16/01/2025

জমি ক্রেতার জন্য সুবর্ণ সুযোগ
এম.ভিশন পূর্বাচল সিটিতে বিনিয়োগ করে স্বল্প সময়ে সর্বোচ্চ মুনাফা নিশ্চিত করুন।
প্রতি কাঠায় মাত্র ১০,০০০ টাকা বুকিং মানি দিয়েই আপনার ভবিষ্যৎ সুন্দর করুন।

🏡 জিন্দাপার্কের অতি সন্নিকটে আমাদের এম.ভিশন পূর্বাচল সিটির অবস্থান।

◾সুযোগ-সুবিধা :
১. রয়েছে আবাসিক ও বাণিজ্যিক প্লট ।
২. দীর্ঘমেয়াদী ও স্বল্পমেয়াদী কিস্তিতে প্লট বুকিং সুবিধা।
৩. এককালীন বিনিয়োগে বিশেষ ছাড়।
৪. চাহিদা অনুযায়ী রয়েছে ২.৫, ৩, ৫ ও ১০ কাঠার প্লট।
৫. প্রকল্পের ভিতরে চলাচলের জন্য রয়েছে ৬০ ও ৩০ ফিট রাস্তা।
৬. প্রকল্পে পানি ও বিদ্যুৎ সুবিধা বিদ্যমান।

☎️ বিস্তারিত জানতে কল করুন :
01648-364901
01324448032

📧 ই-মেইল : [email protected]
🌐 ওয়েবসাইট : www.mvisionbd.com
🌎 গুগল লোকেশন ম্যাপ :
https://maps.app.goo.gl/S4QgbM1hzjZqNg8A9

🏠 অফিসের ঠিকানা :
ভেনাস কমপ্লেক্স (লিফটের ৪)
প্রগতী সরণী,গুলশান -১,
মধ্য বাড্ডা, ঢাকা - ১২১২।

#পূর্বাচল #জমি #রাজউক #সম্পদ #বিনিয়োগ #প্লট #জিন্দাপার্ক #বানিজ্যমেলা
M Vision Purbachal City

At M.Vision Purbachal City, we specialize in providing premium real estate solutions tailored to your needs. From residential to commercial spaces, we are dedicated to turning your property dreams into reality.

06/01/2025

প্রজেক্ট নাম:
এম.ভিশন পূর্বাচল সিটি ২। (২১ ও ২২ নম্বর সেক্টর জিন্দাপার্কের পাশে)
চারদিকে সবুজ প্রকৃতি, শ্যামল ছায়া ঘেরা, পাখির কলতানে মূখরিত, নীলাকাশের নীচে মনোমুগ্ধকর পরিবেশে আমাদের প্রজেক্ট এম. ভিশন পূর্বাচল সিটি ২।
ঢাকা শহরের পাশে সকল নাগরিক সুবিধা নিয়ে গড়ে উঠেছে আমাদের এম. ভিশন পূর্বাচল সিটি।
এখানে থাকবে মসজিদ,স্কুল,শপিংমল,কবরস্থান, কমিউনিটি সেন্টার, চিলড্রেন পার্ক সহ সবুজ বনায়ন।
আবাসিক গ্রাহকগণের চাহিদা মেটাতে বিভিন্ন ক্যাটাগারিতে প্লট গুলো সাজানো হয়েছে।
আবাসিক জোন, A,B C D E
কমার্শিয়াল জোন/শপিং মল।
ইন্ডাস্ট্রি জোন।
থাকবে বানিজ্যিক প্লট,১০কাঠা,০৫কাঠার প্লট ০৩কাঠার প্লট,
নিতে পারবেন সাশ্রয়ী মূল্যে চাহিদা মোতাবেক জমি।প্রজেক্ট এর ভিতরে ৩০ফুট রাস্তার পশ্চিম ও উত্তর পার্শ্ব থেকে নিতে পারবেন।
বানিজ্য মেলার পাশে রাজউক অফিসের সামনে দিয়ে সামনে মাত্র কয়েক মিনিটের পথ। জঙলবাড়ী রিসোর্টের সাথে এম ভিশন পূর্বাচল সিটির প্রজেক্ট।
জানুয়ারী ২০২৫সালে এম ভিশন পূর্বাচল সিটি দিচ্ছে গ্রাহকদের জন্য অভাবনীয় মূল্য হ্রাস।
আপনিও আসুন পরিবারের আবাসনের চাহিদা মেটাতে প্রজেক্ট ভিজিট করে আজই বুকিং দিন।
এত কম মূল্যে আপনার স্বপ্নের বাড়ী। ভাবাইাই যায় না।
নগদ মূল্যে ও কিস্তিতে নিতে পারবেন জমি ও প্লট।
অফার শেষ হবার পূর্বেই বুদ্ধিমানের মত প্রজেক্ট ভিজিট করে প্লট বুকিং দিন। ডাউন পেমেন্ট দিয়ে আপনার নিরাপদ আবাসন প্লট টি নিশ্চত করুন।
সিদ্বান্ত আপনার।নিশ্চয়তা আমাদের।
জানুয়ারী ২০২৫ পুরা মাস ধরে অফারটি চলবে।
সবাইকে জানাই নববর্ষের শুভেচ্ছা ও ভালবাসা।
প্লট বুকিং দিয়ে পুরুন করুন আবাসনের চাহিদা আশা।
যোগাযোগ :- ০১৩২৪-৪৪৮০৩২

আল্লাহর সৃষ্টিই একমাত্র শ্রেষ্ঠ সৃষ্টি।১। হাড় সংখ্যা - ২০৬২। পেশী সংখ্যা - ৬৩৯৩। কিডনি সংখ্যা - ২৪। দুধ দাঁতের সংখ্যা -...
25/12/2024

আল্লাহর সৃষ্টিই একমাত্র শ্রেষ্ঠ সৃষ্টি।
১। হাড় সংখ্যা - ২০৬
২। পেশী সংখ্যা - ৬৩৯
৩। কিডনি সংখ্যা - ২
৪। দুধ দাঁতের সংখ্যা - ২০
৫। পাঁজড় সংখ্যা - ২৪ (১২ জোড়া)
৬। হৃদয়ের চেম্বার সংখ্যা - ৪
৭। স্বাভাবিক রক্তচাপ - ১২০/৮০
৮। রক্তের PH - ৭.৪
৯। মেরুদন্ড মেরুদন্ডের সংখ্যা - ৩৩
১০। নেক মধ্যে সংখ্যা - ৭ টি
১১। মাঝারি কানের হাড়ের সংখ্যা - ৬
১২। মুখে হাড় #সংখ্যা - ১৪
১৩। স্কাল মধ্যে হাড় সংখ্যা - ২২
১৪। বুকে হাড় সংখ্যা - ২৫
১৫। অস্ত্র হাড় সংখ্যা - ৬
১৬। মানুষের প্রতিটি কানের ভিতরে ৩টি করে হাড় থাকে। এগুলোর নাম হলঃ ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস (কানের বাহির থেকে ভিতরের দিকে সিরিয়াল অনুযায়ী। মনে রাখার সূত্র: MIS।)
২ কানে মোট ৬ টি হাড় থাকে। এগুলোর মধ্যে স্টেপিস হল মানব দেহের ক্ষুদ্রতম হাড়।
১৭। মানুষের বাহুতে পেশীর সংখ্যা - ৭২
১৮। হৃদয়ের পাম্প সংখ্যা - ২
১৯। বৃহত্তম #অঙ্গ - চামড়া
২০। বৃহত্তম গ্রান্তি - লিভার
২১। ছোট কোষ - রক্তের কোষ
২২। বৃহত্তম #কোষ - ডিম সেল (ডিম্ব)
২৩। ছোট হাড় - স্ট্যাপ
২৪। সর্বাধিক #ধমনী - বারোটাবারোটা
২৫। আমাদের দেহের রক্তে একটি সমুদ্রের সম পরিমাণ লবন রয়েছে।
২৬। দৈনিক আমাদের হৃদপিণ্ড ১০০বার করে আমাদের দেহে রক্ত ঘুরিয়ে ফিরিয়ে প্রবাহিত করে।
২৭। আমাদের চোখের একটি পাপড়ি ১৫০ দিন বেঁচে থাকে। এর পর নিজে থেকেই ঝড়ে পড়ে।
২৮। আমাদের চোখের ওপর ভ্রুতে তে ৫০০ টি লোম আছে।
২৯। ১০০ বিলিয়ন এর অদিক নার্ভ সেল নিয়ে আমাদের দেহ গঠিত।
৩০। মানুষ চোখ খুলে হাঁচি দিতে পারেনা।
৩১। পাথর থেকে মানুষের দেহের হাড় ৪ গুণ বেশি শক্তিশালী।
৩২। আমরা যখন খাবার খাই আমাদের মুখে সে খাবারের স্বাদ ১০ দিন পর্যন্ত থাকে।
৩৩। মানুষ হাঁটুর ক্যাপ ছাড়া জন্মগ্রহণ করে এবং তা ২ থেকে ৬ বছর পর্যন্ত দেখা যায়না।
৩৪। মানব শিশু বসন্ত কালে দ্রুত বৃদ্ধি পায়।
৩৫। আমাদের চোখ সবসময় একই রকম থাকে কিন্তু কান ও নাক বৃদ্ধি পাওয়া কখনোই থেমে থাকেনা।
৩৬। আমরা জন্মগ্রহণ করি ৩০০ হাড় নিয়ে কিন্তু প্রাপ্ত বয়স্ক হওয়ার পর আমাদের দেহে ২০৬ টি হাড় থাকে।
৩৬। আমাদের মাথার খুলি ২৬ ধরণের ভিন্ন ভিন্ন হাড় দিয়ে তৈরি।
৩৮। আমাদের হাতের নখে যেই পদার্থ আছে ঠিক সেই পদার্থ দিয়ে আমাদের চুল তৈরি হয়ে থাকে, ফলে হাত এবং চুল উভয়ই একই জিনিস তবে দুইটির ঘনত্ব আলাদা।
৩৯। অবাক হবেন না, আমরা যখন হাঁচি দেই তখন আমাদের শরীরের ভিতর সমস্ত ধরণের কাজ বন্ধ হয়ে যায় এমনকি হার্টবীটও থেমে যায়।
৪০। মানুষের দেহের সবচেয়ে শক্তিশালী পেশি হচ্ছে জিহ্বা।
৪১। একজন সুস্থ স্বাভাবিক মানুষ প্রতিদিন ৬ বার বাথরুমে যায়।
৪২। আমাদের মুখ থেকে পেটে খাদ্য পৌছাতে মাত্র ৭ সেকেন্ড সময় লাগে।
৪৩। প্রাপ্তবয়স্কদের থেকে শিশুদের মুখে যেকোন খাবারের স্বাদ থাকে বেশি।
৪৪। মানুষ হাঁচি দিলে যে বাতাস বের হয় তা প্রতি ঘণ্টায় ১০০ মাইল গতিতে বাহির হয়।
৪৫।মানব দেহের সবচেয়ে বড় হাড় হল উরুর হাড় (Thighbone)। এর নাম হল ফিমার।
৪৬। আমাদের শরীরের ক্ষুদ্রতম হাড় হল কানের হাড়।
৪৭। রাতের তুলনায় সকালে আমাদের দেহ লম্বা হয় দ্রুত।
৪৮।মুত্র প্রস্তুত হয় কিডনীতে। মুত্র হলুদ দেখায় বিলিরুবিনের জন্য।
৪৯। নার্ভের মাধ্যমে প্রবাহিত আবেগের গতি প্রতি সেকেন্ডে ১২৫ মিটার।
৫০। একজন সুস্থ মানুষের একটি হৃদ কম্পন সম্পূর্ণ হতে কত সময় ০.৪ সেকেন্ড।

একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়জমি কেনার আগে অবশ্যই যে বিষয়গুলো যাচাই-বাছাই করবেন:I. প্রথমেই , জমির তফসিল অর্থাৎ জমির মৌজা,...
16/12/2024

একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়
জমি কেনার আগে অবশ্যই যে বিষয়গুলো যাচাই-বাছাই করবেন:

I. প্রথমেই , জমির তফসিল অর্থাৎ জমির মৌজা, খতিয়ান নম্বর, দাগ নম্বর এবং উক্ত দাগে জমির মোট পরিমাণ সম্পর্কে জানতে হবে।

II. যার কাছ থেকে জমি কিনবেন তার কাছ থেকে ঐ জমি সংক্রান্ত সকল কাগজপত্রের ফটোকপি চেয়ে নিন, যেমন- সি.এস খতিয়ান, এস.এ খতিয়ান , আর.এস খতিয়ান, বি.এস/ঢাকা সিটি জরীপের খতিয়ানসহ সর্বশেষ পর্যন্ত যে সকল বেচাকেনা হয়েছে সেগুলোর বায়া দলিল(chain of title), নামজরী খতিয়ান এবং হাল সনের খাজনার দাখিলাসহ সংশ্লিষ্ট সকল কাগজপত্র।

III. যার কাছ থেকে জমি কিনবেন সে যদি ক্রয়সূত্রে ভূমির মালিক হয়ে থাকলে তার ক্রয় দলিল বা বায়া দলিল রেকর্ডের সঙ্গে মিল করে বিক্রেতার মালিকানা নিশ্চিত করতে হবে এবং সে যদি উত্তরাধিকার সূত্রে ভুমির মালিক হয়ে থাকে সেক্ষেত্রে সর্বশেষ জরিপের খতিয়ান বিক্রেতা বা তিনি যার মাধ্যমে প্রাপ্ত তাঁর নামে অস্তিত্ব (যোগসূত্র) মিলিয়ে দেখতে হবে।

IV. উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি বিক্রেতার শরিকদের সঙ্গে বিক্রেতার সম্পত্তি ভাগাভাগির বণ্টননামা (ফরায়েজ) দেখে নিতে হবে। বিক্রেতা যদি বলেন যে আপোষমুলে বণ্টন হয়েছে, কিন্তু রেজিস্ট্রি হয়নি, তবে ফারায়েজ অনুযায়ী বিক্রেতা যেটুকু অংশের দাবিদার শুধু সেটুকু কিনাই নিরাপদ হবে।

V. উক্ত জমিটি নিয়ে কোন মামলা বিচারাধীন আছে কিনা কিংবা কোন প্রকার মামলা নিস্পত্তি হয়েছে কিনা এবং ব্যাংক কিংবা অন্য কোন প্রতিষ্ঠানে জমিটি বন্ধক/ দায়বদ্ধতা আছে কিনা।

VI. যাচাই করতে হবে জমিটি খাস, পরিত্যক্ত, শত্রু স¤পত্তি কিনা বা সরকার কোন কারনে অধিগ্রহণ করেছে কিনা সে বিষয়ে উপজেলা ভূমি অফিস বা জেলা প্রশাসকের কার্যালয়ের এল এ শাখা থেকে জেনে নিতে হবে।

VII. জমির মালিক নাবালক বা অপ্রকৃতিস্থ কিনা লক্ষ্য রাখতে হবে। নাবালক হলে আদালতের মাধ্যমে অভিভাবক নিযুক্ত করে বিক্রয়ের অনুমতি নিতে হবে।

VIII. সর্বশেষ নামজারি পরচা ডিসিআর খাজনা দাখিল (রসিদ) যাচাই করে দেখতে হবে।

IX. জমির মালিকানা স্বত্ব সঠিক পাওয়ার পর আপনাকে সি.এস/আর.এস/বি.এস/ঢাকা সিটি জরীপের নকশা নিয়ে সরেজমিনে গিয়ে দেখতে হবে নকশা অনুযায়ী ঐ জমিটি সেই দাগের কিনা এবং সাব–রেজিস্ট্রারের অফিসে তল্লাশি দিয়ে জমির সর্বশেষ বেচাকেনার তথ্য জেনে নেওয়া যেতে পারে।

X. এরপর বিক্রয়ের জন্য নির্দিষ্ট জমিটি বর্তমানে কে দখলে আছে, কিনতে গেলে কোন কারনে ভোগ দখলে বাধাগ্রস্থ হবে কিনা কিংবা রাস্তা বা পথাধিকারের কোন বাধা নিষেধ আছে কিনা তাও সরেজমিনে যাচাই করে নিতে হবে।

Address

Doripara Bypass Jamalpur Jamuna Plaza
Jamalpur Sadar Upazila

Website

Alerts

Be the first to know and let us send you an email when Colorful World Accessories With Zakir Enterprise posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Colorful World Accessories With Zakir Enterprise:

Share