AR Ismail Hossain-Babu

AR Ismail Hossain-Babu সৃষ্টির সেবাই ধর্ম,,যার চরিত্র নাই তার কোন ধর্ম নাই,,চরিত্রই ধর্মের মূল বা আসল(বাণী প্রিয় মোর্শেদ)।
(1)

18/04/2025

ইয়া ইমাম সালামুআলাইকা,,,
ইয়া রাসুল সালামু,,,
ইয়া হাবিব সালামু,,,,,

"একমাত্র সূফীবাদই মানুষকে নফস বা আত্মার কু-রিপুগুলোকে দমন করার শিক্ষা দিয়ে থাকে। এটাই হযরত রাসূল (সঃ)-এর মূল শিক্ষা"--সূ...
17/04/2025

"একমাত্র সূফীবাদই মানুষকে নফস বা আত্মার কু-রিপুগুলোকে দমন করার শিক্ষা দিয়ে থাকে। এটাই হযরত রাসূল (সঃ)-এর মূল শিক্ষা"

--সূফী সম্রাট❤️❤️

13/04/2025
মানবতাবোধ ও মনুষ্যত্ব চেতনা হোক আমাদের চরিত্রের ভূষণ। স্রষ্টার সৃষ্টির প্রতি ভালোবাসায় আমাদের  হৃদয় হোক পরিপূর্ণ। আমরা য...
09/04/2025

মানবতাবোধ ও মনুষ্যত্ব চেতনা হোক আমাদের চরিত্রের ভূষণ। স্রষ্টার সৃষ্টির প্রতি ভালোবাসায় আমাদের হৃদয় হোক পরিপূর্ণ। আমরা যেন হই উদার প্রকৃতির মানুষ। আমাদের অন্তরে জাগ্রত হোক স্রষ্টার প্রতি গভীর প্রেম ও সৃষ্টির প্রতি অগাধ ভালোবাসা । আমরা যদি মানবতাবাদী দর্শনকে আমাদের হৃদয়ে ধারণ করতে পারি, তাহলে আমাদের।মাধ্যমে একটি আলোকিত পৃথিবী গড়ে তোলা সম্ভব....!!

#লেখক__ইমাম__সৈয়দ__ডক্টর__এ__এফ_এম_মঞ্জুর_এ_খোদা__(মাঃ আঃ)
#সূত্র___আত্নার___বানী___ডিসেম্বর___২০১৯__ইং
#পৃষ্ঠা___১৪

কপি পোষ্টইতিহাসের পাতায় লেখা থাকবে—😭 পাকিস্তান ছিল বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর, তবু গাজার রক্ষার্থে একটি বোমাও উড়...
06/04/2025

কপি পোষ্ট
ইতিহাসের পাতায় লেখা থাকবে—😭 পাকিস্তান ছিল বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর, তবু গাজার রক্ষার্থে একটি বোমাও উড়ে আসেনি।

মিশরের বুক চিরে নীলনদ বয়ে গিয়েছে শতাব্দীর পর শতাব্দী, যা প্রাণ জুগিয়েছে আফ্রিকার মরুভূমিকে। অথচ, পাশেই গাজার শিশুরা তৃষ্ণায় কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়েছিল।

সৌদি আরব, আরব আমিরাত ছিল তেলের সাগরে ভেসে থাকা বিলাসী সাম্রাজ্য, কিন্তু, গাজার অ্যাম্বুলেন্স-গুলো পেট্রোল না পেয়ে রাস্তায় দাঁড়িয়ে ছিল নিঃশব্দে, নিরূপায়। নিরবতা যেনো তাদের একমাত্র আর্তনাদ।

সর্বোচ্চ আশা-প্রত্যাশার অসংখ্য চোখ তাকিয়ে ছিল তুরস্কের দিকে। নেতৃত্বের স্বপ্নে বিভোর, ‘উম্মাহ’র দাবি করা মুখপাত্র। তবু, গাজার জন্য তারা কিছুই করলো না। না রসদ-সামগ্রীর সাহায্য, সামরিক সহযোগিতা, না নিরাপত্তা নিশ্চয়তায় কূটনৈতিক আগ্রাসন..

গোটা বিশ্বের মুসলমানদের ছিল ৫০ লাখ সৈন্য, ছিল ট্যাংক, ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান, স্যাটেলাইট, গোয়েন্দা বাহিনী, ছিল আধুনিক প্রযুক্তি, এমনকি হাইড্রোজেন পরমাণু বোমা— কিন্তু, গাজার আকাশে একটাও ছায়া পড়েনি। গাজার দিকে কেউ হাঁটেনি।

সবকিছু থাকবে ইতিহাসে। গাজার মতোই– কাশ্মীর, উইঘুর, রোহিঙ্গা সহ বিভিন্ন প্রান্তে জুলুমাতের অন্ধকারে থাকা মুসলমানদের কথা। তবে, সবচেয়ে করুণভাবে লেখা থাকবে– 'তারা চুপ ছিল। সবাই নিরব ছিল। মৃত্যুর চেয়েও গভীর ছিল সে নীরবতা।'

– ফাইজান বিন হক


01/04/2025

তাজবীর চিড়িয়াখানাই হরিণকে সবুজ পাতা খাওয়াই✌️🌙🇧🇩
❤️

Address

Jamalpur Sadar Upazila

Telephone

+8801601900524

Website

Alerts

Be the first to know and let us send you an email when AR Ismail Hossain-Babu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AR Ismail Hossain-Babu:

Share