আলোধারা সফল

আলোধারা সফল আর্থিকভাবে স্বাবলম্বী এবং ব্যবসায়ের মাধ্যমে উপলব্ধ মুনাফা অর্জন এবং সফলতাকে খুঁজে বের করতে হবে।।

দারিদ্র্য বিমোচনসহ এক বা একাধিক বিষয় যেমন শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি ও পরিবেশগত খাতে বিরাজমান সমস্যার সমাধানের লক্ষ্যে প্রতিষ্ঠিত ব্যক্তিগত মুনাফাহীন কল্যাণকর ব্যবসা এটি।

সকলের অর্থনৈতিক সক্ষমতা অর্জন করাই এ ব্যবসার লক্ষ্য।

সামাজিক ব্যবসায় বিনিয়োগকারীরা শুধু তাদের বিনিয়োগকৃত অর্থই ফেরত পাবে, এর বাইরে কোনো প্রকার লভ্যাংশ নিতে পারবে না।

বিনিয়োগকারী তার বিনিয়োগকৃত অর্থ ফেরত নেয়ার পর বিনিয

়োগকৃত অর্থের মুনাফা কোম্পানির সম্প্রসারণ কাজে ব্যবহূত হবে।

এ ব্যবসা হবে পরিবেশবান্ধব।

এখানে যারা কাজ করবেন তারা ভালো কাজের পরিবেশ ও চলমান বাজার অনুযায়ী বেতন-ভাতা পাবেন।

সামাজিক ব্যবসা হবে আনন্দের সাথে ব্যবসা।

       #
25/09/2025

#

25/09/2025

Dhaka to Jamalpur

24/09/2025

বাহুদা ফলোয়ার দিয়ে কি হবে ? যদি এক্টিভ না থাকে!!!!

23/09/2025

Victoria Memorial, Kolkata
22/09/2025

Victoria Memorial, Kolkata

অসাবধানতার কারনে অনেকেই এই ভুল করে থাকেন....
14/05/2025

অসাবধানতার কারনে অনেকেই এই ভুল করে থাকেন....

22/01/2025

it

05/01/2025

দক্ষিণ কোরিয়ার বিমান দুর্ঘটনায় ১৭৯ জন মানুষ মুহুর্তেই শেষ।

বিমানে হয়তো একজন বড়ো ব‍্যবসায়ী ছিলেন। যিনি বিমানে বসেও ভাবছিলেন, কি করে তার ব‍্যবসা দ্বিগুণ-তিনগুণ করা যায়। বিজনেস ক্লাসে বসে তিনি ল‍্যাপটপ হাতে কাজ করে যাচ্ছিলেন। তিনি জানতেনও না, কয়েক মুহূর্ত পরই সব শেষ হতে যাচ্ছে।

হয়তো ৫০ বছর বয়সী একজন ছিলেন। নিজেকে সময় না দিয়ে কাজ করে গেছেন। অনেক টাকা ব‍্যাংকে জমিয়েছেন। ভেবেছেন বয়স হলে সে টাকা খরচ করবেন।

আবার, এই বিমানের টিকেট না পেয়ে যিনি খুবই বিরক্ত ছিলেন, তিনিই এখন নিজেকে সবচেয়ে সৌভাগ‍্যবান ভাবছেন। কোন কোন অপ্রাপ্তি, অনেক বড়ো প্রাপ্তি নিয়ে আসে।

জীবন তো এমনই। প্রতি মুহূর্তে অনিশ্চয়তা। প্রতি মুহূর্তেই নিঃশ্বেস হয়ে যাওয়ার সম্ভাবনা।

তাই বছর শেষে জীবনের প্রাপ্তি-অপ্রাপ্তির হিসেব অর্থহীন মনে হয় আমার। এটা ব‍্যালেন্স শীট না।

জীবন হলো জীবনানন্দ নিয়ে বেঁচে থাকা। যতদিন আছে প্রাণ, ততোদিন কর্মানন্দে বেঁচে থাকা। ভবিষ‍্যতের দুঃশ্চিন্তায়, বর্তমানের বেঁচে থাকার আনন্দ ধ্বংস না করা।

#%$%^@!@

Address

বিনন্দের পাড়া, জামালপুর সদর, জামালপুর। Binonderpara, Jamalpur Sadar, Jamalpur
Jamalpur Sadar Upazila
2000

Alerts

Be the first to know and let us send you an email when আলোধারা সফল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আলোধারা সফল:

Share

Category