Noor H. Sadiq

Noor H. Sadiq Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Noor H. Sadiq, Digital creator, Jamalpur Sadar Upazila.

জুমার দিনের আমলসমূহ…
26/12/2025

জুমার দিনের আমলসমূহ…

25/12/2025

Insaaf for Hadi

ফেতনাময় দুনিয়ার ক্রান্তিলগ্নে আবদ্ধ আমরা এক অদৃশ্য কারাগারে। যেখানে শুধু মানুষের আহাজারি-হাহাকার। আছে চেপে রাখা ব্যথা ...
24/12/2025

ফেতনাময় দুনিয়ার ক্রান্তিলগ্নে আবদ্ধ আমরা এক অদৃশ্য কারাগারে। যেখানে শুধু মানুষের আহাজারি-হাহাকার। আছে চেপে রাখা ব্যথা ও ব্যাধি। মুসলিমদের ঘিরে চলছে কুফফার বিশ্বের হত্যাযজ্ঞ। জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি পদে ষড়যন্ত্রের বেড়াজালে রেখেছে আটকে। নিষ্ক্রিয় অচল জীবন যাপনের দিকে ঠেলে দিচ্ছে শতাব্দী ধরে শতাব্দী! —কিন্তু দুঃখজনক সত্য যে, আমাদের অধিকাংশই বেমা’লুম। বেখবর।

সাড়ে চৌদ্দশ বছর আগে যিনি আমাদের চিন্তায় বিভোর ছিলেন। দেখিয়েছেন সত্য ন‍্যায়ের পথ। সঠিক পথ নির্দেশিকা। সতর্ক করেছেন শেষ যামানার বিভীষিকাময় প্রেক্ষাপটের ব্যাপারে। সুসংবাদ দিয়েছেন চূড়ান্ত লড়াইয়ে আমাদের বিজয়ের ব‍্যাপারে- প্রিয় নাবী হজরত মুহাম্মদ ﷺ। বলেছেন পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা দাজ্জালের ব‍্যাপারে।

পৃথিবীর শুরু থেকে শয়তানি শক্তি কুফর প্রতিষ্ঠায় নিরন্তর সচেষ্ট, তাদের শেষ চেষ্টা হবে দাজ্জালের মাধ্যমে। ‘’কিতাবুল ফেতান’’ বইটি পাঠ করলে জানতে পারবেন ষড়যন্ত্রের বিভিন্ন দিক। কুফফাররা কিভাবে জোট বেঁধেছে মুসলিম উম্মাহকে নিঃশেষ করতে। শেষ যামানার ফেতনার সাথে আপনার নতুন দ্বার উন্মোচিত হবে বইটির মাধ্যমে।

—আল্লাহ তাআলা আমাদের ইমানকে হেফাজত করুন আমীন!

নূর এইচ. সাদিক।

গ্রেপ্তারকৃতদের মধ্যে যারা নিরীহ সমালোচনাকারীদের, তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে। অন্যথায় ভারতপন্থী পত্রিকা দুটির ওপর ব...
23/12/2025

গ্রেপ্তারকৃতদের মধ্যে যারা নিরীহ সমালোচনাকারীদের, তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে। অন্যথায় ভারতপন্থী পত্রিকা দুটির ওপর বাংলাদেশপন্থী ছাত্র-জনতার ক্ষোভ বাড়বে বৈ কমবে না । -হেফাজতে ইসলাম বাংলাদেশ

#হেফাজতেইসলাম #পোদেরআলো #দিল্লিস্‌টার

যে ব্যক্তি অন্য কোনো সম্প্রদায়ের অনুকরণ করবে সে তাদেরই একজন বলে গণ্য হবে। না’উজুবিল্লাহি মিন জালিক!
23/12/2025

যে ব্যক্তি অন্য কোনো সম্প্রদায়ের অনুকরণ করবে সে তাদেরই একজন বলে গণ্য হবে। না’উজুবিল্লাহি মিন জালিক!

اللهم بارك لنا فى رجب وشعبان وبلغنا رمضان!
22/12/2025

اللهم بارك لنا فى رجب وشعبان وبلغنا رمضان!

22/12/2025

জুলাই ইতিহাস থেকে নেয়া ২টি শিক্ষা। -Reality Check Bd

৩১ ডিসেম্বর, রাত যখন ঠিক বারোটা উৎসব তখন বর্বরতায় রূপ নেয়। আকাশের দিকে তাকলে মনে হয়, এ যেন ফিরিঙ্গি কোন জাতির আকাশ। যে জ...
22/12/2025

৩১ ডিসেম্বর, রাত যখন ঠিক বারোটা উৎসব তখন বর্বরতায় রূপ নেয়। আকাশের দিকে তাকলে মনে হয়, এ যেন ফিরিঙ্গি কোন জাতির আকাশ। যে জাতিকে আল্লাহ মানুষের কল্যাণে পাঠিয়েছিলেন, যে জাতিকে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের শ্রেষ্ঠ জীবনব্যবস্থা উপহার দিয়েছেন এটা কি সে জাতির আকাশ?

হে প্রজন্ম! তুমি কি জানো, তুমি এমন এক জাতির সদস্য যারা এক সময় বিশ্ব শাসন করতো? তুমি কি জানো, তোমার একটি নিজস্ব বর্ষপঞ্জিকা আছে? এক সময় সেই বর্ষপঞ্জিকা অনুসারী গোটা পৃথিবী পরিচালিত হতো?

তুমি কি জানো, বিগত শতাব্দিতে শত্রুরা তোমার শাসনব্যবস্থাকে বিলুপ্ত করে দিয়ে তোমাকে শাসক থেকে শোষিত জাতির সদস্যে পরিণত করেছে? ওরা তোমার কৃতিত্বের সব চিহ্ন মুছে ফেলেছে। আর্ন্তজাতিক অঙ্গন থেকে তোমার বর্ষপঞ্জিকাকে সরিয়ে দিয়ে তাদের বর্ষপঞ্জিকা প্রতিস্থাপন করেছে। আজ যে বর্ষবরণ উৎসবে তুমি নিমজ্জিত সেটা তোমার পরাজয়ের চিহ্ন।

দাওয়াহ মুভমেন্ট ও আল কুর'আনের দারসের তত্ত্বাবধানে
থার্টি ফাস্ট নাইট বিরোধী ক্যাম্পেইন লিফলেট সারাদেশে,
প্রি-অর্ডার চলছে-

প্রতি পিস লিফলেটের মূল্য ২ টাকা, (কুরিয়ার চার্জ প্রযোজ্য)
কাগজ, ১০০ গ্রাম আর্ট পেপার।

২২ ডিসেম্বর ২০২৫ইং প্রি অর্ডারের শেষ সময়-
যারা যারা অর্ডার করবেন কমেন্টে দেওয়া বিভাগীয় ফর্ম পুরণ করুন,
(অবশ্যই আপনার ঠিকানা যে বিভাগে সে ফর্মটি পুরণ করবেন ইনশা'আল্লাহ)
-আল কুরআনের দারস

#থার্টিফার্স্টনাইট

সময়ের স্রোত কেয়ামতের দিকে ধাবিত হচ্ছে, এক মুহূর্তের জন্যও থেমে নেই। এরই মাঝে আলহামদুলিল্লাহ, অনেক দ্বীনি ভাই-বোন সঠিক ...
21/12/2025

সময়ের স্রোত কেয়ামতের দিকে ধাবিত হচ্ছে, এক মুহূর্তের জন্যও থেমে নেই। এরই মাঝে আলহামদুলিল্লাহ, অনেক দ্বীনি ভাই-বোন সঠিক পথে ফিরে আসছেন। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, এর পাশাপাশি ফিতনার জোয়ারও বেড়ে চলেছে, যেন আকাশ ছুঁতে চায়। চ্যাটজিপিটিও এই ফিতনার অন্তর্ভুক্ত— আল্লাহুম্মা হফাজনা!

আমি এমন অনেক ভাইকে দেখেছি, যারা চ্যাটজিপিটির কাছে ধর্মীয় মাসআলা জিজ্ঞেস করেন, এবং তা নির্দ্বিধায় গ্রহণও করেন। কিন্তু এই পদ্ধতির যৌক্তিকতা নিয়ে তাদের চিন্তা ভাবনা প্রায় শূন্য বলা চলে। তাদের যুক্তি একটাই— চ্যাটজিপিটি অনলাইন জগৎ ঘুরে আপনার জন্য সেরা উত্তরটি খুঁজে বের করে।

কিন্তু, ভাই! একটু ভেবে দেখেন, চ্যাটজিপিটির আসল কাজ কী? এটি ইন্টারনেটের বিভিন্ন ওয়েবসাইট, ব্লগ, ফোরাম ও প্রবন্ধ বিশ্লেষণ করে উত্তর তৈরি করে। কিন্তু অনলাইনের তথ্য তো কোনো নির্দিষ্ট মাজহাব বা নির্ভরযোগ্য আলেমদের একচেটিয়া নয়। এখানে হানাফি, মালিকি, শাফেয়ি, হাম্বলি, সালাফি, সুন্নি, (কা*ফে*র) কা*দি*য়ানি— সকল মতাদর্শের লেখা রয়েছে। আপনি যদি হানাফি হয়ে থাকেন, আর চ্যাটজিপিটি যদি কাদিয়ানিদের ফতোয়া আপনার সামনে উপস্থাপন করে, তাহলে হয়তো আপনি তা বুঝতেও পারবেন না, বরং তা গ্রহণও করে ফেলতে পারেন।

আরো ভয়ংকর বিষয় হলো— একই প্রশ্ন দুইবার করলে চ্যাটজিপিটি দুই রকম উত্তর দিতে পারে। একবার বলবে, "এটি জায়েজ," আবার কিছুক্ষণ পর বলবে, "এটি নাজায়েজ।" কেন এমন হয়? কারণ, প্রথমবার হয়তো হানাফি ফতোয়া দেখিয়েছে, দ্বিতীয়বার মালিকি মাজহাবের ব্যাখ্যা দিয়েছে। ফলে আপনি দ্বিধাগ্রস্ত হবেন, মনে সংশয় সৃষ্টি হবে, এবং একসময় সত্য-মিথ্যার মধ্যে পার্থক্য করাটাই কঠিন হয়ে উঠবে।

আসলে চ্যাটজিপিটি এমনভাবে প্রোগ্রাম করা হয়েছে যে, এর প্রধান লক্ষ্য "ব্যবহারকারীকে সন্তুষ্ট রাখা," সত্যকে উপস্থাপন করা নয়। অথচ দ্বীনের ক্ষেত্রে আমাদের প্রয়োজন সঠিক জ্ঞান, সন্তুষ্টি নয়।

তাই, কোনো মাসআলা জানা প্রয়োজন হলে, অভিজ্ঞ ও যোগ্য আলেমদের শরণাপন্ন হন। নির্ভরযোগ্য ফতোয়া বিভাগ বা মুফতির কাছে প্রশ্ন করেন। কারণ, দ্বীন কোনো খেলনা নয়, এটি জান্নাত ও জাহান্নামের প্রশ্ন!

আল্লাহ আমাদের সকলকে সত্য বুঝার ও মানার তাওফিক দান করুন। আমিন।

এ যেন এক নতুন ফেতনা!
-সজিবুল ইসলাম।

05/10/2025

গতকাল পবিত্র কুরআনুল কারিমের অবমাননা করা হয়েছে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে এদিকে নামধারী ইসলামী রাজনীতিবিদদের প্রতিক্রিয়া শোচনীয়। হিন্দুদের শিরকের আড্ডাখানায় দলেরস্বার্থে ঈমানকে জলাঞ্জলি দিতে কুণ্ঠাবোধ করে না বিন্দুতম কিন্তু যেখানে ঈমানের দাবী আকাশসম সেখানে তাওহীদবাদি মুসলমানদের ঠেকানো যায় কিভাবে সে চিন্তার অন্ত নেই। রাসূলুল্লাহ ﷺ এর সাথে কটুক্তি করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় কেবল রাসূলপ্রেমী তাওহীদী জনতার ঘামে আর স্বার্থান্বেষীদের দেখতে পাওয়া যায় ফিলিস্তিন নিয়ে নেকামো করতে যা তাদের অসাধ্য বলেই করে মানুষের ইমোশনকে কাজে লাগায় রাজনৈতিক স্বার্থে।

ধর্ম উপদেষ্টা হিন্দুদের বুক চিতিয়ে পূজা উদযাপন করতে বলে মুসলিম দাবিদার হয়েও তাদের নিত্য দেখে। আর মুসলিমদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলাই বাহুল্য যে, তাকে মৃত ঘোষণা করলে মন্দ কি হবে! আগে শুনেছি তার মাঝে পাশ্চাত্য সভ্যতার প্রভাব পরিলক্ষিত হয় এখন তিনি অস্বীকার করলেও অবস্থান তারই নামান্তর।

হাসিনা এবং তার পূর্ব সময়কার গভমেন্টের থেকে আজ অবধি দেশে যারা ইসলামকে নরমালাইজ করেছে, প্রত্যক্ষভাবে ইসলামের মূল্যবোধ ক্ষুন্ন করছে, আগামিতেও আল্লাহ ﷻ কে রব হিসেবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অস্বীকার করে যুগের সবচেয়ে নিকৃষ্টতম উদাহরণ সৃষ্টিকারীদের গ্ৰহণ করবে তারাই সঠিক বলে বিবেচিত তাগুতী অপশক্তির কাছে। ক্ষমতায় অমন হীন লোকদেরই দেখতে পাবেন। আমি খুব ব্যথিত হৃদয়ে উম্মাহর প্রতি মুহাব্বত রেখে বলছি, নিশ্চয়ই গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইসলামী শাসন ব্যবস্থা আশা করাটাও বোকামি এবং কেবল একটি ব্যর্থচেষ্টা, প্রকৃত সুখ অনুভব করবেন কেবলমাত্র শরীয়া শাসনে। তাই শরীয়া কী জানুন, বুঝুন ই'দাদ গ্ৰহণ করুন।

الا تتقون! الا تعبدون!الا لا حل إلا الشريعة! الله أكبر.

Noor Sadiq

Address

Jamalpur Sadar Upazila

Website

Alerts

Be the first to know and let us send you an email when Noor H. Sadiq posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share