Noor Sadiq

Noor Sadiq সুচিন্তন- ইতিবাচক- আত্মবিশ্বাস।

• তবুও গা*জা ছেড়ে যাবো না !💔- AD-DEEN
13/08/2025

• তবুও গা*জা ছেড়ে যাবো না !💔

- AD-DEEN

🍂🐦,💔
13/08/2025

🍂🐦,💔

ইয়া রাসূলুল্লাহ ﷺ! তোমারি আগমনে পৃথিবী হলো আলোকময়। তুমি এমন এক চাঁদ যার ফুয়ারা শেষ হবার নয়।
12/08/2025

ইয়া রাসূলুল্লাহ ﷺ! তোমারি আগমনে পৃথিবী হলো আলোকময়। তুমি এমন এক চাঁদ যার ফুয়ারা শেষ হবার নয়।

ইতিহাসের দিকে চোখ বুলালে দেখতে পাবেন- যখন মুসলিমরা কোনো কাফের গোষ্ঠীর কাছে পরাজিত হয়েছে, তখন পরাজয়ের বড় একটা কারণ হিস...
12/08/2025

ইতিহাসের দিকে চোখ বুলালে দেখতে পাবেন- যখন মুসলিমরা কোনো কাফের গোষ্ঠীর কাছে পরাজিত হয়েছে, তখন পরাজয়ের বড় একটা কারণ হিসেবে চিহ্নিত হত মুসলিমদের মাঝে থাকা কাফেরদের লালিত কিছু মুনাফিক। যা অতীতে ছিল, বর্তমানে বিদ্যমান, ভবিষ্যতেও এদের পরম্পরা বাকি থাকবে।

জাতিসংঘের কার্যালয় স্থাপনে যারা পশ্চিমাদের সাথে আঁতাত করছে; নিঃসংকোচে এরা এ যুগের মুনাফিক।

ধ্বংস হোক এদের যত কুটকৌশল!

আল্লাহ তাআলা এ মুসলিম উম্মাহকে বিজয়ের মাধ্যমে সবার উপর শ্রেষ্ঠত্ব দান করুন। আমীন।
Noor Sadiq

27/07/2025

সবকিছুতে আধুনিকতার ছোঁয়া, ইসলামী সঙ্গীতে না থেকে পারে! তাই বলে তেলাওয়াতটাও ছাড় পাবে না?

হায় আল্লাহ মাফ করুন! সহায় হোন আমাদের!

এখন আমরা ফেতনাময় সময় পার করছি বরং সাঁতার কাটছি ধোঁকার অতল গহ্বরে এবং অদূর ভবিষ্যতে এর ভয়াবহতা হবে আরো নাজুক। কিন্তু মনে রাখতে হবে আমরা মুমিন মুসলমান। কলুষিত, অন্ধকারাচ্ছন্ন পরিবেশের মধ্য দিয়েই নিজেদের ঈমানী শক্তিতে রাখতে হবে উজ্জীবিত। নিশ্চয়ই নববি সুন্নাহ ফেতনা থেকে পরিত্রাণের একমাত্র উপায়।

আজকের গজল-সঙ্গিতে মরীচিকা পড়ে গেছে অনেকটা। প্রথমে বিভিন্ন সফ্ট মিউজিক ব্যবহৃত হতো সঙ্গীত বা নাশিদে তারপর দেখা গেল পুরো একটা হিন্দি/বাঙলা গানকে অবিকল নকল করে অনেকগুলোর ভীড়ে ইসলামিক নাশিদ বলে চালিয়ে দেয়ার প্রবণতা। যা এখন রিয়েল লাইফে নামাজের তেলাওয়াতে গিয়ে ঠেকেছে মানে গানের সুরে তেলাওয়াত। আগে কখনো স্টেজের বয়ানের সুরে তেলাওয়াত শুনতাম সামিয়ানার নীচে এবং কখনো মিল রেখে দন্ডায়মান নামাজে। কিন্তু মুসল্লিদের মন জয় করতে গিয়ে আল্লাহ তাআলার নারাজি এখতিয়ার করতে হবে?

ফেতনার এ জামানায় আমাদের খুব এক্টিভ এবং প্রোডাক্টিভ মুসলিম হতে হবে। আল্লাহ ﷻ আমাদের ফেতনা ফ্যাসাদ থেকে হেফাজত করুন এবং রাসূল ﷺ এর সুন্নাহকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে রাখার তাওফীক দিন আমীন।
Noor Sadiq

18/07/2025

🤍صلى الله عليه وسلم

14/07/2025

আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার কোন ওলির সাথে দুশমনি করে আমি তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেই। আমি আমার বান্দার উপর যা ফরজ করেছি আমার কাছে তার চেয়ে বেশি প্রিয় এমন কোন কাজ নেই, যা দ্বারা বান্দা আমার নৈকট্য লাভ করতে পারে।বান্দা নফল আমল দ্বারা আমার নৈকট্য লাভ করতে থাকে। একপর্যায়ে আমি তাকে ভালোবেসে ফেলি। আর আমি যখন তাকে ভালোবেসে ফেলি, তখন আমি তার কান হয়ে যাই যা দিয়ে সে শোনে। তার চোখ হয়ে যাই যা দিয়ে সে দেখে। তার হাত হয়ে যাই যা দিয়ে সে ধরে এবং তার পা হয়ে যাই যা দিয়ে সে চলে।তখন সে যদি আমার কাছে কিছু চায় আমি তাকে দান করি এবং সে যদি আমার কাছে আশ্রয় প্রার্থনা করে তাকে অবশ্যই আশ্রয় দান করি।

সহীহ বুখারী, হাদীস ৬৫০২সূত্র : রিয়াযুস সালেহীন, ২য় খণ্ড, মাকতাবাতুল আশরাফ কর্তৃক প্রকাশিত, হাদীস নং ৯৫

পাদটীকা:
এ হাদীসে আল্লাহ তাআলা জানান যে, বান্দা যখন ফরয ইবাদতের পাশাপাশি নফল অমলে রত থাকে, তখন আল্লাহ তাআলা তাকে ভালোবেসে ফেলেন। এভাবে বান্দা আল্লাহর ওলী ও বন্ধুতে পরিণত হয়ে যায়। আর যখন সে তাঁর ওলী হয়ে যায় এবং তিনি তাকে ভালোবেসে ফেলেন, তখন তিনি তার কান, চোখ, হাত ও পায়ে পরিণত হয়ে যান।এর অর্থ আল্লাহ তাআলার মানবরূপ ধারণ করা নয়। তিনি মানুষে পরিণত হয়ে যান এমন নয়; বরং মানুষ যাতে এসব অঙ্গপ্রত্যঙ্গের সঠিক ব্যবহার করতে পারে সে ব্যাপারে তিনি তাকে সাহায্য করেন।মানুষ বেশিরভাগ গুনাহ এসব অঙ্গপ্রত্যঙ্গ দ্বারাই করে থাকে। মানুষ যখন আল্লাহর ওলী ও বন্ধুতে পরিণত হয়ে যায়, তখন আল্লাহর সাহায্যে গুনাহ থেকে বাঁচতে সক্ষম হয় এবং এসব অঙ্গকে নেক কাজে ব্যবহার করার সুযোগ পায়। সে তার কান দিয়ে কোনও অবৈধ ও অহেতুক কথা শোনে না। এমন কথাই শোনে, যাতে আল্লাহ সন্তুষ্ট হন। সে তার চোখ দিয়ে কোনও অবৈধ বস্তু দেখে না। বরং এমন জিনিস দেখে, যাতে পুণ্য অর্জিত হয়। সে তার হাত দিয়ে কোনও হারাম বস্তু স্পর্শ করে না; বরং এমন কাজ করে, যাতে আখিরাতের সঞ্চয় হয়। এবং সে তার পা দিয়ে কোনও অবৈধ পথে চলে না; বরং এমন পথে চলে, যাতে দুনিয়া ও আখিরাতের প্রভৃত কল্যাণ সাধিত হয়।

14/07/2025

প্রত্যেক পাড়ায়-মহল্লায় মসজিদভিত্তিক গণনিরাপত্তা কমিটি তৈরি করুন। যুবকেরা উদ্যোগ নিন। এলাকার সচেতন আলেম, ব্যবসায়ী, কর্মজীবী, ধর্মপ্রাণ নেতাদের সাথে বসুন। প্রস্তাবনা দিন। মহল্লায় মহল্লায় 'হিলফুল ফুজুল' গঠন করুন এলাকার যেকোন চাঁদাবাজি রুখে দিন। মজলুমের হক উদ্ধার এবং জালেমের হাতকে প্রতিরোধ করুন। সামাজিক শক্তি অর্জনের অন্যতম ধাপ হল জনগণের নিরাপত্তা।

এদেশে সবাই গণতন্ত্রের কাছে বিক্রি হয়ে যায়। আজ না হয়, কাল। প্রশাসন, পুলিশ এরা কেউ মানুষের নিরাপত্তা দিতে সক্ষম নয়। নিজের নিরাপত্তা নিজেদেরই নিশ্চিত করতে হবে। সমাজকে শক্তিশালী করুন। সমাজকে মাল্টিফাংশনাল করি চলুন।

মব মব তারাই করে যাদের স্বার্থে আঘাত লাগে। এসব ট্যাগবাজি আর সহ্য করা হবে না। ভাত দেবার যার মুরোদ নেই, তার কিল দেবারও অধিকার নেই। যুবকেরা উদ্যোগ নিন।

ডাঃ শামসুল আরেফিন শক্তি হাফিজাহুল্লাহ।

13/07/2025

কী ভাবছেন?
মৃত্যুর এখনো অনেক বাকি!
নিজেকে এভাবে আর কত ধোঁকা দিবেন? ঐতো আজরাইল আ:😰

Address

Dewanganj
Jamalpur Sadar Upazila

Website

Alerts

Be the first to know and let us send you an email when Noor Sadiq posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share